৯০-এর দশকে অভিনীত কিছু জনপ্রিয় বলিউড সিনেমার শুটিং-এর জায়গা...

Tripoto
Photo of ৯০-এর দশকে অভিনীত কিছু জনপ্রিয় বলিউড সিনেমার শুটিং-এর জায়গা... 1/1 by Deya Das

পৌরাণিক কাহিনি থেকে শুরু করে প্রেমের দৃশ্য, কৌতুক হাস্যরসাত্মক নাটক, দেশপ্রেম জাতীয় চলচ্চিত্র সবই প্রায় ৯০-এর দশকের সিনেমায় খুঁজে পাওয়া যায়। গল্প, চরিত্র, বৃত্ত, আবেগ সব দিয়ে গড়ে ওঠা এই চলচ্চিত্রগুলি কিন্তু বেশ জনপ্রিয়তা লাভ করেছিল দর্শকের মনে। শুধু তাই নয়, অভিনেতাদের দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি দেশ ও বিদেশের কিছু বিখ্যাত জায়গার অপরূপ সৌন্দর্য তুলে ধরা হয়েছে সিনেমাগুলোতে। আর এই জন্য বিশ্বজুড়ে শ্রোতাদের কাছে প্রশংসা কুড়িয়েছে সমস্ত চলচ্চিত্রগুলি।

উদাহরণস্বরূপ বলা যেতে পারে, সিমলা অঞ্চলে বরফের মধ্যে সানি দেওয়ালের সেই উন্মাদনা সম্পন্ন নাচ অথবা সুইজারল্যান্ডে শাহরুখ খানের সিগনেচার পোজ সব কিছুই কিন্তু দর্শকমন্ডলীকে এখনও আকর্ষণ করে চলেছে।

ঠিক এইরকমই কিছু আকর্ষণীয় দর্শনীয় জায়গার ঠিকানা পেতে পারেন নিম্নলিখিত চলচ্চিত্রগুলিরমাধ্যমে। কী বলা যায় হয়তো আপনার পরবর্তী গন্তব্যস্থান এগুলোর মধ্যে একটি হতেই পারে।

১. দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে / পাঞ্জাব থেকে সুইজারল্যান্ড-

Photo of Switzerland by Deya Das

৯০ দশকের সিনেমার কথা বলা হবে, অথচ ডিডিএলজি কথা উঠবে না তা কখনও হয়? প্রত্যেক জেনারেশনের কাছে প্রিয় ভালবাসার এই চলচ্চিত্রটির শুটিং হয় সুইজারল্যান্ড এবং পাঞ্জাবে, যে দুটি জায়গায় পর্যটকদের কাছে খুব জনপ্রিয়। এই চলচ্চিত্রে দুটি প্রধান গানের মধ্যে কাবো আও, কাবো আও গানটি সোনালি রঙের শস্য ক্ষেতের মধ্যে শুটিং করা হয় আর অন্য একটি জনপ্রিয় গান যারা সা ঝুম লু ম্যায় শুটিং হয়েছিল পশ্চিম সুইজারল্যান্ডের গেস্টর্ড-এ।

২. মাচিস / মানালি-

Photo of Manali, Himachal Pradesh, India by Deya Das

জনপ্রিয় পরিচালক গুলজারের বিখ্যাত সিনেমা মাচিস একটি জনপ্রিয় গান চাপা চাপা চরখা চলে হিমাচল প্রদেশের পাহাড়ি অঞ্চল মানালিতে শুটিং করা হয়েছিল।

৩. মেনে প্যায়ার কিয়া / উটি-

Photo of Ooty, Tamil Nadu, India by Deya Das
Photo of Ooty, Tamil Nadu, India by Deya Das

সালমান খান অভিনীত মেনে প্যায়ার কিয়া সিনেমাটি তামিলনাড়ু উটিতে শুটিং করা হয়। উটির প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বাগান এবং নদীর উপত্যকায় মাঝখানে এই সিনেমার একটি বিখ্যাত গান দিল দিবানা বিন সাজনা কে মানে না শুটিং করা হয়।

৪. হাম আপকে হ্যায় কন / কোন্নুর-

Photo of Konnur, Karnataka, India by Deya Das
Photo of Konnur, Karnataka, India by Deya Das

