বেড়ানোর নেশা প্রকাশ পাক ট্যাটুর মাধ্যমে - মিনিমাল ও ডিটেলিং মিশিয়ে ১৩টি ট্র্যাভেল ট্যাটু....

Tripoto

"I should have been a pair of ragged claws/

Scuttling across the floors of the silent seas"

কবিতার লাইনগুলি ট্যাটু করা ছিল এক যুবতীর পিঠের উপর। বেড়ানোর নেশা আর উন্মাদনা না থাকলে হয়তো এরকম একটা ট্যাটু সবার পক্ষে করা সম্ভব নয়। ট্যাটু বা উল্কি করার ব্যাথা বেদনা সহ্য করে এতবড় লাইনগুলিকে সারাজীবন দেহের উপর স্থান দেওয়ার মানসিকতাও হয়তো অনেকের নেই। কিন্তু তাও যারা নিজেরদের ঘুরে বেড়ানোর প্রতি ভালোবাসাকে নিজদেহে স্থায়ী আশ্রয় দিতে চান, তাদের জন্যে রইল মিনিমাল (ছোটখাটো, জটিল নয়) কিছু ট্যাটুর আইডিয়া।

আর যারা ট্যাটু মেশিনের ছুঁচ ফোটার যন্ত্রনা হেসে খেলে সহ্য করতে পারেন, তাদের জন্যে রইল কিছু বেশি ডিটেল সমৃদ্ধ ট্র্যাভেল ট্যাটু।

Photo of বেড়ানোর নেশা প্রকাশ পাক ট্যাটুর মাধ্যমে - মিনিমাল ও ডিটেলিং মিশিয়ে ১৩টি ট্র্যাভেল ট্যাটু.... 1/1 by Aninda De
ছবি সংগৃহীত

পেপার প্লেন (কাগজের প্লেন) - মিনিমাল

ছোট্ট কাগজের প্লেন ট্যাটু কিন্তু বেশ জনপ্রিয়। এই ধরণের ট্যাটুর সাইজ একটা বেশ কিউট ব্যাপার এনে দেয়। রইলো সেই পেপার প্লেন ট্যাটু, কিন্তু সঙ্গে থাকল একটা টুইস্ট। কিউট তো বটেই, সঙ্গে এল আরো স্টাইল, হয়ে উঠল আরও অর্থবহ।

কোথায় করানো যায় : ফোরআর্ম (কব্জি), গোড়ালি

ব্যাথা লাগবে : কম

পাইন গাছ - সেমি ডিটেল

দিন দিন পর্বতপ্রেমীদের মাঝে জনপ্রিয় হয়ে উঠছে পাইন গাছের ট্যাটু। পাইন গাছের নকশা স্থায়ী ট্রেন্ড হিসেবেই থেকে যাবে ট্যাটু জগতে। আর সবথেকে ভাল ব্যাপার হল আপনি এই ট্যাটুটিকে নিজের মতো বদলে নিতে পারবেন, ইচ্ছে হলে মিনিমাল করেও করা যায়। এই ট্যাটুটি করতে পারেন অরল্যান্ডো ট্যাটু থেকে।

কোথায় করানো যায় : কাফ, রিস্ট, গলা

ব্যাথা লাগবে : মাঝারি

ছোট্ট পৃথিবী - মিনিমাল

যারা যারা ট্যাটু করাতে চাইছেন, কিন্তু ভয় পাচ্ছেন ট্যাটু করানোর ব্যথাকে, তাদের জন্যে রইল এই ছোট্ট কিউট ট্যাটু আইডিয়া। ছোট্ট, আকর্ষণীয় এই ট্যাটুটি সবার দৃষ্টি আকর্ষণ করবে এবং এরকম একটা সুন্দর ট্যাটু করে আপনি কখনওই পস্তাবেন না।

