সালটা ১৯৮৪। কলকাতা পরিবহণ ব্যবস্থায়, সর্বোপরি ভারতীয় পরিবহণ এবং যোগাযোগ ব্যবস্থায় এক উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে। কলকাতায় শুরু হয় মেট্রো রেল ব্যবস্থা। এই প্রসঙ্গে একটি বিষয় উল্লেখযোগ্য যে গোটা ভারতের মধ্যে কলকাতা শহরের বুকেই প্রথম মেট্রো রেল পরিষেবা শুরু হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে মেট্রো রেল পরিষেবাতে এসেছে নানা রকম উন্নয়নমূলক কর্মসূচি। নিত্য নতুন প্রকল্প এবং আধুনিকীকরণের প্রচেষ্টা এক রকমভাবে ভারতীয় পরিবহণ ব্যবস্থার ভিতটিকে করে তুলেছে আরও বেশি পরিমাণে মজবুত।
সম্প্রতি কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ সমাপ্তির পরে, সম্প্রতি কলকাতা শহরের বুকে চালু হতে চলেছে নতুন এক মেট্রো রেল প্রকল্প।
যাত্রাপথ
নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত এই রেলপথের সামগ্রিক বিস্তার।
কবে থেকে শুরু হবে?
২২ ফেব্রুয়ারি বিকেল ৪টে ৪০-এর পরে এই মেট্রো রেলস্টেশনের উদ্বোধন হবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল উপস্থিতির মধ্যে দিয়ে এই প্রকল্পের শুভারম্ভ হবে।
পরিষেবা সংক্রান্ত সুবিধা
অফিসযাত্রী এবং অন্যান্য নানা সুবিধার জন্য আমরা প্রত্যেকেই মেট্রো পরিষেবাকে গ্রহণ করে থাকি। এই নতুন প্রকল্পের ফলে আগামী দিনে যাত্রীদের যে বিশেষ সুবিধা হতে চলেছে সে কথা বলাই বাহুল্য।
মঙ্গলবার অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে যাত্রী পরিষেবা। সম্প্রসারিত রুটে বাড়ছে না ভাড়া। নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোর সর্বাধিক ভাড়া ২৫ টাকা। আপ-ডাউনে চলবে ৭৯ জোড়া ট্রেন। দক্ষিণেশ্বর মেট্রো ফুল দিয়ে সাজানো হয়েছে। স্টেশনে ঢোকার মুখে রামকৃষ্ণ, মা সারদা ও স্বামী বিবেকানন্দর মূর্তি বসানো হয়েছে।