সোলো ট্রাভেলারদের অনেককেই এই সব ঘটনাগুলির সম্মুখীন হতে হয়....

Tripoto
Photo of সোলো ট্রাভেলারদের অনেককেই এই সব ঘটনাগুলির সম্মুখীন হতে হয়.... 1/4 by Surjatapa Adak

একা একা ঘুরতে যেতে আমি বরাবরই পছন্দ করি । ছেলেবেলা থেকেই পৃথিবীকে চেনার একটা কৌতূহল ছিল, আর তাই সোলো ট্রাভেলকেই বেছে নিই বারবার । এই একা একা ঘুরতে যাওয়ার সুবাদেই নানান অভিজ্ঞতার মুখোমুখি হই। নিজের ইচ্ছা মতো খাওয়া দাওয়া থেকে শুরু নিজের ইচ্ছা মতো পরিবহণ ব্যবস্থা পছন্দ করা কিংবা মনের মতো স্থান পরিদর্শন করা এগুলো কেবলমাত্র একা যাত্রা করার ফলেই সম্ভবপর হয় । কিন্তু কয়েকটি সমস্যা প্রত্যেক সোলো ট্রাভেলারকেই সম্মুখীন হতে হয়।

১. সুরক্ষা সম্পর্কে সচেতনতা -

Photo of সোলো ট্রাভেলারদের অনেককেই এই সব ঘটনাগুলির সম্মুখীন হতে হয়.... 2/4 by Surjatapa Adak

পরিবারের সঙ্গে ভ্রমণের ফলে সন্তানদের ইচ্ছেপূরণ থেকে শুরু করে নিজের স্বামীর দেখাশোনা ইত্যাদি বিষয়গুলির প্রতি মনোনিবেশ করতে হয় । অন্যদিকে একা একা ভ্রমণের কারণে আশেপাশের যাত্রীরা একটু অবাক হয়। নিজেদের মধ্যে কথাবার্তা বললেও যখন আমি একা ভ্রমণ করছি, তখন মনের সমস্ত উদ্বিগ্নতা দূর করে ভ্রমণ করাই শ্রেয় ।

সত্যি বলতে কী সোলা ট্রাভেলিং করা আনন্দের হলেও, বেশ কষ্টসাধ্য । একা নিজের সামগ্রী বহন করা থেকে, খাবারের সন্ধান করা কিংবা পকেটমার থেকে বাঁচানো, এই সমস্ত কাজগুলি একাই সমালাতে হয় । তবে একা ভ্রমণের অভিজ্ঞতা থাকায় চোরদের হাত থেকে কীভাবে সতর্ক থাকতে এখন বুঝে গিয়েছি ।

২. কোনওকিছুর সঙ্গে কম্প্রোমাইজ নয় -

একা ভ্রমণ করার মানে এই নয় যে, অচেনা মানুষ তার সুযোগ নেবে । তরুণ প্রজন্ম সাধারণত নম্র হয়, অনেক সময় হয়তো অচেনা স্থানে আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে । কিন্তু সেই সুযোগে আপনার সামগ্রী তাকে দায়িত্বে দিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন না । কিংবা তার সিটে আপনি ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাতে পারেন না । অন্যান্য যাত্রীরা এই প্রসঙ্গে আপনার বিরুদ্ধে কথা বলতে পারেন ।

এই প্রসঙ্গে একটা ঘটনা বলি, কিছুদিন আগে আমি যখন ট্রেনে যাত্রা করছিলাম একজন যাত্রী তার সমস্ত সামগ্রী লাগেজের স্থানে রেখেছিল । সেই সময় আমার নিজের অতিরিক্ত লাগেজ থাকা সত্ত্বেও আমি অন্য স্থানে আমার লাগেজটি রাখি । ঘটনাটি আমার পছন্দ না হলেও সেই সময় অন্য কোনওরকম সমস্যা এড়ানোর জন্যই সেদিন এই ঘটনাটি মেনে নিই ।

৩. একাকিত্বের সুযোগ -সন্ধানীদের থেকে বিরত থাকুন -

Photo of সোলো ট্রাভেলারদের অনেককেই এই সব ঘটনাগুলির সম্মুখীন হতে হয়.... 3/4 by Surjatapa Adak

এই সমস্যাটা প্রত্যেক একা মহিলা পর্যটকদের স্ট্রেসের অন্যতম কারণ । আপনি একা যাত্রা করছেন কোনও পুরুষ যাত্রী অযথা একভাবে আপনার দিকে তাকিয়ে থাকবে, হাসাহাসি করবে, কোনো কিছুর বিনিময়ে আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করবে কিংবা অদ্ভুত দৃষ্টিভঙ্গি আপনাকে বিব্রত করতে পারে। অনেক সময় সোলো ট্রাভেলাররা বিভিন্ন সমস্যার সম্মুখীন হলেও যাত্রীরা সেই ঘটনাগুলো দেখে খুব বেশি মজা পায়।

