মহিলাদের সোলো ট্র্যাভেল সম্পর্কিত প্রচলিত নানান মিথ এবং প্রথাগত ধারণা ভাঙার এক প্রচেষ্টা...

Tripoto

সোলো ফিমেল ট্র্যাভেল করতে চান হয়তো বহু মহিলাই। কিন্তু নানান প্রশ্নের জবাব না পেয়ে সংশয়ের চাপে তাঁদের বেড়িয়ে পড়া হয় না স্বাধীনভাবে। সত্যিই কি এই ধারণাগুলি ঠিক? নাকি অন্ধবিশ্বাস আর ভুল ধারণার চাপে নানান মিথ তৈরি করছে অপ্রয়োজনীয় বাধা। আসুন, দেখে নি সোলো ফিমেল ট্র্যাভেলের ক্ষেত্রে আসল সত্যিগুলি কী কী...

Photo of মহিলাদের সোলো ট্র্যাভেল সম্পর্কিত প্রচলিত নানান মিথ এবং প্রথাগত ধারণা ভাঙার এক প্রচেষ্টা... 1/1 by Aninda De
মহিলারাও সোলো ট্রাভেল করতে পারেন (ছবি সংগৃহীত)

ভুল ধারণা : মহিলাদের পক্ষে একলা ভ্রমণ করা বিপদজনক

সত্যি : বর্তমান সময়ে বহু মহিলা একলা কর্মরত বা একলাই সারাদিন সংসারের সকল কাজ সামলান। দৈনন্দিন জীবনে রাস্তাঘাটে যে সমস্ত সমস্যার সম্ভাবনা থাকে, একলা বেড়াতে গেলেও সেই একই সম্ভাবনা থাকে। তাই নিৰ্দিষ্ট কিছু নিরাপত্তা বিষয়ক ব্যাপার মাথায় রাখলে একলা ভ্রমণ দৈনন্দিন জীবনের থেকে বেশি বিপদজনক একেবারেই নয়।

ভুল ধারণা : মহিলাদের একলা ভ্রমণ করা খুবই ব্যয়সাপেক্ষ, থাকতে হবে অনেক ব্যাঙ্ক ব্যালেন্স

সত্যি : যে কোনও ট্রিপের খরচ খরচা নির্ভর করে আপনি কোথায় থাকবেন, কতদিন থাকবেন, কীরকম জায়গায় যাচ্ছেন, কতটা বিলাসিতা চাইছেন তার উপরে। ইচ্ছে করলে আপনি প্রচুর খরচা করতে পারেন। অন্যথায়, ভাল করে প্ল্যান করলে দিনে গড়ে ৪০০/৫০০ টাকা খরচ করলেও আপনি কিন্তু খুব সুন্দর ভাবে ঘুরে আসতে পারবেন।

ভুল ধারণা : সোলো ট্র্যাভেল করতে করতে আপনি প্রচুর খারাপ, ঠকবাজ, বাজে মানুষদের সাক্ষাত পাবেন

সত্যি : মানুষ ভাল এবং খারাপ দুই রকমই হতে পারে। বেড়াতে গেলে যে শুধুমাত্র খারাপ মানুষদের সাথেই সাক্ষাত হবে, তা মনে করার কোনও কারণ নেই। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সাধারণ মানুষ ভাল হন। তাই ভ্রমণকালে প্রাথমিকভাবে সতর্ক থাকলেই কিন্তু আপনি এই সমস্যায় পড়বেন না।

ভুল ধারণা : একলা ভ্রমণ খুব বোরিং

সত্যি : এটি একেবারেই সত্যি নয়। একলা ভ্রমণ করলে নিজের ইচ্ছে মতো, নিজের সময় মতো ঘুরতে পারবেন, নিজের মনের মতো এবং সাধ্যমত জায়গায়। এমন অ্যাক্টিভিটি করতে পারবেন যেটা আপনার মন চায়। অ্যাডভেঞ্চার হোক বা বিশ্রাম, অন্য কারওর ভরসায় আপনাকে থাকতে হবে না। সেই দিক দিয়ে সোলো ট্র্যাভেল হয়ে উঠবে একদম আদর্শ।

