প্রতিটি মানুষের কাছে ২০২০ সালটি এক অভিশপ্ত সাল| মানুষ সামাজিক প্রাণী; কিন্তু ২০২০ সালের মহামারীর কারণে সমস্ত মানুষই আজ সমাজ থেকে দূরে | কফিশপে বন্ধুদের সঙ্গে আড্ডা, অথবা কোনও রেস্তোরাঁয় পরিবারের সদস্যদের নিয়ে নৈশ্যভোজ, কিংবা হঠাৎ করে কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান, এই সব কিছু থেকেই বিরত থাকার কারণে আমাদের সক্কলের মনকে ঘিরে ধরেছে অবসাদ | কিন্তু আমরা সকলেই বিশ্বাস করি একটা অন্ধকার রাতের পর সূর্যোদয় ঘটবে, আর সেই আলোর হাত ধরেই ২০২১ সালে আমরা সবাই আবার নতুন করে বাঁচার আশা খুঁজে পাব |
বিশ্বের অন্যান্য দেশের মতোই আমরাও নিউ নরমালের সঙ্গে ধীরে ধীরে নিজেদের মানিয়ে নিচ্ছি |আর কয়েকটা দিন পরেই নতুন বছর ২০২১ -এর সূচনা | ভ্রমণপ্রিয় প্রত্যেক মানুষই নিশ্চয়ই একটা ছুটির অপেক্ষায় আছেন | অন্যদিকে কাজ ফেলে সপ্তাহভর ছুটি নিয়ে কোথাও ভ্রমণও সম্ভব নয় | তাই নয় কি?
এই ব্লগ-এ আপনার জন্য রইল ২০২১ সালের ১৩ টি উইকেন্ড ট্রিপ-এর সন্ধান হদিশ | সপ্তাহান্তের এই ছুটির ঠিকানাগুলো আপনার পরবর্তী গন্তব্য খুঁজে নিতে সাহায্য করবেই | এই মধ্যে আপনার পছন্দের জায়গাটি বেছে নিন, আর প্ল্যান করে বেড়িয়ে পড়ুন |
জানুয়ারি:
২০২১ -এর শুরুতেই জানুয়ারি মাসে আপনার জন্য রয়েছে ৩টি সপ্তাহান্তের ছুটির সুযোগ |
১. নিউ ইয়ার ডে
• বৃহস্পতিবার, ৩১শে ডিসেম্বর - অফিস থেকে ১টা দিন ছুটি নিয়ে নিন |
• শুক্রবার, ১লা জানুয়ারী - নিউ ইয়ার ডে (১লা জানুয়ারি দিনটি সরকারি ছুটির দিন)
• শনিবার, ২রা জানুয়ারি - সপ্তাহান্তের ছুটির দিন
• রবিবার, ৩রা জানুয়ারি - সপ্তাহান্তের ছুটির দিন
কোথায় যাবেন: আউলি / চিকমাগ্লুর
নতুন বছরের প্রথম দিনটি যদি আপনি আপনার প্রিয় মানুষটির সাথে বরফাচ্ছন্ন পাহাড়ের পাদদেশে কাটাতে পারেন, তবে এর থেকে ভাল সূচনা আর কিছু হতেই পারে না |
আপনি যদি হিমালয়ের পাদদেশ এবং হিমশীতল পরিবেশ ও প্রকৃতির অপরূপ সৌন্দর্যের গুণমুগ্ধ ভক্ত হন তাহলে চলে আসুন আউলি | আউলি জায়গাটি স্কি-এর জন্য এক্কেবারে আদর্শ স্থান | আর জানুয়ারী মাসটিকেই উত্তরাখণ্ড রাজ্যের এই স্থানটি ভ্রমণের জন্য সঠিক সময় হিসেবে গণ্য করা হয় |
আউলির নিকটবর্তী দর্শনীয় স্থানগুলো হল কফি বাগান, পাহাড়ের উপরের ছোট মন্দির ইত্যাদি | যদি আপনি কোনও অফ বিট স্থান থেকে বছরের সূচনা করতে চান তাহলে চলে আসতে পারেন চিকমাগ্লুর |
২. মকর সংক্রান্তি, পোঙ্গল
• বৃহস্পতিবার, ১৪ই জানুয়ারি - মকর সংক্রান্তি ,পোঙ্গল-এর জন্য ছুটি |
