ভারতবর্ষের ১২টি মনোরম গ্রামের বর্ণনা; যা ছুটির দিনে হতে পারে আপনার সঙ্গী

Tripoto

আমরা যারা কংক্রিটের একটা কঠিন বেড়াজালে আবদ্ধ, তাদের কাছে গ্রাম ও গ্রাম্য পরিবেশ মনের মধ্যে যেন অদ্ভুত সিন্গ্ধতা ও শান্তির কোমল প্রলেপ বুলিয়ে দেয় | ব্যস্ত শহুরে জীবনের দমবন্ধ করা আবহাওয়া থেকে মুক্তির স্বাদ এনে দেয় এই গ্রামাঞ্চল| আজকের এই ব্লগে রইল এমনই কয়েকটি সুন্দর ও মনোরম গ্রামের সুলুক-সন্ধান, যা শহরের কৃত্রিম জীবনযাত্রা থেকে ক্ষণিক রেহাই দিতে পারে| আর আমরাও প্রতিশ্রুতিবদ্ধ যে, প্রকৃতির অসামান্য চিত্রপট পরিবেষ্টিত এই গ্রামগুলি আপনার মন ভাল করার একমাত্র পন্থা হয়ে উঠবেই |

মালানা:

এমন গ্রাম্য পরিবেশে পর্যটকেরা মুগ্ধ হতে বাধ্য (ছবি সংগৃহীত)

Photo of Malana, Himachal Pradesh, India by Deya Das

হিমাচল প্রদেশের মালানা গ্রাম ঘুরে দেখার পরিকল্পনা সেরে ফেলুন

হিমালয় পার্বত্য অঞ্চলে কুলু উপত্যকায় অবস্থিত মালানা বিশ্বের প্রথম গণতান্ত্রিক গ্রাম হিসেবে পরিচিত। অতুলনীয় সৌন্দর্য্য সমৃদ্ধ মালানা; তার মেঘপুঞ্জি এবং বিশুদ্ধ বাতাস দ্বারা আপনাকে স্বাস্থ্যকর পরিবেশের সঙ্গে দর্শন করাবে।

প্রাগপুর:

এমন ছবির মতো সুন্দর গ্রাম প্রাগপুর (ছবি সংগৃহীত)

Photo of Pragpur, Himachal Pradesh, India by Deya Das

হিমাচল প্রদেশের কাংড়া উপত্যকায় অবস্থিত ভারতবর্ষের প্রথম হেরিটেজ গ্রাম প্রাগপুর

কাঁচা পাকা পাথুরে রাস্তা এবং এক অসামান্য স্থাপত্যের সমন্বয়ে গড়ে উঠেছে এই গ্রামটি। হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থিত এবং সুসজ্জিত এই গ্রামটির মধ্যে রয়েছে অনেক কিছু দেখার জায়গা যেমন ম্যাকলয়েডগঞ্জ, পালামপুর ইত্যাদি। তাই এই পল্লীগ্রামটি দেখার সুযোগ এলে একদম হাতছাড়া করবেন না।

কলাপ:

পাহাড়, প্রকৃতি আর গ্রাম্য জীবন (ছবি সংগৃহীত)

Photo of Kalap, Uttarakhand, India by Deya Das

উত্তরাখণ্ডের কলাপ হয়ে উঠতে পারে আপনার অস্পষ্ট চিন্তাভাবনার পুনরুজ্জীবিত রূপ

প্রতিটি ব্যস্ত শহরের এক নিজস্ব একাকিত্বের পরিসর থাকে; কলাপ হল তেমনই একটি স্থান। গাড়োয়াল পর্বতের কাছে অবস্থিত কুয়াশাচ্ছন্ন এই জায়গাটি আপনার জনবহুল ব্যস্তময় জীবন থেকে মুক্ত করে নিয়ে যাবে এক বিশুদ্ধ পরিবেশে। এখানকার পাহাড়ের কোলে কোলে প্রতিধ্বনিত শব্দগুলি কিছুটা আপনার স্বাভাবিক কর্মময় জীবনের অব্যহতি ঘটাবে।

মাওলিননং:

