পশ্চিমবঙ্গ সহ ভারতের সর্বত্র করোনা মহামারী তার জাল বিস্তার করে চলেছে । এই অবস্থায় করোনা মোকাবিলায় সমস্ত দেশ জুড়ে চলছে এক প্রকার যুদ্ধকালীন পরিস্থিতি। বর্তমান পরিস্থিতি অনুযায়ী ভারতে হাসপাতালের বেড এবং টেস্টের কিট অর্থাৎ স্বাস্থ্যব্যবস্থা যথোপযুক্ত উপলব্ধ নেই । আর তাই রাজ্য সরকার কর্তৃপক্ষ বিভিন্ন পন্থা অবলম্বন করেছেন ।
রোগীর সংখ্যা অনুযায়ী পশ্চিমবঙ্গের হাসপাতালে বেডের ঘাটতির কারণে রাজ্যের বিভিন্ন অঞ্চলে আইসোলেশন সেন্টার নির্মাণ করা হচ্ছে । কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের আইসোলেশন সেন্টারগুলি হল -
গত ৭ই মে সংবাদপত্র মাধ্যম থেকে জানা গিয়েছে কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামকে আইসোলেশন সেন্টার বা সেফ হোম হিসেবে পরিণত করা হয়েছে। মূলত পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং আমরি হাসপাতালের মিলিত সহযোগে এই স্টেডিয়ামে আইসোলেশন ওয়ার্ড নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
দার্জিলিং-এর ঐতিহ্যবাহী বেকারি তথা রেস্তোরাঁ গ্ল্যানারিজতে এডওয়ার্ড ফাউন্ডেশন এবং D&DMA এর সহযোগিতায় করোনা মোকাবিলায় অক্সিজেন সহযোগে আইসোলেশন সেন্টার নির্মাণ করা হয়েছে । ৮ই মে রিপোর্ট অনুযায়ী বর্তমানে ২০টি আইসোলেশন বেড নির্মাণ করা সম্ভবপর হয়েছে, ভবিষ্যতে আরও কয়েকটি বেড নির্মাণের পরিকল্পনাও রয়েছে ।
মহামারী রোধে কলকাতার ললিত গ্রেট ইস্টার্ন হোটেলেও আইসোলেশন ওয়ার্ড নির্মাণ করেছেন । এই আইসোলেশন বেডগুলি অবশ্যই খরচসাপেক্ষ । বিশদে জানতে যোগাযোগ করতে পারেন - দিলীপ মিশ্র, ফোন নম্বর - ৯১৬৩৩২৯১০২ মেইল আইডি- dmishra@thelalit.com
আমরি হাসপাতাল পরিচালিত কলকাতার এই সল্টলেক স্টেডিয়ামে দুই শয্যা বিশিষ্ট কক্ষ এবং এক শয্যা বিশিষ্ট কক্ষের প্রতিদিনের মূল্য ৩ হাজার থেকে ৮ হাজার টাকা । বর্তমানে এখানে মোট ২৩৩টি শয্যা উপলব্ধ রয়েছে ।
৫. বাঁকুড়ার কর্মতীর্থ -
বাঁকুড়ার বিকনা অঞ্চলে অবস্থিত কর্মতীর্থ কার্যালয় করোনা মোকাবিলায় আইসোলেশন সেন্টারে পরিণত করা হয়েছে । বর্তমানে এখানে মহিলাদের রোগীদের জন্য ২৫টি এবং পুরুষ রোগীদের জন্য ২৫টি শয্যার অর্থাৎ মোট ৫০টি শয্যার ব্যবস্থা করা হয়েছে ।
গত ৭ই মে সংবাদপত্র মাধ্যমে থেকে জানা গিয়েছে দক্ষিণ কলকাতার উত্তীর্ণতে বর্তমানে ১০০টি শয্যার ব্যবস্থা আছে । ভবিষ্যতে পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আরও ৫০০টি শয্যা নির্মাণের পরিকল্পনা রয়েছে ।
কলকাতা শহরের ৫ষ্টার হোটেলের তকমা দ্বারা ভূষিত এই হোটেলটিতে ও আইসোলেশন সেন্টার উপলব্ধ আছে । বিশদে জানতে যোগাযোগ করতে পারেন - ফারহান খান, ফোন নম্বর - ৮৬৯৭৭০৪৪৪৪, মেইল আইডি- farhan.khan@tajhotels.com
কলকাতার বিখ্যাত হোটেল হায়াত রেজেন্সীতেও সেফ হোমের ব্যবস্থা করা হয়েছে । বিশদে জানতে যোগাযোগ করতে পারেন অমিত পাল, ফোন নম্বর - ৯০০৭৩৬৫৭২০, মেইল আইডি- amit.paul@hyatt.com
গত ৭ই মে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃপক্ষের রিপোর্ট অনুযায়ী বেশ কয়েক হাজার সেফ হোমের ব্যবস্থা করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে আরও শয্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে । সকলে সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন ।