২১ ফেব্রুয়ারি চিরতরে পরিচিত থাকবে বিশ্ব মাতৃভাষা দিবস হিসাবে। বাংলা ভাষায় কথা বলার অধিকার ছিনিয়ে নেওয়ার জন্যে যে বিপ্লব পৃথিবীর বুকে ছাপ রেখে গেছে, আজ সেই বিপ্লব উদযাপিত হয় প্রতি বছর ২১ ফেব্রুয়ারি, এপার বাংলা এবং ওপর বাংলা, দুই দেশের জনমানসেই। মাতৃভাষা দিবসে তাই স্বরণে রইল একগুচ্ছ বাংলা ভাষায় লেখা, বাংলা ভাষায় গাওয়া গান যা বাংলার চরিত্র এবং সংস্কৃতিকে তুলে ধরেছে বিশ্বের সামনে এবং যুগিয়েছে আগামী দিনেও বুক চিতিয়ে বাংলা বলার সাহস।
১. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি
রচয়িতা : আব্দুল গাফফার চৌধুরী
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি।
ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারী,
আমি কি ভুলিতে পারি।
আমার সোনার দেশের রক্তে জাগালো ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।
২. আমি বাংলার গান গাই
রচয়িতা : প্রতুল মুখোপাধ্যায়
আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই
আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার,
আমি সব দেখে শুনে খেপে গিয়ে, করি বাংলায় চিৎকার।
বাংলা আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক,
আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ।
৩. আমি টাকডুম টাকডুম বাজাই
রচয়িতা : শচীন দেব বর্মণ
টাকডুম টাকডুম বাজাই
আমি টাকডুম টাকডুম বাজাই
বাংলাদেশের ঢোল
সব ভুলে যাই তাও ভুলিনা
বাংলা মায়ের কোল
৪. জন গণ মন অধিনায়ক জয় হে
রচয়িতা : রবীন্দ্রনাথ ঠাকুর
রাত্রি প্রভাতিল, উদিল রবিচ্ছবি পূর্ব-উদয়গিরিভালে-
গাহে বিহঙ্গম, পুণ্য সমীরণ নবজীবনরস ঢালে।
তব করুণারুণরাগে, নিদ্রিত ভারত জাগে
তব চরণে নত মাথা।
জয় জয় জয় হে, জয় রাজেশ্বর ভারতভাগ্যবিধাতা!
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে
৫. আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি
রচয়িতা : রবীন্দ্রনাথ ঠাকুর
তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা,
উন্নত মম শির
তুমি রক্তের কালিতে লেখা নাম,
সাত শ্রেষ্ঠ বীর।
তুমি সুরের পাখি আব্বাসের
দরদ ভরা সেই গান
তুমি আব্দুল আলীমের সর্বনাশা
পদ্নানদীর টান।
৬. ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা
রচয়িতা : দ্বিজেন্দ্রলাল রায়
ভায়ের মায়ের এত স্নেহ,
কোথায় গেলে পাবে কেহ
ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।
৭. ভারত আমার ভারতবর্ষ
রচয়িতা : শিবনাথ বন্দ্যোপাধ্যায়
শক্তিদায়িনী দাও মা শক্তি, ঘুচাও দীনতা ভীরু আবেশ
আঁধার রজনী ভয় কি জননী, আমরা বাঁচাব এ মহাদেশ
রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বীর সুভাষের মহান দেশ
নাহি তো ভাবনা করি না চিন্তা, হৃদয়ে নাহি তো ভয়ের লেশ
৮. আমার জানলা দিয়ে
রচয়িতা : অঞ্জন দত্ত
তাই জানলা আমার মানেনা আজ ধর্মের বিভেদ
জানলা জাতীয়তাবাদের পরোয়া করে না
জানলা আমার পূব না পশ্চিমের দিকে খোলা
জানলা সে তো নিজেই জানে না
জানলা আমার সকালবেলায় শোনায় ভৈরবী
আর সন্ধ্যেবেলায় শোনায় জনি কোল্ট্রিন
গানের সুরে রেশারেশি দেশাদেশি নেই
আমার গানের জানলা গোটা পৃথিবী