![Photo of ভারতের এই সেরা ইকো রিসোর্ট গুলি ভ্রমণের দিনগুলিতে আপনার সঙ্গী হতে পারে... 1/25 by Surjatapa Adak](https://static2.tripoto.com/media/filter/nl/img/2123960/TripDocument/1623054173_1501075158_1500031801_1500013166_tree_house.jpg)
আপনি যদি ভ্রমণবিলাসী হন তাহলে পরবর্তী ভ্রমণে পরিবেশবান্ধব রিসোর্টগুলিকে বেছে নিতে পারেন । ভবিষ্যতে এই ইকোফ্রেন্ডলি রিসোর্টগুলি তাদের দায়িত্ব এবং অতিথেয়তার কারণে জনপ্রিয়তা লাভ করবে বলে মনে করা হচ্ছে ।
ভারতের এই সেরা ইকো রিসোর্টগুলি হল -
দ্য লজ অ্যাট ওয়াহ -
![Photo of ভারতের এই সেরা ইকো রিসোর্ট গুলি ভ্রমণের দিনগুলিতে আপনার সঙ্গী হতে পারে... 2/25 by Surjatapa Adak](https://static2.tripoto.com/media/filter/nl/img/2123960/TripDocument/1623054260_1500030473_1500015739_88841379.jpg)
![Photo of ভারতের এই সেরা ইকো রিসোর্ট গুলি ভ্রমণের দিনগুলিতে আপনার সঙ্গী হতে পারে... 3/25 by Surjatapa Adak](https://static2.tripoto.com/media/filter/nl/img/2123960/TripDocument/1623054260_1500030473_1500015749_88841371.jpg)
![Photo of ভারতের এই সেরা ইকো রিসোর্ট গুলি ভ্রমণের দিনগুলিতে আপনার সঙ্গী হতে পারে... 4/25 by Surjatapa Adak](https://static2.tripoto.com/media/filter/nl/img/2123960/TripDocument/1623054260_1500030473_1500015758_88841340.jpg)
![Photo of ভারতের এই সেরা ইকো রিসোর্ট গুলি ভ্রমণের দিনগুলিতে আপনার সঙ্গী হতে পারে... 5/25 by Surjatapa Adak](https://static2.tripoto.com/media/filter/nl/img/2123960/TripDocument/1623054260_1500030473_1500015766_88841324.jpg)
একসময় এই ইকো রিসোর্টটি দীপক প্রকাশের বাসস্থান ছিল, যিনি একই সঙ্গে ওয়াহ চা বাগানের মালিক হিসেবে পরিচিত ছিলেন । প্রকৃতিপ্রেমিক হওয়ার কারণে প্রাকৃতিক সরঞ্জাম অর্থাৎ মাটি, কাঠ, পাথরের সাহায্যেই এই বাড়িটি নির্মাণ করেন । প্রায় ৫২৬ একর জমির উপর তিনি এবং তার পরিবার অসংখ্য গাছ রোপন করেছেন । এই রিসোর্টের অন্দরসজ্জা থেকে বাসনপত্র সমস্ত কিছুই জৈবিক ।
খরচ - এখানে তিন ধরনের কটেজের ব্যবস্থা আছে -
ক্যামেলিয়া (দুইটি ঘর বিশিষ্ট )- ১৭,৮৭০, ওলং এবং পেকয়ে (দুইটি ঘর বিশিষ্ট )- ৮,৯৬৭, খাবারের খরচ অন্তর্ভূক্ত।
সুযোগ -সুবিধা (খরচ সাপেক্ষ ) - এই রিসোর্ট থেকে ট্রেকিং, ক্যাম্পিং, নানান পাখির দর্শন করে আসতে পারেন। রিসোর্টে বিভিন্ন গেমস, ভিডিও গেমসের ব্যবস্থা রয়েছে ।
কীভাবে যাবেন - দ্য লজ অ্যাট ওহ ধর্মশালা থেকে ঘণ্টাখানেক অদূরে পালামপুরে অবস্থিত। ধর্মশালা বিমানবন্দর থেকে রিসোর্টে পৌঁছনোর জন্য গাড়ি উপলব্ধ আছে ।
নিম্মু হাউস - লাদাখ -
