আপনি কি বেড়াতে ভালোবাসেন ? তাহলে ট্রিপোটো ক্যারিয়ারের এই জীবিকাগুলো আপনার জন্য আদর্শ

Tripoto

আপনার ভ্রমণের তালিকায় অন্তর্ভুক্ত স্থানগুলোকে পর্যবেক্ষণ করতে চান ? কিন্তু অনেকসময় লেখাপড়া বা অফিসের কাজের চাপে বা অন্য কোনও সমস্যার কারণে আপনার প্যাশনটি অসম্পূর্ণই থেকে যায় | তাছাড়াও, ভ্রমণের জন্য অর্থের প্রয়োজন হয়; অনেকসময় অর্থের অভাবেও আমাদের ভ্রমণের ইচ্ছা টাও অপূর্ণ থেকে যায় | তাই তো? আজ এই ব্লগ-এ তেমনি কিছু ট্রাভেলিং জব-এর সন্ধান রয়েছে | আর এই জীবিকাগুলো অনুসরণ করার ফলে আপনার ভ্রমণের ইচ্ছা এবং অর্থ উপার্জন এই দুটোর মধ্যেই সামঞ্জস্যতা বজায় থাকবে |

এখানে ভ্রমণপ্রেমীদের জন্য রইল এমনই কয়েকটি জীবিকার সন্ধান -

১. ট্যুর গাইড:

ভ্রমণের সাথে সংযুক্ত প্রত্যেকটি জীবিকাই বর্তমান প্রজন্মের জন্য বেশ আকর্ষণীয় | বলিউড ফিল্মের মধ্য দিয়ে 'ট্যুর গাইড' এই জীবিকাটি সম্পর্কে সকলের কাছেই একটা ধারণা রয়েছে | এই জীবিকার মাধ্যমে শিক্ষামূলক ভ্রমণের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ভ্রমণগুলোর প্রদর্শক হিসেবেও কাজ করতে পারেন | এমনকী ভবিষ্যতে আন্তর্জাতিক সংস্থা ইউনাইটেড নেশনস-এর 'ট্যুর গাইড'-এর স্বীকৃতি ও পেয়ে যেতে পারেন | ট্যুর গাইড হিসেবে আপনার কাজ হবে যে কোনও স্থানের অজানা ইতিহাস ও তথ্যভিত্তিক জ্ঞানে পর্যটকদের সমৃদ্ধ করা |

Photo of আপনি কি বেড়াতে ভালোবাসেন ? তাহলে ট্রিপোটো ক্যারিয়ারের এই জীবিকাগুলো আপনার জন্য আদর্শ 1/10 by Deya Das

এই জীবিকা সম্পর্কিত কয়েকটি তথ্য:

‘ট্যুর গাইড’কে যদি জীবিকা হিসেবে বেছে নিতে চান তাহলে আপনাকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্যুরিজম এবং ট্রাভেল ম্যানজেমেন্ট নামক প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি পরীক্ষার আয়োজন করা হয় | এই পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই আপনি প্রশিক্ষিত ট্যুর গাইড হিসেবে পরিচিত পাবেন |

আরও পড়ুন কীভাবে আপনি প্রশিক্ষিত ট্যুর গাইড হতে পারবেন |

এডুকেশনাল ট্রাভেল অ্যাডভেঞ্চারস, ইন্টারন্যাশনাল গাইড একাডেমি এবং ইন্টারন্যাশনাল ট্যুর ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ইত্যাদি আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো থেকেও আপনি প্রশিক্ষিত ট্যুর গাইড হিসেবে কাজ করতে পারেন |

২. জাহাজের সঙ্গে যুক্ত জীবিকা:

সমস্ত ভ্রমণপ্রিয় মানুষ জাহাজ চালক বা জাহাজের অধিপতির জীবিকাটি বেছে নিতে পারেন | যারা বছরের প্রত্যেকটা দিনই নতুন দেশের সন্ধান পেতে চান তাদের জন্য এই জীবিকাটি এক্কেবারে আদর্শ | এছাড়াও, বিলাসবহুল, সুসজ্জিত জাহাজে করে দিগন্ত বিস্তৃত জলরাশি পেরিয়ে কলম্বাস বা ভাস্কো-দা-গামার দেশ আবিষ্কারের মতো আপনিও পৌঁছে যেতে পারেন কোনও এক নতুন দেশে |

Photo of আপনি কি বেড়াতে ভালোবাসেন ? তাহলে ট্রিপোটো ক্যারিয়ারের এই জীবিকাগুলো আপনার জন্য আদর্শ 2/10 by Deya Das

