এবার থেকে সম্ভ্রান্ত রেস্তোরাঁর খাবারও পৌঁছে যাচ্ছে করোনা রোগীদের বাড়িতে...

Tripoto
Photo of এবার থেকে সম্ভ্রান্ত রেস্তোরাঁর খাবারও পৌঁছে যাচ্ছে করোনা রোগীদের বাড়িতে... 1/4 by Deya Das
ছবি সংগৃহীত

সারা বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে যখন আমাদের দেশ ভারতবর্ষ করোনার দাপটে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে, ঠিক সেই সময় কিছু মানুষ নিজেদের জীবনকে তুচ্ছ করে এগিয়ে এসেছে এই মহামারীকে রুখতে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকেই শুরু হয়ে গেছে বিভিন্ন অত্যাবশ্যকীয় জিনিসপত্রের হাহাকার। এই হাহাকার মুক্ত করতে কিছু মানুষ নিজেদের স্বার্থসিদ্ধি বাদ দিয়ে উন্মুক্ত হাতে সাহায্য করতে এগিয়ে এসেছে। আজ বিভিন্ন জায়গায় জায়গায় গড়ে উঠেছে ট্রাস্ট কমিটি, যারা প্রতিনিয়ত করোনা আক্রান্ত মানুষ এবং তাদের পরিবার পরিজনদের জন্য খাবার, ওষুধপত্রের ব্যবস্থা করে দিচ্ছে। কোথাও খুব ন্যূনতম টাকায়, আবার কোথাও কোথাও সম্পূর্ণ বিনামূল্যে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে বাড়ি বাড়ি। যে সমস্ত বাড়িতে পুরো পরিবার করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের পক্ষে রান্না বা আনুষঙ্গিক কাজকর্ম করা প্রায় অসম্ভব হয়ে পরছে। তাদের কথা মাথায় রেখেই দেশের বিভিন্ন জায়গায় বলা ভাল প্রতিটি রাজ্যর কিছু স্বেচ্ছাসেবী সংস্থা এখন ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে নিত্যনৈমিত্তিক জিনিসপত্র সাথে খাবার।

Photo of এবার থেকে সম্ভ্রান্ত রেস্তোরাঁর খাবারও পৌঁছে যাচ্ছে করোনা রোগীদের বাড়িতে... 2/4 by Deya Das
মানুষের পাশে থাকার অভিনব প্রচেষ্টা

এদিক থেকে দেখতে গেলে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কিন্তু পিছিয়ে নেই। বিভিন্ন চ্যারিটেবল ট্রাস্ট, ক্লাবের সদস্যরা সঙ্গবদ্ধ হয়ে তৈরি করেছে এক নতুন সংস্থা, যারা প্রতিদিন প্রতিনিয়ত করোনা আক্রান্ত মানুষজনের বাড়িতে পৌঁছে দিচ্ছে খাবার। তবে এই সবকিছুর মধ্যেও নজরকাড়া উল্লেখযোগ্য ঘটনা ঘটিয়েছেন সাংসদ অভিনেতা দেব।

টলি টেলস-

Photo of এবার থেকে সম্ভ্রান্ত রেস্তোরাঁর খাবারও পৌঁছে যাচ্ছে করোনা রোগীদের বাড়িতে... 3/4 by Deya Das
ছবি সংগৃহীত

কলকাতার বালিগঞ্জ- এ অবস্থিত এই বিখ্যাত রেস্তোরাঁটি খাদ্যরসিক ব্যক্তিদের কাছে হয়তো অজানা নয়। এই রেস্তোরাঁর খাবারের স্বাদ ও এখানকার প্রতিটি মানুষের ব্যবহার কিন্তু আগত খাদ্যপ্রেমীদের কাছে বেশ আকর্ষণীয়। তবে এই অতিমারী পরিস্থিতিতে টলি টেলস কিন্তু তার জায়গা সবার চোখে উন্নতির শিখরে নিয়ে গিয়েছে। এই রেস্তোরাঁর মালিক হলেন আমাদের সবার প্রিয় অভিনেতা দেব, যাকে আমরা প্রায়শই টিভি পর্দায় অভিনয় করতে দেখতে পাই। কখনও ভাল লাগে আবার কখনও বা খারাপ। কিন্তু একজন সত্যিকারের সাহায্যকারী মানুষ হিসাবে দেব কিন্তু সকল মানুষের মন জয় করে নিয়েছেন। মানবিকতা এবং মনুষত্বের মেলবন্ধনে যদি একটি মানুষ সৃষ্টি হয়, তাহলে দেবকে সেই মানব জগতের শ্রেষ্ঠ সম্পদ বললেও ভুল হবে না। কেন সেটাই এবার বলার বিষয়-

Photo of এবার থেকে সম্ভ্রান্ত রেস্তোরাঁর খাবারও পৌঁছে যাচ্ছে করোনা রোগীদের বাড়িতে... 4/4 by Deya Das
ছবি সংগৃহীত

প্রধানত টলি টেলস একটি জনপ্রিয় রেস্তোরাঁ, যেখানে খাবারের মূল্য কিন্তু বেশ উচ্চমানের। ঠিক এরকম একটি রেস্তোরাঁ থেকে বর্তমান পরিস্থিতিতে করোনা আক্রান্ত পরিবারের জন্য প্রায় প্রতিদিন ৫০ টি করে মিল প্রস্তুত করা হচ্ছে তাও সম্পূর্ণ বিনামূল্যে। মিলগুলির মধ্যে থাকছে রুটি, ভাত, দুইরকমের সবজি, ডাল ও মিষ্টি। আর এই উদ্যোগের উদ্যোক্তা হলেন এই রেস্তোরাঁর মালিক দেব। তিনি নিজে ১১ই মে তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে বলেন-

“We Team @ Tolly Tales n Sardarni Paramjit kaur Medical Trust have started a Free takeaway meal service for Covid Positive patient from Today. We are starting with 50 meal distribution today n will increase owing to demand in the coming days. U can avail the service at @Tolly Tales.”

তবে দেব একা নন, তিনি বারবার সর্দারনি পরমজিত কৌর মেডিকেল ট্রাস্টের কথাও বলেছেন, যারা সর্বোচ্চভাবে দেবকে এই কাজে সাহায্য করে চলেছেন।

আজকের দিনে দাঁড়িয়ে যখন মানুষ মানুষকে এই রোগের জন্য ফেলে চলে যাচ্ছে, আবার কেউ কেউ তার স্বজনদের হারাচ্ছে, সেই অবস্থায় দাঁড়িয়ে এরকম একটি আবেগপূর্ণ উদ্যোগ হয়ত অভিনেতা দেবের পক্ষে নেওয়াই সম্ভব। কারণ এর আগেও বিভিন্ন সভায় তাঁর মানবিকতার পরিচয় আমরা পেয়েছি। তিনি প্রতিটি জায়গায় গিয়ে সবার উদ্দেশ্যে বার বার বলেছেন মানুষের জীবন সবার আগে। তাই মাস্ক পরা এবং বারবার হাত ধোয়া আবশ্যক।

রেস্তোরাঁর ঠিকানা-

১৯২ এ, ডঃ শরৎ ব্যানার্জি রোড, লেক টেরেস, বালিগঞ্জ কলকাতা পশ্চিমবঙ্গ- ৭০০০২৯।

ভিতরের পরিবেশ (সংগৃহীত)

Photo of Tolly Tales, Dr.Sarat Banerjee Road, lake Terrace, Ballygunge, Kolkata, West Bengal, India by Deya Das

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

Further Reads