জম্মু এবং কাশ্মীরে অবস্থিত চেনাব ব্রিজ (রেয়াসি জেলার বক্কাল এবং কাউরির মাঝে) বর্তমানে গঠিত হচ্ছে, ভারতীয় রেল কর্তৃপক্ষ দ্বারা। জম্মু এবং কাশ্মীরের দুর্গম পাহাড়ি এলাকায় যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিকভাবেই সহজলভ্য নয়। স্থানীয়দের এই অসুবিধা দূর করার জন্যেই তাই ভারত সরকার নিয়েছে এই যুগান্তকারী পদক্ষেপ।
পর্যটকদের পক্ষে যেন স্বস্তির নিঃশ্বাস
চেনাব ব্রিজের গঠন সম্পন্ন হওয়ার পর জম্মু কাশ্মীরের ভিতরে এবং ভারতবর্ষের অন্যান্য অঞ্চলের সঙ্গে এই এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে। বিখ্যাত চেনাব নদীর উপর দিয়ে নির্মীয়মান এই ব্রিজ উধমপুর থেকে কাশ্মীর উপত্যকায় যোগাযোগের নতুন পথ খুলে দেবে অদূর ভবিষ্যতে।
কী এই ব্রিজের বিশেষত্ব?
প্রায় ১৩১৫ মিটার দীর্ঘ চেনাব ব্রিজটি হয়ে উঠতে চলেছে সমগ্র পৃথিবীর উচ্চতম রেল ব্রিজ। রেলমন্ত্রী পীযুষ গোয়াল টুইট করে জানান যে "কাউরি এলাকার চেনাব নদীর উপরে নির্মীয়মান পৃথিবীর উচ্চতম ব্রিজ, চেনাব ব্রিজ, হয়ে উঠতে চলেছে ভারতবর্ষের ইতিহাসের নবতম ইঞ্জিনিয়ারিং বিস্ময়"।
ব্রিজের কাজ সম্পন্ন হওয়ার পরে, আইফেল টাওয়ারের থেকেও উঁচু এই ব্রিজটি হয়ে উঠবে স্বাধীন ভারতবর্ষের মুকুটে নতুন এক পালক, যা বিশ্ব দরবারে হয়ে উঠবে দেশবাসীর গর্বের কারণ।
মার্চ ২০২১ এর মধ্যেই এই ব্রিজটির নির্মাণকাজ সম্পন্ন হওয়ার কথা।