কলকাতার কোহলি ভক্তেরা এখন কেবলই 'বিরাট'-এর অপেক্ষায়...

Tripoto
Photo of কলকাতার কোহলি ভক্তেরা এখন কেবলই 'বিরাট'-এর অপেক্ষায়... 1/5 by Surjatapa Adak
ঝকঝকে পরিবেশে সাজানো রেস্তরাঁর ভিতরে (ছবি সংগৃহীত)

কোনও বিশেষ দিনকে সেলিব্রেট করার জন্য অথবা উইকএন্ড পার্টির জন্য আমরা কোনও রেস্টুরেন্ট বা বারকে বেছে নিই । কিন্তু উইকএন্ড পার্টি এবং বিশেষ দিন সেলেব্রেশনের ঠিকানাটি যদি কোনও বিখ্যাত ব্যক্তিত্বের ভেঞ্চার হয়, তাহলে কেমন হয়? বর্তমানে ভারতীয় ক্রিকেট জগতের ব্যক্তিত্বরা হসপিটালিটি ইন্ডাস্ট্রির প্রতি বিনিয়োগ করা শুরু করেছেন । তবে এই ব্লগে আপনার জন্য রয়েছে একটা বিশেষ চমক । বিস্তারিত জানতে এই ব্লগটা শেষপর্যন্ত পড়েই ফেলুন ।

ন্যুভা

Photo of কলকাতার কোহলি ভক্তেরা এখন কেবলই 'বিরাট'-এর অপেক্ষায়... 2/5 by Surjatapa Adak
ছবি সংগৃহীত

ভারতবাসীর হার্টথ্রব বিরাট কোহলি ২০১৭ সালে হসপিটালিটি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে প্রথম বিনিয়োগ শুরু করেন । নিউ দিল্লির আর. কে পুরম অঞ্চলে অবস্থিত বিরাট কোহলির রেস্তোরাঁর নাম হলো ন্যুভা। আধুনিকতার মোড়কে এই লাক্সরি রেস্টুরেন্টকে নিজের মতো করে সাজিয়ে তুলেছেন জনপ্রিয় শেফ, লেখক এবং ট্রাভেল ফটোগ্রাফার মিচেল স্বামী । এই রেস্তরাঁর খাদ্যতালিকায় রয়েছে সিভেচ দ্য ক্যামেরন্স, পেরুভিয়ান পিকজ, স্পাইসি মলে ইত্যাদি ।

ওয়ান ৮ কমিউন

Photo of কলকাতার কোহলি ভক্তেরা এখন কেবলই 'বিরাট'-এর অপেক্ষায়... 3/5 by Surjatapa Adak
রেস্তরাঁর ভিতরে (ছবি সংগৃহীত)

সম্প্রতি সংবাদপত্র মাধ্যম অনুযায়ী জানা যাচ্ছে দিল্লির পর কলকাতায় বিরাট কোহলি তার নতুন ফুড জয়েন্ট শুরু করছেন ।প্রায় ৪৫০০ বর্গফিট অঞ্চল জুড়ে এই রেস্ট্রবার গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে । বিলাসবহুল এই রেস্তোরাঁয় বিরাটের সই ও প্রজ্জলিত থাকবে ।

Photo of কলকাতার কোহলি ভক্তেরা এখন কেবলই 'বিরাট'-এর অপেক্ষায়... 4/5 by Surjatapa Adak
ছবি সংগৃহীত

বিরাটের পছন্দের খাবারের পসরা নিয়ে হাজির হবে ওয়ান ৮ কমিউন। বিরাট কোহলি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ব্যস্ততার কারণে এই রেস্তোরাঁর শুভ উদ্বোধনে আসতে পারেননি। তবে খুব শীঘ্রই কলকাতায় আসবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন ।

Photo of কলকাতার কোহলি ভক্তেরা এখন কেবলই 'বিরাট'-এর অপেক্ষায়... 5/5 by Surjatapa Adak
ছবি: দ্য টেলিগ্রাফ (সৌজন্যে)

কলকাতা শহরে বিরাটের এই ফুড জয়েন্ট কতটা সাফল্য পাবে তারই প্রতীক্ষায় আছেন সমগ্র কলকাতাবাসী ।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

Further Reads