শহুরে পিছুটান থেকে মুক্ত হয়ে প্রকৃতির সঙ্গে সময় কাটানোর জন্য রইল বিশেষ কয়েকটি জায়গার উল্লেখ...

Tripoto
Photo of শহুরে পিছুটান থেকে মুক্ত হয়ে প্রকৃতির সঙ্গে সময় কাটানোর জন্য রইল বিশেষ কয়েকটি জায়গার উল্লেখ... 1/1 by Deya Das

রোজকারের এই বন্দি জীবনের কঠিন বেড়াজাল থেকে মুক্তির আনন্দ পেতে চাইছেন? কিংবা ইন্টারনেটের জগৎ থেকে বেড়িয়ে প্রকৃতির সঙ্গে একাত্ব হতে চাইলে এই ১১টি হোটেলকে বেছে নিতে পারেন । শহুরে জীবনযাপন এবং ইন্টারনেটের ছত্রছায়া থেকে মুক্ত হয়ে বিলাসবহুল হোটেলে থেকে প্রকৃতির কাছে নিজেকে সম্পূর্ণভাবে মেলে ধরার আনন্দটা প্রকৃতিপ্রেমী এবং ভ্রমণপ্রিয় মানুষের একমাত্র অভিপ্রায়, সেটি বলার অপেক্ষা রাখে না। প্রকৃতির অকৃত্রিম সৌন্দর্য এবং নির্জনতার আনন্দ উপভোগ করতে চাইলে এই হোটেলগুলোতে আপনাকে বিশেষভাবে স্বাগত ।

১. কোদাইকানালের এলিফ্যান্ট ভ্যালি ইকো ফার্ম:

আপনি যদি আধুনিক সভ্যতা থেকে কিছুদিনের জন্য মুক্ত হতে চান তাহলে কোদাইকানাল থেকে মাত্র ২০কিমি দূরত্বে পৌঁছে যেতে পারেন এলিফ্যান্ট ভ্যালি ইকো ফার্মে। এই হোটেলটির ইকো ফার্মগুলো পর্যটকদের কাছে খুবই আকর্ষনীয়। স্থানীয় মানুষের মত অনুসারে জানা যায়, এই অঞ্চলটি পূর্বে হাতিদের যাতায়াতের একমাত্র পথ ছিল; যা বর্তমানে বিভিন্ন জীবের বাসস্থান হিসেবে পরিচিতি পেয়েছে । আর তাই জনজাতিবিহীন, শান্ত, নিস্তব্ধ এবং নির্জন পরিবেশের পরিমণ্ডলে এই জায়গাটি আপনার ভ্রমণের একমাত্র কারণ হয়ে উঠবে। এই হোটেলে মোট ২০ টি পরিবেশ সহযোগী বাংলো রয়েছে এবং প্রত্যেকটি বাংলোতে সোলার লাইট এবং জ্বালানি সহযোগে সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা উপলব্ধ রয়েছে ।

এইরকম শান্ত এবং নিরিবিলি পরিবেশে আপনি অনায়াসেই সময় কাটাতে পারবেন (ছবি সংগৃহীত)

Photo of Kodaikanal, Tamil Nadu, India by Deya Das

২. দ্য তামারা, কুর্গ:

পশ্চিমঘাট পর্বতমালার সৌন্দর্যকে উপভোগ করতে চাইলে কুর্গের তামারা হোটেলের বিলাসবহুল কটেজে রাত্রিবাসের প্ল্যানটা বেশ রোমাঞ্চকর হবে। কটেজের ব্যালকনিতে বসে এক কাপ কফির সঙ্গে বিস্তীর্ণ কাব্যিনাকাড এস্টেটের সঙ্গে সঙ্গে পশ্চিমঘাট পর্বতমালাকে উপভোগ করার দৃশ্যটা জাস্ট অসাধারণ বলতেই হবে। এছাড়াও এখান থেকে আপনি আরবিকা এবং এলাচের চাষ প্রত্যক্ষ করে আসতে পারেন। ইচ্ছা করলে একটা ছোট্ট ট্রেক করে পৌঁছে যেতে পারেন রুদ্রাক্ষ ট্রেইল, আর এখানকার অনেক অজানা পাখিদের আড্ডার একমাত্র সাক্ষী থাকতে পারেন আপনিও। দিনের শেষে হোটেলের ষ্টুডিয়ো স্পা থেকে স্পা করিয়ে হালকা আরামের আমেজ নিতে পারেন আপনিও।

