একটা নতুন দেশে স্থানান্তরিত হওয়ার সুবর্ণ সুযোগ আর সঙ্গে পেয়েও যেতে পারেন ৭০,০০০ ডলার

Tripoto
Photo of একটা নতুন দেশে স্থানান্তরিত হওয়ার সুবর্ণ সুযোগ আর সঙ্গে পেয়েও যেতে পারেন ৭০,০০০ ডলার 1/1 by Deya Das
এমন সুন্দর পরিবেশে থাকতে মন্দ কোথায় ? (ছবি সংগৃহীত)

সুইজারল্যান্ডের সৌন্দর্য সমস্ত মানুষের কাছে ভীষণই চিত্তাকর্ষক, কিন্তু এই দেশকে উপভোগ করার সৌভাগ্য সাধারণ মানুষের কাছে প্রায় অসম্ভব। তাই গোটা সুইজারল্যান্ড শহরটিই সাধারণ মানুষের বিশেষত ভারতীয়দের কাছে এক কল্পনায় পরিণত হয়েছে । কিন্তু আজ এই ব্লগে সমস্ত সুইসপ্রেমী মানুষের জন্য একটি বিশাল চমক রয়েছে। হ্যাঁ আপনার ভাবনাটা খানিক সত্যি হতে চলেছে। সুইজারল্যান্ডের পাহাড়বেষ্ঠিত একটি ছোট্ট গ্রাম আলবিনেন বিশ্বের সমস্ত যুবসমাজের কাছে একটা আকর্ষণীয় আমন্ত্রণপত্র পাঠিয়েছে। এই আমন্ত্রণপত্রের মূল বিষয়বস্তু কিন্তু শুধুমাত্র ভ্রমণ নয়, সমস্ত যুবসমাজ পরিবারসহ এই সুইস গ্রামে সম্পূর্ণভাবে স্থানান্তরিত হতে পারেন। শুধু তাই নয়, আলবিনেন পুরসভার পক্ষ থেকে সেই সমস্ত স্থানান্তরিত মানুষকে কমপক্ষে ২৫,০০০ ডলার উপহার দেওয়া হবে। অবিশ্বাস্য হলেও কিন্তু একটা সত্যি। আর এই আমন্ত্রণ পত্রের অংশীদার কিন্তু আপনিও হতে পারেন।

কেন আপনি আলবিনেনকে বেছে নেবেন?

আপনি কিন্তু চাইলেই আলবিনেনকে স্বচ্ছন্দে বেছে নিতে পারেন (ছবি সংগৃহীত)

Photo of Albinen, Switzerland by Deya Das

আলবিনেন হল সুইজারল্যান্ডের পাহাড় এবং পাইনের সমাহারে বর্ণময় প্রাকৃতিক সৌন্দর্যে ভূষিত একটি গ্রাম। শান্ত এবং মিষ্টি নির্জনতায় ভরা এই গ্রামটি থেকে তুষার শুভ্র আল্পসের দৃষ্টি আকর্ষক রূপটিকে সরাসরি প্রত্যক্ষ করা যায়। বর্তমানে এই ছবির মতো সুন্দর এই পাহাড়ি গ্রামের জনসংখ্যা মাত্র ২৪০ জন। জনসংখ্যার অবনতির কারণে স্থানীয় স্কুলটিকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রসঙ্গত জানিয়ে রাখি, গোটা গ্রামে বর্তমানে মোট ৭টি শিশু আছে এবং তারা গ্রামের কাছাকাছি একটি স্কুলে পঠন -পাঠন করছে।

