আমরা সকলেই সৌন্দর্যের পূজারী । আর তাই নিজের লাবণ্য ধরে রাখার জন্য নিত্য নতুন ব্র্যান্ডের মুখাপেক্ষী থাকি । কিন্তু নিজেদের সৌন্দর্য কথা চিন্তা করে আমরা পরিবেশ সচেতনতার কথা প্রায় একেবারেই ভুলে যাই। ব্র্যান্ডগুলির প্লাষ্টিক প্যাকেজিং থেকে শুরু করে ব্যবহৃত উপাদান সমস্ত কিছুই কোনও না কোনওভাবে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে অসমর্থ হয়। বর্তমান সময় থেকে আমরা যদি পরিবেশ সম্পর্কে সচেতন না হই তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে বিশুদ্ধ পরিবেশের ধারণাটাই অধরা থেকে যাবে । এছাড়াও এখন থেকেই যদি আমরা সচেতন না হই পরিবেশের দূষণের হাত থেকে রেহাই পাওয়া অসম্ভব হয়ে উঠবে। তাই ২০২১ এর পরিবেশ দিবসের প্রাক্কালে আমরা যদি সকলে মিলে রূপসজ্জার ক্ষেত্রে ভেষজ উপাদানে নির্মিত পণ্য ব্যবহার করি তাহলে পরিবেশ রক্ষার সঙ্গে সঙ্গেই নিজেদের লাবণ্যকে ও যথোপযুক্তভাবে বজায় রাখতে পারি ।
পরিবেশবান্ধব পণ্য বলতে কী বোঝায়?
এক কথায় পরিবেশ বান্ধব পণ্য হল- এমন পণ্য যা পরিবেশের জন্য ক্ষতিকারক নয় । যার মধ্যে কেমিক্যাল অথবা ক্ষতিকারক উপাদানের পরিমাণ প্রায় থাকে না বললেই চলে ।
ভারতের কিছু পরিবেশবান্ধব রূপচর্চা বিষয়ক পণ্য
১. ফরেস্ট এসেন্সিয়াল -
আয়ুর্বেদ শাস্ত্রের প্রধান মন্ত্র হল - যা মানুষের খাওয়ার উপযোগী নয়, তা ব্যবহারেরও উপযোগী নয়। আয়ুর্বেদিক ধ্যান ধারণাকে কেন্দ্র করে ফরেস্ট এসেন্সিয়াল রূপচর্চার পণ্য গুলি ভেষজ উপাদানের দ্বারাই তৈরি করেছেন। এছাড়াও এই ব্র্যান্ডের পণ্যগুলি কোনওরকম অসদয়তাকে প্রশ্রয় দেয় না ।
প্রস্তাবিত পণ্য - ফরেস্ট এসেন্সিয়ালের সান ফ্লুইড আয়ুর্বেদিক সানস্ক্রিনটি বিভিন্ন প্রাকৃতিক উপাদান যেমন পুদিনা পাতা, ডাবের জল এবং যশাদা ভস্ম দ্বারা নির্মিত । যা সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আমাদের ত্বককে রক্ষা করে ।
২. রাস লাক্সরি অয়েল -
এই তেল নির্মাণের ধারণাটা রায়পুরের বাসিন্দা শুভিকা জৈন এবং তাঁর মা সঙ্গীতা জৈন-এর মস্তিষ্ক প্রসূত ।এনারা ফুলের নির্যাস এবং কিছুই ভেষজ উপাদানের সাহায্যে এই রাস কনকোক্টস অয়েল নির্মাণ করেন । এই প্রোডাক্টগুলি ক্ষতিকারক কেমিক্যাল যেমন সালফেট, পারাবেন্স, সিলিকন, মিনারেল অয়েল, আলকোহল, সিনথেটিক ফ্রাগন্যান্স বর্জিত ।
প্রস্তাবিত পণ্য - আর্গান অয়েল, বেদানার রস, এবং জোজোবার মতো প্রাকৃতিক উপাদানে তৈরি রাসের কোল্ড প্রেসেড অয়েল ত্বক এবং চুলের পুষ্টিসাধনের জন্য আদর্শ ।
৩. পাহাড়ি লোকাল -
পাহাড়ী লোকাল ব্র্যান্ডটি হিমালয়ের পাদদেশে উৎপন্ন প্রাকৃতিক উপাদানের সাহায্যে নির্মিত । এই ব্রান্ডের মালকিন জেসিকা জয়নে প্রাকৃতিক উপাদান ব্যবহার করে নানা রকম পরীক্ষা মূলক গবেষণা করার পরই রূপচর্চা বিষয়ক পণ্য গুলি নির্মাণ করেছেন । তাই এক্ষেত্রে পাহাড়ের বিশুদ্ধ উপাদানগুলি সাহায্যে নির্মিত সমস্ত প্রোডাক্ট একই ছাদের তলায় পেয়ে যেতে পারেন ।
প্রস্তাবিত পণ্য- গুট্টি কা তেল যা হিমালয়ের অর্কিড জাতীয় গাছের নির্যাস থেকে তৈরী । এই তেলটি ত্বক এবং চুলের বৃদ্ধির জন্য উপযোগী, এছাড়াও এটি স্ট্রেচ মার্ক এবং গাঁটের ব্যাথার নির্মূল করার জন্য ও বেশ কার্যকরী ।
৪. শোভা -
এই ব্র্যান্ডটি সম্পূর্ণ ভেষজ উপাদান ব্যাবহারে বিশ্বাসী । শোভা এমন ধরণের প্রাকৃতিক উপাদান ব্যবহার করে যা আমাদের অনেকের কাছেই অজানা ।তবে প্রত্যেকটি পণ্য ব্যবহারে বেশ সুফল পাওয়া যায় - যেমন মগরা এবং অলিভ অয়েল কন্ডিশনার, কিংবা যতামানসি এবং গোলাপ ফুলের নির্যাস দ্বারা নির্মিত শ্যাম্পু চুলের কোঁকড়ানো ভাব দূর করে এবং চুলকে মসৃন করে ।
প্রস্তাবিত পণ্য- শোভার প্রথম পণ্য হল ব্রাহ্মী এবং হিবিস্কাস হেয়ার অয়েল যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে । কাঞ্জিরা অয়েল যা প্রাকৃতিকভাবে সানস্ক্রিনের কাজ করে, এছাড়াও আপনার চুলকে যে কোনওরকম ক্ষতির হাত থেকে মুক্ত করতে পারে ।
৫. রুবিস অর্গানিক -
এই ব্র্যান্ডের থেকে আপনি লিপস্টিক থেকে শুরু করে ফাউন্ডেশন কিংবা আইশ্যাডো সমস্ত কিছুই একই স্টোর থেকে পেয়ে যাবেন । প্রত্যেকটি প্রোডাক্ট ১০০ শতাংশ ভেষজ উপাদানে দ্বারা নির্মিত। এই পণ্য গুলি ব্যবহার করার ফলে আপনি শুকনো খসখসে ত্বককে চটজলদি বিদায় জানাতে পারেন । কারণ এই পণ্যগুলির মধ্যে রয়েছে জোজোবা অয়েল, শিয়া বাটার জাতীয় উপাদান, যা আপনার ত্বকে জেল্লা ফিরিয়ে আনতে সাহায্য করবে ।
প্রস্তাবিত পণ্য- রুবিস অর্গানিক এর ক্রিমি ব্লুস ন্যুড মেকআপ এর আপনার রূপচর্চার ক্ষেত্রে সাহায্য প্রদান করতে পারে । এই ব্র্যান্ড এর পণ্যগুলি ক্ষতিকারক কেমিক্যালবিহীন।
৬. নিমলি ন্যাচারালস -
নীমলি ন্যাচারালসের সমস্ত প্রোডাক্টগুলি ক্রুয়েলটি ফ্রি, এছাড়াও এটি সম্পূর্ণ নিরামিষাশী ব্র্যান্ড । অর্থাৎ এই ব্র্যান্ডটি পণ্য উৎপাদনের ক্ষেত্রে কোনও রকম পশুজাত উপাদান এবং টক্সিন ব্যবহার করে না । শুধুমাত্র ভেষজ উপাদানকে সঙ্গী করেই পণ্যগুলির নির্মাণ ।
প্রস্তাবিত পণ্য- নিমলি ন্যাচারালস এর অর্গ্যান এবং রোস ডে ক্রিম এর উপাদানের মধ্যে রয়েছে কোকুম বাটার এবং সি বাকথ্রোন যা আমাদের স্কিনকে হাইড্রেট রাখে এবং ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে সাহায্য করে । হিবিস্কাস এন্ড স্যাফরন নাইট ক্রিমে রয়েছে অ্যাভোকাডো, স্যাফরন, হিবিস্কাস, এবং শিয়া বাটারের মতো উপাদান রয়েছে যা আপনার ত্বকের তারুণ্য বজায় রাখতে সাহায্য করে ।
৭.খাদি ন্যাচারাল -