৯০ দশকের চলচ্চিত্র প্রেমীদের মনে রাজেশ এবং পূজা প্রেম এবং নিশার বিয়ের কাহিনি নিয়ে গড়ে ওঠা এই সিনেমা বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। সিনেমার গান, অভিনেতা-অভিনেত্রী, গল্প এবং চরিত্রগুলিকে নিয়ে আজও এই চলচ্চিত্র রয়ে গেছে তার নিজস্ব গরিমায়। এই চলচ্চিত্রের একটি জনপ্রিয় গান ইয়ে মসম কা জাদু- র শুটিং হয় তামিলনাড়ুর কোন্নুর চা বাগানে।

৫. জো জিতা ওহি সিকান্দার / কোদায়কানাল দেরাদুন হিসেবে পরিচিত -

Photo of Dehradun, Uttarakhand, India by Deya Das

এই চলচ্চিত্রের একটি জনপ্রিয় গান পেহেলা নেশা-র স্ক্রিপ্টটি তৈরি হয় দেরাদুনে এবং এটি শুটিং হয় দক্ষিণ ভারতের কদাইকানাল এবং উটিতে ।

বর্তমান যুগের ধ্রুপদী ক্লাসিকের উপর ভিত্তি করে যেমন এই সিনেমাটি তৈরি হয়েছিল, ঠিক সেইভাবেই এটি সেই সময়ের ব্লকবাস্টারে সেরা চলচ্চিত্রের সম্মান পায়।

৬. দিল সে / লাদাখ থেকে কেরালা-

Photo of Kerala, India by Deya Das

১৯৯৮ সালে তৈরি হওয়ার রোমান্টিক থ্রিলার ব্লকবাস্টার চলচ্চিত্র দিল সে তখনকার দিনে আন্তর্জাতিক সীমানা ছাড়িয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছায়। এই চলচ্চিত্রের কিছু জনপ্রিয় অংশ দেশের বিভিন্ন জায়গায় শ্যুটিং করা হয়। তার মধ্যে অন্যতম সাত রংগি রে গানটি অথিরাপল্লি জলপ্রপাতের নিচে ক্যামেরাবন্দি করা হয়েছিল। জিয়া জ্বেলে গানটি কেরালায় শুট করা হয়। অন্যদিকে আরেকটি জনপ্রিয় গান ছাইয়া ছাইয়া তামিলনাড়ুর উটির নীলগিরি এক্সপ্রেস শুটিং করা হয়।

৭. হাম দিল দে চুকে সানাম / ভুজ থেকে ইতালি-

Photo of Bhuj, Gujarat, India by Deya Das
Photo of Italy by Deya Das

বানসালির ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে তৈরি বিতর্কিত গুজবের জড়িয়ে পড়া এই চলচ্চিত্রটি শুটিং করা হয় বিশ্বের বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায়। সিনেমাটির প্রথম অংশটি শুটিং হয় গুজরাট এবং রাজস্থানে এবং দ্বিতীয় অংশটি শুটিং আপাতদৃষ্টিতে ইতালি দেখানো হলেও, এটি হুঙ্গারি, বুদাপিস্ট-এও শুটিং করা হয়েছে। এখানেই শেষ নয় চলচ্চিত্রের শেষে অর্থাৎ ক্লাইম্যাক্সে স্যাচেন্যায় চেন ব্রিজ দেখতে পাওয়া যায়।

৮. ভাস্তব: দ্যা রিয়ালিটি / মুম্বই থেকে সুইজারল্যান্ড-

Photo of Mumbai, Maharashtra, India by Deya Das
Photo of Mumbai, Maharashtra, India by Deya Das

১৯৯৯ সালে বাণিজ্যিকভাবে সমালোচিত এবং প্রশংসিত হয়েছিল ভাস্তব সিনেমাটি, মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের কাহিনী নিয়ে রচিত হয়েছে, যা মুম্বই থেকে সুইজারল্যান্ড পর্যন্ত তার মূল বিস্তার ছিল। শুধু তাই নয় এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য সঞ্জয় দত্ত পেয়েছিলেন বিখ্যাত অভিনেতা হিসাবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। চলচ্চিত্রটি বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় শুটিং হয়। তার মধ্যে কিছু শুটিং হয় মুম্বাইতে আর কিছু অংশের মধ্যে মেরি দুনিয়া হে গানটির শুটিং হয় সুইজারল্যান্ডের থুন-এ।

