বিদ্যাং হয়ে উঠতে পারে কালিম্পং-এর নতুন ট্রাভেল ডেস্টিনেশন...

Tripoto
Photo of বিদ্যাং হয়ে উঠতে পারে কালিম্পং-এর নতুন ট্রাভেল ডেস্টিনেশন... 1/5 by Doyel Banerjee
পাহাড়ি পরিবেশের হাতছানি (ছবি সংগৃহীত)

কালিম্পং আপনি বহুবার গিয়েছেন। তাই কালিম্পং শুনলেই প্রথমে এই কথাটাই বলবেন। কিন্তু কালিম্পংয়ের কাছে বিদ্যাং আছে। ওখানে যে যাননি হলফ করে বলতে পারি।

প্রচুর কিছু যে দেখার আছে তা নয়, কিন্তু এখানে এসে মন যে শান্তিতে ভরে যাবে সেকথা একশ ভাগ নিশ্চিত।

বিদ্যাং অবস্থিত রেল্লি নদীর ধারে। রেল্লি সিকিম থেকে যাত্রা শুরু করে তিস্তায় এসে মিশে গিয়েছে।

দেখার কী কী আছে

Photo of বিদ্যাং হয়ে উঠতে পারে কালিম্পং-এর নতুন ট্রাভেল ডেস্টিনেশন... 2/5 by Doyel Banerjee
পাহাড়ি ঝরণার গল্প (ছবি সংগৃহীত)

পাখির ডাক, আকাশ ছোঁয়া পাহাড় আর চোখ জুড়িয়ে দেওয়া প্রকৃতি। হাতে সময় থাকলে স্মৃতি ঝালিয়ে নিতে কালিম্পং ঘুরে নিতে পারেন। গাড়ি নিয়ে যেতে পারেন আলগারাহ গ্রামেও।

চাঁদের আলোয় এই জায়গা ভারি সুন্দর লাগে। নদীর ধারে হেঁটে বেরাতেও ভালো লাগবে। একটা কাঠের ঝুলন্ত সেতু আছে, সেলফি তোলার জন্য যা একেবারেই আদর্শ জায়গা। কপাল ভালো থাকলে দারুণ দেখতে পাখি ও প্রজাপতি দেখতে পেয়ে যাবেন।

Photo of বিদ্যাং হয়ে উঠতে পারে কালিম্পং-এর নতুন ট্রাভেল ডেস্টিনেশন... 3/5 by Doyel Banerjee
পাথুরে নুড়ি-কাঁকড়ের সৌন্দর্য (ছবি সংগৃহীত)

একটু এগিয়েই রয়েছে দিমা জলপ্রপাত। এর আশেপাশে ঘুরে দেখতে পারেন। কমলালেবুর সিজনে লেবুর বাগানও দেখতে পাবেন।

কীভাবে যাবেন

Photo of বিদ্যাং হয়ে উঠতে পারে কালিম্পং-এর নতুন ট্রাভেল ডেস্টিনেশন... 4/5 by Doyel Banerjee
ছবি সংগৃহীত

নিউ জলপাইগুড়ি থেকে কালিম্পং হয়ে এখানে আসতে পারেন। কালিম্পং থেকে বিদ্যাংয়ের দূরত্ব মাত্র ১৫ কিলোমিটার। যদি বিমানে আসতে চান তাহলে বাগডোগরা হয়ে আসতে হবে।

কোথায় থাকবেন

Photo of বিদ্যাং হয়ে উঠতে পারে কালিম্পং-এর নতুন ট্রাভেল ডেস্টিনেশন... 5/5 by Doyel Banerjee
আকাশের নীল ছোঁয়া দিগন্ত জোড়া (ছবি সংগৃহীত)

নদীর ধারেই রয়েছে পাইন ভিউ হোমস্টে। যোগাযোগ করতে পারেন ৮৬৭০০৫৭৩১০ এই নম্বরে। এর ঠিক উল্টো দিকেই আছে বিদ্যাং দুন ভ্যালি নেচার ইকো রিসোর্ট। মনে রাখবেন এখানে কোনও ওষুধের দোকান নেই। তাই ওষুধপত্র কালিম্পং থেকে কিনে নিয়ে আসতে হবে।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

Further Reads