গ্রীষ্মের প্রখর দাবোদাহের পর বর্ষার সিন্গ্ধতা আমাদের মনে যেন যৌবনকে জাগিয়ে তোলে । বর্ষাকে কেন্দ্র করে বাঙালি মনে নানান অভিব্যক্তির বহিঃপ্রকাশ হয়। 'আষাঢ়স্য প্রথম দিবস' থেকেই বর্ষাপ্রেমী বাঙালি মন রোমান্টিকতার মধুর তালে ময়ূরের মতো নেচে উঠলেও কিছু বাঙালি মননে বিরহের বাঁশি বেজে ওঠে । তবে এই বৃষ্টিস্নাত দিনে প্রতিটা বাঙালি বাড়িতে খিচুড়ি আর ইলিশের সঙ্গে...
ভুঁড়িভোজের রীতিটা চিরকালীন। কিন্তু এই বৃষ্টির দিনে একঘেয়ে বাড়িতে বসে না থেকে একটু অন্যভাবে উপভোগ করলে কেমন হয়? তাই এই ব্লগে বর্ষাকে উপভোগ করার জন্য পাঠকদের উদ্দেশ্যে কিছু মজাদার টিপস রইল...
১. কাছাকাছি ভ্রমণস্থান পরিদর্শন -
মিউজিয়াম বা স্মৃতিসৌধ দর্শন করার জন্য বৃষ্টিভেজা দিন কিন্তু এক্কেবারে আদর্শ। এই সুযোগে কলকাতার জাদুঘর, মাদার ওয়াক্স মিউজিয়াম, ভিক্টোরিয়া মেমোরিয়াল, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, ইত্যাদি দর্শন করে নিন । ইচ্ছা করলে আগে থেকে প্ল্যান করে দীঘা কিংবা মন্দারমণি ও পৌঁছে যেতে পারেন ।
২. মনের মানুষের সঙ্গে লং ড্রাইভের প্ল্যান করুন -
এই মনোরম আবহাওয়ায় মনের মানুষের সাথে একটা লং ড্রাইভের প্ল্যান করে নিতে পারেন । বাইরে বৃষ্টি আর গাড়ির ভিতরে শ্রুতি মধুর গান আর গল্প করতে করতে গন্তব্যে পৌঁছে যাওয়ার পর, আপনার মনে হতেই পারে ' এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো?' সত্যি কে চায় বলুন তো এই সুন্দর মুহূর্তটা তাড়াতাড়ি শেষ করে ফেলতে? এই রোমান্টিক লং ড্রাইভের আগে কিছু মুখরোচক খাবার এবং জল নিতে কিন্ত একদম ভুলবেন না । তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলে এই প্ল্যানটা এড়িয়ে যাওয়াই ভাল।
৩. শপিংমলে পৌঁছে কেনাকাটি সেরে ফেলুন -
ঘরে বসে একাকিত্ব অনুভব করছেন ? তাহলে পৌঁছে যান আপনার শহরের যেকোন শপিংমলে । চটজলদি মন ভাল করার রসদ খুঁজে পাবেন ইচ্ছামতো শপিং করে ।
৪. কফির উষ্ণ আবেদনে সাড়া দিতে পৌঁছে যান ক্যাফেতে -
জলীয় আবহাওয়ায় যে কোনো ক্যাফের এক কাপ গরম কফির আমেজটাই অন্যরকম । বৃষ্টির সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে কফি আর স্ন্যাক্সসের সঙ্গে আড্ডা জমিয়ে নিতে পারেন ।
৫. মুভি-ডেটের আয়োজন করুন -
বাঙালি মানেই সিনেমাপ্রেমী । বর্ষার দিনে একাকীত্ব দূর করার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে কিংবা বন্ধুদের সঙ্গে পপকন সহযোগে সিনেমা দেখার প্ল্যান করতে পারেন । তবে মহামারীর কারণে এখনও সমস্ত সিনেমাহল বন্ধ, তাই বন্ধুদের বাড়িতে ডেকে একসাথে মন ভাল করা কোনো সিনেমা দেখে সময় কাটাতে পারেন ।
৬. লাইভ মিউজিকে অংশগ্রহণ করুন -
কলকাতা শহরে বেশ কিছু ক্যাফে বা বার রয়েছে, যেখানে প্রতিদিন সন্ধ্যায় লাইভ মিউজিকের আয়োজন করা হয় । এই লাইভ মিউজিকে বাংলা, হিন্দি, ইংরেজি সমস্ত ভাষার গান পরিবেশন করা হয় । তাই বৃষ্টিভেজা মায়াবী কোনও সন্ধ্যাকে রমনীয় করে তুলতে এমন ক্যাফে বা বারে পৌঁছে যেতে পারেন।
৭. রেস্তরাঁতে ডিনার প্ল্যান -
বৃষ্টি দিনে খাবারের স্বাদে পরিবর্তন আনতে পৌঁছে যান কোনো রেস্তরাঁতে । আসলে পেটের সঙ্গে মনের একটা গোপন সম্পর্ক রয়েছে , তাই নৈশ্যভোজনটা সুস্বাদু খাবারের সাথে সম্পন্ন হলে মনটা ও খুশিতে ভরে ওঠে ।
তাহলে এই বর্ষার সিন্গ্ধ সতেজ দিনগুলি চুটিয়ে উপভোগ করতে আপনি তৈরি তো ?