আলবিনেন পুরসভার এই সুযোগটি ৪৫ বছর বয়স পর্যন্ত অবিবাহিত পুরুষ এবং সদ্য বিবাহিত বা কম বয়সী যুগল এবং কোনও পরিবার যারা এই দেশে স্থানান্তরিত হতে চান কিংবা এখানে নতুন বাসস্থান গড়ে তুলতে চান, সেই সমস্ত মানুষদের জন্য বৈধ । এই প্রস্তাব অনুসারে সমস্ত প্রাপ্তবয়স্ক মানুষদের কমপক্ষে ২৫,০০০ ডলার এবং শিশুদের ১০,০০০ ডলার আলবিনেন পুরসভার পক্ষ থেকে প্রদান করা হবে। শুধু একবার ভেবে দেখুন, যদি কোনও পরিবারের সদস্যগণ চার দশক সময় পর্যন্ত আলবিনেনে স্থানান্তরিত হন, তাহলে সেই পরিবার মোট ৭০,০০০ ডলার কিংবা তারও বেশি টাকা আয় করতে পারেন। এই অঞ্চলের সরকারের বিশ্বাস, একমাত্র বিনিয়োগই স্থানীয় অর্থনীতি এবং ব্যবসাকে নতুন করে চালনা করতে পারে।

নিখাদ সাদামাটা ছিমছাম পরিবেশ (ছবি সংগৃহীত)

Photo of একটা নতুন দেশে স্থানান্তরিত হওয়ার সুবর্ণ সুযোগ আর সঙ্গে পেয়েও যেতে পারেন ৭০,০০০ ডলার by Deya Das

এই উদ্যোগটি আলবিনেনের জন্য লাভদায়ক হলেও, কাজের ক্ষেত্রে তেমন কোনও অগ্রগতি হয়নি। এই পরিকল্পনাকে মাথায় রেখেই সুইস গভর্নমেন্ট একটি জেনারেল মিটিং-এর ব্যবস্থা করেন। মিটিং-এর অন্তিম সিদ্ধান্ত অনুসারে স্থানীয় অধিবাসীদের উদ্দেশ্যে একটি নির্বাচনের আয়োজন করা হয়।

শর্তাবলী প্রযোজ্য

ছবি সংগৃহীত

Photo of একটা নতুন দেশে স্থানান্তরিত হওয়ার সুবর্ণ সুযোগ আর সঙ্গে পেয়েও যেতে পারেন ৭০,০০০ ডলার by Deya Das

স্থানীয় সরকারী সংবাদমাধ্যমের তথ্য অনুসারে জানা যায়, অর্থ লাভের জন্য স্থানান্তরিত মানুষদের কমপক্ষে ১০ বছর এই গ্রামে বসবাস করতে হবে। অন্যথা অর্থ লাভের কোনো রকম দাবি আপনার জন্য প্রযোজ্য হবে না। শর্ত অনুযায়ী, ১০বছর বা তারও বেশি সময় এই গ্রামে বসবাস করার পর, এই গ্রামে বাড়ি বানাতে চাইলে বা জমি কিনতে চাইলে সহায়ক অর্থের দাবি অনুসারে ২০০,০০০ ডলার ( ২০০,০০০ সুইস ফ্রাঞ্চাস ) আপনার জন্য অনুমোদিত হবে। তাছাড়াও সুইস সরকারের পক্ষ থেকে এই বিপুল অর্থ লাভের জন্য আপনার সুইস পার্মানেন্ট রেসিডেন্সির সঠিক প্রমানপত্রটির প্রয়োজন।

তবে স্থানীয় একটি সংবাদমাধ্যমের সরকারী আধিকারিকের বিবৃতি অনুসারে জানা যায়, এই সুযোগটি কেবলমাত্র সৌভাগ্যশালী ৫ থেকে ১০টি যুব পরিবারের জন্যই প্রযোজ্য ।

আপনিও কি আপনার স্বপ্নের দেশের নাগরিক হতে চান?এই ব্লগের অজানা তথ্যটি কেমন লাগল লিখে জানাতে কিন্তু একদম ভুলবেন না ।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

(এটি একটি অনুবাদকৃত আর্টিকেল। আসল আর্টিকেল পড়তে এখানে ক্লিক করুন!)