খাদি ন্যাচারাল প্রধানত কেমিক্যাল মুক্ত, এই ব্র্যান্ডের প্রধান উপাদানগুলি হল বিভিন্ন রকম ঔষধি গাছ নিম, লেমনগ্র্যাস, অ্যালোভেরা, ইত্যাদি । এদের নির্মিত সাবান থেকে শ্যাম্পু সব কিছুই পারাবেন মুক্ত, যা দৈনন্দিন জীবনের ব্যবহারের জন্য বেশ আদর্শ ।
প্রস্তাবিত পণ্য- হিবিস্কাস এন্ড অ্যালোভেরা হেয়ার ক্লিন্সার এ এমন কিছু উপাদান আছে যা স্ক্যাল্প এর ডেড স্কিন এর সমস্যাকে দূর করে ।
৮. কামা আয়ুর্বেদা -
কামা আয়ুর্বেদার গবেষণা তামিলনাড়ুর কৈম্বাতুর শহরের আর্য বৈদ্য ফার্মেসি থেকে শুরু হয় ।এদের প্রত্যেকটা প্রোডাক্ট আদা, বীওয়াক্স, বীটরুট, ইউলিপটাস দ্বারা তৈরি এবং এখানে কোনও রকম কৃত্রিম রং এবং সুগন্ধি ব্যবহার করা হয় না । এই ব্র্যান্ডটি চাষীদের কৃষিকার্য সহায়তা করে কারণ এদের ব্যবহৃত উপাদানগুলি চাষের জমি থেকেই সংগ্রহ করা হয়।
প্রস্তাবিত পণ্য- কামা আয়ুর্বেদার ফেস মিষ্ট যা জুঁই ফুলের নির্যাস এবং মগরা মতো প্রাকৃতিক উপাদানের দ্বারা নির্মিত যা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকেই স্কিনকে রক্ষা করে এবং স্কিনকে সজীব করে তোলে ।
৯. সোল্ ট্রি -
শ্যাম্পু সাবান থেকে রূপটানের যাবতীয় পণ্য সোল্ ট্রি এর বিপণীতে উপলব্ধ আছে । এই ব্র্যান্ডের পণ্যগুলি চাষের জমি থেকে উৎপাদন করেই নানান রূপ চর্চার পণ্য নির্মাণে ব্যবহার করা হয় । সোল্ ট্রি কোনো রকম কৃত্রিম রং, সুগন্ধি ব্যবহার করে না । এদের সমস্ত প্রোডাক্ট কেমিক্যাল মুক্ত ।
প্রস্তাবিত পণ্য- সোল্ ট্রি কাজল প্রাকৃতিক উপাদান যেমন কর্পূর, ঘি, ইত্যাদি দ্বারা নির্মিত ।
১০. নুসকে -
এই ব্র্যান্ডটি নিরামিষ উপাদান ব্যাবহারে বিশ্বাসী । ভেষজ উপাদান ব্যবহারের সাথে সাথে পণ্য গুলিতে বেশ কিছু আন্টিক্সিডেন্ট উপাদান যেমন অর্কিড, গিন্সঙ রয়েছে । এমনকি পণ্য গুলির প্যাকেজিং এর ক্ষেত্রে ও বায়োডিগ্রেডেবল উপাদান ব্যবহার করা হয় ।
প্রস্তাবিত পণ্য- নুসকে এর গোল্ডেন ডিউ কন্সেন্ট্রেট আপনার স্কিন এর উজ্জ্বল্য ফিরিয়ে আনতে যথেষ্ট কার্যকরী , এর মধ্যে রয়েছে ২৪ ক্যারাট গোল্ড, জাপানি অর্কিড, গিন্সঙ জাতীয় ভেষজ উপাদান ।যা ত্বকে কোলাজেন বৃদ্ধি করবে এবং আপনার স্কিন সতেজ থাকবে ।
১১. জাস্ট হার্বস -
জাস্ট হার্বস এর প্রত্যেকটা পণ্য আয়ুর্বেদিক উপাদান দ্বারা নির্মিত ।বিভিন্ন ভেষজ তৃণ যেমন উশীরা, মাঞ্জিষ্ঠা, জয়েত্রী, ব্রাম্হী ইত্যাদি দ্বারা নির্মিত । যা আমাদের ত্বকের সাথে সাথে পরিবেশের ও উপযোগী ।
প্রস্তাবিত পণ্য- জাস্ট হার্বস এর শিরোলেপাম হেয়ার এন্ড স্ক্যাল্প ট্রিটমেন্ট মাস্ক, এর মধ্যে রয়েছে ব্রিঙ্গরাজ, আমলা, শঙ্খপুষ্প এর মতো উপাদান যা চুলের বৃদ্ধি ঘটায়, মসৃনতা আনে এবং ড্রাই স্ক্যাল্প এর সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে ।
১২. নেচার্স তত্ত্ব -