মেঘালয়ের পাহাড়ের কোলে ছোট্ট একটা গ্রাম (ছবি সংগৃহীত)

Photo of Mawlynnong, Meghalaya, India by Deya Das

মেঘালয়ের পূর্ব কাশী পাহাড়ের কোলে অবস্থিত মাওলিননং; বৈদেশিক ধাঁচে তৈরি ভারতবর্ষের অন্যতম গ্রাম

পর্বতের কোলে, শিলং থেকে ৯০ কিলোমিটার দূরে অবস্থিত এশিয়া মহাদেশের সবথেকে পরিষ্কার-পরিচ্ছন্ন গ্রামটি হল মাওলিননং। প্রকৃতির সবুজ বর্ণের অপরূপ শোভা আগত পর্যটকদের চোখের বিরাম দেয়। আপনি এখানে ভ্রমণ করতে গেলে, এখানকার শহরগুলো এবং লিভিং রুট ব্রিজের নয়নাভিরাম দৃশ্যটি দেখতে একদম মিস করবেন না।

লামায়ুরু:

এমন করে প্রকৃতির সাহচর্য পেতে কে না পছন্দ করবে? (ছবি সংগৃহীত)

Photo of Lamayuru by Deya Das

লাদাখে অবস্থিত ইন্দিলামা মুনলান্ড গ্রাম -লামায়ুরু

লামায়ুরুতে অবস্থিত খয়েরি, ধূসর এবং সাদা রংয়ের তৈরি বাড়িগুলোকে ঘিরে গড়ে উঠেছে একটি সুন্দর পরিবেশ; এর মাঝেই খুঁজে পাওয়া যাবে সবচেয়ে প্রাচীনতম বৌদ্ধ মঠগুলোকে। এখানে চাঁদ-সদৃশ সমতলভূমি অবস্থিত হওয়ায় প্রকৃতি প্রেমীরা এই অপরূপ সৌন্দর্যকে বার বার ক্যামেরাতে ধরে রাখতে ছুটে আসেন |

জুলুক:

আঁকা বাঁকা পাহাড়ি পথে (ছবি সংগৃহীত)

Photo of Zuluk, Sikkim, India by Deya Das

সিল্ক-রুটের আঁকাবাঁকা পথের আনন্দ উপভোগ করার অন্যতম একটি জায়গা হল জুলুক | তবে এখানে পর্যটকেরা নিজেদের পছন্দ মত কোনো রকম পান্থশালা বা আবাসন খুঁজে পাবেন না। থাকতে হবে এখানকার অধিবাসীদের সাথেই। এই স্থানের রাস্তা বেশ বিপজ্জনক আর প্রতিটি পদক্ষেপে রয়েছে অপেক্ষারত সরু ৩২টি বাঁক যা আপনার গাড়ি চালানোর দক্ষতাকে ক্রমাগত পরীক্ষা করে চলে।

পানামিক হট-স্প্রিং:

ছবি সংগৃহীত

Photo of Panamik Hot Spring, Panamik by Deya Das

ভারতের লাদাখে অবস্থিত একমাত্র উষ্ণ প্রস্রবণের গ্রাম হল লাদাখের পানামিক

খারদুং লা দিয়ে প্রবেশ করে লে থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত পানামিক গ্রামটি হল নুব্রা উপত্যকার প্রবেশদ্বার। এখানে গরম জলের সালফার মিশ্রিত ঝরণা, বরফে আবৃত পর্বতশৃঙ্গ ক্রমাগত আকর্ষণ করে চলে পর্যটকদের। এই গ্রামটি সিয়াচেন অববাহিকার আগে ভারতের সীমাতের সর্বশেষ স্বতন্ত্র গ্রাম।

কিব্বের:

বরফের মধ্যে ছোট্ট গ্রাম (ছবি সৌজন্যে: ময়াঙ্ক কোহলি)

Photo of Kibber, Himachal Pradesh, India by Deya Das

হিমাচল প্রদেশ স্পিতি উপত্যকায় অবস্থিত কিব্বের বিশ্বের সবথেকে উচ্চতম গ্রাম হিসেবে পরিচিত

