অসমিয়া খাবারের স্বাদ গ্রহণের জন্য গুয়াহাটি, আসামের জনপ্রিয় ৬টি জায়গার নাম এবং তালিকা

Tripoto
Photo of অসমিয়া খাবারের স্বাদ গ্রহণের জন্য গুয়াহাটি, আসামের জনপ্রিয় ৬টি জায়গার নাম এবং তালিকা 1/1 by Deya Das
মাংসের বাহারি আয়োজন (ছবি সংগৃহীত)

শুধু খাদ্য আস্বাদনের জন্যই কিন্তু আসামকে বেছে নেওয়া হয় না। এখানকার খাবার বেশ সুষম এবং খাওয়ার ধরন পদ্ধতিও কিছুটা আলাদা। আর রান্নাও বেশ ঝঞ্ঝাটমুক্ত এবং প্রকৃতির সঙ্গে সম্পর্কযুক্ত, যা এখানকার জীবনযাত্রার প্রতিচ্ছবিকে তুলে ধরে। বিভিন্ন দেশের খাবার তৈরির পদ্ধতিকে আঞ্চলিকভাবে মিশ্রণ করে এই অসমিয়া খাবার তৈরি করা হয়। অসমিয়াদের প্রধান খাদ্য হল ভাত। তবে ভাতও বিভিন্ন পন্থায় রান্না করা হয়। আসামের কোনও প্রত্যন্ত অঞ্চলে যদি আপনি ঘুরতে যান তাহলে এখনও দেখতে পাবেন তারা তাদের অতিথিকে আপ্যায়নের জন্য বাঁশের তৈরি মাদুর অথবা পিঁড়িতে বসতে দেয়। এর সাথেই বেল ধাতু দিয়ে তৈরি একটি ওজন সম্পন্ন পাত্রে তারা খাবার পরিবেশন করে। যদি আপনি গুয়াহাটি ঘুরতে আসেন এবং অসমিয়া খাবারের স্বাদ গ্রহণ না করেন, তবে আসাম বেড়ানো আপনার জন্য অসম্পূর্ণ রয়ে যাবে। তাই আপনার সুবিধার্থে গুয়াহাটির বেশ কিছু জনপ্রিয় রেস্তোরাঁর নাম নিম্নে উল্লেখ করে দেওয়া হল, যেখানে আপনি সুস্বাদু অসমিয়া খাবার পেয়ে যাবেন।

প্যারাডাইস রেস্টুরেন্ট

খাঁটি বিশুদ্ধ অসমিয়া খাবারের স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে এই থালিটি একবার খেয়ে দেখতেই হবে। সবজি, চাটনি, মাছ এবং মাংস এই বিভিন্ন পদগুলি দ্বারা সজ্জিত অসমিয়া থালিটি আপনার খাবারের চাহিদাকে আরও দ্বিগুণ করে তুলবে। আর একটু যদি অন্যরকম অভিজ্ঞতা সঞ্চয় করতে চান তাহলে আসামে পায়রার মাংস কিন্তু খেতেই হবে।

লোভনীয় এই স্বাদ সত্যিই চমকপ্রদ (ছবি সংগৃহীত)

Photo of Paradise Restaurant, Maniram Dewan Road, Krishna Nagar, Silphukuri, Guwahati, Assam, India by Deya Das

বেলতলার ডেলিকেসি রেস্টুরেন্টে

সিলফুখরির প্যারাডাইস'স ভ্যাঞ্জন থালি অসমিয়া খাবারের এক অনন্য স্বাদবহন করে এবং দামেও সস্তা।

মনিপুরি খাবার:-

মনিপুরে ভ্রমণকালীন বিভিন্ন রেস্তোরাঁ খাবার গ্রহণ করলে আপনি সেখানকার মাছ এবং মাংসের এক ভিন্ন রকমের স্বাদ পাবেন। তথাপি মনিপুরি ব্যক্তিদের প্রধান খাদ্য কিন্তু ভাত। বিভিন্ন রেস্তোরাঁর মধ্যে মনিপুরি খাবারের জন্য অন্যতম শ্রেষ্ঠ জায়গা হল ইএমওআইএনইউ। শুধু তাই নয়, এই জায়গাটি স্থানীয় মনিপুরি খাবারের জন্য বেশ বিখ্যাত। এখানে আপনি সবজি থালি, মাছ থালি এবং মাংসের থালি অনায়াসে পেয়ে যাবেন। এই রেস্তোরাঁর পরিবেশ বেশ মনোরম এবং খাবারও বেশ লোভনীয়।

ইএমওআইএনইউ যোগাযোগ নম্বর - ৯৭০৭০৩৮৫২৯

গ্রিল রিপাবলিকা:-

গুয়াহাটির নিজস্ব “বিবিকিউ”