কোথায় করানো যায় : রিস্ট, গোড়ালি, অপার আর্ম

ব্যাথা লাগবে : কম

কম্পাস - ডিটেল

ঈগল আর কম্পাসের মেলবন্ধনের মাধ্যমে তৈরি এই ট্যাটু ডিজাইনের মধ্যে ঠিকরে বেরোচ্ছে রহস্য আর উত্তেজনা। ট্রাইবাল শিল্পশৈলীর মাধ্যমে প্রকাশ পাবে আপনার ব্যক্তিত্ব। শুধুমাত্র পুরনো কম্পাসের ডিজাইনের বদলে করার এইরকম ট্যাটু।

কোথায় করানো যায় : ফোরআর্ম, কাফ

ব্যাথা লাগবে : মাঝারি

গরম হাওয়ার বেলুন - সেমি ডিটেল

এরকম ট্যাটু দেখলে মনে হতে পারে যে প্রথম ট্যাটুর পক্ষে এটি করানো কিছুটা কষ্টসাপেক্ষ, কিন্তু আসলে তা নয়। ওয়াটার কালার এফেক্ট তৈরি করা হয় ছোট্ট ছোট্ট সরলরেখা, ছোট্ট ডট এবং একটি এইরোপ্লেনের ছবি দিয়ে। বাকি যা রঙের বাহার, তা করা হয়েছে শেডিং করে। যেহেতু শেডিং করার সময় ট্যাটু মেশিনের ছুঁচ ত্বক ভেদ করে ভেতরে যায় না, তাই এক্ষেত্রে কষ্টও বেশ অনেকটাই কম হয়।

কোথায় করানো যায় : ফোরআর্ম, বাইসেপ, কাফ

ব্যাথা লাগবে : মাঝারি

হোয়ার নেক্সট - মিনিমাল

মিনিমাল ট্যাটুর মধ্যে হোয়ার নেক্সট লেখা ট্যাটু আজকলা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ট্যাটুটি বেশ ট্রেন্ডি এবং সবার হাতেই মানায়। টাইপরাইটার ফন্টে লেখায় এটি সহজেই নজর কাড়বে। তবে এক কাঠি এগিয়ে আপনি এইভাবেই মাতৃভাষা বাংলাতেও নিজস্ব কিছু শব্দ ব্যবহার করে নিজের ট্যাটু বানাতে পারেন।

কোথায় করানো যায় : রিস্ট, গোড়ালি

ব্যাথা লাগবে : কম

পৃথিবীর ম্যাপ ও কম্পাস - ডিটেল

রঙীন মানুষদের জন্য এই রঙীন ট্যাটু। থাই-এর ওপর আঁকা এই ডিটেল হেভি ট্যাটুটি তে আছে মানচিত্র, কম্পাস এবং অনেকটা শেডিং। যদি আপনার মনে থাকে ট্র্যাভেলিং এর জন্যে প্রচন্ড ভালোবাসা, তাহলে এই ট্যাটুটি হতে পারে আপনার সাথী। তবে প্রথমবার ট্যাটু করলে, এটা এড়িয়ে যাওয়াই ভাল।

কোথায় করানো যায় : থাই, কাফ, পিঠ

ব্যাথা লাগবে : মাঝারি / বেশি

পাম গাছ - মিনিমাল

যদি সমুদ্র তট হয়ে থাকে আপনার প্রিয় ডেস্টিনেশন তাহলে এই পাম ট্রি ট্যাটুটি আপনার পক্ষে একবারের আদর্শ। ইচ্ছেমতো পার্সোনালাইজ করে নিতে পারেন। শরীরের যে কোনও অংশেই এই ট্যাটুটি বেশ ট্রেন্ডি দেখাবে।

কোথায় করানো যায় : রিস্ট, ফোরআর্ম, বাইসেপ, গোড়ালি, কাফ, কনুইয়ের উপরে

ব্যাথা লাগবে : কম / মাঝারি

কম্পাস - মিনিমাল

ডিটেল কম্পাস ট্যাটু দেখে মন খারাপ করবেন না। মিনিমালের মধ্যেও আপনি করে নিতে পারেন এই ছোট্ট কম্পাসের ট্যাটু। ট্র্যাভেল পার্টনারের সাথে জোট বেঁধে একসাথে দুজনেই নিজেদের মতো করে এই ট্যাটুটি করে নিতে পারেন।