১৪০০০ ফুট উচ্চতায় সামান্য কিছু বাসিন্দা নিয়ে অবস্থিত কিব্বের গ্রামটি ভ্রমণপিপাসুদের জন্য এক নয়নাভিরাম দৃশ্যপট সাজিয়ে অপেক্ষারত। আপনি এখানে ট্রেকিং করে অনেক সুউচ্চ বৌদ্ধমঠ চাক্ষুষ করতে পারবেন যেগুলো আপনার স্মৃতিতে আজীবন থেকে যেতে বাধ্য।

পুভার:

কেরালার উপকূলবর্তী একটি গ্রাম পুভার

আরব সাগরের উপকূলে, প্রত্যন্ত জমির উপর গড়ে ওঠা এই উপকূলবর্তী পুভার গ্রামটি ত্রিবানদ্রাম-এর দক্ষিণতম দিকে অবস্থিত। সমুদ্র সৈকতের অসামান্য সৌন্দর্য উপভোগ এবং কেরালা ঘোরার আনন্দ আস্বাদনের জন্য এটি একটি আদর্শ জায়গা।

চিৎকুল:

ছবি সৌজন্যে : অনির্বাণ রায়

Photo of Chitkul, Himachal Pradesh, India by Deya Das

ছবি সংগৃহীত

Photo of Chitkul, Himachal Pradesh, India by Deya Das

যেখানে সমস্ত পথের শেষ হয় - হিমাচল প্রদেশের কিন্নাউর উপত্যকার অন্তর্গত চিৎকুল গ্রাম

ইন্দো-চায়না বর্ডারের অবস্থিত ভারতবর্ষের এটিই শেষ গ্রাম যেখানে আপনি বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবেন। হিমালয়ের প্রত্যন্ত গ্রামগুলোর মতো এখানেও কাঠের তক্তা দিয়ে তৈরি ঘর দেখতে পাওয়া যায়; যা সমস্ত পার্বত্য গ্রামগুলোর কথা মনে করিয়ে দেয়। এখানে আপনি একদিনের এসে প্রকৃতির সঙ্গে আত্ত্বিক সম্পর্ক গড়ে তুলতে পারবেন।

মুত্তম:

Photo of Muttom, Kerala, India by Deya Das

তামিলনাড়ু মুত্তম মৎস্য প্রকল্পের জন্য প্রসিদ্ধ অন্যতম একটি গ্রাম

পাহাড়ি গুহা এবং পার্বত্য পরিবেশ গড়ে ওঠা মুত্তম গ্রামটি আপনাকে এক নৈসর্গিক দৃশ্যের সঙ্গে পরিচয় ঘটাবে। এখানে লাইটহাউস আর সূর্যাস্তের দৃশ্য স্বচক্ষে উপভোগ করা গেলেও সমুদ্র সৈকতে পর্যটকের ভিড় প্রায় নেই বললেই চলে।

ডং:

অরুণাচল প্রদেশের অবস্থিত সাংস্কৃতিক সমভাবাপন্ন গ্রাম ডং

তিনটি দেশের সঙ্গমস্থলে এবং ভারতের পূর্বতম দিকে অবস্থিত গ্রামটি হল ডং। সমস্ত চিত্র গ্রাহকরা এই স্থানে আসেন তাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত ফ্রেমবন্দি করার জন্য। এখানে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল মাত্র তিনটি মাটির ঘরের সমন্বয়ে এই গ্রামটি গড়ে উঠেছে এবং এখানকার মানুষজন অত্যন্ত সাধারণ জীবনযাত্রায় অভ্যস্ত কিন্তু অতিথি আগমনে তারা সর্বদা মুক্তহস্ত।

তাহলে আর দেরি কীসের? ঝটপট আপনার জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে পড়ুন ভারতবর্ষের এই সুন্দর সুন্দর গ্রামগুলোর সৌন্দর্য উপভোগ করার জন্য।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যাবহার করুন

(এটি একটি অনুবাদকৃত আর্টিকেল। আসল আর্টিকেল পড়তে এখানে ক্লিক করুন!)