এই জীবিকা সম্পর্কিত কয়েকটি তথ্য:

অনলাইনে cruiselinesjobs.com এই ওয়েবসাইটটিতে এই ধরণের জীবিকাগুলোর বিজ্ঞাপন দেওয়া হয় | আপনি খুব সহজেই এই বিজ্ঞাপনগুলো থেকে আবেদন করতে পারেন | ভারতে এই ধরণের জীবিকার বিজ্ঞাপন গুলির link এখানে দেওয়া রইল| এছাড়াও, এই জীবিকা সম্পর্কিত যাবতীয় তথ্য এখানে দেওয়া হল|

৩. অ-পেয়ার:

বিদেশের মানুষ অ-পেয়ার কথাটির সঙ্গে বেশ পরিচিত | আর এই জীবিকার সাহায্যে আপনি বেশ অনেকটা টাকা সহজেই উপার্জন করতে পারেন | এই গৃহস্থালি ও শিশুদের পর্যবেক্ষণের জীবিকায় অনেক সময় অতিরিক্ত উপার্জনের ও যথেষ্ট সুযোগ রয়েছে | অ-পেয়ার হিসেবে আপনার দায়িত্ব হল - কোনও গৃহকর্তার বাড়িতে থেকে, সেই বাড়ির শিশুদের দেখাশোনা করা বা শিশুদের একাকিত্ব কাটানোর জন্য তাদের ছায়াসঙ্গী হিসেবে থাকা | আর একজন অ-পেয়ার থাকা এবং খাওয়া সমস্ত দায়িত্ব নেবেন সেই বাড়ির গৃহকর্তা|

এই জীবিকা সম্পর্কিত কয়েকটি তথ্য:

অনলাইন বিভিন্ন ওয়েব সাইট -এ অ-পেয়ার-এর বিজ্ঞাপন দেওয়া হয় | যেমন aurpairworld এই ওয়েবসাইটটি বেশ পরিচিত এই জীবিকা সম্পর্কিত তথ্যের জন্য | তবে আপনার যদি একান্তই এই জীবিকা সম্পর্কে আগ্রহ থাকে তাহলে ক্রেগলিস্ট বা সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপনগুলো থেকেও আবেদন করতে পারেন |

8. ইংরেজি শিক্ষক:

ঔপনিবেশিকতার প্রধান উপহার হিসেবে ইংরেজি শিক্ষাটিকে কখনওই অস্বীকার করা যায় না | আমাদের দৈনন্দিন জীবনে সর্বত্রই ইংরেজি ভাষার ব্যবহার খুব তীক্ষ্ণ ভাবে ধরা দেয়| এমন কী আপনি এক দেশ থেকে অন্য দেশে একমাত্র এই ভাষার সাহায্যেই মনের কথাগুলো প্রকাশ করতে পারেন | আর তাই এই ভাষাটি ট্রিপোটো কেরিয়ার্স-এর ট্রাভেলিং জব -এর তালিকাভুক্ত |

Photo of আপনি কি বেড়াতে ভালোবাসেন ? তাহলে ট্রিপোটো ক্যারিয়ারের এই জীবিকাগুলো আপনার জন্য আদর্শ 4/10 by Deya Das

এই জীবিকা সম্পর্কিত কয়েকটি তথ্য:

ইংরেজি শিক্ষায় মানুষকে শিক্ষিত করে তোলাকে যদি আপনার একমাত্র পেশা হিসেবে বেছে নিতে চান তাহলে Interexchange এবং GoAbroad ওয়েবসাইটগুলো পরখ করে দেখতে পারেন | এর সঙ্গে সঙ্গেই আপনার স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের পদগুলোতেও আবেদন করতে পারেন | এছাড়াও , ব্রিটিশ কাউন্সিল-এর পক্ষ থেকে আয়োজিত পরীক্ষাগুলো থেকে উত্তীর্ণ হয়ে আপনিও বিশ্বের কাছে খ্যাতনামা ইংরেজি শিক্ষকের শংসাপত্রটি পেয়ে যেতে পারেন |

৫. বিমান সহকারী:

বিমান সহকারী বা এয়ার হোস্টেস-এর কাজটিও ভ্রমণপ্রেমী মানুষের কাছে বেশ আকর্ষণীয় | তবে এই পেশায় নিযুক্ত হওয়ার আগে বেশ কয়েকটি ট্রেনিং এবং শারীরিক সক্ষমতার প্রয়োজন| এই জীবিকার সাহায্যে আপনার নতুন দেশে ঘোরা, বিলাস বহুল হোটেলে থাকা - এই ধরণের সমস্ত ইচ্ছাগুলি খুব সহজেই পূরণ হতে পারে | কিন্তু এই পেশাটি অন্যান্য ভ্রমণ পেশাগুলো থেকে বেশ কঠিন, অনিয়মিত কাজের সময় বা অনেকটা সময় বিমানে কার্যরত থাকা - ইত্যাদির অভ্যাস করা কিন্তু মোটেই সহজসাধ্য নয় |

Photo of আপনি কি বেড়াতে ভালোবাসেন ? তাহলে ট্রিপোটো ক্যারিয়ারের এই জীবিকাগুলো আপনার জন্য আদর্শ 5/10 by Deya Das

এই জীবিকা সম্পর্কিত কয়েকটি তথ্য:

ভারতে বেশ অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে | তবে ফ্রান্কফিন ইনস্টিটিউট এবং এয়ার হোস্টেস একাডেমী বিমান পর্যবেক্ষক বা এয়ার হোস্টেস ট্রেনিংগুলোর জন্য বিখ্যাত |

৬. বিশ্বের সমস্ত দেশগুলোতে অর্গানিক চাষ:

WWOOF বেশ পরিচিত এই অর্গানিক চাষ এর জন্য | অর্গানিক চাষকে জীবিকা হিসেবে বেছে নিয়েই পৃথিবীর যে কোনও দেশে এই প্রতিষ্ঠানের সদস্য হিসেবে কাজ করতে পারেন | বর্তমানে WWOOF বিশ্বের ৯৯ টি দেশে এই জৈবিক চাষের প্রচলন ঘটিয়েছে | আর একজন ভ্রমণ প্রিয় মানুষের জন্য এই পেশাটি হয়ে উঠতে পারে একেবারে আদর্শ |

এই জীবিকা সম্পর্কিত কয়েকটি তথ্য:

অনলাইনে খুঁজলে এই ধরণের জীবিকার সন্ধান পেয়ে যাবেন |

৭. প্রোগ্রামার / ওয়েবসাইট নির্মাতা:

বর্তমানে আমরা সকলেই ইন্টারনেট ব্যবহারে স্বচ্ছন্দ| আপনি যদি একটু ভাল করে কম্পিউটার-এর ভাষা ও কোড শিখে নিতে পারেন, সমস্ত বিশ্ব জুড়ে তার যথেষ্ট চাহিদা রয়েছে |

এই জীবিকা সম্পর্কিত কয়েকটি তথ্য:

অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট-এ প্রোগ্রামিং এর বিজ্ঞাপন দেওয়া হয় | তবে toptalএবং WPHired - এই দুটি ওয়েবসাইট এই ধরণের ফ্রীল্যান্সইং পেশার জন্য বেশ গুরুত্বপূর্ণ |

৮. ওয়েব ডিজাইনার:

বিশ্বজুড়ে এই ওয়েব ডিজাইনার-এর পেশাটিরও যথেষ্ট খ্যাতি রয়েছে | তাছাড়াও, ওয়েব ডিজাইনার করে অর্থ উপার্জনের রাস্তাটিও বেশ সুগম | এখনও যদি এই পেশাটির বিষয়ে তেমন ধারণা না থাকে, তবে আজই গুগল থেকে ওয়েব ডিজাইনার সম্পর্কিত তথ্যগুলো বিশদে জেনে নিতে পারেন |

Photo of আপনি কি বেড়াতে ভালোবাসেন ? তাহলে ট্রিপোটো ক্যারিয়ারের এই জীবিকাগুলো আপনার জন্য আদর্শ 7/10 by Deya Das

এই জীবিকা সম্পর্কিত কয়েকটি তথ্য:

কয়েকটি বিখ্যাত ওয়েবসাইট 99design এবং upwork সাহায্যে ওয়েব ডিসাইন এর ফ্রীল্যান্সইং কাজটি পেয়ে যেতে পারেন |

৯. ট্রাভেল এজেন্ট:

আপনার যদি বিশ্বের দেশগুলো সম্পর্কে খুঁটিনাটি সমস্ত বিষয়ে যথেষ্ট জ্ঞান থাকে তাহলে ‘ট্রাভেল এজেন্ট’ – পেশাটি আপনার জন্য আদর্শ | আর দেশ-বিদেশের তথ্যগুলো একত্রিত করে আপনি নিজের ট্রাভেল এজেন্সি ব্যবসাও শুরু করতে পারেন | দেশি বিদেশি সমস্ত পর্যটককে দর্শনীয় স্থান ও ভ্রমণ সম্পর্কিত সমস্ত রকম পরামর্শ দিয়ে সাহায্য করতে পারেন |

