উইকেন্ড ট্রিপের কোনও পরিকল্পনা করছেন? কলকাতার খুব কাছেই সেরা এই পাঁচটি জায়গা দেখে নিন...

Tripoto
Photo of উইকেন্ড ট্রিপের কোনও পরিকল্পনা করছেন? কলকাতার খুব কাছেই সেরা এই পাঁচটি জায়গা দেখে নিন... 1/1 by Deya Das
সূ্র্যোদয়ের প্রথম আভায় রঙিন প্রকৃতি (ছবি সংগৃহীত)

‘এই শহর থেকে আরও অনেক দূরে চলো কোথাও চলে যাই' - সপ্তাহান্তে আমাদের সকলের মনের মধ্যে এই লাইনগুলি ঘোরাফেরা করে। প্রসঙ্গত বলে রাখি, এই ছোট ট্রিপগুলো অনেকটা গ্রীষ্মের তীব্র দাবদাহের পরে প্রথম বৃষ্টিস্নাত দিনের মতো। রুক্ষ্ম এবং শুষ্ক দিনের অনাগত বৃষ্টিপাত যেমন হঠাৎ করে সব ক্লান্তি দূর করে মনের মধ্যে অদ্ভুত আনন্দ এনে দেয়, উইকএন্ড ট্রিপগুলো অনেকটা সেই রকম আভাস এনে দেয়।

কলকাতার কাছে এমনই কয়েকটা সপ্তাহান্তের কয়েকটা সেরা ঠিকানা রয়েছে যা কংক্রিটের জঙ্গল এবং একই সঙ্গে দীর্ঘদিনের একঘেয়েমি থেকে চটজলদি মুক্তি দিতে পারে।

সুন্দরবন

সুন্দরবনে ভ্রমণের অভিজ্ঞতা কিন্তু অন্যরকম হতে পারে (ছবি সংগৃহীত)

Photo of Sundarban, West Bengal, India by Deya Das

বঙ্গোপসাগরের অনেকগুলি দ্বীপপুঞ্জের সমন্বয়ে গঠিত সুন্দরবন অঞ্চলটি। তাছাড়াও ভারতের ম্যানগ্রোভ অরণ্য গুলির মধ্যে সুন্দরবন অন্যতম। কলকাতার সল্টলেক কিংবা সায়েন্স সিটি অঞ্চল থেকে বাস ধরে পৌঁছে যান গদখালী। সায়েন্স সিটি থেকে গদখালীর দূরত্ব প্রায় ১০০কিমি। সম্পূর্ণ ব-দ্বীপ অঞ্চল ভ্রমণের জন্য গদখালী থেকে একটা মোটরবোট ভাড়া করে নিন। বোটের মধ্যেই দুপুরের লাঞ্চটা সেরে পৌঁছে যান হোটেলে। (সুন্দরবন ভ্রমণে এসে ইকো-টুরিসম ভ্রমণ করাই শ্রেয়)

(ছবি সংগৃহীত)

Photo of উইকেন্ড ট্রিপের কোনও পরিকল্পনা করছেন? কলকাতার খুব কাছেই সেরা এই পাঁচটি জায়গা দেখে নিন... by Deya Das

সুন্দরবন ভ্রমণের জন্য আপনি প্যাকেজ ট্যুর বুক করে নিতে পারেন। এই প্যাকেজে খাবার, হোটেলে রাত্রিবাস এবং ম্যানগ্রোভ অরণ্য ভ্রমণ, সমস্ত কিছুই অন্তর্ভুক্ত থাকে। শীতকালীন সময়টাই সুন্দরবন ভ্রমণের জন্য আদর্শ সময়।

সুন্দরবন টাইগার রিজার্ভ পার্ক নিঃসন্দেহে সুন্দর পরিবেশ (ছবি সংগৃহীত)

Photo of উইকেন্ড ট্রিপের কোনও পরিকল্পনা করছেন? কলকাতার খুব কাছেই সেরা এই পাঁচটি জায়গা দেখে নিন... by Deya Das

