ভারতবর্ষের দর্শনীয় কিছু ট্রেন স্টেশন - ইতিহাস, সৌন্দর্য এবং নান্দনিকতার মেলবন্ধন...

Tripoto
Photo of ভারতবর্ষের দর্শনীয় কিছু ট্রেন স্টেশন - ইতিহাস, সৌন্দর্য এবং নান্দনিকতার মেলবন্ধন... 1/1 by Aninda De
ছবি সংগৃহীত

বিশাল এক দেশ আমাদের এই ভারতবর্ষ, যার বৈচিত্র আমাদেরকে মুগ্ধ করে প্রতিনিয়ত। হিমালয় থেকে কন্যাকুমারী এই ভারতবর্ষের মাটিতে শিরা আর ধমণীর মতো ছড়িয়ে রয়েছে রেলপথ, যার যাত্রা চলা শুরু ব্রিটিশ আমলে। ভারতবর্ষের নানান প্রান্তে ছড়িয়ে রয়েছে এমন অসামান্য রেল স্টেশন, যেগুলি অত্যন্ত বিশেষ, এবং নিজগুণেই একটি একটি দর্শনীয় স্থান। আসুন, ভারতীয় রেলের রোমান্টিকতায় শামিল হন আমাদের সঙ্গে, দেখে নিন কোন কোন রেলস্টেশন আমাদের অবশ্যই দ্রষ্টব্য আর কী তাদের বিশেষত্ব।

১. ইউনেস্কো হেরিটেজ সাইট মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী টার্মিনাস

১৮৮৭ সালে স্থাপিত সি.এস.টি স্টেশন শুধু স্থাপত্যের দিক থেকেই নয়, সুবিশাল এই রেলস্টেশনটি মুম্বাইয়ের নাগরিক জীবনের প্রাণ, জায়গা করে নিয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকাতেও।

২. উত্তরবঙ্গের ঘুম রেলস্টেশন, কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ

ভারতবর্ষের উচ্চতম রেলস্টেশন দার্জিলিং সংলগ্ন ঘুমে। দার্জিলিং টয় ট্রেন লাইনের একটি অংশ এই স্টেশন। আর পরিষ্কার আকাশ থাকলে এখন থেকেই দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার অপূর্ব রূপ।

৩. জলপ্রপাতের কোলে গোয়ার দুধসাগর স্টেশন

কোঙ্কণ রেলপথের শিরোমনি গোয়ার কাছের দুধসাগর স্টেশন, যা দুধসাগর জলপ্রপাতের একেবারে পাশেই। ঘন সবুজ বনানীর মধ্যে দিয়ে জলপ্রপাতের নাগালের মধ্যে দিয়ে ট্রেন এগিয়ে চলে ধীরে ধীরে, এমন এক অপূর্ব দৃশ্য যা আপনাকে অবশ্যই উপভোগ করতে হবে।

৪. দুর্গের আদলে তৈরি রাজস্থানের জয়সলমীর রেলস্টেশন

ভারতবর্ষের বিভিন্ন লাক্সারি ট্রেনের গতিপথে অবশ্যই পরে রাজস্থানের জয়সলমীর স্টেশন, যা বানানো হয়েছে প্রাচীন রাজপুত দুর্গের আদলে, যা দেখতে ছুটে আসেন দেশ বিদেশের ট্যুরিস্টরা।

৫. কলিঙ্গ সাম্রাজ্যের ইতিহাসের ছোঁয়া উড়িষ্যার কটক রেলস্টেশনে

চতুর্দশ শতাব্দীতে তৈরি হয়েছিল কলিঙ্গ সাম্রাজ্যের গর্ব, উড়িষ্যার বারাবাতি দুর্গ। সেই দুর্গের আদলেই তৈরি হয়েছে কটকের এই স্টেশনটি।

৬. বাংলার গর্ব হাওড়া রেলওয়ে স্টেশন

১৮৫৪ খ্রিস্টাব্দে পথ চলা শুরু হাওড়া স্টেশনের, যা পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলপথের প্রাণকেন্দ্র। সুবিশাল এই স্টেশনটি দেশের প্রাচীনতম স্টেশনগুলির একটি, স্থাপত্যে ব্রিটিশ প্রযুক্তির অসামান্য নিদর্শন। উপরি পাওনা, পাশ দিয়েই বয়ে চলা গঙ্গা নদী এবং তার ওপরে আইকনিক হাওড়া ব্রিজ।

