WHO-এর তালিকায় কোভ্যাক্সিন নেই, তাহলে কি ভারতীয়দের এবার বিদেশ যাত্রা বন্ধ হবে?

Tripoto
Photo of WHO-এর তালিকায় কোভ্যাক্সিন নেই, তাহলে কি ভারতীয়দের এবার বিদেশ যাত্রা বন্ধ হবে? 1/4 by Surjatapa Adak

করোনা রোধে ভারতে প্রচলিত টিকাগুলির মধ্যে অন্যতম হল- কোভ্যাক্সিন। তবে সম্প্রতি বিশ্ব স্বাস্থ্যসংস্থা (WHO)-এর Emergency use Listing( EUL) তালিকায় কোভ্যাক্সিনের উল্লেখ নেই । যদিও, বর্তমানে নয়টি দেশ ভারতের নির্মিত কোভ্যাক্সিন টিকাকে অনুমোদন দিয়েছেন । কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন যে সমস্ত ভারতীয় নাগরিক কোভ্যাক্সিন টিকা গ্রহণ করেছেন,অদূর ভবিষ্যতে তাদের বিদেশ যাত্রার বিঘ্নিত হতে পারে ।

Photo of WHO-এর তালিকায় কোভ্যাক্সিন নেই, তাহলে কি ভারতীয়দের এবার বিদেশ যাত্রা বন্ধ হবে? 2/4 by Surjatapa Adak

গত এপ্রিল মাসে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ হেলথ এন্ড ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি এবং ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড ( BBIL)-এর ম্যানেজিং ডিরেক্টর ডঃ কৃষ্ণ মোহন একটি মিটিং - এর পর WHO এর EUL এর তালিকা নির্মাণের জন্য সাক্ষীবাবদ সমস্ত রকম তথ্যমূলক খসড়া জমা করেন । তবুও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পায়নি কোভ্যাক্সিন।

Photo of WHO-এর তালিকায় কোভ্যাক্সিন নেই, তাহলে কি ভারতীয়দের এবার বিদেশ যাত্রা বন্ধ হবে? 3/4 by Surjatapa Adak

এই প্রসঙ্গে ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড জানিয়েছেন, তারা এখনও পর্যন্ত ৯০% তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে জমা করতে পেরেছেন । বাকি তথ্য সংক্রান্ত সমস্ত খসড়া জুন ২০২১এর মধ্যে পেশ করা হবে । তবে ভবিষ্যতে এই টিকাটি ও মান্যতা পাবে সেই বিষয়ে ভারত বায়োটেক কর্তৃপক্ষ যথেষ্ট বিশ্বাসী ।

সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছে, phase- ৩ ক্লিনিক্যাল ট্রায়ালের পরই ভারত বায়োটেক প্রমাণ করে দেবেন, যে করোনা মহামারী রোধে কোভ্যাক্সিনের ৮১% উপযৌক্তিকতা রয়েছে ।ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসাচ (ICMR) এর চিফ ডঃ বলরাম ভার্গভ জানিয়েছেন, জুন মাসের মধ্যেই এই প্রসঙ্গে একটি জার্নাল প্রকাশিত হবে ।

Photo of WHO-এর তালিকায় কোভ্যাক্সিন নেই, তাহলে কি ভারতীয়দের এবার বিদেশ যাত্রা বন্ধ হবে? 4/4 by Surjatapa Adak

প্রসঙ্গত জানিয়ে রাখি, ভারতে এখনও পর্যন্ত প্রায় ২কোটি মানুষ কোভ্যাক্সিন গ্রহণ করেছেন । তবে WHO এর অনুমোদন এই সময়ে খুবই প্রয়োজনীয় বলে মনে করছেন একদল বিশেষজ্ঞগণ । কারণ এই অনুমোদনের ফলে ভারত বিশ্বের অন্যান্য দেশগুলিকেও এই ভ্যাকসিন রপ্তানি করতে পারবেন । ইতিমধ্যে ভারত সরকার কর্তৃপক্ষ জানিয়েছেন, বেশ কয়েকটি দেশ কোভ্যাক্সিনের প্রতি তাদের কৌতূহল প্রকাশ করেছেন । অন্যদিকে কোভিশিল্ড টিকাটি বিশ্বের ১৩০ দেশের অনুমোদন লাভ করেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে ক্যাবিনেট মন্ত্রী এবং অন্যান্য সরকারী কর্তৃপক্ষ কোভ্যাক্সিনের টিকার উপর আস্থা রেখেছেন ।তাদের ক্ষেত্রে ও বিদেশ যাত্রায় বিঘ্ন হতে পারে বলে মনে করা হচ্ছে ।

সম্প্রতি একটি রিপোর্ট বলা হয়েছে, কোনো দেশে এখনও পর্যন্ত 'ভ্যাকসিন পাসপোর্ট ' অত্যাবশ্যকীয় হয়ে ওঠেনি । বর্তমান পরিস্থিতিতে প্রতিটি দেশে ভ্রমণের জন্য RT-PCR এর নেগেটিভ রিপোর্ট প্রয়োজন, এছাড়াও যাত্রীরা সেই দেশে পৌঁছনোর পর কিছু দিনের জন্য নিভৃতবাসে থাকা আবশ্যক।

আপাতভাবে, কোভ্যাক্সিন ঠিক কতটা যুক্তিযুক্ত এখন সেটাই দেখার বিষয়।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

Further Reads