ভারতের এই ম্যানগ্রোভ অঞ্চলটি একসময় উপেক্ষিত থাকলেও বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা সুন্দরবন অঞ্চলটি পর্যটনের নতুন দিশা খুঁজে পেয়েছে। প্রকৃতির রহস্যময়তা, খাদ্য বৈচিত্র্য এবং নৌকাবিহার; সবমিলিয়ে সুন্দরবন সপ্তাহান্তে ভ্রমণের জন্য এক্কেবারে আদর্শ।

• পাখিরালয়

পাখিরালয় ঘুরে দেখতে পারেন (ছবি সংগৃহীত)

Photo of উইকেন্ড ট্রিপের কোনও পরিকল্পনা করছেন? কলকাতার খুব কাছেই সেরা এই পাঁচটি জায়গা দেখে নিন... by Deya Das

সুন্দরবন ভ্রমণে গিয়ে পাখিরালয় অঞ্চলে রাত্রিবাস করতে পারেন। এখানে বিভিন্ন ধরণের হোটেল এবং রিসর্ট উপলব্ধ আছে। এছাড়াও, পশ্চিমবঙ্গ সরকারের পর্যটনের উদ্দেশ্যে নির্মিত বিলাসবহুল নৌকোটিকেও আপনি রাত্রিবাসের জন্য বেছে নিতে পারেন ।

দীঘা / তাজপুর

দীঘার সুন্দর পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই (ছবি সংগৃহীত)

Photo of Digha, West Bengal, India by Deya Das

পশ্চিমবঙ্গের বিখ্যাত সমুদ্র সৈকতগুলির মধ্যে অন্যতম হল দীঘা এবং তাজপুর। তবে একমাত্র দীঘাতেই সারাবছর পর্যটকদের ভিড় লক্ষ করা যায়। অন্যদিকে তাজপুর এখনও সেভাবে পর্যটকদের নজরের আওতাভুক্ত হতে পারেনি, আর সেই কারণেই দীঘার তুলনায় তাজপুর অনেকটাই পরিছন্ন। দীঘা যেমন ঝিনুক দ্বারা নির্মিত সামগ্রীর জন্য বিখ্যাত, ঠিক তেমনি তাজপুর অ্যাডভেঞ্চার স্পোর্টস এর জন্য বেশ প্রসিদ্ধ। দীঘা থেকে একটা ছোট গাড়ি ভাড়া করে আপনি অনায়াসেই আধঘণ্টার দূরত্বে তাজপুর ভ্রমণ করে আসতে পারেন।

গ্রীষ্মকাল বাদে বছরের যে কোনও সময়েই এখানে ভ্রমণ করে আসতে পারেন।

• দীঘা

Photo of উইকেন্ড ট্রিপের কোনও পরিকল্পনা করছেন? কলকাতার খুব কাছেই সেরা এই পাঁচটি জায়গা দেখে নিন... by Deya Das
Photo of উইকেন্ড ট্রিপের কোনও পরিকল্পনা করছেন? কলকাতার খুব কাছেই সেরা এই পাঁচটি জায়গা দেখে নিন... by Deya Das
Photo of উইকেন্ড ট্রিপের কোনও পরিকল্পনা করছেন? কলকাতার খুব কাছেই সেরা এই পাঁচটি জায়গা দেখে নিন... by Deya Das

স্থানীয় দোকান থেকে হরেক রকমের জিনিস কিনতে পারেন (ছবি সংগৃহীত)

Photo of উইকেন্ড ট্রিপের কোনও পরিকল্পনা করছেন? কলকাতার খুব কাছেই সেরা এই পাঁচটি জায়গা দেখে নিন... by Deya Das

সপ্তাহান্তে সমুদ্র দর্শনের জন্য একমাত্র ঠিকানা হল দীঘা । দীঘা সমুদ্রসৈকত যেটি ওল্ড দীঘা এবং নিউ দীঘা এই দুই অংশে বিভক্ত। বর্তমানে পর্যটকদের ভিড়ে দীঘার প্রকৃত সৌন্দর্যের খানিক বিলুপ্তি ঘটেছে।

• তাজপুর

তাজপুরের সমুদ্র সৈকতে আপনি ভ্রমণ করতে পারেন (ছবি সংগৃহীত)

