পাহাড়ি সৌন্দর্য উপভোগ করুন ভিস্তাডোম কোচ থেকে...

Tripoto

পাহাড়ে ঘুরতে যেতে অনেকেই ভালবাসেন। সময়ের অভাবে সব সময় হয়ে ওঠে না। তবে ডুয়ার্স যাত্রা কিন্তু এখন আগের তুলনায় অনেক বেশি উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। উত্তর-পূর্বে সীমান্ত রেলওয়ের তরফ থেকে যাত্রীদের জন্য ভিস্তাডোম কোচ চালু করে নতুন এক উদ্যোগ নেওয়া হয়েছে। এই ধরনের ট্রেনগুলি ডুয়ার্সের পার্বত্য অঞ্চলের মধ্যে দিয়ে সবুজ মনোরম দৃশ্য দেখাতে দেখাতে যাত্রীদের এগিয়ে নিয়ে যাবে তাদের গন্তব্যস্থলে।

Photo of পাহাড়ি সৌন্দর্য উপভোগ করুন ভিস্তাডোম কোচ থেকে... 1/5 by Deya Das

বিভিন্ন মিডিয়ার তথ্য অনুযায়ী, নিউ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে এই ভিস্তাডোম কোচ, দুটি করে শীততাপ নিয়ন্ত্রিত চেয়ার কার এবং দুটি নন এসি চেয়ার কার থাকবে। শুধু তাই নয়, এর সঙ্গে থাকবে বিভিন্ন রকমের লাগেজ কার এবং পাওয়ার কোচ।

যাত্রাপথের আকর্ষণীয় বিষয়-

ডুয়ার্সের মধ্যে দিয়ে নিউ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জংশন অতিক্রম করার সময় এই ভিস্তাডোম কোচগুলি থেকে যাত্রীরা প্রকৃতির স্বাদ গ্রহণ করতে পারবে এবং এর সাথে অভয়ারণ্যের বিভিন্ন বন্য প্রাণী ও উদ্ভিদের সঙ্গে সাক্ষাৎ ঘটবে। এই ট্রেনটি মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্য, চাপড়ামারি বন, জলদাপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য এবং বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়ে এগিয়ে চলবে।

Photo of পাহাড়ি সৌন্দর্য উপভোগ করুন ভিস্তাডোম কোচ থেকে... 2/5 by Deya Das

এই সমস্ত দেখতে ১৬৯ কিলোমিটার ট্রেনযাত্রা কীভাবে কেটে যাবে বুঝতেই পারবেন না।

ভিস্তাডোম কোচ-

ইতিমধ্যে ভারতীয় রেলওয়ের ভিস্তাডোম কোচগুলি ভারতীয় পর্যটনশিল্পকে পুনরুজ্জীবিত করে তুলেছে। বড় কাঁচের জানলা দিয়ে বাইরের প্রাকৃতিক পরিবেশ, কাঁচের ছাদ দিয়ে খোলা আকাশ, পাহাড়, টানেল, সেতুর মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া এই ট্রেন পর্যটকদের কাছে বেশ আনন্দদায়ক এক যাত্রা উপস্থিত করছে। ট্রেনের মধ্যে থাকা বসার আসনগুলিকে সম্পূর্ণরূপে ঘোরানোর ব্যবস্থা রয়েছে।

Photo of পাহাড়ি সৌন্দর্য উপভোগ করুন ভিস্তাডোম কোচ থেকে... 3/5 by Deya Das

ভিস্তাডোম কোচের ভাড়া-

মিডিয়ার তথ্য অনুযায়ী, এই ভিস্তাডোম কোচে মোটামুটি ৪৮ জন যাত্রীর ধরার ক্ষমতা রয়েছে। আর তার জন্য এ/সি চেয়ার কারের ভাড়া ৩০০ টাকা এবং ৪০০ টাকা। নন এ/সি-র ভাড়া ৮৫ টাকা। পিআরএস অথবা আইআরসিটিসি ওয়েব পোর্টালের মাধ্যমে যাত্রীরা টিকিট বুক করতে পারবেন।

যাত্রাপথের বিরতি

ট্রেনটির যাত্রাপথে শিলিগুড়ি, সেবক, নিউ ম্যাল, চালসা, হাসিমারা, রাজাভাতখাওয়া এই মোট ৬ টি বিরতি রয়েছে।

Photo of পাহাড়ি সৌন্দর্য উপভোগ করুন ভিস্তাডোম কোচ থেকে... 4/5 by Deya Das

ট্রেনের সময়-

নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সকাল ৭.২০মিনিটে যাত্রা শুরু করে আলিপুরদুয়ার জংশন দুপুর ১টায় পৌঁছায়। আবার ওই একই ট্রেন দুপুর ২টোর সময় আলিপুরদুয়ার থেকে যাত্রা শুরু করে সন্ধ্যা ৭টায় নিউ জলপাইগুড়িতে এসে পৌঁছায়।

ভিস্তাডোম কোচের ট্রেন যাত্রা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সপ্তাহের শুক্রবার, শনিবার ও রবিবার এই ট্রেনটি যাত্রা করে।

Photo of পাহাড়ি সৌন্দর্য উপভোগ করুন ভিস্তাডোম কোচ থেকে... 5/5 by Deya Das

যদি আপনি এর মধ্যে ডুয়ার্স যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে দেরী না করে ঝটপট ট্রেনের টিকিট বুক করে ফেলুন। কারণ এই ট্রেনে কয়েক মিনিটের মধ্যে সমস্ত সিট বুক হয়ে যাচ্ছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করুন।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যাবহার করুন।

(এটি একটি অনুবাদকৃত আর্টিকেল। আসল আর্টিকেল পড়তে এখানে ক্লিক করুন!)

Further Reads