আপনার ভ্রমণের তালিকায় অন্তর্ভুক্ত স্থানগুলোকে পর্যবেক্ষণ করতে চান ? কিন্তু অনেকসময় লেখাপড়া বা অফিসের কাজের চাপে বা অন্য কোনও সমস্যার কারণে আপনার প্যাশনটি অসম্পূর্ণই থেকে যায় | তাছাড়াও, ভ্রমণের জন্য অর্থের প্রয়োজন হয়; অনেকসময় অর্থের অভাবেও আমাদের ভ্রমণের ইচ্ছা টাও অপূর্ণ থেকে যায় | তাই তো? আজ এই ব্লগ-এ তেমনি কিছু ট্রাভেলিং জব-এর সন্ধান রয়েছে | আর এই জীবিকাগুলো অনুসরণ করার ফলে আপনার ভ্রমণের ইচ্ছা এবং অর্থ উপার্জন এই দুটোর মধ্যেই সামঞ্জস্যতা বজায় থাকবে |
এখানে ভ্রমণপ্রেমীদের জন্য রইল এমনই কয়েকটি জীবিকার সন্ধান -
১. ট্যুর গাইড:
ভ্রমণের সাথে সংযুক্ত প্রত্যেকটি জীবিকাই বর্তমান প্রজন্মের জন্য বেশ আকর্ষণীয় | বলিউড ফিল্মের মধ্য দিয়ে 'ট্যুর গাইড' এই জীবিকাটি সম্পর্কে সকলের কাছেই একটা ধারণা রয়েছে | এই জীবিকার মাধ্যমে শিক্ষামূলক ভ্রমণের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ভ্রমণগুলোর প্রদর্শক হিসেবেও কাজ করতে পারেন | এমনকী ভবিষ্যতে আন্তর্জাতিক সংস্থা ইউনাইটেড নেশনস-এর 'ট্যুর গাইড'-এর স্বীকৃতি ও পেয়ে যেতে পারেন | ট্যুর গাইড হিসেবে আপনার কাজ হবে যে কোনও স্থানের অজানা ইতিহাস ও তথ্যভিত্তিক জ্ঞানে পর্যটকদের সমৃদ্ধ করা |
এই জীবিকা সম্পর্কিত কয়েকটি তথ্য:
‘ট্যুর গাইড’কে যদি জীবিকা হিসেবে বেছে নিতে চান তাহলে আপনাকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্যুরিজম এবং ট্রাভেল ম্যানজেমেন্ট নামক প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি পরীক্ষার আয়োজন করা হয় | এই পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই আপনি প্রশিক্ষিত ট্যুর গাইড হিসেবে পরিচিত পাবেন |
আরও পড়ুন কীভাবে আপনি প্রশিক্ষিত ট্যুর গাইড হতে পারবেন |
এডুকেশনাল ট্রাভেল অ্যাডভেঞ্চারস, ইন্টারন্যাশনাল গাইড একাডেমি এবং ইন্টারন্যাশনাল ট্যুর ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ইত্যাদি আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো থেকেও আপনি প্রশিক্ষিত ট্যুর গাইড হিসেবে কাজ করতে পারেন |
২. জাহাজের সঙ্গে যুক্ত জীবিকা:
সমস্ত ভ্রমণপ্রিয় মানুষ জাহাজ চালক বা জাহাজের অধিপতির জীবিকাটি বেছে নিতে পারেন | যারা বছরের প্রত্যেকটা দিনই নতুন দেশের সন্ধান পেতে চান তাদের জন্য এই জীবিকাটি এক্কেবারে আদর্শ | এছাড়াও, বিলাসবহুল, সুসজ্জিত জাহাজে করে দিগন্ত বিস্তৃত জলরাশি পেরিয়ে কলম্বাস বা ভাস্কো-দা-গামার দেশ আবিষ্কারের মতো আপনিও পৌঁছে যেতে পারেন কোনও এক নতুন দেশে |