Photo of Tajpur, West Bengal, India by Deya Das

দীঘা থেকে মাত্র ৩০মিনিট দূরত্বে অবস্থিত তাজপুর। বাণিজ্যিকরণের দিক থেকে দীঘার তুলনায় তাজপুর অনেকটাই পিছিয়ে। তাই প্রকৃতিকে উপভোগ করার জন্য তাজপুর আদর্শ। পর্যটনের অগ্রগতির জন্য এখানে কিছু শ্যাকও রয়েছে।

মন্দারমণি

Photo of Mandarmani, West Bengal, India by Deya Das

মন্দারমণির সমুদ্রসৈকতও কিন্তু বেশ সুন্দর (ছবি সংগৃহীত)

Photo of Mandarmani, West Bengal, India by Deya Das

বিলাসিতার সঙ্গে কোনও সমুদ্র তীরবর্তী অঞ্চলে ছুটি কাটানোর জন্য পৌঁছে যেতে পারেন মন্দারমণি। কলকাতা থেকে রাজ্য পরিবহণ সমিতির বাসে চেপে পৌঁছে যান চাউলখোলা। আপনার বুক করা হোটেল বা রিসোর্ট-এর গাড়ি সহযোগে চাউলখোলা থেকে পৌঁছে যেতে পারেন মন্দারমণি। বিচের তীরে প্রতিটি রিসোর্ট খুব সুন্দর ভাবে সাজানো, তাছাড়াও রিসোর্টগুলোর ব্যবস্থাপনাও বেশ ভাল বলতে হয়। খাবারগুলোও মোটের উপর ভালই। তবে দীঘার রিসোর্টগুলোর তুলনায় মন্দারমণির রিসোর্ট-এ রাত্রিবাসের খরচ অনেকটাই বেশি; আর এই সমুদ্রসৈকতটি বেশ নিলিবিলি এবং নির্জন। বছরের যে কোনও সময় মন্দারমণিতে আপনাকে স্বাগত। এমনকি প্রখর গ্রীষ্মের দিনেও সন্ধের পরে এখানকার পরিবেশটা মনোরম থাকে।

নিরিবিলি পরিবেশ সময় কাটাতে চাইলে (ছবি সংগৃহীত)

Photo of উইকেন্ড ট্রিপের কোনও পরিকল্পনা করছেন? কলকাতার খুব কাছেই সেরা এই পাঁচটি জায়গা দেখে নিন... by Deya Das

প্রকৃতি নির্জনতা এবং সমুদ্রের উন্মাদনাকে উপভোগ করার জন্য মন্দারমণি আদর্শ স্থান হিসেবে পরিচিত। গভীর রাতে একান্তে সমুদ্রের মূর্ছনাকে কান পেতে শুনতে চাইলে আপনাকে মন্দারমণি ভ্রমণের প্ল্যান করতেই হবে।

Photo of উইকেন্ড ট্রিপের কোনও পরিকল্পনা করছেন? কলকাতার খুব কাছেই সেরা এই পাঁচটি জায়গা দেখে নিন... by Deya Das

রায়চক

রায়চক ভ্রমণ হতে পারে আপনার জন্য সেরা কোনও গন্তব্য (ছবি সংগৃহীত)

Photo of Raychak, West Bengal, India by Deya Das

গঙ্গার নদীর তীরে অবস্থিত রায়চক অঞ্চলটি। গাড়ি নিয়ে কলকাতা থেকে ডায়মন্ড হারবার রোড ধরে খুব সহজেই পৌঁছে যেতে পারেন রায়চক। IIM কলকাতাকে পিছনে ফেলে একটু এগিয়ে গেলেই দেখা পেয়ে যাবেন অনেকগুলো বিলাসবহুল রিসোর্ট-এর। এখানে ডাচদের নির্মিত ফোর্টটির বিলাসবহুল হোটেলে পরিণত হওয়ার পরই রায়চক জায়গাটি বিখ্যাত হয়ে উঠেছে। বর্তমানে ফোর্টটি জনসাধারণের দর্শনের জন্য খোলা আছে। ফোর্টের উপর থেকে গঙ্গা নদী দর্শন করতে বেশ রোমাঞ্চকর লাগে।

