পকেটে টান? তবে ভ্যালেন্টাইন্স ডে-তে আপনাকে উতরে দিতে পারে কলকাতার বুকে পাঁচটি নাম করা রেস্তোরাঁ

Tripoto

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা!!! দরজায় এসে কড়া নাড়ছে ভ্যালেন্টাইন্স ডে। সারাবছর ধরে যেই মানুষটির সঙ্গে ঝগড়া, মনোমালিন্য, আবেগ-অনুভূতিগুলো ভাগ করে নেওয়ার পরেও কথা ফুরিয়ে যায় না, যার জন্য অপেক্ষা করতে করতে সেই পথ কখন অন্তহীন পথের দিশা দেখায় ঠিক মনে পরে না; কালকের দিনটা হল সেই মানুষটির সঙ্গে কাটানোর দিন।

কাজের চাপে যখন ল্যাপটপ থেকে আপনি মাথা তুলতে পারেন না, তখন হয়ত একটা ফোন কলও আপনাকে বড্ড বেশি বিব্রত করে তোলে। মনে হয় কেউ একজন থাকলে ভাল হত, যে এই সময় আপনাকে সমস্ত কিছু থেকে বের করে নিয়ে যেতে পারেন। তবে লং ডিসটেন্স রিলেশনশিপের ক্ষেত্রে সেটা কখনও সম্ভব হয় না। আবার কাছাকাছি থাকলেও যে সব সময় তা হয়ে ওঠে এমন নয়। গত বছর থেকে ক্রমাগত বিধ্বস্ত জীবন কাটিয়ে ওঠার পরে এই বছর ভ্যালেন্টাইন্স ডে কিন্তু প্রত্যেকের কাছে স্পেশাল হয়ে উঠেছে। আর এই স্পেশালকে আরও গুরুত্ব দিতে আমরা নিয়ে এসেছি আপনার এবং আপনার সঙ্গীর জন্য কলকাতার বুকে অবস্থিত চমৎকার পাঁচটি রেস্তোরাঁর গল্প, যেগুলো আপনার বেরঙিন জীবনকেই যে শুধু রাঙিয়ে তুলবে এমন নয়; আপনার প্রেমের অনুভূতিগুলোকেও কিছুটা প্রশ্রয় দেবে।

খাবারের স্বাদে ভরপুর ভালবাসা:

ভালবাসার দিন উদযাপন করব অথচ ভাল ভাল খাবারের স্বাদ গ্রহণ করব না এমন কী হতে পারে?? তাই আসুন দেখে নেওয়া যাক এই বছর ভ্যালেন্টাইন্স ডে তে সবার জন্য কোন কোন রেস্তোরাঁ কী কী স্পেশাল খাবার নিয়ে এসেছে----

১. গ্লুক - দ্যা স্কাই লাউঞ্জ:

খোলা আকাশের নীচে সুন্দর রোমান্টিক পরিবেশ (ছবি সংগৃহীত)

Photo of Glook The Sky Lounge, BG Block(Newtown), Action Area I, Newtown, New Town, West Bengal, India by Deya Das

ঠিকানা:

দ্যা টার্মিনাস, বিজি ১২, পঞ্চম ফ্লোর, অ্যাকশন এরিয়া ১বি, নিউ টাউন কলকাতা।

দু'জনের জন্য খরচ: ১৫০০ টাকা(মোটামুটি)।

খাবারের ধরণ:

সুপ, স্যালাড,ওরিয়েন্টাল স্টাটার, তন্দুরি, কন্টিনেন্টাল, ইন্ডিয়ান, ওয়েস্টার্ন, মকটেল।

ভিতরের পরিবেশও বেশ সুন্দর (ছবি সংগৃহীত)

Photo of পকেটে টান? তবে ভ্যালেন্টাইন্স ডে-তে আপনাকে উতরে দিতে পারে কলকাতার বুকে পাঁচটি নাম করা রেস্তোরাঁ by Deya Das

স্পেশাল ডিশ:

• অ্যাপেল অ্যান্ড চিকেন স্যালাড- ৩১৯ টাকা

• বাটারফ্লাই প্রণ- ৭৩৯ টাকা

• বাস্কেট রোস্টেড চিলি চিকেন- ৩৭৯ টাকা

• আফগানি মুর্গ তন্দুরি- ৬৯৯ টাকা

• আজ্বান মাহী টিক্কা- ৩৮৯ টাকা

• ফিত মিস্ত্র- ৪৭৯ টাকা

• লেমনগ্রাস চিকেন- ৩৬৯ টাকা

২. রিফ্লেকশন:

মোটামুটি বাজেটের মধ্যে খাবার ভাল বন্দোবস্ত (ছবি সংগৃহীত)

Photo of পকেটে টান? তবে ভ্যালেন্টাইন্স ডে-তে আপনাকে উতরে দিতে পারে কলকাতার বুকে পাঁচটি নাম করা রেস্তোরাঁ by Deya Das

ঠিকানা:

৩, দ্যা মাজেস্টিক স্যুইটস, ষ্টার রেসিডেন্সি, চটপোল, রাইগাছি, চিনার পার্ক, কলকাতা।

দু'জনের জন্য খরচ: ৮০০ টাকা (মোটামুটি)।

খাবারের ধরণ:

ওরিয়েন্টাল, ইন্ডিয়ান, থাই ও ইন্দোনেশিয়ান।

ছবি সংগৃহীত

Photo of পকেটে টান? তবে ভ্যালেন্টাইন্স ডে-তে আপনাকে উতরে দিতে পারে কলকাতার বুকে পাঁচটি নাম করা রেস্তোরাঁ by Deya Das