কোথায় করানো যায় : গোড়ালি, অপার আর্ম

ব্যাথা লাগবে : কম

ক্রস - অ্যাংকর - হার্ট - মিনিমাল

অ্যাংকর ট্যাটু অনেকের কাছে দেখতে পেলেও ক্রস - অ্যাংকর - হার্ট একসঙ্গে ট্যাটু করলে তার মধ্যে পাবেন বেশ স্টাইলিশ নতুনত্ব। যারা অনেকক্ষণ ধরে ট্যাটু করাতে চান না, তাদের জন্যই এইরকম ট্যাটুর প্রচলন বেড়েছে। আর ট্যাটুটির মাঝে রয়েছে খোলামেলা এক প্রাণবন্ত আবেগ।

কোথায় করানো যায় : ফোর আর্ম, আপার আর্ম, ঘাড়, পিঠ, রিস্ট

ব্যাথা লাগবে : কম

কো-অর্ডিনেটস (অক্ষাংশ / দ্রাঘিমাংশ) - মিনিমাল

এই ধরনের ট্যাটু আমার ব্যক্তিগত ভাবে খুব পছন্দের। ট্যাটুটির মধ্যে রয়েছে বেশ এক রহস্যময় ব্যাপার। আপনার জীবনের সাথে জড়িয়ে কোনও গুরুত্বপূর্ণ স্থানের কো-অর্ডিনেটস আপনি সবসময় এভাবে নিজের কাছে রাখতে পারেন। যেমন, আপনি যেখানেই যান না কেন, সাথে রইল আপনার নিজের বাড়ির ঠিকানা, সবসময়।

কোথায় করানো যায় : পিঠ, কাঁধ, হাতের যে কোনও অংশে

ব্যাথা লাগবে : কম

পর্বতমালা - মিনিমাল

পর্বতপ্রেমীদের জন্যে রয়েছে এই আরেকটি ট্যাটু আইডিয়া, যেখানে আপনার পছন্দের পাহাড়ের রূপ আপনি ট্যাটু করতে পারবেন। ইচ্ছে হলে কিছুটা অংশ রঙিন করতে পারেন, বা যোগ করতে পারেন রাতের আকাশের দৃশ্য। একই রেখায় সম্পূর্ণভাবে পর্বতমালাটি এঁকে, তার উপরে রাখতে পারেন নক্ষত্রমালা।

কোথায় করানো যায় : পিঠ, কাফ, আপার আর্ম, ফোর আর্ম

ব্যাথা লাগবে : কম / মাঝারি

স্কাইলাইন - মিনিমাল

স্কাইলাইনের ট্যাটু প্রচন্ড ক্লাসিক, কিন্তু এখন একটু কম জনপ্রিয় হয়ে পড়েছে। তাই এই ট্যাটুর ভিন্টেজ আকর্ষণ কে মাথায় রেখে আপনিও আপনার শরীরে আঁকিয়ে নিতে পারেন আপনার প্রিয় শহরের স্কাইলাইন। নিউ ইয়র্কের স্কাইলাইন প্রচন্ড জনপ্রিয়। এছাড়া আপনি আপনার পছন্দের জায়গাগুলি নিয়ে একসাথে নিজস্য স্কাইলাইন তৈরি করতে পারেন - যেমন পাশাপাশি এক লাইনে আইফেল টাওয়ার, পিসার হেলানো টাওয়ার আর লন্ডন আই।

কোথায় করানো যায় : ফোরআর্ম, কাঁধ, পিঠ

ব্যাথা লাগবে : মাঝারি

তাহলে আর অপেক্ষা কীসের, পরবর্তী অভিযানে বেড়িয়ে পরার আগে নিজেকে রাঙিয়ে নিন নতুন ট্যাটুর রঙে।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

(এটি একটি অনুবাদকৃত আর্টিকেল। আসল আর্টিকেল পড়তে এখানে ক্লিক করুন!)

Further Reads