গ্রীষ্মকাল ব্যাতীত বছরের যে কোনও সময় রায়চক ভ্রমণ করে আসতে পারেন।

গঙ্গা নদীর তীরে ড্রাইভ করে একদিনের ভ্রমণের জন্য রায়চক আদর্শ ।

• দ্য F-ফোর্ট রায়চক

ফোর্টের বিলাসবহুল পরিবেশ (ছবি সংগৃহীত)

Photo of উইকেন্ড ট্রিপের কোনও পরিকল্পনা করছেন? কলকাতার খুব কাছেই সেরা এই পাঁচটি জায়গা দেখে নিন... by Deya Das

রায়চকে বিলাসবহুল হোটেলে রাত্রিবাসের জন্য F-ফোর্টকে বেছে নিতে পারেন। একসময়ের ডাচদের নির্মিত এই দুর্গটি বর্তমানে একটি হোটেলে পরিণত হয়েছে। রাজকীয়তার সঙ্গে ভ্রমনের দিনগুলো অতিবাহন করার জন্য F-ফোর্ট এক্কেবারে আদর্শ।

ছবি সংগৃহীত

Photo of উইকেন্ড ট্রিপের কোনও পরিকল্পনা করছেন? কলকাতার খুব কাছেই সেরা এই পাঁচটি জায়গা দেখে নিন... by Deya Das

শান্তিনিকেতন

শান্তিনিকেতনের হাট পর্যটকদের কাছে বিশেষভাবে জনপ্রিয় (ছবি সংগৃহীত)

Photo of Shantiniketan, West Bengal, India by Deya Das

পশ্চিমবঙ্গের সংস্কৃতির একমাত্র পীঠস্থান হলো শান্তিনিকেতন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একসময় এই জায়গাটিকে নিজের বাসস্থান হিসেবে বেছে নিয়েছিলেন এবং এখানে একটি বিদ্যালয় স্থাপন করে তিনি ছাত্রদের পড়াতেন, পরবর্তীকালে যেটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নামে পরিচিতি পায়। বর্তমানে পর্যটনের উদ্দেশ্যে এখানে অনেক হোটেল এবং রিসোর্ট-এর নির্মাণ করা হয়েছে। প্রতি শনিবার বিকাল ৪ থেকে এখানে হাট বসে। পোড়া মাটির তৈরী জিনিস থেকে কাথা শাড়ী, বিভিন্ন ধরণের স্থানীয় খাদ্য – একই জায়গায় সমস্ত কিছু পেয়ে যাবেন। এই হাটে রবীন্দ্রসঙ্গীতের সাথে সাথে অনেক বাউল এবং লোক গানের সাথে পরিচিত হতে পারেন।

শান্তিনিকেতন ভ্রমণের জন্য হোলির সময়টাই আদর্শ সময় হিসেবে পরিগণিত হয়। এই সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকরা দোল খেলার সাথে সাথেই একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। রংদোলের সময় শান্তিনিকেতনে দেশের বিভিন্ন স্থান এমনকি সারা বিশ্ব থেকেও পর্যটকদের সমাগম হয়।

স্নিগ্ধ মনোরম পরিবেশ (ছবি সংগৃহীত)

Photo of উইকেন্ড ট্রিপের কোনও পরিকল্পনা করছেন? কলকাতার খুব কাছেই সেরা এই পাঁচটি জায়গা দেখে নিন... by Deya Das

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নির্মিত বিশ্ববিদ্যালয় এবং সেখানকার পরিবেশ তথা সাংস্কৃতিক পরিমণ্ডলের সঙ্গে আলাপ করতে পৌঁছে যেতে পারেন শান্তিনিকেতন।

কলকাতার কাছেপিঠে আপনার পরবর্তী ডেস্টিনেশন হিসেবে কোন জায়গাটি বেছে নিলেন লিখে জানাতে কিন্তু ভুলবেন না।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

(এটি একটি অনুবাদকৃত আর্টিকেল। আসল আর্টিকেল পড়তে এখানে ক্লিক করুন!)

Further Reads