এই জীবিকা সম্পর্কিত কয়েকটি তথ্য:

‘ট্রাভেল এজেন্ট’ পেশায় আপনার আগ্রহ থাকলে WikiHow ওয়েবসাইট-টিতে সন্ধান করলে আপনি কিভাবে ট্রাভেল এজেন্ট হতে পারবেন সেই সম্পর্কে অনেক পরামর্শ পেয়ে যাবেন |

১০. ফটোগ্রাফ এবং ভিডিওগ্রাফ:

আপনি যদি ছবি তুলতে ভালোবাসেন বা ফোটোগ্রাফি যদি আপনার প্যাশন হয় এবং আপনি যদি সুদক্ষ ফটোগ্রাফার হন তাহলে ফোটোগ্রাফি কে আপনার পেশা হিসেবে বেছে নিতে পারেন | ক্যারিয়ার-এর প্রারম্ভে আপনি আপনার তোলা ছবিগুলো কোনও ট্যুর কোম্পানি বা ইন্টারনেট-এ আপলোড করে অর্থ উপার্জন করতে পারেন | তবে সুদক্ষ ফটোগ্রাফার-এর শিরোপা পেতে চাইলে আপনাকে নিজের কোনও ওয়েবসাইট বানিয়ে ছবিগুলো আপলোড করতে হবে অথবা ইউটিউব-এ কোনও ভিডিও বানিয়ে আপলোড করতে হবে | যার সাহায্যে আপনি টাকাও উপার্জন করতে পারবেন আবার ভবিষ্যতে খ্যাতনামা ইউটিউববার-এর শিরোপা ও পেয়ে যেতে পারেন |

Photo of আপনি কি বেড়াতে ভালোবাসেন ? তাহলে ট্রিপোটো ক্যারিয়ারের এই জীবিকাগুলো আপনার জন্য আদর্শ 8/10 by Deya Das

এই জীবিকা সম্পর্কিত কয়েকটি তথ্য:

এখানে আপনার জন্য রইল এই জীবিকা সম্পর্কিত কয়েকটি পরামর্শ | কীভাবে আপনি ইউটিউব থেকে অর্থ উপার্জন করবেন |

১১. বিউটি থেরাপিস্ট:

বাজারে সর্বোচ্চ প্রচলিতগুলোর অন্যতম হল এই বিউটি সাঁলো | সমস্ত মানুষই চান নিজেকে সৌন্দর্য্যের আভরণের মোড়কে মুড়িয়ে রাখতে | বিউটি থেরাপিস্ট হতে গেলে কয়েকটি ট্রেনিং-এর প্রয়োজন হয় | এই বিউটিসিয়ান ট্রেনিং সম্পূর্ণ করে শংসাপত্র গ্রহণ করে পৃথিবীর যে কোনও স্থানে যে কোনও সাঁলোনে কর্মরত থাকতে পারেন | এছাড়াও, আপনি নিজেও সাঁলোনের ব্যবসা শুরু করতে পারেন

এই জীবিকা সম্পর্কিত কয়েকটি তথ্য:

বিশ্বের অনেকগুলো দেশে VLCC নামক প্রতিষ্ঠান এই ধরণের শিক্ষা প্রদান করে| এখানে এই প্রতিষ্ঠানের সমস্ত কোর্স এবং তার খরচ সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া রইল | এছাড়া, ভারতে ওরান নামক একটি সংস্থাও আগ্রহী ব্যাক্তিদের জন্য বিউটি থেরাপিস্ট কোর্সগুলো স্বল্পমূল্যে প্রদান করে থাকেন |

১২. বারটেন্ডার:

উৎসব বা অন্য যেকোনও আনন্দ অনুষ্ঠানে আনন্দে মাতোয়ারা হতে মানুষ সুরাপান করে থাকেন | তাছাড়া, আমাদের দেশে নেশা বিশেষত মদ্যপান করা কোনও রকম বে-আইনি নয় | ভ্রমণের সঙ্গে সাথে এই ‘বারটেন্ডার’- পেশাটিকে যদি নিজের জীবিকা হিসেবে বেছে নেন, তাহলে অর্থ উপার্জনের সঙ্গে ভ্রমণের ইচ্ছাটিও বাস্তবায়িত হতে পারে | পৃথিবীর যেকোনও স্থানে যে কোনও বারে নিজের ইচ্ছানুযায়ী সময় স্থির করে এই কাজটি করতে পারেন |