৭. বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম, খড়্গপুর

পশ্চিমবঙ্গের এই প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য প্রায় ২৭৩৩ ফিট, যা পৃথিবীর দীর্ঘতম রেল প্ল্যাটফর্ম। দক্ষিণ পূর্ব রেলওয়ের একটি গুরুত্বপূর্ণ স্টেশন এটি, যা বিশ্বের সঙ্গে সংযোগ রক্ষা করে আই.আই.টি খড়্গপুরের।

৮. ভারতবর্ষের প্রান্তিকতম স্টেশনগুলি

উত্তরে জম্মু কাশ্মীরের বারামুল্লা, পশ্চিমে গুজরাটের ভুজের কাছে নালিয়া, দক্ষিণে কন্যাকুমারী আর পূর্বে তিনসুকিয়ার ব্রাঞ্চ লাইনে লেডো স্টেশন। ভারতবর্ষের চার প্রান্তে রেলপথের অন্তিম বিশ্রামস্থল এইগুলি।

৯. ভারতবর্ষের প্রাচীনতম রেলস্টেশন, রোয়াপুরম

১৮৫৭ খ্রিস্টাব্দের জুন মাসে ভারতবর্ষে উদ্বোধন হয় প্রথম রেলস্টেশনটির। চেন্নাই সাবার্বান লাইনের এই স্টেশনটি ইতিহাসের মূর্ত প্রতীক।

১০. লখনৌয়ের চারবাগ রেলস্টেশন

ভারতবর্ষের সুন্দরতম রেলস্টেশন বলতেই মনে আসে লখনৌয়ের চারবাগ রেলস্টেশনের কথা, যার বিশাল প্রাসাদপম প্রধান কম্পাউন্ডটি তৈরি হয়েছিল আওয়াধি, মুঘল এবং রাজপুত শৈলীর সংমিশ্রণে। সামনেই রয়েছে ৪টি অত্যন্ত সুন্দর বাগান, বা বাগ, যা হতেই স্টেশনটি পেয়েছে চারবাগ নামটি।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

Further Reads

Related to this article
Weekend Getaways from Mumbai,Places to Visit in Mumbai,Places to Stay in Mumbai,Things to Do in Mumbai,Mumbai Travel Guide,Places to Visit in Maharashtra,Places to Stay in Maharashtra,Things to Do in Maharashtra,Maharashtra Travel Guide,Things to Do in India,Places to Stay in India,Places to Visit in India,India Travel Guide,Weekend Getaways from Ghoom,Places to Visit in Ghoom,Places to Stay in Ghoom,Things to Do in Ghoom,Ghoom Travel Guide,Weekend Getaways from Darjeeling,Places to Visit in Darjeeling,Places to Stay in Darjeeling,Things to Do in Darjeeling,Darjeeling Travel Guide,Places to Visit in West bengal,Places to Stay in West bengal,Things to Do in West bengal,West bengal Travel Guide,Weekend Getaways from Sonaulim,Places to Visit in Sonaulim,Places to Stay in Sonaulim,Things to Do in Sonaulim,Sonaulim Travel Guide,Weekend Getaways from South goa,Places to Visit in South goa,Places to Stay in South goa,Things to Do in South goa,South goa Travel Guide,Places to Stay in Goa,Places to Visit in Goa,Things to Do in Goa,Goa Travel Guide,Weekend Getaways from Jaisalmer,Places to Stay in Jaisalmer,Places to Visit in Jaisalmer,Things to Do in Jaisalmer,Jaisalmer Travel Guide,Places to Stay in Rajasthan,Places to Visit in Rajasthan,Things to Do in Rajasthan,Rajasthan Travel Guide,Weekend Getaways from Cuttack,Places to Visit in Cuttack,Places to Stay in Cuttack,Things to Do in Cuttack,Cuttack Travel Guide,Weekend Getaways from Odisha,Places to Stay in Odisha,Places to Visit in Odisha,Things to Do in Odisha,Odisha Travel Guide,Weekend Getaways from Howrah,Places to Visit in Howrah,Places to Stay in Howrah,Things to Do in Howrah,Howrah Travel Guide,Weekend Getaways from Kharagpur,Places to Visit in Kharagpur,Places to Stay in Kharagpur,Things to Do in Kharagpur,Kharagpur Travel Guide,Weekend Getaways from Chennai,Places to Stay in Chennai,Places to Visit in Chennai,Things to Do in Chennai,Chennai Travel Guide,Places to Visit in Tamil nadu,Places to Stay in Tamil nadu,Things to Do in Tamil nadu,Tamil nadu Travel Guide,Weekend Getaways from Lucknow,Places to Visit in Lucknow,Places to Stay in Lucknow,Things to Do in Lucknow,Lucknow Travel Guide,Places to Visit in Uttar pradesh,Places to Stay in Uttar pradesh,Things to Do in Uttar pradesh,Uttar pradesh Travel Guide,