ভুল ধারণা : একলা ভ্রমণ মানে সময় নষ্ট

সত্যি : সোলো ভ্রমণের মতন শিক্ষণীয় অভিজ্ঞতা আর বেশি কিছু নেই। একলা ভ্রমণ করা মানে সাহসী, প্রত্যয়ী, দায়িত্বশীল হয়ে ওঠা। নিজের ভাল মন্দ বুঝতে পারা। স্বাধীনভাবে এগিয়ে যেতে পারা। জীবনের প্রতি মুহূর্তে কাজে লাগে সেই সকল গুণগুলি আপনি পাবেন একলা একলা ভ্রমণ করার মাধ্যমে।

ভুল ধারণা : আপনি আপনার জীবন বা কেরিয়ার নিয়ে সচেতন নন

সত্যি : বিশ্রাম বা বিরতি আমাদের একান্ত প্রয়োজন। কিছুদিনের বিশ্রাম নিয়ে তা নিজের মতো কাটানো কিন্তু আপনাকে নিজের জীবন বা কেরিয়ারের ক্ষেত্রে পুনরুজ্জীবিত করে তুলতে পারে, আপনাকে এনে দিতে পারে নতুন এনার্জি। সেক্ষেত্রে কেরিয়ার এবং জীবনের মধ্যে সঠিক ব্যালেন্স আনার জন্যে সোলো ট্র্যাভেল একদম সঠিক সমাধান।

ভুল ধারণা : একলা ভ্রমণ করলে আপনি অনেক কিছু করতে পারবেন না

সত্যি : উপরের ভুল ধারণাটির কবলে পরে বহু মহিলা সাহস হারিয়ে ফেলে নিজেদের ভ্রমণের প্ল্যান নিয়ে এগিয়ে যান না। কিন্তু ধারণাটি নিছকই ভুল। ওয়াটার রাফটিং, মাউন্টেন ক্লাইম্বিং, হাই অলটিটিউড ট্রেকিং, সকল ক্ষেত্রেই মহিলারা আজ এগিয়ে এসেছেন। তাই কমফর্ট জোনের মধ্যে নিজেকে আটকে না রেখে সাহস করে ঘুরেই আসুন।

ভুল ধারণা : সবসময় বাড়ির জন্যে মনখারাপ করবে

সত্যি : আসলে বাড়ির বাইরে থাকলে আমাদের সকলেরই বাড়িতে ফিরে আসার জন্যে মন খারাপ হয়। তার সঙ্গে আলাদা করে মহিলা পর্যটক বা সোলো ভ্রমণকারী হওয়ার কোনো সম্পর্ক নেই। আর বাড়ির প্রতি পিছুটান নিয়েও যদি আপনি এগিয়ে যান, আপনার বেড়ানো শেষ করেন, তাহলে কিন্তু সফরের শেষে বাড়ির সঙ্গে আপনার মানসিক সম্পর্ক হয়ে উঠবে আরও দৃঢ়।

ভুল ধারণা : শুধুমাত্র সিঙ্গেলরাই সোলো ট্র্যাভেল করে

সত্যি : এই কথাটিও একদমই সত্যি না। সংসার থাকলেও কিন্তু আপনি নিজের জন্যে কিছু সময় বের করে ঘুরে আসতেই পারেন। বিগত দশকে সংসারী মহিলাদের মধ্যে সোলো ট্র্যাভেল করার প্রবণতা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। তাই শুধুমাত্র সিঙ্গেল নই ভেবে নিজেকে আটকে রাখবেন না।

ভুল ধারণা : ইন্ট্রোভার্ট বা অন্তর্মুখীদের জন্যে সোলো ট্র্যাভেল বেকার

সত্যি : সোলো ট্র্যাভেলে গেলে কিন্তু ইন্ট্রোভার্ট মানুষজন নতুনভাবে তাঁদের চারপাশের মানুষজনের সাথে সম্পর্ক স্থাপন করতে শেখেন, একপ্রকার বাধ্য হয়ে, নিজের তাগিদেই। গ্রূপের সাথে বেড়ালে কিন্তু তা হয়ে ওঠে না। তাই দৈনন্দিন জীবনে স্বচ্ছন্দে ভাব আদানপ্রদান করতে শেখানোর পিছনেও তাই আছে সোলো ভ্রমণের অবদান।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

Further Reads