রোমাঞ্চকর পরিবেশে (ছবি সংগৃহীত)

Photo of Coorg, Karnataka, India by Deya Das

৩. হিডেন ভ্যালি রিট্রিট:

নির্জনতায় পরিপূর্ণ কোনও হোটেলে রাত্রিবাস করতে চাইলে হিডেন ভ্যালি রিট্রিটে আপনার জন্য রইল অগ্রিম আমন্ত্রণ। আধুনিকতার ঝাঁ চকচকে জীবনযাত্রা থেকে এক্কেবারে আলাদা এই হোটেলটি কেরালার ওয়েনদে অবস্থিত। রাতের অন্ধকারে বনের নির্জনতার মাঝে ঝিঁ ঝিঁ পোকার ডাক শুনতে শুনতে প্রকৃতির তরফ থেকে শুভ রাত্রি অভিবাদন পেতে চাইলে আপনাকে আসতেই হবে এই হোটেলে।

ছবি সংগৃহীত

Photo of Wayanad, Kerala, India by Deya Das

৪. লিটল ড্রিম, মর্নিং সারপ্রাইস, মানালি:

কোলাহল বিহীন, শান্ত এবং শীতল পরিবেশে পাহাড় পরিবেষ্টিত অঞ্চলে একটা ছোট্ট বাড়ির স্বপ্নটি সমস্ত মানুষের মনেই আনাগোনা করে। কি তাই তো? এমনি একটি স্বপ্নের বাড়িতে বসবাস করে ভ্রমণের দিনগুলো অতিবাহন করতে পৌঁছে যেতে পারেন মানালিতে। মানালি বাস স্ট্যান্ড থেকে মাত্র ১৫মিনিটের দূরত্বে নাসোগী গ্রামে এই হোমস্টেটি অবস্থিত। এখান থেকে মাত্র ৩০০ মিটার পথ অতিক্রম করে পৌঁছে যেতে পারেন প্রবহমান জলপ্রপাতের উদ্দেশ্যে। তাছাড়াও একটি নির্দিষ্ট সময়ে গেলে আপেলের বাগানও পরিদর্শন করতে পারেন।

পাহাড়ে ঘেরা পরিবেশে হোম-স্টের সুব্যবস্থা (ছবি সংগৃহীত)

Photo of Manali, Himachal Pradesh, India by Deya Das

৫. যোগীদের বাসস্থান, হোম অফ গাইয়াতে রাত্রিবাস:

পর্যটকের ভিড়ে জর্জরিত মানালির মধ্যেই পাহাড়ের উপর আপেল গাছ দ্বারা পরিপূর্ণ কোলাহলবিহীন স্থানে এই হোমস্টেটির অবস্থান। জনমানুষের ভিড়ে এই হোমস্টেটি সহজে নজরবন্দি হবে না। মানালির প্রধান স্থান থেকে প্রায় ২০ মিনিট ট্রেকিং করেই আপনি এই হোমস্টেতে পৌঁছতে পারবেন। জায়গাটির শান্ত এবং নির্জন পরিবেশটি শিল্পী, গীতিকার, লেখক বা যোগীদের জন্য এক্কেবারে আদৰ্শ।

কোলাহলবিহীন এমন পরিবেশ সকলকে মুগ্ধ করবেই (ছবি সংগৃহীত)

Photo of Manali, Himachal Pradesh, India by Deya Das

৬. টিপ্পরারির ঔপনিবেশিক বাংলো:

ব্যাঙ্গালুরু থেকে কিছু কিমি দূরত্বে অবস্থিত এই ঔপনিবেশিক বাংলোটি। এই বাংলোটি দেখার পর আপনার চার্লস ডিকেন্সের উপন্যাসে বর্ণিত বাংলোগুলির কথা মনে পরে যেতে পারে। তৎকালীন যুগের সরঞ্জাম এবং আসবাবপত্র সহযোগে এই বাংলোর ঘরগুলো সুসজ্জিত রয়েছে। বাংলোটি থেকে সালেম শহরের অসাধারণ দৃশ্যটি প্রত্যক্ষ করা যায়।

