নারী দিবসে এগিয়ে চলুন নিজের মতন করে - সোলো ট্র্যাভেল আনুক স্বাধীনতার স্বাদ

Tripoto

আন্তর্জাতিক নারী দিবসে আমাদের সকল মহিলা পাঠকদের জন্যে রইল শুভকামনা। সমাজের সকল স্তরে, এগিয়ে যাওয়ার লড়াইয়ে আজ মহিলারা রয়েছেন সামনের সারিতে। নানান কাজের ফাঁকে তাই অবসরে, বিনোদনে বা ঘুরতে যাওয়ার সময়েও নারীরা হয়ে উঠছেন স্বাবলম্বী এবং প্রথাভঙ্গ করে এগিয়ে যাচ্ছেন নতুন দিগন্তে। তাঁদের থেকে অনুপ্রাণিত হয়ে আজ আমরা দেখে নেব কিভাবে সোলো ট্র্যাভেল বদলে দিতে পারে মহিলাদের জীবন এবং খুলে দিতে পারে স্বাধীনতার অন্য আরেক দিশা।

১. সোলো ট্র্যাভেল বদলে দিতে পারে আপনার জীবনদর্শন

রোজকার দৈনন্দিন জীবনে সংসার, অফিস, পড়াশুনা এরম হাজারটা কাজের ফাঁকে হয়তো নিজেকে আর খুব একটা সময় দেওয়া হয় ওঠে না। মনে পরে না অন্তরের সুপ্ত ইচ্ছে গুলো। সোলো ট্রিপে কিছুদিনের অবসরে কিন্তু আপনি এই সকল শৃঙ্খলের উর্দ্ধে। নিজেকে নিয়ে, নিজের জীবনকে নিয়ে ধীরে সুস্থে ভাবার সময় পাবেন আপনি, নতুন ভাবে জীবনকে উপভোগ করার রসদ খুঁজে পাবেন নিজের মধ্যেই

২. অন্য মহিলা ট্র্যাভেলারদের মধ্যে খুঁজে পাবেন অনুপ্রেরণা

সোলো ট্র্যাভেল করতে করতে আপনার পরিচয় হবে অন্যান্য মহিলা পর্যটকদের সাথে। তাঁদের জীবনকাহিনী, ভ্রমণকথা এবং অভিজ্ঞতার গল্প থেকে আপনিও খুঁজে পাবেন আপনার ভ্রমনজীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।

৩. একলা ঘুরতে যাওয়া মানে নির্ঝঞ্ঝাটে ঘুরতে যাওয়া

সোলো ট্রিপে আপনিই রানী। যা হবে সব আপনার ইচ্ছেমত। পরিবারের আর পাঁচজনের অপ্রয়োজনীয় ড্রামা সহ্য করার কোনো দরকার হবে না। সাথে থাকবেনা এমন কোনো বন্ধু যে আপনার ফেভারিট এক্টিভিটি করতে গিয়ে বাধা দেবে। তাই সব নিজের ইচ্ছেমতন, নিজের সময়মতন বেড়াতে হলে, সোলো ট্র্যাভেলই সেরা।

৪. একটা সোলো ট্রিপের অভিজ্ঞতা দেবে আপনাকে পরের ট্রিপের সাহস

যদি ঘুরে বেড়ানো আপনার ধ্যান জ্ঞান হয়, তাহলে একটি সোলো ট্রিপ আপনার আত্মবিশ্বাসকে বহুগুণে বাড়িয়ে তুলবে। নিজগুণে একটি ট্রিপ করার মানে নিজের মধ্যে "আমি পারব", এই বিশ্বাস তৈরি হবে। এবং সেই আত্মবিশ্বাস আপনার সাথে থাকবে জীবনের অন্যান্য ক্ষেত্রেও।

৫. ব্রেক আপের পর সোলো ট্র্যাভেল এনে দিতে পারে মনের শান্তি

লং টার্ম রিলেশনশিপ হোক বা শর্ট টার্ম, ব্রেক আপ খুব বেদনাদায়ক। কিন্তু ব্রেক আপের ব্যাথা ভুলতে একটা সোলো ট্রিপের জুড়ি মেলা ভার। একলা ঘুরতে গিয়ে নিজের সঙ্গে কিছু সময় কাটান, কাজ হবে থেরাপির মতন। নতুন উদ্যমে নতুন জীবন শুরু করার প্রত্যয় খুঁজে পাবেন এভাবেই।

৬. জাগতিক কোলাহল থেকে নিজেকে দিন একটু বিশ্রাম - সোলো ট্রিপ যখন সেল্ফ কেয়ার

হাজারটা দায়িত্ব আপনার উপর। কিন্তু সকলের খেয়াল রাখতে গিয়ে আর নিজের যত্ন নেওয়া হয়ে ওঠেনা। এই গল্প সকল দায়িত্ত্বশীল মহিলা মাত্রেই সত্যি। তাই নিন একটু বিরতি, সোলো ট্রিপের মাধ্যমে নিজেকে দিন নিজের মতন করে একটু সময়। সমস্ত রকম ধকল সামলে নিজেকে একটু মানসিক এবং শারীরিক বিশ্রাম দেওয়া আপনার একান্ত প্রয়োজন, এবং অধিকারও বটে। তাই পরের সোলো ট্রিপ আপনাকে দিক সেই শান্তির সন্ধান।

৭. সোলো ট্র্যাভেল মানে সকল জবাবদিহি থেকে মুক্তি

আপনার ইচ্ছে করে কোনো পাহাড়ি গ্রামে এক সপ্তাহ কাটিয়ে আসার, বা হয়তো আন্তর্জাতিক কোনো ডেস্টিনেশনে চুটিয়ে শপিং করার। কিন্তু সাথে আর পাঁচজন থাকলে তাদের প্ল্যানের চাপে চাপা পরে যায় আপনার ইচ্ছেগুলো। সোলো ট্রিপে কিন্তু আপনি মুক্ত, দিতে হবে না কাউকে কোনো কৈফিয়ৎ, নিজের ইচ্ছেমতো যা মন চায়, যেভাবে মন চায়, সেইভাবেই কাটাবেন আপনার ছুটি।

৮. সোলো ট্র্যাভেলের চ্যালেঞ্জ অতিক্রম করে হয়ে উঠুন দৃঢ় এবং আত্মপ্রত্যয়ী

সোলো ট্র্যাভেল মানে নিজের দায়িত্ব নিজে বহন করা। স্বাধীনভাবে নিজের প্ল্যান, ফাইন্যান্স, এবং পুরো ট্রিপের সমস্ত আনুষাঙ্গিক বিষয়পত্র সামলানো। সুষ্ঠুভাবে তা সম্পন্ন করার পর এই অভিজ্ঞতা আপনাকে করে তুলবে আরো দৃঢ়প্রতিজ্ঞ। তাই জীবনে যদি এরম কোনো চ্যালেঞ্জের অপেক্ষায় থাকেন আপনি, সোলো ট্র্যাভেল দিয়েই শুরু হোক প্রথাভাঙ্গার খেলা।

Further Reads