লকডাউনের মধ্যে মাতৃদিবস উদযাপন - বাড়ি বসেই মানসভ্রমণ হোক মায়ের হাত ধরে...

Tripoto
Photo of লকডাউনের মধ্যে মাতৃদিবস উদযাপন - বাড়ি বসেই মানসভ্রমণ হোক মায়ের হাত ধরে... 1/1 by Aninda De
সব মায়েদের জন্যই আজকের দিনটা হয়ে উঠুক স্পেশাল (ছবি সংগৃহীত)

একথা সত্যি যে আমাদের জীবনে মায়েদের অসীম অবদানকে মাত্র একদিনের জন্যে উদযাপন করা বেশ বোকা বোকা। তবে প্রতিদিনের দৈনন্দিন জীবনের মাঝে যদি একদিন একটু আলাদা করে আমরা মায়েদের জন্যে একটু স্পেশাল করে তুলতে পারি, তাহলে সেই অনাবিল আনন্দের কোনও তুলনা হয় না। বর্তমানে করোনা পরিস্থিতির মাঝে কম বেশি আমরা সবাই আটকে নিজেদের বাড়িতে, লকডাউনের শৃঙ্খলে। কেমন হয় যদি আমরা একটু মায়ের সঙ্গে ডিজিটাল মাধ্যমেই ফিরে পাই ভ্রমণের, দূর দেশে বেড়িয়ে আসার আনন্দ? নিখরচায় মায়েদের টেনশনমুক্ত করে, তাঁদের মুখে হাসি ফোটাতে চাইলে, চলুন দেখেনি কীভাবে আমরা দিনটাকে করে তুলতে পারি একটু অন্যরকম ভাবে স্পেশাল!

১. ফিরে দেখুন পুরনো ভ্রমণের স্মৃতি

লকডাউনে আমরা সবাই যখন বাড়িতে আটকে, তখন নতুন করে কোথাও যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কিন্তু কেমন হয় যদি আমরা ফিরে যেতে পারি সময়ের সিঁড়ি বেয়ে আমাদের অতীতের ট্রিপগুলোর মধ্যে। বের করুন পুরোনো ফটো এলবাম, বা কম্পিউটার এর ফোল্ডার খুঁজে বের করা হোক প্রথম তোলা ডিজিটাল ফটোগুলো। দেখুন মার পাশে বসে, একসঙ্গে, অথবা গোটা পরিবারের সঙ্গে। পুরনো খুশি আবার করে ফিরে পেতে স্মৃতি রোমন্থনের মতন আর কী হতে পারে।

২. দেখুন ট্র্যাভেল সম্পর্কিত সিরিজ বা সিনেমা

শুধু নিজের স্মৃতিতে আটকে থাকতে হবে, এমন তো কোনও কথা নেই। বিভিন্ন ও.টি.টি প্ল্যাটফর্মে রয়েছে অসাধারণ নানান ট্র্যাভেল শো যা দেশ বিদেশের নানান অজানা অচেনা জায়গার হদিশ দেয়, জানা যায় সেখানকার সংস্কৃতি বা খাবার সম্পর্কে। সিরিজ যদি পছন্দ না হয়, তাহলে রয়েছে হরেক রকম সিনেমা। মায়ের থেকে জেনে নিন কোন সিনেমাটা ওনার ফেভারিট, আর বাটি ভর্তি করে পপকর্ন নিয়ে বসে সবাই মিলে দেখে ফেলা হোক সেটা। দিলওয়ালে দুলহানিয়ার সুইজারল্যান্ড বা কাশ্মীর কি কলির কাশ্মীর, নায়ক নায়িকার সঙ্গে হোক এই মানসভ্রমণ।

৩. ইউটিউবে দেখতে পারেন ট্র্যাভেল ব্লগ

যদি আপনি, আপনার পরিবার এবং বিশেষ করে আপনার মার মনের মধ্যে সবসময় থাকে ট্র্যাভেলের জন্যে বিশেষ প্যাশন, তাহলে শুধু ট্র্যাভেল শো বা সিনেমা না দেখে, দেখতে পারেন নানা রকম ট্র্যাভেল ভিডিও ব্লগ। দেশ বিদেশের ট্র্যাভেলার দের বিভিন্ন জায়গায় ঘোরার চাক্ষুস অভিজ্ঞতা ফুটে উঠবে চোখের সামনে, কোনও রকম রাখ ঢাক ছাড়াই। ট্রিপোটোর নিজস্য ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবেন হরেক রকম ভিডিও যা ডেস্টিনেশন, থেকে রোডট্রিপ, সবরকমের তথ্য দেবে আপনাদের।

৪. করে ফেলুন পরের ট্রিপের জন্যে রিসার্চ

বাড়ি বসে আছেন বলে মনে খারাপ করবেন না। তার থেকে বরং মা-কে নিয়ে একসঙ্গে প্ল্যান করুন করোনা পরিস্থিতি মিটে যাওয়ার পর পরবর্তী ট্রিপটা ঠিক কোথায় হবে, কীভাবে হবে। দুজনে মিলে ট্রিপোটোর বিভিন্ন ব্লগ থেকে রিসার্চ করে দেখতে পাবেন কোন কোন জায়গা আপনাদের পছন্দের, সেখানে কী করবেন, কোথায় থাকবেন, কী খাবেন আর এই সব কিছু করতে সময় কতটা লাগবে। তাই এখন হোম লকডাউন হয়ে উঠুক ভবিষ্যতের ট্রিপের ইন্ধন। আর এইভাবে সকলে মিলে কোয়ালিটি টাইম কাটালে, পুরো অভিজ্ঞতাটাই হয়ে উঠবে মনের একদম কাছের।

৫. একসঙ্গে লিখে ফেলুন আপনাদের পূর্ব ভ্রমণের অভিজ্ঞতা

দুজনে মিলে একসঙ্গে লিখে ফেলতে পারেন পূর্ব ভ্রমণের গল্প। গল্পের ছলে লেখা ব্লগ আপনি প্রকাশ করতে পারেন ট্রিপোটোর পাতায়। প্রতিটি ব্লগ সাবমিশনের সঙ্গে আপনি জিতে নিতে পারবেন ট্র্যাভেল ক্রেডিট পয়েন্টস, যা পরবর্তী কালে কোনও ট্রিপ বুক করার সময় ব্যবহার করলে পাবেন নানান রকম আকর্ষণীয় ছাড়। ঘরে বসে এই ভাবে পরের ট্রিপটা আরও সহজ করে নেওয়াই হয়তো হতে পারে আপনার তরফ থেকে আপনার মায়ের প্রতি এই মাদার্স ডে-এর সেরা উপহার!

ভ্রমণপ্রেমী মায়েদের জন্যে আশা করি আমাদের এই ভ্রমণ কেন্দ্রিক আইডিয়াগুলি পছন্দ হবে পুরো মাত্রায়। ভবিষ্যতে আমরা আপনার করোনা পরিস্থিতিকে পরাজিত করে আবার বেরিয়ে পড়বো নতুন দিগন্ত জয়ের উদ্দেশ্যে। খুশিতে কাটুক মাদার্স ডে। ট্রিপোটো পরিবারের পক্ষ থেকে রইল বাংলার সকল মায়েদের প্রতি ভালোবাসা এবং সশ্রদ্ধ প্রণাম।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

Further Reads