সাজানো ছিমছাম পরিবেশ (ছবি সংগৃহীত)

Photo of Bangalore, Karnataka, India by Deya Das

৭. দিন্ডিগুল এর কার্ডেমন হাউস:

সমস্ত ভ্রমণপ্রিয় মানুষের কাছে দিন্ডিগুল অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থান হিসেবে পরিচিত। কার্ডেমন হাউসটি পূর্বে ব্রিটিশ চিকিৎসক ডাক্তার ক্রিস লুকাস এর বাসস্থান ছিল। অথওর গ্রামে অবস্থিত এই এই বাড়িটির ছাদ থেকে বর্ষার জলে নির্ভরকারী লেক কামারজারের দেখা পেতে পারেন। এছাড়াও, পশ্চিমঘাট পর্বতমালার পাদদেশে অবস্থিত এই লেককে কেন্দ্র করে অনেক নাম-না-জানা ফুলের সন্ধান পাবেন। পাহাড় পরিবেষ্টিত লেক, রঙ বেরঙের ফুলের সমাহার, ভ্রমরের গুঞ্জন , নানান রঙের প্রজাপতির যাতাযাত; প্রকৃতির এই সমস্ত রূপগুলোকে মনের ক্যামেরাতে আবদ্ধ করতে এখানে আপনাকে আসতেই হবে।

Photo of Western Ghats, Karnataka by Deya Das

ছবি সংগৃহীত

Photo of Western Ghats, Karnataka by Deya Das

৮. বান্ধবগড় ট্রি-হাউস হাইডআওয়ে:

আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ হন তাহলে ২১ একর জমির উপর বান্ধভগড় ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের ঘন অরণ্যের মাঝে এই ট্রি-হাউসে রাত্রিবাসের পরিকল্পনাটি যে রোমাঞ্চকর হবে, তা বলাই বাহুল্য । আমরা সকলেই জানি সাড়া ভারতের মধ্যে সর্বাধিক বাঘের দেখা মেলে এই বান্ধবগড় জাতীয় উদ্যানে। এই ট্রি-হাউসের ব্যালকনি থেকে আপনি অনায়াসেই দেখা পেয়ে যাবেন বাঘের। তাছাড়াও জঙ্গলের সংস্কৃতিকে প্রাণভরে উপভোগ করার জন্য এই জায়গাটি আদৰ্শ একথা বলাই বাহুল্য।

ছবি সংগৃহীত

Photo of Bandhavgarh Tiger Reserve, Kila Bandhogarh, Madhya Pradesh, India by Deya Das

৯. ম্যাঙ্গালোরের সুলতানের ব্যাটারি:

এই সুলতানের ব্যাটারিটি ও আরেকটি ট্রি-হাউস হিসেবে পরিচিত । প্রধান শহর ম্যাঙ্গালোর থেকে প্রায় ৪ কিমি দূরত্বে অবস্থিত টিপু সুলতানের এই ওয়াচ টাওয়ারটি । এখানে থেকে আপনি যেমন প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে পারেন, তেমনি কফি এবং ভ্যানিলা চাষও চাক্ষুস করতে পারেন।

প্রকৃতি এবং পরিবেশের মাঝে (ছবি সংগৃহীত)

Photo of Mangalore, Karnataka, India by Deya Das

১০. ভাজহুরের সেরেনিটি:

পাহাড়ের কোলে কানাম এস্টেটের মধ্যবর্তীস্থানে এই ভিলাটির অবস্থান। ভিলাটি তৎকালীন স্থাপত্যর পরিমণ্ডলে নির্মিত, তাছাড়া ভিলাটির মধ্যে একটা হেরিটেজ আমেজ রয়েছে। মালাবার অঞ্চলে হাতিদের বিচরণের সাক্ষী থাকতে চাইলে আপনি এই ভিলাটি পরিদর্শনে আসতে পারেন।

প্রাচীন স্থাপত্যশিল্পের এক সুচারু প্রতিফলন (ছবি সংগৃহীত)