স্পেশাল ডিশ:

• ফ্রেশ ফ্রুট স্যালাড- ১৯০ টাকা

• চেলো কাবাব- ৪৭০ টাকা

• কাজুন ফিশ ফিঙ্গার- ৩০০ টাকা

• বাঘ বাগিচা- ২৫০ টাকা

• মুর্গ লাজবাব- ৩৬০ টাকা

• কুং পাও- ৩৩০ টাকা

৩. ব্লু এন্ড বিয়ন্ড:

খোলা আকাশের নীচে (ছবি সংগৃহীত)

Photo of Blue & Beyond Rooftop RestoBar, Fire Brigade Head Quarter, New Market Area, Dharmatala, Taltala, Kolkata, West Bengal, India by Deya Das

ঠিকানা:

দ্যা লিন্ডসে, ৮এ এন্ড ৮বি, লিন্ডসে সেট নিউ মার্কেট এরিয়া কলকাতা।

দু'জনের জন্য খরচ: ১৬০০ টাকা ( মোটামোটি)।

খাবারের ধরণ:

চাইনিজ, ইতালিয়ান, ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, সিজলারস।

ভিতরে সাজানো বন্দোবস্ত (ছবি সংগৃহীত)

Photo of পকেটে টান? তবে ভ্যালেন্টাইন্স ডে-তে আপনাকে উতরে দিতে পারে কলকাতার বুকে পাঁচটি নাম করা রেস্তোরাঁ by Deya Das

স্পেশাল ডিশ:

• ড্রামস অফ হ্যাভেন - ৩২৫ টাকা

• আফগানি গোস্ত- ৩৭৫ টাকা

• মাটন মির্চ ভুনা গোস্ত উইথ গার্লিক- ৫৩৫ টাকা

• কুং পাও চিকেন উইথ বেড অফ প্যান ফ্রাইড নুডুলস এন্ড কিমছি স্যালাড- ৩৭৫ টাকা

• দরশন উইথ আইসক্রিম- ১৯৫ টাকা

৪. অউরা( দ্যা সনেট; কলকাতা):

ভিতরের নজরকাড়া পরিবেশ (ছবি সংগৃহীত)

Photo of Aura - The Sonnet, DD Block, Sector 1, Bidhannagar, Kolkata, West Bengal, India by Deya Das

ঠিকানা: ব্লক ডি ডি প্লট নাম্বার-৮, সেক্টর সল্টলেক কলকাতা।

দু'জনের জন্য মোটামুটি খরচ: ১৪০০ টাকা।

খাবারের ধরণ:

ডেসার্ট, নর্থ ইন্ডিয়ান, মাল্টি-কুইসিন, এশিয়ান, কন্টিনেন্টাল।

ছবি সংগৃহীত

Photo of পকেটে টান? তবে ভ্যালেন্টাইন্স ডে-তে আপনাকে উতরে দিতে পারে কলকাতার বুকে পাঁচটি নাম করা রেস্তোরাঁ by Deya Das

স্পেশাল ডিশ:

• প্যান রোস্টেড চিকেন উইথ অলরাজ ভের্দে- ৫০০ টাকা

• কলকাতা বিরিয়ানি- ৬০০ টাকা

• অমৃতসরি মুর্গ মাখানি - ৬০০ টাকা

• কেসরিয়া গোলাপ জামুন- ২৭৫ টাকা

• কুলফি ফালুদা- ৩৭৫ টাকা

৫. ভার্টেক্স:

এমন সুন্দর পরিবেশ রোমান্টিক লাঞ্চ বা ডিনার করতে কার না ভাল লাগবে (ছবি সংগৃহীত)

Photo of Vertex By Marriott Kolkata, CB Block(Newtown), Action Area 1C, Newtown, Kolkata, West Bengal, India by Deya Das

ঠিকানা: ফেয়ারফিল্ড ব্যাই ম্যারিয়ট, সিবি ২১৮, সিবি ব্লক(নিউটাউন) অ্যাকশন এরিয়া ১সি, নিউটাউন কলকাতা।

দু'জনের জন্য খরচ: ১২০০ টাকা (মোটামুটি)।

খাবারের ধরণ: মাল্টি-কুইজিন

ছবি সংগৃহীত

Photo of পকেটে টান? তবে ভ্যালেন্টাইন্স ডে-তে আপনাকে উতরে দিতে পারে কলকাতার বুকে পাঁচটি নাম করা রেস্তোরাঁ by Deya Das

স্পেশাল ডিশ:

• চিজ সামোসা- ৩২৫ টাকা

• প্রন অন টোস্ট- ৫২৫ টাকা

• চিকেন এন্ড বেবি স্পিনাচ চ্যানেলনি দৃজলেড উইথ ট্রুফল চিজ সস- ৪৪৫ টাকা

• মখমলি চিকেন রেশমি সিখ- ৩৯৫ টাকা

অতএব হাতে যখন এসেই গেল কলকাতার বিখ্যাত কিছু রেস্তোরাঁর নাম, তাহলে দেরী কীসের? ঝটপট তৈরি হয়ে যান। আর সাথে প্ল্যান করে ফেলুন কাল কীভাবে আপনার মনের মানুষের সঙ্গে সারাটা দিন কাটাবেন। কী বলা যায়... এই বছরের ভ্যালেন্টাইন্স ডে হয়তো হয়ে যেতেই পারে আপনার জীবনে পাওয়া সেরা উপহারগুলোর মধ্যে অন্যতম!!!!

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

Further Reads