দার্জিলিং যাওয়া হোক বা ডুয়ার্সের গভীর জঙ্গল, জলপাইগুড়ি বা এনজেপি ছাড়া গতি নেই। কিন্তু কখনও ভেবে দেখেছেন কি এই জায়গার নাম জলপাইগুড়ি কীভাবে হল? তাহলে কি এখানে জলপাই পাওয়া যেত? নাকি অন্য কোনও কাহিনি লুকিয়ে আছে এর পিছনে। নামের উৎস কীভাবে হল সেটা জানার আগে এই অঞ্চলের স্থানীয় ইতিহাস এক ঝলকে দেখে নেওয়া দরকার।
জলপাইগুড়ির ইতিহাস
ঐতিহাসিকরা বলেন জলপাইগুড়ির অস্তিত্ব পাওয়া যায় খ্রিস্টপূর্ব দশম শতাব্দীতে মহাভারতের সময়। প্রাচীন প্রাগজ্যোতিষ (বর্তমান পশ্চিম আসাম) অঞ্চলে ভগদত্ত বলে একজন রাজা থাকতেন। আসাম ছাড়িয়ে পূর্ব নেপাল পর্যন্ত বিস্তৃত ছিল তাঁর রাজ্য। যার মধ্যে জলপাইগুড়িও পড়ত। তিনি কৌরবদের হয়ে কুরুক্ষেত্রে লড়াই করেছিলেন। সম্ভবত তিনি দুর্যোধনের জ্যেষ্ঠ কন্যা ভানুমতীকে বিয়েও করেন।
মধ্যযুগে জলপাইগুড়ি বা ডুয়ার্স অঞ্চলে বসবাস করত কামতাপুরিরা। এরা এই অঞ্চলকে স্বাধীন বলে ঘোষণা করে। ঐতিহাসিকরা বলেন বর্তমানে চিলাপাতা অঞ্চলে যে নল রাজার গড় আছে সেটাই মধ্যযুগের কামতাপুর। গৌরের রাজা হুসেন শাহ কামতাপুর ধ্বংস করলে সেখানে কোচ বংশ দখল নেয়।
কীভাবে হল জলপাইগুড়ি নামকরণ?
জলপাইগুড়ির নামকরণ নিয়ে নানা মতামত ও নানা তথ্য চালু আছে। অনেকে বলেন যে ভুটানি শব্দ "জেলেপেগুড়ি" থেকেই এই জেলার নামকরণ হয়েছে। ভুটানি ভাষায় এর অর্থ হল এমন একটি জায়গা যেখানে গরম জামাকাপড়ের পরিবর্তে অন্যান্য জিনিস সওদা করা যায়।
তবে বিভিন্ন সমীক্ষা, গবেষণাপত্র ও জেলা গেজেটিইয়ার অনুযায়ী এই জেলার নামকরণ হয়েছে জলপাই গাছের জন্য। জলপাই আর গুড়ি বা জায়গা এই দুটি শব্দ মিলে হয়েছে জলপাইগুড়ি।
যদিও অনেকে এটাও বলে থাকেন যে ময়নাগুড়ির প্রাচীন শিব মন্দির জল্পেশ্বরের নাম অনুসারে এই নাম রাখা হয়েছে।
কী কী দেখার আছে?
১) ডুয়ার্স
২) জয়ন্তী
৩) গরুমারা জঙ্গল
৪) গজলডোবা
৫) বক্সা দুর্গ
৬) সিকিয়া ঝোরা
৭) ভ্রমরী দেবীর মন্দির
৮) জলপাইগুড়ি রাজবাড়ি
৯) জয়ন্তী নদী
১০) পানিঝোরা নদী
কীভাবে যাবেন?
কলকাতা থেকে উত্তরবঙ্গগামী বহু ট্রেন জলপাইগুড়ি যায়। এছাড়া গাড়ি ভাড়া করেও যাওয়া যায়। জলপাইগুড়িতে কোনও বিমানবন্দর নেই। বিমানে যেতে গেলে বাগডোগরা গিয়ে আবার গাড়ি ভাড়া নিতে হবে।
নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।
বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।