Photo of Vazhoor, Kerala, India by Deya Das

১১. আউলি রিসোর্ট:

হিমালয়ের বুকে তুষারাবৃত পরিবেশে রাত্রিবাস করার ইচ্ছে হলে পৌঁছে যেতে পারেন আউলি রিসোর্টে। হিমালয়ের গাড়োয়াল অঞ্চলটি সমস্ত ভ্রমণপ্রেমী মানুষের কাছে স্বর্গ। চারিদিকে বরফাচ্ছন্ন শীতল পরিবেশের পরিমণ্ডলে এই বাংলো থেকে হিমালয় দর্শনের আনন্দটা এককথায় জাস্ট অসাধারণ। সকালে হিমালয়ের পক্ষ থেকে প্রথম অভিবাদনটি পেতে চাইলে অথবা প্রকৃতির কোলে নিজেকে হারিয়ে ফেলতে চাইলে আউলির এই রিসোর্টে আপনার জন্য রইল সাদর আমন্ত্রণ।

Photo of Auli, Uttarakhand, India by Deya Das

ছবি সংগৃহীত

Photo of Auli, Uttarakhand, India by Deya Das

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

(এটি একটি অনুবাদকৃত আর্টিকেল। আসল আর্টিকেল পড়তে এখানে ক্লিক করুন!)

Further Reads

Related to this article
Weekend Getaways from Kodaikanal,Places to Visit in Kodaikanal,Places to Stay in Kodaikanal,Things to Do in Kodaikanal,Kodaikanal Travel Guide,Weekend Getaways from Dindigul,Places to Visit in Dindigul,Places to Stay in Dindigul,Things to Do in Dindigul,Dindigul Travel Guide,Places to Visit in Tamil nadu,Places to Stay in Tamil nadu,Things to Do in Tamil nadu,Tamil nadu Travel Guide,Things to Do in India,Places to Stay in India,Places to Visit in India,India Travel Guide,Weekend Getaways from Madikeri,Places to Visit in Madikeri,Places to Stay in Madikeri,Things to Do in Madikeri,Madikeri Travel Guide,Places to Visit in Karnataka,Places to Stay in Karnataka,Things to Do in Karnataka,Karnataka Travel Guide,Weekend Getaways from Wayanad,Places to Visit in Wayanad,Places to Stay in Wayanad,Things to Do in Wayanad,Wayanad Travel Guide,Places to Visit in Kerala,Places to Stay in Kerala,Things to Do in Kerala,Kerala Travel Guide,Weekend Getaways from Manali,Places to Stay in Manali,Places to Visit in Manali,Things to Do in Manali,Manali Travel Guide,Weekend Getaways from Kullu,Places to Visit in Kullu,Places to Stay in Kullu,Things to Do in Kullu,Kullu Travel Guide,Places to Visit in Himachal pradesh,Places to Stay in Himachal pradesh,Things to Do in Himachal pradesh,Himachal pradesh Travel Guide,Weekend Getaways from Bangalore urban,Places to Stay in Bangalore urban,Places to Visit in Bangalore urban,Things to Do in Bangalore urban,Bangalore urban Travel Guide,Weekend Getaways from Shimoga,Places to Visit in Shimoga,Places to Stay in Shimoga,Things to Do in Shimoga,Shimoga Travel Guide,Places to Visit in Madhya pradesh,Places to Stay in Madhya pradesh,Things to Do in Madhya pradesh,Madhya pradesh Travel Guide,Weekend Getaways from Mangalore,Places to Visit in Mangalore,Places to Stay in Mangalore,Things to Do in Mangalore,Mangalore Travel Guide,Places to Visit in Dakshina kannada,Weekend Getaways from Kottayam,Places to Visit in Kottayam,Places to Stay in Kottayam,Things to Do in Kottayam,Kottayam Travel Guide,Weekend Getaways from Auli,Places to Stay in Auli,Places to Visit in Auli,Things to Do in Auli,Auli Travel Guide,Weekend Getaways from Shimla,Places to Visit in Shimla,Places to Stay in Shimla,Things to Do in Shimla,Shimla Travel Guide,Places to Visit in Uttarakhand,Places to Stay in Uttarakhand,Things to Do in Uttarakhand,Uttarakhand Travel Guide,