ভ্যালেন্টাইনস ডে বড় অদ্ভুত সময়। যেদিকেই দেখুন কপোত কপোতীরা প্রেমের জালে শহর জুড়ে পাখনা মেলেছে। মধ্য ফেব্রুয়ারিতে যেন প্রকৃতিও আস্কারা দেয় নতুন করে ভালোবাসার স্বাদে মেতে ওঠার। কিন্তু সবই যেন হয় কাপলদের কথা ভেবে। সিঙ্গেল ছেলেদের জন্যে কেউ কি দু দণ্ড ভেবে দেখেছে যে এই উথাল পাথাল প্রেমের জোয়ারে তাদের সিঙ্গেল হৃদয়টি কীভাবে একটুখানি আনন্দে থাকবে? হতে পারে আপনার না হয় এইবছর পাশে কেউ নেই, অথবা সঙ্গিনী আছেন লং ডিস্ট্যান্সের ওপারে, তাই বলে এই দিনে কি সিঙ্গেল পুরুষেরা ফেলনা নাকি?
আসুন দেখে নি ভ্যালেন্টাইনস ডে তে কীভাবে আপনি নিজেকে কিছুটা ভালোবাসা উপহার দিতে পারেন। সামাজিক বা সোশ্যাল মিডিয়ার বাঁধা-ধরা নিয়মের বাইরে গিয়ে আপনিও পেতে পারেন ভ্যালেন্টাইনস ডে-কে আমি-দিবসে পরিণত করার মন্ত্র।
নিজেকে প্যাম্পার করুন
প্রথমেই দিন শুরু করুন ফ্রেশ মনে, ফুরফুরে মেজাজে। আজ আর নিজে শেভিং নয়। চলে যান ভাল কোনও মেন্স সাঁলো-তে, সেখানে হয়ে যাক মনের মতো নতুন হেয়ার বা বিয়ার্ড স্টাইল। সঙ্গে থাকুক একটু কড়া করে হেড ম্যাসাজ। আর ইচ্ছে হলে করিয়ে নিতে পারেন ফেসিয়াল বা স্পা - ভ্যালেন্টাইনস দিবসে ভাল দেখার অধিকার সব্বার।
সময় দিন আপনার হবির প্রতি
কলেজ, অফিস বা নানান দায়িত্ত্বের চাপে আমাদের সবারই নিজেদের হবির প্রতি খুব একটা নিয়মিত নজর দেওয়া হয়ে ওঠে না। কী করতে ভাল লাগে? বই পড়তে? ফুটবল খেলতে? গিটার বাজাতে? মন খুলে আজ করুন যেটা আপনার লুকনো প্যাশন। দু-কলি গেয়ে ফেলুন, আজ আপনারই দিন।
হোক সমস্ত সিঙ্গেল বন্ধুদের নিয়ে পার্টি
নিশ্চই আপনার ফ্রেন্ডগ্রুপে আছে আরও অনেকে যারাও ভ্যালেন্টাইনস দিবসে একলা একলা দিন কাটাচ্ছেন। ডেকে নিন সব্বাইকে একসঙ্গে। করুন একসঙ্গে পার্টি, হই হুল্লোড় বা সকলে মিলে বেড়িয়ে পড়ুন একসঙ্গে গ্রুপ ট্যুরে। শহরে, শহরের বাইরে, এমনকী সকলে মিলে কয়েকদিনের জন্যে ঘুরেও আসতে পারেন কোনও হলিডে ডেস্টিনেশনে।
বেড়িয়ে পড়ুন লং ড্রাইভে
সঙ্গে থাকুক আপনার বিশ্বস্ত দু'চাকা বা চার চাকাটি। সকাল সকাল জার্নি শুরু করে দিন দূর দুরান্তে নিরুদ্দেশের উদ্দ্যেশে। একলা সময় কাটাতে চাইলে, সোলো ট্রিপ বা লং ড্রাইভে বেড়িয়ে পড়ার মতো রিফ্রেশিং আর কী আছে। শহরসংসারের কোলাহল পেরিয়ে দূরের কোনও পাহাড়ি গ্রামে বা ঝর্ণার জলের পাশে থামুক আপনার গাড়ি।
