'রামধনু'-র রঙে ভরে উঠুক ভালবাসার সপ্তাহ, সামাজিক বিধি-নিষেধের গণ্ডিকে পেরিয়ে আনন্দে মেতে উঠুন...

Tripoto

প্রায় দুই বছর আগে ভারতীয় বিচার ব্যবস্থায় ৩৭৭ ধারা আইনসিদ্ধ হলেও 'সমলিঙ্গ' শব্দ টার সঙ্গে ভারতীয় সমাজ ব্যবস্থা এখনও সেভাবে সমন্বয় গড়ে তুলতে পারেনি । এমনকি সোশ্যাল মিডিয়াতে LGBTQ নিয়ে আলোচনার ঝড় তোলা হলেও সমাজের কাছে এখনও সমলিঙ্গের ভালোবাসাটা অপরাধের মতোই থেকে গেছে ।

Photo of 'রামধনু'-র রঙে ভরে উঠুক ভালবাসার সপ্তাহ, সামাজিক বিধি-নিষেধের গণ্ডিকে পেরিয়ে আনন্দে মেতে উঠুন... 1/4 by Deya Das

তবে ২০২১ সালের মানুষের মানসিকতার কিছুটা বদল ঘটেছে। মানুষ ধীরে ধীরে বুঝতে শিখেছে যে ভালবাসা জিনিসটা ফুলের মতোই পবিত্র। ভালবাসা কোনও রকম ভেদাভেদ দেখে হয় না। আর তাই ধীরে ধীরে সমাজও নিজেকে পরিবর্তন করতে সচেষ্ট হচ্ছে। একই লিঙ্গের দুই মানুষের ভালবাসাকে স্বীকৃতি দিচ্ছে। এখন সমলিঙ্গের মানুষ নিজেদের অস্বস্তি, ভয়, দ্বিধা কাটিয়ে উঠে নিজের ভালোবাসার মানুষের হাতে হাত ধরে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারছে।

আমরা সকলেই জানি ভারতের বিচ পার্টি বা ক্লাব পার্টির শ্রেষ্ঠ ঠিকানা হল গোয়া । আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে লিঙ্গ বৈষম্যতার কোনও রকম বিধিনিষেধ নেই । এখানে আপনি ইচ্ছা মতো আপনার সঙ্গীর সাথে কোনও রকম দ্বিধা ছাড়াই সময় কাটাতে পারেন । আর তাই দেশ বিদেশ থেকে বহু পর্যটক নিজেদের ভালোবাসার মানুষের সাথে ভ্রমণ করার জন্য গোয়াকে বেছে নেন।

আপনিও যদি ভালোবাসার মানুষের সাথে একান্তে ভ্রমণের মিষ্টি দিনগুলো উপভোগ করতে চান কিংবা পার্টির আনন্দে ভেসে যেতে চান তাহলে গোয়ায় আপনাকে স্বাগত। যদিও এখানে আলাদা করে কোনো সমলিঙ্গ মানুষদের জন্য কোনও ক্লাব বা বার নেই। তবে এই ব্লগে কিছু বিখ্যাত ক্লাব বা বার এর সন্ধান দেওয়া হলো, যেগুলোতে আপনি বিনা দ্বিধায় ঘুরে আসতে পারেন। প্রসঙ্গত জানিয়ে রাখি, এই পার্টিগুলোর বেশিরভাগ আয়োজক হলেন কুয়ার কিনারা।

১. লাভ প্যাশন কার্মা, ক্যান্ডোলিম

Photo of 'রামধনু'-র রঙে ভরে উঠুক ভালবাসার সপ্তাহ, সামাজিক বিধি-নিষেধের গণ্ডিকে পেরিয়ে আনন্দে মেতে উঠুন... 2/4 by Deya Das

গোয়া রাজ্যের মধ্যে লাভ প্যাশন কার্মা সবচেয়ে জনপ্রিয় । সত্যি সত্যিই এই ক্লাব এর সৌন্দর্য এবং পার্টির জন্য উপযুক্ত পরিবেশ অন্য কোথাও পাবেন না । বলিউড থেকে ডি জে ডান্স, প্রিয় মানুষ ও ড্রিঙ্কস-এর সঙ্গে সারারাত পার্টি করার আনন্দটা এক্কেবারে অন্যরকম ।

২. সিঙ্ক নাইট ক্লাব

Photo of 'রামধনু'-র রঙে ভরে উঠুক ভালবাসার সপ্তাহ, সামাজিক বিধি-নিষেধের গণ্ডিকে পেরিয়ে আনন্দে মেতে উঠুন... 3/4 by Deya Das