![Photo of ভারতের এই সেরা ইকো রিসোর্ট গুলি ভ্রমণের দিনগুলিতে আপনার সঙ্গী হতে পারে... 6/25 by Surjatapa Adak](https://static2.tripoto.com/media/filter/nl/img/2123960/TripDocument/1623054338_1500030924_1500021974_91733258.jpg)
![Photo of ভারতের এই সেরা ইকো রিসোর্ট গুলি ভ্রমণের দিনগুলিতে আপনার সঙ্গী হতে পারে... 7/25 by Surjatapa Adak](https://static2.tripoto.com/media/filter/nl/img/2123960/TripDocument/1623054339_1500030924_1500021991_97921956.jpg)
![Photo of ভারতের এই সেরা ইকো রিসোর্ট গুলি ভ্রমণের দিনগুলিতে আপনার সঙ্গী হতে পারে... 8/25 by Surjatapa Adak](https://static2.tripoto.com/media/filter/nl/img/2123960/TripDocument/1623054339_1500030924_1500022000_97921712.jpg)
![Photo of ভারতের এই সেরা ইকো রিসোর্ট গুলি ভ্রমণের দিনগুলিতে আপনার সঙ্গী হতে পারে... 9/25 by Surjatapa Adak](https://static2.tripoto.com/media/filter/nl/img/2123960/TripDocument/1623054339_1500030925_1500022007_97921974.jpg)
২০শ শতাব্দীতে লাদাখের রাজার ভাই রিছেন নামজ্ঞাল জিলদারের বাসস্থান ছিল এই নিম্মু হাউস। পরবর্তী কালে ২০১২ সালে লাদাখের এক ব্যবসায়ী লবজাঞ্জ পুঞ্চাক শ্যামশু এবং একজন ভ্রমণপিপাসু আলেক্সজান্ডার বিউন এই বাড়িটিকে নতুন ভাবে সাজিয়ে তোলেন । ৫০০০ বর্গ মিটার জমির উপর নির্মিত এই রিসোর্ট-এর চারপাশে অনেকগুলি আখরোট এবং আপেল গাছ,রাত্রিবাসের জন্য মোট ৩০টি ঘর এবং ২টি বৌদ্ধ মন্দির রয়েছে । এই রিসোর্টে ইলেকট্রিক পরিষেবার জন্য সোলার প্যানেল, জলের অপ্রতুলতার জন্য জল পরিশুদ্ধ করে ব্যবহার করার ব্যবস্থা রয়েছে । সম্পূর্ণ রিসোর্টটি পরিছন্নতার দায়িত্বে আছেন গ্রামবাসীরা ।
খরচ- এখানে দুই ধরণের ঘর উপলব্ধ আছে -খাবার খরচ সহ দুই কক্ষ বিশিষ্ট হাউসের খরচ - ১০,৯৫০ এবং দুই কক্ষ বিশিষ্ট টেন্টের খরচ- ১১,৯৫০
সুযোগ সুবিধা (খরচ সাপেক্ষ )- এখান থেকে কাছাকাছি গ্রাম পরিদর্শন, ট্রেকিং, রাফটিং এবং বাসগো, লিখির, অলচি মনেস্ট্রি দর্শন করে নিতে পারেন । রিসোর্টের লাইব্রেরি থেকে লাদাখ এবং তিব্বতীয় সংস্কৃতি সম্পর্কে অনেক অজানা তথ্য জেনে নিতে পারেন । এছাড়াও ইন্দোর গেমস এরও ব্যবস্থা রয়েছে ।
কীভাবে যাবেন - লে থেকে ৩০কিমি অদূরে নিম্মু গ্রামে নিম্মু হাউসটি অবস্থিত । লে বিমানবন্দর থেকে গাড়ি উপলব্ধ আছে ।
ভয়েথিরি ভিলেজ রিসোর্ট -
![Photo of ভারতের এই সেরা ইকো রিসোর্ট গুলি ভ্রমণের দিনগুলিতে আপনার সঙ্গী হতে পারে... 10/25 by Surjatapa Adak](https://static2.tripoto.com/media/filter/nl/img/2123960/TripDocument/1623054392_1500031801_1500013166_tree_house.jpg)
