আসুন এবার একটু মানস ভ্রমণ করে আসি কোভিড ফ্রী দেশ ভিয়েতনাম থেকে। Off Beat Vietnam সাপা .... উত্তর পশ্চিম ভিয়েতনাম এর একটা পাহাড়ি এলাকা
সা পা উত্তর-পশ্চিম ভিয়েতনামের হোং লিয়েন সোন পর্বতমালার একটি শহর।
একটি জনপ্রিয় ট্রেকিং বেস, এটি মুওং হোয়া উপত্যকার চতুষ্পদ ধানের ক্ষেতকে উপেক্ষা করে এবং ৩,১৪৩ মিটার লম্বা ফাং শি পাং চূড়ার কাছে, যা খাড়া, মাল্টেডে গাইডেড ওয়াক দিয়ে আরোহণযোগ্য। হমং, তাই এবং দাওয়ের মতো পার্বত্য উপজাতিরা এই শহরের স্থানীয় জনসংখ্যার বেশিরভাগ অংশ নিয়ে গথিত
মূলত Hanoi থেকে যেতে হয়।।। প্রায় 4 ঘন্টার পথ
বাস ও ট্রেন এ যাওয়া যায়।।। ভিয়েতনাম এ গেলে এখানে যেতে ভুলবেন না,,,,☺️😊😊😊