রাস্তায় চলতে চলতে অকস্মাৎ যদি আপনার খিদে অনুভূত হয়, তাহলে গ্রিল রিপাবলিকা আপনার জন্য একবার উপযুক্ত জায়গা। এখানে রোল, বার্গার, কাবাব থেকে শুরু করে শাওরমা, স্যালাড সবকিছুই পেয়ে যাবেন। এছাড়াও এই হোটেলে বিভিন্ন সস দিয়ে তৈরি করা গরম এবং ঝাল ঝাল চিকেন বার্গার কিন্তু সত্যিই খুব লোভনীয়।

গ্রিন রিপাবলিকা যোগাযোগ ঠিকানা- গুয়াহাটি - শীলং রোড, গুয়াহাটি।

যোগাযোগ নম্বর- ০৯৯৫৪৬৫৮৫৭১

নাগা কিচেন:-

নাগা কিচেনে সুস্বাদু নাগা খাবার

নাগাল্যান্ডে তেল ছাড়াও যে স্বাস্থ্যকর এবং সুস্বাদু খাবার তৈরি করা হয়, তা গুয়াহাটির নাগা কিচেন তৈরি হওয়ার আগে সবার কাছে অজানা ছিল। ফ্ল্যাটের মতো দেখতে এই জায়গাটির পরিবেশ একদম নিজের বাড়ির মত। এখানে প্রবেশের সঙ্গে সঙ্গে রেস্তোরাঁর দেওয়ালে আঁকা প্রাণবন্ত নাকা সংস্কৃতি কিছু নিদর্শন দেখতে পাবেন এবং তার সঙ্গে রয়েছে পশুর শিং এবং পাখির ঠোঁট দিয়ে তৈরি বিভিন্ন মূর্তি। এর সঙ্গে ‘আখুনি’-র মিষ্টি গন্ধ মত্ততা সৃষ্টি করে।

এখানকার বাঁশের ভিতরে রান্না করা শূকরের মাংসও বেশ সুস্বাদু এবং মশলাদার। বেশিরভাগ নাগা খাবারই খুব বেশি মসলা দিয়ে তৈরি করা হয়, কিন্তু সেগুলি শুধু সেদ্ধ করা হয়, যার ফলে খাবারের গুণগত মান সর্বদা বজায় থাকে।

নাগা কিচেনের যোগাযোগ ঠিকানা- জি.এস.রোড, ডিসপুর, গুয়াহাটি।

যোগাযোগ নম্বর- ০৩৬১২২২০২৪৯

ক্র্যাকলিং মাস্টার্ড:-

মাছে ভাতে বাঙালি খাবার

গুয়াহাটিতে যদি আপনি বিশুদ্ধ বাঙালি মাছের তৈরি বিভিন্ন খাবারের পদের খোঁজ করেন, তাহলে ক্রাকলিং মাস্টার্ড আপনার জন্য আদর্শ জায়গা। শহরের মাঝখানে অবস্থান করলেও এই জায়গাটি সবার জন্য বেশ শান্তি এবং প্রশস্তির। একটু অভিনবত্বের ছোঁয়া এবং আলোকসজ্জায় গড়ে ওঠা এই রেস্তোরাঁটি আপনাকে গতানুগতিক জীবনের একঘেয়ে খাবারের স্বাদ থেকে কিছুটা বিরতি দেবে। এখানে আসলে আপনি কষা মাংস, পাবদা মাছ, ইলিশ পাতুরি এবং ভেটকি মাছ ভাজা অবশ্যই খেয়ে দেখবেন।

ক্রাকলিং মাস্টার্ডের যোগাযোগ ঠিকানা- বেলতলা বাসিস্থা রোড, গুয়াহাটি

যোগাযোগ নম্বর- ০৯৮৫৪০০০৫০৪

সাংহাই সালসা:-

চাইনিজ এবং মেক্সিকান খাবারের জায়গা

চাইনিজ এবং মেক্সিকান খাবারের সঙ্গে সাংহাই সালসা নামটা খুব একটা মিল না খেলেও গুয়াহাটির স্থানীয় খাদ্যরসিক ব্যক্তিদের জন্য এটি কিন্তু খুব জনপ্রিয় একটি জায়গা। এই রেস্তোরাঁয় তৈরি পেরি-পেরি চিকেন এবং ফ্রেঞ্চ ফ্রাই-এর সঙ্গে পর্ক রিবস খাওয়ার জন্য আমাদের এই জায়গাটিকে খুঁজে বের করতে বেশ কিছুটা সময় লেগে যায়। কারণ ভারতবর্ষে এইরকম সাধারন একটি মেক্সিকান রেস্তোরাঁ পাওয়া সত্যিই কষ্টকর। এই রেস্তোরাঁয় শুধু মেক্সিকান খাবারই নয়, ইস্ট এসিয়ান, কন্টিনেন্টাল এবং চাইনিজ খাবার সমানভাবে জনপ্রিয় ।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যাবহার করুন

(এটি একটি অনুবাদকৃত আর্টিকেল। আসল আর্টিকেল পড়তে এখানে ক্লিক করুন!)

Further Reads