![Photo of ভারতের এই সেরা ইকো রিসোর্ট গুলি ভ্রমণের দিনগুলিতে আপনার সঙ্গী হতে পারে... 11/25 by Surjatapa Adak](https://static2.tripoto.com/media/filter/nl/img/2123960/TripDocument/1623054392_1500031801_1500013230_21756600.jpg)
![Photo of ভারতের এই সেরা ইকো রিসোর্ট গুলি ভ্রমণের দিনগুলিতে আপনার সঙ্গী হতে পারে... 12/25 by Surjatapa Adak](https://static2.tripoto.com/media/filter/nl/img/2123960/TripDocument/1623054392_1500031801_1500013237_21691910.jpg)
![Photo of ভারতের এই সেরা ইকো রিসোর্ট গুলি ভ্রমণের দিনগুলিতে আপনার সঙ্গী হতে পারে... 13/25 by Surjatapa Adak](https://static2.tripoto.com/media/filter/nl/img/2123960/TripDocument/1623054409_1500031800_1500013080_pool_bedroom.jpg)
ঘন সবুজে মোড়া নীলগিরি পাহাড় এবং সুসজ্জিত জলপ্রপাতের মধ্যবর্তী স্থানে গড়ে তোলা হয়েছে ভয়েথিরি ভিলেজ রিসোর্ট। পাহাড়ের উপর ২৪ একর জমির উপর এই রিসোর্টটি নির্মাণ করা হয়েছে । নির্মাণের ক্ষেত্রে ও প্রাকৃতিকতাকে বজায় রাখা হয়েছে ।
খরচ - ভয়েথিরিতে তিন ধরণের ভিলা রয়েছে -
• ভয়েথিরি হ্যাভন - ১৬,০০০
• হনিমুন ভিলা - ১৯,০০০
• পুল ভিলা - ২৫,০০০
(এর মধ্যে খাবারের খরচ অন্তর্ভূক্ত )
সুযোগ -সুবিধা (খরচসাপেক্ষ )- এই রিসোর্ট থেকে আউটডোর অ্যাক্টিভিটি যেমন ট্রেকিং, সাইকলিং,জিপ লাইনিং, যোগা ইত্যাদিতে যোগ দিতে পারেন । এছাড়াও আয়ুর্বেদিক স্পা, ম্যাসাজের ব্যবস্থা আছে ।
কীভাবে যাবেন - কালিকাট বিমানবন্দর থেকে ৯০ কিমি অদূরে ভয়েথিরি গ্রামে ভয়েথিরি ভিলেজ রিসোর্টটি অবস্থিত । বিমান থেকে রিসোর্ট পৌঁছনোর জন্য গাড়ির ব্যবস্থা আছে ।
হ্যাভলকের বেয়ারফুট রিসোর্ট -
![Photo of ভারতের এই সেরা ইকো রিসোর্ট গুলি ভ্রমণের দিনগুলিতে আপনার সঙ্গী হতে পারে... 14/25 by Surjatapa Adak](https://static2.tripoto.com/media/filter/nl/img/2123960/TripDocument/1623054500_1500032401_1500031660_1500023714_94115841.jpg)
![Photo of ভারতের এই সেরা ইকো রিসোর্ট গুলি ভ্রমণের দিনগুলিতে আপনার সঙ্গী হতে পারে... 15/25 by Surjatapa Adak](https://static2.tripoto.com/media/filter/nl/img/2123960/TripDocument/1623054500_1500032402_1500031660_1500023722_96968198.jpg)
![Photo of ভারতের এই সেরা ইকো রিসোর্ট গুলি ভ্রমণের দিনগুলিতে আপনার সঙ্গী হতে পারে... 16/25 by Surjatapa Adak](https://static2.tripoto.com/media/filter/nl/img/2123960/TripDocument/1623054500_1500032402_1500031660_1500023730_94115828.jpg)
![Photo of ভারতের এই সেরা ইকো রিসোর্ট গুলি ভ্রমণের দিনগুলিতে আপনার সঙ্গী হতে পারে... 17/25 by Surjatapa Adak](https://static2.tripoto.com/media/filter/nl/img/2123960/TripDocument/1623054500_1500032402_1500031660_1500023736_94115840.jpg)