অর্ডার করুন মনপসন্দ খাবার
বলুন তো কতরকমের বিরিয়ানি পাওয়া যায় আজকাল? বা যদি বেছে নিতে বলা হয় চাইনিজ, কন্টিনেন্টাল, মেক্সিকান, জাপানীজ, বা লেবানিজ কুইজিনের কোনও একটা? আসলে রোজকার ডাল ভাত আজ থাক। আজ ক্ষিদে পেলে অর্ডার হোক ফুড ডেলিভারি, রান্না করা থেকেও মুক্তি, আর নিত্যদিনের স্বাদের বদলও। আর কে না জানে, সত্যিকারের আনন্দ পাওয়া যায় একমাত্র পেটপুরে মনভরে খেলে তবেই।
বেড়িয়ে পড়ুন কাছে পিঠের কোনও হাইক বা ট্রেকে
ট্রেক বা হাইক করতে গেলে যে বহুদূর যেতে হবে তার কোনও মানে নেই। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আছে নানা ধরণের হাইকিং ট্রেল, যেখানে আপনি নিজে একলাই হাইক করতে পারেন। আছে নেচার ওয়াক, জঙ্গল ওয়াক বা সিটি ওয়াকের সুযোগও। নতুন করে চারপাশটা খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গে পাবেন জিম ছাড়াই ওয়ার্ক আউট করার সুবর্ণ সুযোগ!
বিঞ্জ ওয়াচ করুন আপনার পছন্দসই সিরিজ
সিনেমা দেখতে ভালবাসেন? বা কোনও সাই ফাই টেলিভিশন সিরিজ দেখতে? কিন্তু রোজ সময় হয় না? ওয়াচলিস্টে পরে আছে অনেক কিছু? চিন্তা করছেন কেন, আজ তো আপনারই দিন। বসে পড়ুন এক বাটি স্ন্যাকস নিয়ে, আর শুরু করুন আয়েশ করে বসে অলস হয়ে বিঞ্জ ওয়্যাচিং। নিজেকে ভালোবাসুন আজ একটু নিজের নিয়মে অলস হয়েই।
নিজেকে দিন পছন্দের গিফ্ট
বহুদিন ধরে কোনও জিনিস পাওয়ার ইচ্ছে হয়েছে কিন্তু শেষ পর্যন্ত কিনে ওঠা হয়নি? এই হচ্ছে সেরা সুযোগ। আপনার যা পছন্দ, সে হাতঘড়ি হোক বা নতুন প্লে স্টেশন বা স্বপ্নের কোনও ট্রিপের জন্যে টিকিট - নিজেকে দিয়ে আপনি নিজেই হয়ে উঠুন নিজের ভ্যালেন্টাইনস। গ্যারান্টি, গিফ্ট আপনার পছন্দ হবেই!
অনলাইন থেকে আনপ্লাগ করুন নিজেকে
সারাদিন ফেসবুক, ইনস্টাগ্রাম আর টুইটারে নোটিফিকেশনের স্রোত। সারাক্ষণই আমরা ছুটে চলেছি ডিজিটাল জাঁতাকলের মধ্যে দিয়ে। তাই ভালোবাসার দিনে শুরু করুন ভিতর থেকে, নিন নিজের মনের যত্ন। মোবাইল কম্পিউটার বন্ধ করে লগ আউট করুন নিষ্প্রয়োজন ইন্টারনেট স্ক্রলিং থেকে। আর আপন মনে, এক এক করে নিজেকে মনে করিয়ে দিন কেন আপনি আপনার নিজের ফেভারিট!
আশা করব ভাল কাটবে আপনার ভ্যালেন্টাইনস দিবস। প্রেমের জোয়ার তাই শুরু হোক আপনাকে দিয়েই।