Day 1
ঘুরে এলাম ভাট্টি নামক North Bengal এর এক জায়গা থেকে। না, শুধু ঘুরে এলাম না, সঙ্গে করে নিয়ে এলাম একরাশ ভালোবাসা, এক মেঘ জংলী গন্ধ আর স্থানীয়দের সহায়তার স্মৃতি।
অনেকদিনের ইচ্ছে ছিল পাহাড়ের জঙ্গলে নদীর তীরে নিজেদের তাঁবু খাটিয়ে কিছুদিন শহরের চিলচিৎকার থেকে দূরে থাকবো। সেই হিসেব করেই অনেক অনেক খোঁজার পর Facebook থেকে এই জায়গার সন্ধান পাই। NJP থেকে চালসা হয়ে Rocky Island আর ঠিক এর পিছন দিকেই আমাদের গন্তব্যস্থল ভাট্টি। যেনো কোনো শিল্পী হাতে অনেক সময় নিয়ে এই জায়গাটাকে এঁকেছেন। মন শান্ত হয়ে যাবে নিমেষেই। আমরা আবার যাবো,আপনারাও পিছিয়ে থাকবেন কেন?