সমুদ্র তীরবর্তী হ্যাভলকের রেইনফোরেস্টের গভীরে এই রিসোর্ট নির্মাণ করা হয়েছে । জঙ্গলের শান্ত পরিবেশ অনুভব করার সাথে সাথে সমুদ্রের উন্মাদনাকে ও কান পেতে শুনতে পারেন । শুধু তাই নয়, জঙ্গলের রাস্তা ধরে কিছুটা হেঁটে গেলে সমুদ্র দর্শন ও হয়ে যাবে। অত্যাধুনিক সুবিধা সহ সম্পূর্ণ রিসোর্টে মোট ৩১টি টেন্ট, কটেজ এবং ভিলা আছে । এখানে পর্যটকদের জন্য ওয়াটার স্পোর্টসেরও ব্যবস্থা রয়েছে ।
খরচ - খাবার খরচ সহ আন্দামান /নিকোবরী ভিলার খরচ -১৪,৫০০ টাকা এবং ডুপ্লেক্স কটেজের খরচ- ১৮,৫০০
সুযোগ -সুবিধা (খরচসাপেক্ষ )- এই রিসোর্ট থেকে রেইনফরেস্ট ভ্রমণ,পাখি দর্শন, কায়াকিং, স্কুবা ডাইভিং করে নিতে পারেন । এখানে স্পা এর ব্যবস্থাও রয়েছে ।
কীভাবে যাবেন - পোর্টব্লেয়ার থেকে ফেরি সহযোগে ঘণ্টা খানেক দূরত্ব অতিক্রম করে পৌঁছে যান হ্যাভলক আইল্যান্ড । এই রিসোর্টটি হ্যাভলক আইল্যান্ড এই অবস্থিত । পোর্টব্লেয়ার বিমানবন্দর থেকে এখানে পৌঁছনোর জন্য রিসোর্ট কর্তৃপক্ষ গাড়ি এবং ফেরির ব্যবস্থা করে দেবে।
স্বস্বরা -
![Photo of ভারতের এই সেরা ইকো রিসোর্ট গুলি ভ্রমণের দিনগুলিতে আপনার সঙ্গী হতে পারে... 18/25 by Surjatapa Adak](https://static2.tripoto.com/media/filter/nl/img/2123960/TripDocument/1623054566_1500032966_1500031660_1500025721_89869788.jpg)
![Photo of ভারতের এই সেরা ইকো রিসোর্ট গুলি ভ্রমণের দিনগুলিতে আপনার সঙ্গী হতে পারে... 19/25 by Surjatapa Adak](https://static2.tripoto.com/media/filter/nl/img/2123960/TripDocument/1623054566_1500032966_1500031660_1500025734_89869978.jpg)
![Photo of ভারতের এই সেরা ইকো রিসোর্ট গুলি ভ্রমণের দিনগুলিতে আপনার সঙ্গী হতে পারে... 20/25 by Surjatapa Adak](https://static2.tripoto.com/media/filter/nl/img/2123960/TripDocument/1623054566_1500032966_1500031660_1500025740_82437072.jpg)
![Photo of ভারতের এই সেরা ইকো রিসোর্ট গুলি ভ্রমণের দিনগুলিতে আপনার সঙ্গী হতে পারে... 21/25 by Surjatapa Adak](https://static2.tripoto.com/media/filter/nl/img/2123960/TripDocument/1623054566_1500032967_1500031660_1500025754_82696051.jpg)
এই রিসোর্টে রাত্রিবাস করা ছাড়াও অতিথিদের জন্য আয়ুর্বেদিক থেরাপি,স্পিরিচুয়াল কোচিং, যোগার ব্যবস্থা রয়েছে । অর্থাৎ প্রকৃতির সঙ্গে নিজেকে একাত্ম করার পন্থা অবলম্বন করা হয়েছে । তবে খরচটা একটু বেশি হলেও এখানে থাকার অভিজ্ঞতাটা কিন্তু অসাধারণ হবে ।দ্বীপের কাছে কিছুদিনের নিভৃতবাস করার জন্য স্বস্বরা রিসোর্টটি আদর্শ ।
খরচ - এই রিসোর্টে ৭রাতের প্যাকেজের খরচ ৭০,০০০ টাকা ।