উত্তর গোয়ার সিঙ্ককোয়েরিম অঞ্চলে অবস্থিত সিঙ্ক নাইট ক্লাবটি । ক্লাব কর্তৃপক্ষদের মতে এটি হল একটি পার্টি হোটেল।হোটেলের অন্দরসজ্জাও এমনভাবে সাজানো যে আপনার মনে হতেই পারে যে সবসময়ই এখানে পার্টি চলছে।

এছাড়াও এখানে কিছু ছোট ছোট ক্যাফে ও রয়েছে । তবে এখানে পার্টির আয়োজক কুয়ার কিনারা ছাড়াও অন্য কোনও স্থানীয় গ্রুপ ও পার্টির আয়োজন করেন। আবার কখনও কোনও দুটি গ্রুপ একত্রে ও পার্টির আয়োজন করে থাকেন।

৩. গোয়ান কলিপসো, আরপোরা

আরপোরার কাছে ডাবল-ট্রি হিলটনের ঠিক পাশেই গোয়ান কলিপসো অবস্থিত। এটি মূলত একটি রেস্টুরেন্ট এবং বার। এখানে কিছু নির্দিষ্ট দিনেই কুয়ার কিনারা দ্বারা পার্টি আয়োজিত হয়। বিশদে জানতে কুয়ার কিনারা- এর ইনস্টাগ্রাম পেজে নজর রাখতে পারেন ।

৪. ফ্লাইং ডলফিন, ক্যাল্যাঙ্গুত

ক্যাল্যাঙ্গুত বিচের তীরে অবস্থিত ফ্লাইং ডলফিন হল একটি ক্যাফে এবং শ্যাক। এই ক্যাফেতে বিচ পার্টির আয়োজক হলেন কিউকে গ্রুপ।

৫.আনজুনার সিরাস

আপনি যদি চিত্রকলা এবং মিউজিকের একান্ত ভক্ত হয়ে থাকেন তাহলে সিরাস -এ আপনাকে স্বাগত । এখানে সমুদ্রের নানান এক্টিভিটি ছাড়াও রাত্রিবাসের ও যথেষ্ট ব্যবস্থা রয়েছে । ট্রি হাউস, ছোট ছোট কটেজ, সুইমিং পুল থেকে শুরু করে টেরাস ক্যাফে, সমস্ত কিছুই একই ছাদের তলায় পেয়ে যাবেন। এখানেও পার্টির আয়োজক হলেন কুয়ার কিনারা ।

৬. কিটটি-সু মুম্বাই

Photo of 'রামধনু'-র রঙে ভরে উঠুক ভালবাসার সপ্তাহ, সামাজিক বিধি-নিষেধের গণ্ডিকে পেরিয়ে আনন্দে মেতে উঠুন... 4/4 by Deya Das

নো জাজমেন্ট পার্টির জন্য অন্যতম বিখ্যাত নাইট ক্লাব হলো কিটটি-সু । এই ক্লাবটি মূলত ললিত গ্রুপস অফ হোটেলস এর অন্তর্ভুক্ত । বর্তমানে ললিত হোটেল মুম্বই, নিউ দিল্লি, ব্যাঙ্গালুরু, কলকাতা এবং চন্ডিগড়ে রয়েছে । করোনা পরিস্থিতির কারণে কিটটি সু এর পার্টির সাক্ষী থাকতে আপনাকে অনলাইনের সাহায্য নিতে হবে । তবে খুব শীঘ্রই আপনি এই পার্টির লাইভ অংশীদার হতে পারবেন ।

সমস্ত রকম ভিন্নতাকে দূরে রেখে ভালবাসাকে প্রাধান্য দেওয়াই মনুষ্য ধর্মের কর্তব্য । ভালবাসার মানুষকে বেছে নেওয়াটা আসলে মানুষের নিজস্ব পছন্দ। আর মানুষ যাকে মন থেকে ভালবাসলে সেখানে কোনও রকম ভেদাভেদ নজরের আওতাভুক্ত হয় না । সমলিঙ্গ কোনও দোষের নয় তাই সেখানে কোনওরকম ভেদাভেদ বা তারতম্যতা থাকার কোনও প্রশ্নই নেই । ভবিষ্যতে গোয়ার পার্টি আনন্দে উচ্ছসিত হওয়ার জন্য অনলাইনের খোঁজ নিলে নো জাজমেন্ট পার্টির সন্ধান পেয়ে যাবেন ।

আজকের ব্লগটা আপনার জন্য কতটা ফলপ্রসূ হল নিচে কমেন্ট বাক্সে লিখে জানাতে কিন্তু ভুলবেন না ।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

(এটি একটি অনুবাদকৃত আর্টিকেল। আসল আর্টিকেল পড়তে এখানে ক্লিক করুন!)

Further Reads