ভ্যাক্সিন ট্যুরিজমের দৌলতে স্পুটনিক ফাইভ ভ্যাক্সিন আর ২৪ দিন রাশিয়া ভ্রমণ করতে পারেন আপনিও...

Tripoto
Photo of ভ্যাক্সিন ট্যুরিজমের দৌলতে স্পুটনিক ফাইভ ভ্যাক্সিন আর ২৪ দিন রাশিয়া ভ্রমণ করতে পারেন আপনিও... 1/1 by Aninda De
বিদেশ সফরের সঙ্গে সঙ্গে ভ্যাক্সিনও পেতে পারেন আপনি (ছবি সংগৃহীত)

দেশে ভ্যাক্সিন পাচ্ছেন না? তাহলে বিদেশ গিয়ে ভ্যাক্সিন নিলে কেমন হয়? না, একেবারেই কোনও প্র্যাঙ্ক নয়, রাশিয়ার নিজস্ব কোভিড-১৯ প্রতিষেধক স্পুটনিক ফাইভ ভ্যাক্সিন চালু হওয়ার সঙ্গে সঙ্গে দুবাইয়ের নামকরা ট্র্যাভেল এজেন্সি শুরু করে দিয়েছে কোভিড ট্যুরিজম। গন্তব্য - একেবারে স্পুটনিক ফাইভের আঁতুরঘর - খোদ রাশিয়ায়। খরচাপাতি? পকেট থেকে ১ লক্ষ ২৯ হাজার টাকা ফেললেই মিলবে স্পুটনিক ফাইভ ভ্যাক্সিনের দুই ডোজ, সঙ্গে রাশিয়ায় যাওয়া আসা আর থাকা খাওয়ার খরচ সুযোগ সুবিধা।

বর্তমান কোভিড পরিস্থিতিতে দেশে ভ্যাক্সিনের আকাল, প্রথম ডোজ পাওয়ার পরেও অনেকে পাননি সেকেন্ড ডোজ। বেশিরভাগ মানুষেরই ভাগ্য আরও খারাপ - মেলেনি একটাও ভ্যাক্সিন অ্যাপয়েন্টমেন্ট। তাই পাল্লা দিয়ে বাড়ছে ভ্যাক্সিনের চাহিদা। দেখা গেছে যাদের সামর্থ্য রয়েছে তাঁরা গাড়ি নিয়ে চলে যাচ্ছেন এক শহর থেকে অন্য শহরে, যেখানে পাওয়া গেছে ভ্যাক্সিনের খোঁজ। এই চাহিদাকে মাথায় রেখেই মাঠে নেমেছে আরাবিয়ান নাইটস ট্যুরস নামের এক পর্যটন সংস্থা। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী এই সংস্থা ভারতবাসীদের দিচ্ছে রাশিয়ায় গিয়ে স্পুটনিক ফাইভ ভ্যাক্সিন নেওয়ার সুযোগ। শুধু তাই নয়, ২৪ দিনের এই ট্যুরে ভ্যাক্সিনের দুটি ডোজের মধ্যে যাত্রীদের করানো হবে রাশিয়ার রাজধানী মস্কো শহরের ভ্রমণও।

এই প্যাকেজে থাকছে দিল্লি-মস্কো-দিল্লি ফ্লাইট টিকিট, সেন্ট পিটার্সবার্গ শহরে ৪ দিন এবং মস্কো শহরে ২০ দিন থাকার খরচ। দেওয়া হবে ২৪ দিনের প্রতিদিন স্বাস্থ্যকর ব্রেকফাস্ট এবং ডিনার। এছাড়াও মস্কো এবং পিটার্সবার্গ শহরে সাইটসিয়িং এর সমস্ত খরচও এই প্যাকেজেরই অংশ। আপনাকে শুধু অতিরিক্ত দিতে হবে ভারত থেকে রাশিয়া যাওয়ার ভিসার খরচটুকু।

আরাবিয়ান নাইটস ট্যুরসের পক্ষ থেকে জানানো হয়েছে যে ভারত হতে প্রথম ২৮ জন নাগরিককে রাশিয়া নিয়ে যাওয়া হবে ২৯ মে। জুন মাসের ৭ এবং ১৫ তারিখে পরবর্তী দলগুলির রাশিয়া যাওয়ার কথা। যদিও জানতে পারা যাচ্ছে যে প্রচন্ড চাহিদার দরুণ আগামী সব কটি স্লটের সিট ইতিমধ্যেই বুক হয়ে গেছে। ভারতবর্ষে এই মুহূর্তে ভ্যাক্সিনের অভাবকেই এই পিছনে মূল কারণ বলে মনে করা হচ্ছে।

উল্লেখযোগ্য, এহেন উদ্যোগ কিন্তু এই প্রথম তা নয়। ইতিমধ্যেই মালদিভস এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে ভ্যাক্সিন ট্যুরিজমের প্যাকেজ চালু হয়েছিল ২০২০ সালে, প্রথম ওয়েভের সময়কালেই। দেখার বিষয়, ভারতবাসীরা এই নতুন উদ্যোগে কতটা উপকৃত হতে পারেন।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

Further Reads