৯. পারদেশ / ফাতেহপুর সিকরি থেকে কানাডা এবং ইউএসএ-

Photo of Fatehpur Sikri, Uttar Pradesh, India by Deya Das
Photo of Fatehpur Sikri, Uttar Pradesh, India by Deya Das

এই চলচ্চিত্র দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গায় শুটিং করা হয়। তার মধ্যে এই সিনেমার গানের কিছু অংশ উত্তরপ্রদেশ থেকে ইউএসএ-তে শুটিং হয়।এছাড়াও এই চলচ্চিত্রের বিখ্যাত গান দিল দিবানা-র শুটিং হয় কানাডার এলেক্স ফ্রাসের ব্রিজে। শুধু তাই নয়, এছাড়াও এই সিনেমায় লাস ভেগাস, ঋষিকেশ, আগ্রার তাজমহল, মাইসোর বিভিন্ন জায়গার কিছু কিছু অংশ দেখানো হয়েছে।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

Further Reads

Related to this article
Things to Do in Switzerland,Places to Stay in Switzerland,Places to Visit in Switzerland,Switzerland Travel Guide,Weekend Getaways from Manali,Places to Stay in Manali,Places to Visit in Manali,Things to Do in Manali,Manali Travel Guide,Weekend Getaways from Kullu,Places to Visit in Kullu,Places to Stay in Kullu,Things to Do in Kullu,Kullu Travel Guide,Places to Visit in Himachal pradesh,Places to Stay in Himachal pradesh,Things to Do in Himachal pradesh,Himachal pradesh Travel Guide,Things to Do in India,Places to Stay in India,Places to Visit in India,India Travel Guide,Weekend Getaways from Ooty,Places to Visit in Ooty,Places to Stay in Ooty,Things to Do in Ooty,Ooty Travel Guide,Weekend Getaways from Nilgiris,Places to Visit in Nilgiris,Places to Stay in Nilgiris,Things to Do in Nilgiris,Nilgiris Travel Guide,Places to Visit in Tamil nadu,Places to Stay in Tamil nadu,Things to Do in Tamil nadu,Tamil nadu Travel Guide,Weekend Getaways from Belagavi,Places to Visit in Belagavi,Places to Stay in Belagavi,Things to Do in Belagavi,Belagavi Travel Guide,Places to Visit in Karnataka,Places to Stay in Karnataka,Things to Do in Karnataka,Karnataka Travel Guide,Weekend Getaways from Dehradun,Places to Visit in Dehradun,Places to Stay in Dehradun,Things to Do in Dehradun,Dehradun Travel Guide,Places to Visit in Uttarakhand,Places to Stay in Uttarakhand,Things to Do in Uttarakhand,Uttarakhand Travel Guide,Places to Visit in Kerala,Places to Stay in Kerala,Things to Do in Kerala,Kerala Travel Guide,Weekend Getaways from Bhuj,Places to Visit in Bhuj,Places to Stay in Bhuj,Things to Do in Bhuj,Bhuj Travel Guide,Weekend Getaways from Kutch,Places to Visit in Kutch,Places to Stay in Kutch,Things to Do in Kutch,Kutch Travel Guide,Places to Visit in Gujarat,Places to Stay in Gujarat,Things to Do in Gujarat,Gujarat Travel Guide,Things to Do in Italy,Places to Stay in Italy,Places to Visit in Italy,Italy Travel Guide,Weekend Getaways from Mumbai,Places to Visit in Mumbai,Places to Stay in Mumbai,Things to Do in Mumbai,Mumbai Travel Guide,Places to Visit in Maharashtra,Places to Stay in Maharashtra,Things to Do in Maharashtra,Maharashtra Travel Guide,Weekend Getaways from Fatehpur sikri,Places to Visit in Fatehpur sikri,Places to Stay in Fatehpur sikri,Things to Do in Fatehpur sikri,Fatehpur sikri Travel Guide,Weekend Getaways from Agra,Places to Visit in Agra,Places to Stay in Agra,Things to Do in Agra,Agra Travel Guide,Places to Visit in Uttar pradesh,Places to Stay in Uttar pradesh,Things to Do in Uttar pradesh,Uttar pradesh Travel Guide,