ভারতবর্ষের প্রধান ১০টি অভয়ারণ্যের তালিকা দেখে নিন...

Tripoto
Photo of ভারতবর্ষের প্রধান ১০টি অভয়ারণ্যের তালিকা দেখে নিন... 1/1 by Deya Das

একটু রহস্য সন্ধানে অভিজ্ঞতা অর্জনকারী ব্যক্তিরা কিন্তু সমুদ্র, পাহাড়ের থেকেও জঙ্গল ভ্রমণ করতে বেশি ভালোবাসেন। বিভিন্ন রকম উদ্ভিদ, জীবজন্তু, নানা প্রজাতির পতঙ্গের সঙ্গে সাক্ষাৎ করে তাদের নিয়ে লেখালেখি করতে অনেকে পছন্দ করেন। তাই সেই সমস্ত অরণ্যপ্রেমী মানুষদের জন্য ভারতবর্ষের প্রধান প্রধান দশটি অরণ্য বা উদ্যানের নাম-ঠিকানা তুলে ধরা হল। একবার মিলিয়ে নিন আপনার ভ্রমণ তালিকায় এখনও কোন কোনগুলো যুক্ত হতে বাকি রয়েছে।

১.গির জাতীয় উদ্যান (গুজরাট)-

Photo of Gir National Park, Gujarat, India by Deya Das

গুজরাটের সোমনাথ মন্দির থেকে ৪৫ কিলোমিটার উত্তর-পূর্বে এবং জুনাগড় থেকে ৬৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং আমরেলী থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এই অভয়ারণ্যটি অবস্থিত। এই অভয়ারণ্যে প্রচুর সিংহ দেখতে পাওয়া যায়।

২. নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ (তামিলনাড়ু)-

Photo of Nilgiri Biosphere Reserve, Mudumalai, Tamil Nadu, India by Deya Das

নীলগিরি মালভূমি চারপাশে মালার মত একটি অবস্থান করেছে। নিরক্ষীয় আবহাওয়া এবং নীলগিরি মালভূমি পাহাড়ের ঠান্ডা হাওয়া এই অঞ্চলে প্রজাতিগত বৈচিত্র সৃষ্টি করেছে।

৩. সুন্দরবন (পশ্চিমবঙ্গ)-

Photo of Sundarban, West Bengal, India by Deya Das

গঙ্গা মেঘনা ব্রহ্মপুত্র নদীর অববাহিকার বদ্বীপ এলাকায় ১০ হাজার বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ অঞ্চল সুন্দরবন। ১৯৯৭ খ্রিস্টাব্দে ৬ই ডিসেম্বর ইউনেস্কো থেকে সুন্দরবনকে বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার ছাড়াও বিভিন্ন ধরনের পাখি, চিত্রা হরিণ, কুমির, বিভিন্ন প্রজাতির প্রাণীর সন্ধান মেলে এই সুন্দরবনে।

৪. নাগারহোল জাতীয় উদ্যান (কর্ণাটক)-

Photo of Nagarahole National Park And Tiger Reserve, Mysore - Madikeri Rd, Hunsur, Karnataka, India by Deya Das

কর্নাটকের পশ্চিম প্রান্তে মহীশূর এবং কডাগু জেলার সীমানায় অবস্থিত পাহাড়ের নীচে এই জাতীয় উদ্যানটির অবস্থান। নাগারহোল জাতীয় উদ্যানের মধ্যে যে নদীটি বয়ে গেছে সেটি দেখতে অনেকটা সাপের মত বাঁকা। তাই একে স্নেক রিভার বলা হয়। এখানে বিভিন্ন রকমের চিতাবাঘ, লেপার্ড, নাহরফুটুকি দেখতে পাওয়া যায়। তাই জন্য এটি ভারতবর্ষের অন্যতম ব্যাঘ্র প্রকল্প উদ্যান হিসেবে পরিচিত।

৫. নামদাফা জাতীয় উদ্যান (অরুণাচল প্রদেশ)-

Photo of Namdapha National Park, Arunachal Pradesh, India by Deya Das

অরুণাচল প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলের ১৯৮৫ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এই জাতীয় উদ্যান টি অবস্থিত। এখানে ১ হাজারেরও বেশি রকমের ফুল এবং প্রায় ১৪০০ দেশি প্রজাতির প্রাণী দেখতে পাওয়া যায় সেইজন্য হিমালয়ের পূর্বাঞ্চল অংশের এটি জীব বৈচিত্রের হটস্পট হিসেবে ধরা হয়। এটি ভারতবর্ষের চতুর্থ বৃহত্তম জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃত।