সুযোগ -সুবিধা ( খরচ সাপেক্ষ )- এখানে আয়ুর্বেদিক থেরাপি এবং ট্রিটমেন্ট এর ব্যবস্থা আছে । এছাড়াও যোগা, ন্যাচারপ্যাথি স্পা এর ব্যবস্থা রয়েছে ।
কীভাবে যাবেন - গোয়ার ডাবোলিম বিমানবন্দর থেকে ১৪০ কিমি দূরে গোকর্ণার ওম বিচ-এর নিকটে অবস্থিত স্বস্বরা । বিমানবন্দর থেকে এই রিসোর্টে পৌঁছানোর জন্য গাড়ির ব্যবস্থা আছে ।
শাম্ম -ই - শরহাদ ভিলেজ রিসোর্ট-
![Photo of ভারতের এই সেরা ইকো রিসোর্ট গুলি ভ্রমণের দিনগুলিতে আপনার সঙ্গী হতে পারে... 22/25 by Surjatapa Adak](https://static2.tripoto.com/media/filter/nl/img/2123960/TripDocument/1623054633_1500288873_1500030474_1500021840_ssss.jpg)
![Photo of ভারতের এই সেরা ইকো রিসোর্ট গুলি ভ্রমণের দিনগুলিতে আপনার সঙ্গী হতে পারে... 23/25 by Surjatapa Adak](https://static2.tripoto.com/media/filter/nl/img/2123960/TripDocument/1623054633_1500288873_1500030474_1500021849_sss.jpg)
![Photo of ভারতের এই সেরা ইকো রিসোর্ট গুলি ভ্রমণের দিনগুলিতে আপনার সঙ্গী হতে পারে... 24/25 by Surjatapa Adak](https://static2.tripoto.com/media/filter/nl/img/2123960/TripDocument/1623054634_1500288873_1500030474_1500021860_s.jpg)
![Photo of ভারতের এই সেরা ইকো রিসোর্ট গুলি ভ্রমণের দিনগুলিতে আপনার সঙ্গী হতে পারে... 25/25 by Surjatapa Adak](https://static2.tripoto.com/media/filter/nl/img/2123960/TripDocument/1623054634_1500288873_1500030474_1500021868_ss.jpg)
এই রিসোর্টটি ভারত সরকার এবং ইউনাইটেড নেশনের গ্রামীন ট্যুরিজমের সহযোগিতা গড়ে তোলা হয়েছে । রিসোর্টের ঘর গুলি মাটি দ্বারা নির্মিত এবং প্রাকৃতিকভাবে শীততাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা ও রয়েছে । এই রিসোর্টটি অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্তই খোলা থাকে।
খরচ - শাম্ম -ই - শরহাদ ভিলেজ রিসোর্ট এ রাত্রিবাসের খরচ -
• শীততাপ নিয়ন্ত্রণ সহযোগী সুইট মাড হাট - ৫,৩০০,
• ইকো ফ্রেন্ডলি মাড টেন্ট - ৩,৪০০
• ফ্যামিলি মাড হাট - ৪,৭০০
(খাবারের খরচ অন্তর্ভূক্ত)
সুযোগ -সুবিধা (খরচ সাপেক্ষ ) - এখান থেকে কচ্ছের রণ, ছারিড ধান্দ ওয়েটল্যান্ড এবং স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের সাক্ষী থাকতে পারেন ।
কীভাবে যাবেন - ভুজ থেকে ঘণ্টা দেড়েক অদূরে হদকা গ্রামে অবস্থিত শাম্ম -ই - শরহাদ ভিলেজ রিসোর্ট। ভুজ বিমানবন্দর থেকে রিসোর্টে পৌঁছনোর জন্য গাড়ির ব্যবস্থা আছে।
নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।
বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।
(অনূদিত এই লেখাটি পড়তে ক্লিক করুন এই লিঙ্কে)