এই জীবিকা সম্পর্কিত কয়েকটি তথ্য:
অনলাইনে cruiselinesjobs.com এই ওয়েবসাইটটিতে এই ধরণের জীবিকাগুলোর বিজ্ঞাপন দেওয়া হয় | আপনি খুব সহজেই এই বিজ্ঞাপনগুলো থেকে আবেদন করতে পারেন | ভারতে এই ধরণের জীবিকার বিজ্ঞাপন গুলির link এখানে দেওয়া রইল| এছাড়াও, এই জীবিকা সম্পর্কিত যাবতীয় তথ্য এখানে দেওয়া হল|
৩. অ-পেয়ার:
বিদেশের মানুষ অ-পেয়ার কথাটির সঙ্গে বেশ পরিচিত | আর এই জীবিকার সাহায্যে আপনি বেশ অনেকটা টাকা সহজেই উপার্জন করতে পারেন | এই গৃহস্থালি ও শিশুদের পর্যবেক্ষণের জীবিকায় অনেক সময় অতিরিক্ত উপার্জনের ও যথেষ্ট সুযোগ রয়েছে | অ-পেয়ার হিসেবে আপনার দায়িত্ব হল - কোনও গৃহকর্তার বাড়িতে থেকে, সেই বাড়ির শিশুদের দেখাশোনা করা বা শিশুদের একাকিত্ব কাটানোর জন্য তাদের ছায়াসঙ্গী হিসেবে থাকা | আর একজন অ-পেয়ার থাকা এবং খাওয়া সমস্ত দায়িত্ব নেবেন সেই বাড়ির গৃহকর্তা|
এই জীবিকা সম্পর্কিত কয়েকটি তথ্য:
অনলাইন বিভিন্ন ওয়েব সাইট -এ অ-পেয়ার-এর বিজ্ঞাপন দেওয়া হয় | যেমন aurpairworld এই ওয়েবসাইটটি বেশ পরিচিত এই জীবিকা সম্পর্কিত তথ্যের জন্য | তবে আপনার যদি একান্তই এই জীবিকা সম্পর্কে আগ্রহ থাকে তাহলে ক্রেগলিস্ট বা সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপনগুলো থেকেও আবেদন করতে পারেন |
8. ইংরেজি শিক্ষক:
ঔপনিবেশিকতার প্রধান উপহার হিসেবে ইংরেজি শিক্ষাটিকে কখনওই অস্বীকার করা যায় না | আমাদের দৈনন্দিন জীবনে সর্বত্রই ইংরেজি ভাষার ব্যবহার খুব তীক্ষ্ণ ভাবে ধরা দেয়| এমন কী আপনি এক দেশ থেকে অন্য দেশে একমাত্র এই ভাষার সাহায্যেই মনের কথাগুলো প্রকাশ করতে পারেন | আর তাই এই ভাষাটি ট্রিপোটো কেরিয়ার্স-এর ট্রাভেলিং জব -এর তালিকাভুক্ত |
এই জীবিকা সম্পর্কিত কয়েকটি তথ্য:
ইংরেজি শিক্ষায় মানুষকে শিক্ষিত করে তোলাকে যদি আপনার একমাত্র পেশা হিসেবে বেছে নিতে চান তাহলে Interexchange এবং GoAbroad ওয়েবসাইটগুলো পরখ করে দেখতে পারেন | এর সঙ্গে সঙ্গেই আপনার স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের পদগুলোতেও আবেদন করতে পারেন | এছাড়াও , ব্রিটিশ কাউন্সিল-এর পক্ষ থেকে আয়োজিত পরীক্ষাগুলো থেকে উত্তীর্ণ হয়ে আপনিও বিশ্বের কাছে খ্যাতনামা ইংরেজি শিক্ষকের শংসাপত্রটি পেয়ে যেতে পারেন |
৫. বিমান সহকারী:
বিমান সহকারী বা এয়ার হোস্টেস-এর কাজটিও ভ্রমণপ্রেমী মানুষের কাছে বেশ আকর্ষণীয় | তবে এই পেশায় নিযুক্ত হওয়ার আগে বেশ কয়েকটি ট্রেনিং এবং শারীরিক সক্ষমতার প্রয়োজন| এই জীবিকার সাহায্যে আপনার নতুন দেশে ঘোরা, বিলাস বহুল হোটেলে থাকা - এই ধরণের সমস্ত ইচ্ছাগুলি খুব সহজেই পূরণ হতে পারে | কিন্তু এই পেশাটি অন্যান্য ভ্রমণ পেশাগুলো থেকে বেশ কঠিন, অনিয়মিত কাজের সময় বা অনেকটা সময় বিমানে কার্যরত থাকা - ইত্যাদির অভ্যাস করা কিন্তু মোটেই সহজসাধ্য নয় |
এই জীবিকা সম্পর্কিত কয়েকটি তথ্য:
ভারতে বেশ অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে | তবে ফ্রান্কফিন ইনস্টিটিউট এবং এয়ার হোস্টেস একাডেমী বিমান পর্যবেক্ষক বা এয়ার হোস্টেস ট্রেনিংগুলোর জন্য বিখ্যাত |
৬. বিশ্বের সমস্ত দেশগুলোতে অর্গানিক চাষ:
WWOOF বেশ পরিচিত এই অর্গানিক চাষ এর জন্য | অর্গানিক চাষকে জীবিকা হিসেবে বেছে নিয়েই পৃথিবীর যে কোনও দেশে এই প্রতিষ্ঠানের সদস্য হিসেবে কাজ করতে পারেন | বর্তমানে WWOOF বিশ্বের ৯৯ টি দেশে এই জৈবিক চাষের প্রচলন ঘটিয়েছে | আর একজন ভ্রমণ প্রিয় মানুষের জন্য এই পেশাটি হয়ে উঠতে পারে একেবারে আদর্শ |
এই জীবিকা সম্পর্কিত কয়েকটি তথ্য:
অনলাইনে খুঁজলে এই ধরণের জীবিকার সন্ধান পেয়ে যাবেন |
৭. প্রোগ্রামার / ওয়েবসাইট নির্মাতা:
বর্তমানে আমরা সকলেই ইন্টারনেট ব্যবহারে স্বচ্ছন্দ| আপনি যদি একটু ভাল করে কম্পিউটার-এর ভাষা ও কোড শিখে নিতে পারেন, সমস্ত বিশ্ব জুড়ে তার যথেষ্ট চাহিদা রয়েছে |
এই জীবিকা সম্পর্কিত কয়েকটি তথ্য:
অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট-এ প্রোগ্রামিং এর বিজ্ঞাপন দেওয়া হয় | তবে toptalএবং WPHired - এই দুটি ওয়েবসাইট এই ধরণের ফ্রীল্যান্সইং পেশার জন্য বেশ গুরুত্বপূর্ণ |
৮. ওয়েব ডিজাইনার:
বিশ্বজুড়ে এই ওয়েব ডিজাইনার-এর পেশাটিরও যথেষ্ট খ্যাতি রয়েছে | তাছাড়াও, ওয়েব ডিজাইনার করে অর্থ উপার্জনের রাস্তাটিও বেশ সুগম | এখনও যদি এই পেশাটির বিষয়ে তেমন ধারণা না থাকে, তবে আজই গুগল থেকে ওয়েব ডিজাইনার সম্পর্কিত তথ্যগুলো বিশদে জেনে নিতে পারেন |
এই জীবিকা সম্পর্কিত কয়েকটি তথ্য:
কয়েকটি বিখ্যাত ওয়েবসাইট 99design এবং upwork সাহায্যে ওয়েব ডিসাইন এর ফ্রীল্যান্সইং কাজটি পেয়ে যেতে পারেন |
৯. ট্রাভেল এজেন্ট:
