![Photo of মাছে-ভাতে বাঙালি এখন চাইলেই হতে পারবে আদ্যান্ত 'ভেগান'... 1/1 by Never ending footsteps](https://static2.tripoto.com/media/filter/nl/img/2033349/TripDocument/1621580149_hcmp182192_839041.jpeg)
কলকাতা শহরের বুকে তিনতলা বাড়ির নীচে ছোট্ট একটা ক্যাফে। কিন্তু এই ক্যাফেটি নজর কাড়ছে অন্যান্য আর পাঁচটা ক্যাফের থেকে। গ্লোবাল ওয়ার্মিং আর পরিবেশের ক্রম অবনতির কারণকে মাথায় রেখে ক্যাফের সাজসজ্জায় সেইরকমের কোনও নজরকাড়া জৌলুস নেই। তার বদলে রয়েছে ফেলে দেওয়া জিনিসপত্রকে আবার রিসাইক্লিং পদ্ধতিতে ব্যবহারযোগ্য করে তোলার এক সুন্দর কৌশল। এক নিখুঁত কারিগরি প্রচেষ্টা।
যা ক্যাফেটির সৌন্দর্যে এনেছে আলাদা একটা চমক। কথা হচ্ছে 'উবানটু ক্যাফে' নিয়ে।
'উবানটু' শব্দের সঙ্গে বাঙালির সেইরকম পরিচিতি নেই বললেই চলে। আদতে জুলু ভাষায় বহুল প্রচলিত এই শব্দের মানে হল মানবতা। শোনা যায় আফ্রিকার উপজাতি গোষ্ঠীরা একে অপরের সঙ্গে মিলে মিশে বেঁচে থাকার আদর্শে বিশ্বাস করে, তাদের এই মিলেমিশে থাকার অর্থই একরকমভাবে 'উবানটু' শব্দের সমার্থক।
উবানটু ক্যাফের বৈশিষ্ট্য :
বাঙালি মানেই মাছ প্রেমী। এ হেন বাঙালি মহলে ভেগান ক্যাফে তৈরি করার ভাবনা নিঃসন্দেহে অভিনব বলতেই হয়। এই প্রসঙ্গে মনে রাখা প্রয়োজন ভেগান আর নিরামিষভোজী মানুষদের মধ্যে কিন্তু রয়েছে একটা পার্থক্য। নিরামিষভোজীরা দুধ এবং দুগ্ধজাতীয় বিভিন্ন খাবার খেলেও, ভেগানরা কিন্তু আরও বেশি কট্টর। তারা কোনও প্রাণীজাত দ্রব্য এমনকী প্রাণীজাত কোনওরকম উপাদানও গ্রহণ করে না। উল, পশম এবং পশুর চামড়া দিয়ে তৈরি জিনিসও তারা এড়িয়ে চলতে ভালবাসে। তারা মনে করে পরিবেশবান্ধব পরিস্থিতি তৈরি করতে প্রয়োজন আমাদের বায়োডায়ভার্সিটিকে রক্ষা করা, সবরকম প্রাণীকে রক্ষা করা।
উবানটু ক্যাফেও আদ্যান্ত ভেগান ক্যাফে। ক্যাফের সাজসজ্জা থেকে খাবারের তালিকা সবক্ষেত্রেই রয়েছে ভেগানিজমের ছোঁয়া। নারকেলের খোল থেকে কাঠের বাসনে খাবার পরিবেশন সবক্ষেত্রেই এদের ভাবনা বেশ অভিনব বলতেই হবে।
উবানটু ক্যাফের উদ্যোক্তরা কারা ?
উবানটু ক্যাফে অভিনব বাজপেয়ী এবং বিকাশ বিহানির উদ্যোগে তৈরি হয়েছে। কলকাতা শহরের বুকে এই ক্যাফে খোলার পর থেকেই অন্যান্য শহরেও তাঁদের ভেগান ফ্র্যাঞ্চইজি খোলার পরিকল্পনা রয়েছে। ক্যাফের শেফ মৃণালিনী নাইডুর তত্ত্বাবধানে এখানে প্রতিদিনই চলে সুস্বাদু ভেগান খাবার তৈরি করার একধরনের পরীক্ষা-নিরীক্ষা।
উবানটু ক্যাফেতে আপনি কী কী পাবেন ?
শুধুমাত্র উদ্ভিজ উপাদানে সুস্বাদু খাবার কি আদৌ তৈরি করা যায়? এমন প্রশ্ন অনেকের মনেই ঘুরতে পারে। তবে আপনাকে বিন্দুমাত্র হতাশ হতে হবে না। এখানে আপনি পাবেন কফি, চা, পিতজা, বার্গার, স্মুদি থেকে শুরু করে ভেগান স্পেশ্যাল বিরিয়ানিও।
এমনকী উদ্ভিজ উপাদানে তৈরি মাছের ঝাল থেকে শুরু করে কষা মাংসও বাদ পড়বে না আপনার তালিকা থেকেও। আদতে মাছ, সাংসের স্বাদও আপনি চেখে নিতে পারবেন উদ্ভিজ বিভিন্ন উপাদানে তৈরি বিভিন্ন পদ থেকে। শুনতে বেশ অবাক লাগলেও এটাই সত্যি ! পরিবেশবান্ধব পরিস্থিতি তৈরি করতে তাঁদের এই উদ্যোগকে প্রশংসা জানাতেই হবে।
কেমন হবে খরচাপাতি ?
সাধারণত মনে করা হয়ে থাকে, ভেগান খাবারের দাম অনেক বেশি হয়। তবে এই ক্যাফেতে আপনি আপনার সাধ্যের মধ্যেই ভেগান খাবার চেখে দেখতে পারবেন। মোটামুটি ৫০০টাকার মধ্যে দুইজন ভাল মতো খাবারের স্বাদ উপভোগ করতে পারেন। সঙ্গে রয়েছে বেশ অন্যরকম একটা পরিবেশ, যা আর পাঁচটা ক্যাফেতে আপনি পাবেন না।
ঠিকানা
উবানটু ক্যাফের ঠিকানা হল : ১৮৮, ৮৫, প্রিন্স আনোয়ার শাহ রোড, যোধপুর পার্ক কলোনি, লেক গার্ডেন্স, কলকাতা- ৭০০০৪৫।