আমার প্রথম সোলো ট্রাভেলের অভিজ্ঞতা থেকে একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি । সেই সময় কলকাতা থেকে ভাদোদারা যাত্রা করছিলাম । আমার পাশের সিটের ভদ্রলোকটি অনেকক্ষণ ধরে আমার সঙ্গে কথা বলার চেষ্টা করছিল। বেশ কিছুক্ষণ পর,আমি যখন নিজেই তার সঙ্গে কথা বলা শুরু করলাম, রাতে শোওয়ার সময় সে তার খাবার নিয়ে আমার সিটে এসে বসে পড়ে, আমায় স্পর্শ করার চেষ্টা করে । আমি তখন রেগে গিয়ে চিৎকার করে নিজেকে রক্ষা করি। সেই সময় উপরের বার্থের লোকটি সেই ঘটনাটি দেখছিল অথচ কিছুই বলল না । সেই সময় আমি মাত্র ১৮ বছরের ছিলাম ।

৪. "এখনকার দিনের ছেলে-মেয়েরা "-

আমার মনে হয় আমাদের সকলকেই এই ধরণের কথার মুখোমুখি হতে হয় । মেয়েদের পোশাক আশাক থেকে শুরু করে বর্তমান যুগের সংস্কৃতি কিংবা ফোনের মধ্যে সময় কাটানো, ইত্যাদি স্টিরিওটাইপ মানুষের মানসিকতাকে এক্কেবারে আষ্টেপৃষ্টে বেঁধে রেখেছে ।বর্তমানে ৬৫% তরুণ সমাজ রয়েছে তারা যথেষ্টই শিক্ষিত । তাই আমাদেরই দায়িত্ব এই স্টিরিওটাইপগুলোকে মুক্ত করার ।

একদা ভ্রমণের সময় আমার সিটের নিচে আমার ব্যাগগুলো গুছিয়ে রাখার জন্য আমার পাশের সিটের বয়স্ক ভদ্রলোককে বলি একটু অপেক্ষা করতে বলি । পরিবর্তে উনি আমায় বলেন আমি যদি ফ্যাশনের জন্য কম সময় খরচ করি তাহলে নাকি আমি কাজগুলো সময় মতো ঠিক ভাবে করতে পারি ।

৫. তারা নিজেদের সমস্যার সমাধান করে নেবে -

Photo of সোলো ট্রাভেলারদের অনেককেই এই সব ঘটনাগুলির সম্মুখীন হতে হয়.... 4/4 by Surjatapa Adak

আমরা যখন একা ভ্রমণ করি, আমরা সমাজচ্যূত ব্যাক্তি হিসেবে পরিচিতি পাই। আর সেই রকমই ব্যবহার পাই। কেউ সহজে সাহায্য করতে এগিয়ে আসে না,অনেক কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হয় । যেহেতু আপনি কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, আপনার প্রতিবেশী যাত্রীরা এই ঘটনা দেখে নিজেদের মনোরঞ্জন করবে, কিন্তু কেউ সাহায্য করবে না ।

আবার অনেকে ভাবেন যেহেতু আমরা একা ভ্রমণ করছি, আমরা বেশ চতুর সমস্ত সমস্যার একাই সমাধান করতে পারি । কিন্তু সত্যি বলতে কী, চতুর হলেও কোনও কোনও ক্ষেত্রে একটু সাহায্য অনেককিছুর সমাধান করে দিতে পারে।

উপরিউক্ত সমস্যাগুলি প্রত্যেক ভ্রমণকারীকেই মোকাবিলা করতে হয় । অনেক সময় সামাজিক কারণেই আমরা একাকী ভ্রমণের পরিবর্তে পরিবার বা বন্ধু-বান্ধবদের সঙ্গেই ভ্রমণের পথকেই বেছে নিতে বাধ্য হই। একাকী ভ্রমণকারীরা কিন্তু ততটা সহাসী বা চতুর নয়, যতটা সমাজ তাদের ভাবে । নিঃসঙ্গ ভ্রমণ,মানুষের আত্মনির্ভরশীলতাকে পরীক্ষা করার একটা পথ বলা যেতে পারে। হ্যাঁ, সমাজ আমাদের সম্পর্কে নানান কটূক্তি করতেই পারে, কিন্তু অযথা বিব্রত করা সমাজে অনুচিত কাজ বলেই মনে করি ।

সময় বদলেছে, তাই আশা করি মানুষের চিন্তাধারার ও বিকাশ ঘটবে । স্বাধীনচেতা হয়ে মানুষ মানুষের পাশে থাকবে এটাই কাম্য।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

(এটি একটি অনুবাদকৃত আর্টিকেল। আসল আর্টিকেল পড়তে এখানে ক্লিক করুন!)

Further Reads