এই জীবিকা সম্পর্কিত কয়েকটি তথ্য:

ওয়ার্ল্ড বারটেন্ডিং ট্রেনিং অর্গানিসশন (WBTO) এবং চেন্নাই-এ অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ বারটেন্ডিং-এর সম্মিলিত কোর্স দ্বারা এই আপনি সুদক্ষ বারটেন্ডিং হয়ে উঠতে পারেন |এই কোর্সটি ৬ সপ্তাহের সার্টিফিকেট কোর্স এবং ১ বছরের ডিপ্লোমা কোর্স হিসেবে উপলব্ধ রয়েছে |

১৩. সার্ফ /স্কুবা/ যোগ প্রশিক্ষক:

যদি সার্ফ, স্কুবা অথবা যোগ সম্পর্কে আপনার ধারণা থাকে তাহলে এই অক্টিভিটি বা স্পোর্টস গুলির প্রশিক্ষক হতে পারেন | আর এই প্রশিক্ষণগুলোর সাহায্যে আপনার আয়ের রাস্তাটিও বেশ প্রশস্থ হবে |অন্যদিকে অর্থ উপার্জনের সাথে আপনার ভ্রমণের ইচ্ছাটিও পরিপূর্ণতা পাবে |

Photo of আপনি কি বেড়াতে ভালোবাসেন ? তাহলে ট্রিপোটো ক্যারিয়ারের এই জীবিকাগুলো আপনার জন্য আদর্শ 9/10 by Deya Das

এই জীবিকা সম্পর্কিত কয়েকটি তথ্য:

পুদুচেরিতে কালিয়ালায় সার্ফ স্কুল অথবা লোনলি প্ল্যানেটস লিস্ট অফ বেস্ট সার্ফিং স্কুল থেকে সার্ফ শিখে সার্টিফাইড সার্ফ প্রশিক্ষক হতে পারেন | ভারতের অ্যাবসলিউট স্কুবা প্রতিষ্ঠান থেকে স্কুবা শিখে সার্টিফাইড স্কুবা ড্রাইভার -এর স্বীকৃতি ও পেতে পারেন | আপনার যদি যোগার প্রতি আগ্রহ থাকে তাহলে শিবানন্দ যোগা বেদান্ত সেন্টার থেকে প্রশিক্ষণ নিতে পারেন |

১৮. লেখক:

ট্রিপোটো-র ক্যারিয়ার-এর তালিকায় লেখক এর স্থান প্রথম স্থানের অধিকারী তা বলাইবাহুল্য | বর্তমানে ইন্টারনেটের দৌলতে এই পেশাটি বেশ গুরুত্বপূর্ণ | আপনার যদি লেখালেখি করতে ভাল লাগে আর সেই লেখা যদি পাঠকের পছন্দ হয়, তাহলে সেই লেখাটি থেকে আপনি অনেকটা টাকা উপার্জন করতে পারেন | অনলাইনে এমন অনেকগুলো ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি আপনার পছন্দ মতো বিষয়ে ব্লগ লিখে অর্থ উপার্জন করতে পারেন | লেখকদের কাজ হল বিষয়ভিত্তিক ব্লগ বা আর্টিকেল লিখে পাঠকদের মনোরঞ্জন করা বা তাদের সাথে গুরুত্বপূর্ন তথ্য শেয়ার করা | তবে অদূর ভবিষ্যতে সুচারু লেখক হিসেবে পরিচিতি পেতে চাইলে আপনার নিজস্ব ওয়েবসাইট-এ আপনার ব্লগগুলি আপলোড করতে পারেন | এছাড়াও, ট্রিপোটো ওয়েবসাইটটিতেও আপনি আপনার ভ্রমণ কাহিনিগুলো স্বচ্ছন্দে আপলোড করতে পারেন | ট্রিপোটোর তফর থেকে আপনার নতুন জীবনের জন্য রইল অনেক অভিনন্দন |

Photo of আপনি কি বেড়াতে ভালোবাসেন ? তাহলে ট্রিপোটো ক্যারিয়ারের এই জীবিকাগুলো আপনার জন্য আদর্শ 10/10 by Deya Das

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যাবহার করুন

(এটি একটি অনুবাদকৃত আর্টিকেল। আসল আর্টিকেল পড়তে এখানে ক্লিক করুন!)

Further Reads