৬. জিম করবেট জাতীয় উদ্যান (উত্তরাখণ্ড)-

Photo of Jim Corbett National Park, Ramnagar, Uttarakhand, India by Deya Das

১৯৩৬ একটি বিপন্ন বাঘকে উদ্ধার করে নিয়ে আসার জন্য এই উদ্যানটিকে জাতীয় উদ্যান স্বীকৃতি পায়। এটি ভারতবর্ষের অন্যতম প্রাচীন জাতীয় উদ্যান।

৭. কানহা জাতীয় উদ্যান (মধ্যপ্রদেশ)-

Photo of Kanha National Park, Madhya Pradesh, India by Deya Das

মধ্যপ্রদেশের বালাঘাট ও মান্ডালার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে এই জাতীয় উদ্যানটি অবস্থিত। এখানে ১৩০টিরও বেশি বাঘ রয়েছে।

৮. কাইবুল লামজাও জাতীয় উদ্যান (মনিপুর)-

Photo of Keibul Lamjao National Park, Keibul Lamjao Road, Manipur, India by Deya Das

মনিপুরে অবস্থিত এই জাতীয় উদ্যান টি পৃথিবীর একমাত্র ভাসমান উদ্যান। এটি মনিপুরের বিষ্ণুপুরের লোকটাক হ্রদ। বর্তমানে এখানে সাংঘাই সিংহ, ২৩৩টির বেশী জলজ উদ্ভিদ, প্রায় ১০০টি প্রজাতির পাখি, ৪২৫টির বেশি প্রজাতির পশু রয়েছে।

৯. পবিত্র গ্রোভ, খাসি হিল (মেঘালয়)-

Photo of Meghalaya, India by Deya Das

প্রাচীনকাল থেকেই এই জায়গাটি ঐতিহ্যবাহী একটি ধর্মীয় অনুমোদন দ্বারা স্বীকৃত। মাওফলাং পবিত্র অরণ্যটি শিলং থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। এখানে বিভিন্ন ধরনের অর্কিড, ফুলের গাছ এবং বিভিন্ন প্রজাতির প্রজাপতি দেখতে পাওয়া যায়।

১০. ভান্ডালুর রিজার্ভ অরণ্য (চেন্নাই )-

Photo of Vandalur Reserve Forest, Vandalur R.F., Tamil Nadu, India by Deya Das

চেন্নাই দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অরণ্য টি অবস্থিত। এটি মাদ্রাজ চিড়িয়াখানার অন্তর্ভুক্ত। এই অরণ্যের মধ্যে নিজস্ব ছুটি কাটানোর ব্যবস্থা রয়েছে।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

Further Reads

Related to this article
Places to Visit in Gujarat,Places to Stay in Gujarat,Things to Do in Gujarat,Gujarat Travel Guide,Things to Do in India,Places to Stay in India,Places to Visit in India,India Travel Guide,Weekend Getaways from Mudumalai,Places to Visit in Mudumalai,Places to Stay in Mudumalai,Things to Do in Mudumalai,Mudumalai Travel Guide,Weekend Getaways from Nilgiris,Places to Visit in Nilgiris,Places to Stay in Nilgiris,Things to Do in Nilgiris,Nilgiris Travel Guide,Places to Visit in Tamil nadu,Places to Stay in Tamil nadu,Things to Do in Tamil nadu,Tamil nadu Travel Guide,Weekend Getaways from Malda,Places to Stay in Malda,Places to Visit in Malda,Things to Do in Malda,Malda Travel Guide,Places to Visit in West bengal,Places to Stay in West bengal,Things to Do in West bengal,West bengal Travel Guide,Places to Visit in Karnataka,Places to Stay in Karnataka,Things to Do in Karnataka,Karnataka Travel Guide,Places to Stay in Arunachal pradesh,Places to Visit in Arunachal pradesh,Things to Do in Arunachal pradesh,Arunachal pradesh Travel Guide,Weekend Getaways from Ramnagar,Places to Stay in Ramnagar,Places to Visit in Ramnagar,Things to Do in Ramnagar,Ramnagar Travel Guide,Places to Visit in Uttarakhand,Places to Stay in Uttarakhand,Things to Do in Uttarakhand,Uttarakhand Travel Guide,Places to Visit in Madhya pradesh,Places to Stay in Madhya pradesh,Things to Do in Madhya pradesh,Madhya pradesh Travel Guide,Places to Visit in Manipur,Things to Do in Manipur,Manipur Travel Guide,Places to Visit in Meghalaya,Places to Stay in Meghalaya,Things to Do in Meghalaya,Meghalaya Travel Guide,Weekend Getaways from Vandalur,Places to Stay in Vandalur,Places to Visit in Vandalur,Things to Do in Vandalur,Vandalur Travel Guide,Weekend Getaways from Kanchipuram,Places to Stay in Kanchipuram,Places to Visit in Kanchipuram,Things to Do in Kanchipuram,Kanchipuram Travel Guide,