অভিনব পদ্ধতিতে গণেশ চতুর্থী পালন: গির্জায় সাক্ষাত যীশুখ্রিস্ট এবং গণপতি বাপ্পার

Tripoto
Photo of অভিনব পদ্ধতিতে গণেশ চতুর্থী পালন: গির্জায় সাক্ষাত যীশুখ্রিস্ট এবং গণপতি বাপ্পার 1/3 by Deya Das

আজ গণেশ চতুর্থী। দেশজুড়ে বিভিন্ন জায়গায় বহু ভক্তের কন্ঠ শোনা যাবে গনপতি বাপ্পা মোরিয়া। শাস্ত্র মতে, শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের পুজো সাধারণত হিন্দু ধর্মাবলম্বীরা পালন করলেও ঈশ্বর এক এবং অদ্বিতীয় প্রমাণ করতে এই বছর স্পেনের চার্চ-এ পালন হচ্ছে গণেশ চতুর্থী। ধর্মের ভেদাভেদ ভুলে মানব শক্তি সবচেয়ে বড় শক্তি এবং মানুষের মধ্যে যে ঈশ্বর বিরাজমান সেই উদাহরণের এক নজির তৈরি করল স্পেনের একটি চার্চ।

Photo of অভিনব পদ্ধতিতে গণেশ চতুর্থী পালন: গির্জায় সাক্ষাত যীশুখ্রিস্ট এবং গণপতি বাপ্পার 2/3 by Deya Das

জানা যায়, গণেশ চতুর্থী উপলক্ষ্যে স্পেনের প্রবাসী ভারতীয়রা যীশুখ্রিস্টের সামনে প্রতিষ্ঠা করেন গণেশের মূর্তি এবং পরবর্তীতে সেই ভিডিও সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল হয়। এই কাজের মধ্যে দিয়ে ভারতীয় ও বিদেশিরা সমগ্র বিশ্বকে সৌভ্রাতৃত্ব বন্ধনের বার্তা পাঠায়। ইতিমধ্যে ভিডিওটি প্রায় ১ লক্ষ ৬৫ হাজারের বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে।

Photo of অভিনব পদ্ধতিতে গণেশ চতুর্থী পালন: গির্জায় সাক্ষাত যীশুখ্রিস্ট এবং গণপতি বাপ্পার 3/3 by Deya Das

ভিডিওটি ভাইরাল হওয়ার পরে চলচ্চিত্র পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী তার নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করেন। গণেশ বন্দনা মেতেছেন ভারতীয়দের সঙ্গে বিদেশিরাও। ভিডিওটিতে দেখা গিয়েছে এক বিশাল মাপের গণপতির মূর্তি স্পেনের ওই চার্চটির মধ্যে প্রবেশ করানো হচ্ছে। শুধু তাই নয়, অদৃশ্য প্রয়োগ করার জন্য অসংখ্য স্পেনের মানুষ ভিড় জমিয়েছেন।

https://twitter.com/vivekagnihotri/status/1435471918619004937?s=20

অগ্নিহোত্রী তার টুইটার পোস্ট জানিয়েছেন, স্পেনের ভারতীয়রা প্রথমে চার্চ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি চান যে তারা গনপতির মূর্তি চার্চের রাস্তা দিয়ে নিয়ে যেতে পারবেন কিনা! এই কথা শুনে চার্চ কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত জানান যে গণপতির পুজো এবার চার্চে যীশুখ্রিস্টের সঙ্গেই হবে।পরিশেষে বলা, সবার উপর মানুষ সত্য এই কথাটি হয়তো আজ স্পেনের চার্চ কর্তৃপক্ষ আবার প্রমাণ করে দিলেন।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

Further Reads