Further Reads

Related to this article
Weekend Getaways from Malana,Places to Visit in Malana,Places to Stay in Malana,Things to Do in Malana,Malana Travel Guide,Weekend Getaways from Kullu,Places to Visit in Kullu,Places to Stay in Kullu,Things to Do in Kullu,Kullu Travel Guide,Places to Visit in Himachal pradesh,Places to Stay in Himachal pradesh,Things to Do in Himachal pradesh,Himachal pradesh Travel Guide,Things to Do in India,Places to Stay in India,Places to Visit in India,India Travel Guide,Weekend Getaways from Pragpur,Places to Visit in Pragpur,Pragpur Travel Guide,Places to Stay in Pragpur,Things to Do in Pragpur,Weekend Getaways from Kangra,Places to Visit in Kangra,Places to Stay in Kangra,Things to Do in Kangra,Kangra Travel Guide,Places to Stay in Kalap,Kalap Travel Guide,Weekend Getaways from Kalap,Things to Do in Kalap,Weekend Getaways from Uttarkashi,Places to Visit in Uttarkashi,Places to Stay in Uttarkashi,Things to Do in Uttarkashi,Uttarkashi Travel Guide,Places to Visit in Uttarakhand,Places to Stay in Uttarakhand,Things to Do in Uttarakhand,Uttarakhand Travel Guide,Weekend Getaways from Mawlynnong,Places to Visit in Mawlynnong,Places to Stay in Mawlynnong,Things to Do in Mawlynnong,Mawlynnong Travel Guide,Weekend Getaways from East khasi hills,Places to Visit in East khasi hills,Places to Stay in East khasi hills,Things to Do in East khasi hills,East khasi hills Travel Guide,Places to Visit in Meghalaya,Places to Stay in Meghalaya,Things to Do in Meghalaya,Meghalaya Travel Guide,Weekend Getaways from Lamayuru,Places to Visit in Lamayuru,Places to Stay in Lamayuru,Things to Do in Lamayuru,Lamayuru Travel Guide,Weekend Getaways from Zuluk,Places to Visit in Zuluk,Places to Stay in Zuluk,Things to Do in Zuluk,Zuluk Travel Guide,Weekend Getaways from East sikkim,Places to Stay in East sikkim,Places to Visit in East sikkim,Things to Do in East sikkim,East sikkim Travel Guide,Places to Visit in Sikkim,Things to Do in Sikkim,Places to Stay in Sikkim,Sikkim Travel Guide,Weekend Getaways from Panamik,Places to Stay in Panamik,Things to Do in Panamik,Panamik Travel Guide,Weekend Getaways from Kibber,Places to Visit in Kibber,Places to Stay in Kibber,Things to Do in Kibber,Kibber Travel Guide,Weekend Getaways from Lahaul and spiti,Places to Visit in Lahaul and spiti,Places to Stay in Lahaul and spiti,Things to Do in Lahaul and spiti,Lahaul and spiti Travel Guide,Weekend Getaways from Poovar,Places to Visit in Poovar,Places to Stay in Poovar,Things to Do in Poovar,Poovar Travel Guide,Weekend Getaways from Thiruvananthapuram,Places to Visit in Thiruvananthapuram,Places to Stay in Thiruvananthapuram,Things to Do in Thiruvananthapuram,Thiruvananthapuram Travel Guide,Places to Visit in Kerala,Places to Stay in Kerala,Things to Do in Kerala,Kerala Travel Guide,Weekend Getaways from Chitkul,Places to Stay in Chitkul,Places to Visit in Chitkul,Things to Do in Chitkul,Chitkul Travel Guide,Weekend Getaways from Kinnaur,Places to Visit in Kinnaur,Places to Stay in Kinnaur,Things to Do in Kinnaur,Kinnaur Travel Guide,Things to Do in Muttom,Weekend Getaways from Muttom,Places to Visit in Muttom,Places to Stay in Muttom,Muttom Travel Guide,Weekend Getaways from Idukki,Places to Visit in Idukki,Places to Stay in Idukki,Things to Do in Idukki,Idukki Travel Guide,