আপনার যদি বিশ্বের দেশগুলো সম্পর্কে খুঁটিনাটি সমস্ত বিষয়ে যথেষ্ট জ্ঞান থাকে তাহলে ‘ট্রাভেল এজেন্ট’ – পেশাটি আপনার জন্য আদর্শ | আর দেশ-বিদেশের তথ্যগুলো একত্রিত করে আপনি নিজের ট্রাভেল এজেন্সি ব্যবসাও শুরু করতে পারেন | দেশি বিদেশি সমস্ত পর্যটককে দর্শনীয় স্থান ও ভ্রমণ সম্পর্কিত সমস্ত রকম পরামর্শ দিয়ে সাহায্য করতে পারেন |
এই জীবিকা সম্পর্কিত কয়েকটি তথ্য:
‘ট্রাভেল এজেন্ট’ পেশায় আপনার আগ্রহ থাকলে WikiHow ওয়েবসাইট-টিতে সন্ধান করলে আপনি কিভাবে ট্রাভেল এজেন্ট হতে পারবেন সেই সম্পর্কে অনেক পরামর্শ পেয়ে যাবেন |
১০. ফটোগ্রাফ এবং ভিডিওগ্রাফ:
আপনি যদি ছবি তুলতে ভালোবাসেন বা ফোটোগ্রাফি যদি আপনার প্যাশন হয় এবং আপনি যদি সুদক্ষ ফটোগ্রাফার হন তাহলে ফোটোগ্রাফি কে আপনার পেশা হিসেবে বেছে নিতে পারেন | ক্যারিয়ার-এর প্রারম্ভে আপনি আপনার তোলা ছবিগুলো কোনও ট্যুর কোম্পানি বা ইন্টারনেট-এ আপলোড করে অর্থ উপার্জন করতে পারেন | তবে সুদক্ষ ফটোগ্রাফার-এর শিরোপা পেতে চাইলে আপনাকে নিজের কোনও ওয়েবসাইট বানিয়ে ছবিগুলো আপলোড করতে হবে অথবা ইউটিউব-এ কোনও ভিডিও বানিয়ে আপলোড করতে হবে | যার সাহায্যে আপনি টাকাও উপার্জন করতে পারবেন আবার ভবিষ্যতে খ্যাতনামা ইউটিউববার-এর শিরোপা ও পেয়ে যেতে পারেন |
এই জীবিকা সম্পর্কিত কয়েকটি তথ্য:
এখানে আপনার জন্য রইল এই জীবিকা সম্পর্কিত কয়েকটি পরামর্শ | কীভাবে আপনি ইউটিউব থেকে অর্থ উপার্জন করবেন |
১১. বিউটি থেরাপিস্ট:
বাজারে সর্বোচ্চ প্রচলিতগুলোর অন্যতম হল এই বিউটি সাঁলো | সমস্ত মানুষই চান নিজেকে সৌন্দর্য্যের আভরণের মোড়কে মুড়িয়ে রাখতে | বিউটি থেরাপিস্ট হতে গেলে কয়েকটি ট্রেনিং-এর প্রয়োজন হয় | এই বিউটিসিয়ান ট্রেনিং সম্পূর্ণ করে শংসাপত্র গ্রহণ করে পৃথিবীর যে কোনও স্থানে যে কোনও সাঁলোনে কর্মরত থাকতে পারেন | এছাড়াও, আপনি নিজেও সাঁলোনের ব্যবসা শুরু করতে পারেন
এই জীবিকা সম্পর্কিত কয়েকটি তথ্য:
বিশ্বের অনেকগুলো দেশে VLCC নামক প্রতিষ্ঠান এই ধরণের শিক্ষা প্রদান করে| এখানে এই প্রতিষ্ঠানের সমস্ত কোর্স এবং তার খরচ সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া রইল | এছাড়া, ভারতে ওরান নামক একটি সংস্থাও আগ্রহী ব্যাক্তিদের জন্য বিউটি থেরাপিস্ট কোর্সগুলো স্বল্পমূল্যে প্রদান করে থাকেন |
১২. বারটেন্ডার:
উৎসব বা অন্য যেকোনও আনন্দ অনুষ্ঠানে আনন্দে মাতোয়ারা হতে মানুষ সুরাপান করে থাকেন | তাছাড়া, আমাদের দেশে নেশা বিশেষত মদ্যপান করা কোনও রকম বে-আইনি নয় | ভ্রমণের সঙ্গে সাথে এই ‘বারটেন্ডার’- পেশাটিকে যদি নিজের জীবিকা হিসেবে বেছে নেন, তাহলে অর্থ উপার্জনের সঙ্গে ভ্রমণের ইচ্ছাটিও বাস্তবায়িত হতে পারে | পৃথিবীর যেকোনও স্থানে যে কোনও বারে নিজের ইচ্ছানুযায়ী সময় স্থির করে এই কাজটি করতে পারেন |
এই জীবিকা সম্পর্কিত কয়েকটি তথ্য:
ওয়ার্ল্ড বারটেন্ডিং ট্রেনিং অর্গানিসশন (WBTO) এবং চেন্নাই-এ অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ বারটেন্ডিং-এর সম্মিলিত কোর্স দ্বারা এই আপনি সুদক্ষ বারটেন্ডিং হয়ে উঠতে পারেন |এই কোর্সটি ৬ সপ্তাহের সার্টিফিকেট কোর্স এবং ১ বছরের ডিপ্লোমা কোর্স হিসেবে উপলব্ধ রয়েছে |
১৩. সার্ফ /স্কুবা/ যোগ প্রশিক্ষক:
যদি সার্ফ, স্কুবা অথবা যোগ সম্পর্কে আপনার ধারণা থাকে তাহলে এই অক্টিভিটি বা স্পোর্টস গুলির প্রশিক্ষক হতে পারেন | আর এই প্রশিক্ষণগুলোর সাহায্যে আপনার আয়ের রাস্তাটিও বেশ প্রশস্থ হবে |অন্যদিকে অর্থ উপার্জনের সাথে আপনার ভ্রমণের ইচ্ছাটিও পরিপূর্ণতা পাবে |
এই জীবিকা সম্পর্কিত কয়েকটি তথ্য:
পুদুচেরিতে কালিয়ালায় সার্ফ স্কুল অথবা লোনলি প্ল্যানেটস লিস্ট অফ বেস্ট সার্ফিং স্কুল থেকে সার্ফ শিখে সার্টিফাইড সার্ফ প্রশিক্ষক হতে পারেন | ভারতের অ্যাবসলিউট স্কুবা প্রতিষ্ঠান থেকে স্কুবা শিখে সার্টিফাইড স্কুবা ড্রাইভার -এর স্বীকৃতি ও পেতে পারেন | আপনার যদি যোগার প্রতি আগ্রহ থাকে তাহলে শিবানন্দ যোগা বেদান্ত সেন্টার থেকে প্রশিক্ষণ নিতে পারেন |
১৮. লেখক:
ট্রিপোটো-র ক্যারিয়ার-এর তালিকায় লেখক এর স্থান প্রথম স্থানের অধিকারী তা বলাইবাহুল্য | বর্তমানে ইন্টারনেটের দৌলতে এই পেশাটি বেশ গুরুত্বপূর্ণ | আপনার যদি লেখালেখি করতে ভাল লাগে আর সেই লেখা যদি পাঠকের পছন্দ হয়, তাহলে সেই লেখাটি থেকে আপনি অনেকটা টাকা উপার্জন করতে পারেন | অনলাইনে এমন অনেকগুলো ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি আপনার পছন্দ মতো বিষয়ে ব্লগ লিখে অর্থ উপার্জন করতে পারেন | লেখকদের কাজ হল বিষয়ভিত্তিক ব্লগ বা আর্টিকেল লিখে পাঠকদের মনোরঞ্জন করা বা তাদের সাথে গুরুত্বপূর্ন তথ্য শেয়ার করা | তবে অদূর ভবিষ্যতে সুচারু লেখক হিসেবে পরিচিতি পেতে চাইলে আপনার নিজস্ব ওয়েবসাইট-এ আপনার ব্লগগুলি আপলোড করতে পারেন | এছাড়াও, ট্রিপোটো ওয়েবসাইটটিতেও আপনি আপনার ভ্রমণ কাহিনিগুলো স্বচ্ছন্দে আপলোড করতে পারেন | ট্রিপোটোর তফর থেকে আপনার নতুন জীবনের জন্য রইল অনেক অভিনন্দন |