সংস্কৃতে এই তত্ত্ব শব্দের আক্ষরিক অর্থ হলো উপাদান । অর্থাৎ এই ব্র্যান্ড ও প্রাকৃতিক উপাদান ব্যবহার করে পণ্য উৎপাদনে প্রতি আস্থা রাখেন । এদের পণ্য গুলি সম্পূর্ণরূপে কেমিক্যাল উপাদান থেকে মুক্ত ।
প্রস্তাবিত পণ্য- নেচার্স তত্ত্ব এর কোল্ড প্রেসেড র- রোসশিপ অয়েল এর মধ্যে রয়েছে গোলাপ ফুলের নির্যাস যা ডার্ক সার্কেল এবং স্কিন এর যাবতীয় ক্ষতির হাত থেকে রক্ষা করে।
১৩. প্লাম গুডনেস -
প্লাম ব্র্যান্ডটি প্রাকৃতিক উপাদানের উপর নির্ভরশীল । এই ব্র্যান্ডটি কোনো রকম নৃশংতায় বিশ্বাসী নয় আর তাই সম্পূর্ণরূপে নিরামিষাশী । প্লাম এর প্রোডাক্ট গুলি পারাবেন, ফঠালাতেশ জাতীয় কেমিক্যাল বিহীন ।
প্রস্তাবিত পণ্য - প্লাম গ্রেপ সীড এন্ড সি বাকথ্রোন গ্লো রিস্টোর ফেস অয়েল ব্লেন্ড ব্যবহার করে আপনি চিরতরে ড্রাই স্কিন থেকে মুক্তি পেতে পারেন ।
১৪. মামা আর্থ -
মামাআর্থ ব্র্যান্ডটি এশিয়ার প্রথম ঔষধজাতীয় সুরক্ষিত ব্র্যান্ড হিসেবে পরিচিত । সমস্ত রকম গবেষণা করার পরই এদের পণ্য গুলি বাজারে বিক্রি হয় । মামাআর্থ ও পণ্য নির্মাণের ক্ষেত্রে ভেষজ উপাদানের প্রতি আস্থা রেখেছেন । তবে পরিবেশ রক্ষার জন্য এরা একটি পদক্ষেপ অবলম্বন করেছেন - যেমন প্রতিটি পণ্য কেনার পর এই ব্র্যান্ড আপনার নামে একটি চারাগাছ রোপন করবেন । এদের লক্ষ্য ২০২৫ এর মধ্যে ১০ লাখ গাছ রোপন করা ।মামাআর্থ এর সমস্ত প্রোডাক্ট টক্সিন বিহীন ।
প্রস্তাবিত পণ্য- উবটান ফেস মাস্ক এ রয়েছে কোকুম অয়েল, পুদিনার
তেল, সাইট্রিক অ্যাসিড এর মতো উপাদান যা আপনার ত্বক কে উজ্জ্বল করে, শ্যামলা ভাব দূর করে এবং ত্বকের তারুণ্য বজায় রাখে ।
১৫. এমক্যাফাইন -
এই ব্র্যান্ডটি ও ভেষজ উপাদানকে কেন্দ্র করেই পণ্য নির্মাণ করেন । প্রতিটি প্রোডাক্ট চর্মগত রোগ সম্পর্কে সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা করেই উৎপাদন করা হয়েছে । এছাড়াও এই ব্র্যান্ডটি পারাবেন জাতীয় কেমিক্যাল এবং মিনারেল অয়েল বর্জিত ।
প্রস্তাবিত পণ্য- এমক্যাফাইন নেকেড এন্ড র -কফি বডি স্ক্র্যাবটি - কফি, গ্লুকোস, ডাবের জল ইত্যাদি উপাদান দ্বারা তৈরী যা ট্যান দূর করতে এবং ত্বকে জেল্লা আনতে সাহায্য করে ।
১৬. ডট এন্ড কি -
প্রাকৃতিক উপাদানকে কেন্দ্র করে উৎপাদিত এই ব্র্যান্ডের প্রতিটি পণ্য স্কিনের জন্য উপকারী। এছাড়া কোনও রকম ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করা হয় না ।
প্রস্তাবিত পণ্য- ডট এন্ড কি এর হাইড্রেটিং জেল + প্রোবাওটিক্স জেল এ রয়েছে প্রোবায়োটিক, কোম্বুচা, হ্যালুরোনিক অ্যাসিড যা আপনার ত্বক কে ৭২ ঘন্টা পর্যন্ত সময় হাইড্রেট রাখবে এবং ত্বকের pH কে রক্ষা করবে ।
পরিবেশ রক্ষার খাতিরে এবং পরবর্তী প্রজন্মের কাছে একটা সুন্দর নির্মল পরিবেশ উপহার দিতে আমরা অঙ্গীকারবদ্ধ হতে পারিনা?