• শুক্রবার, ১৫ই জানুয়ারি - অফিস থেকে ১টা দিন ছুটি নিয়ে নিন |
• শনিবার, ১৬ই জানুয়ারি - সপ্তাহান্তের ছুটি
• রবিবার, ১৭ই জানুয়ারি - সপ্তাহান্তের ছুটি
কোথায় যাবেন: আমেদাবাদ শহরের বিখ্যাত ঘুড়ি উৎসব দর্শন
সবরমতী নদী তীরবর্তী ঐতিহ্যবাহী শহর আমেদাবাদ-এ মকর সংক্রান্তির সময় ঘুড়ি ওড়ানোর উৎসব হয় | আমেদাবাদে এই উৎসবটি উত্তরায়ণ নামে পরিচিত | স্থানীয় মানুষরা এই উৎসবটি বেশ জাঁকজমকের সঙ্গে পালন করেন | সবরমতী নদী তীরে দাঁড়িয়ে থেকে আকাশে উড়ন্ত বিভিন্ন আকৃতির হাজার রঙের ঘুড়ির সমাবেশ দেখার অভিজ্ঞতাটা কিন্তু বেশ মজাদার |এই উৎসবের আনন্দে ভেসে যাওয়ার সাথে সাথে স্থানীয় গুজরাতি খাবার চেখে দেখতেও ভুলবেন না কিন্তু |
৩. প্রজাতন্ত্র দিবস
• শনিবার , ২৩ শে জানুয়ারি - সপ্তাহান্তের ছুটি
• রবিবার ,২৪ শে জানুয়ারি - সপ্তাহান্তের ছুটি
• সোমবার ,২৫ শে জানুয়ারি - অফিস থেকে ১টা দিন ছুটি নিয়ে নিন |
• মঙ্গলবার , ২৬শে জানুয়ারি - প্রজাতন্ত্র দিবস (গেজেটেড ছুটির দিন )
কোথায় যাবেন: গোয়া
গোয়া ভ্রমণের জন্য জানুয়ারি মাসটি আদর্শ | এই সময়ে এখানকার তাপমাত্রা বছরের অন্যান্য সময়ের তুলনায় অনেকটা কম থাকে, আর তাপমাত্রা কম থাকার কারণে বাতাসে আর্দ্রতার পরিমাণও কম থাকে, তাই জানুয়ারি মাসে এই সৈকত নগরী ভ্রমণের আমেজটা একটা অন্য রকম অনুভূতি এনে দেয় | তাছাড়া, ক্রিসমাস ও নিউ ইয়ারের পরবর্তী সময়ে জনসমাবেশ কম হওয়ার কারণে হোটেলগুলোও সুলভ মূল্যে পাওয়া যায় |
ফেব্রূয়ারি:
দুৰ্ভাগ্যবশত, ফেব্রুয়ারি সপ্তাহের-এর শেষে কোনও ছুটি নেই |
তবে আপনি ইচ্ছা করলে অফিস থেকে ছুটি নিয়ে একটা ছোট্ট প্ল্যান করে নিতেই পারেন কচ্ছের রণ-এ| গোটা ফেব্রুয়ারি মাস জুড়ে (২৮ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত) গুজরাটের কচ্ছ মরুভূমির বুকে বিখ্যাত রান উৎসব পালিত হয় | গুজরাটের বিশুদ্ধ শিল্প কলার স্বাদ আস্বাদন করতে চাইলে এই কার্নিভালটি কিন্তু একদম মিস করবেন না | এছাড়া পূর্ণিমার রাতে মরুভূমি তথা প্রকৃতির রাতের শোভা দর্শন করতে চাইলে চলে আসুন কচ্ছ-এ |
মার্চ:
৪. মহা শিবরাত্রি
• বৃহস্পতিবার,১১ ই মার্চ - মহা শিবরাত্রির ছুটি
• শুক্রবার, ১২ ই মার্চ - অফিস থেকে ১টা দিন ছুটি নিয়ে নিন |
• শনিবার, ১৩ ই মার্চ - সপ্তাহান্তের ছুটি
• রবিবার, ১৪ ই মার্চ - সপ্তাহান্তের ছুটি
কোথায় যাবেন: পুদুচেরি
আপনি যদি ঐতিহাসিক কোনও শহরে ভ্রমণ করতে চান তাহলে চলে আসতেই পারেন পুদুচেরি-তে| আঠারোশো শতকের ফরাসি ঔপনিবেশিকতার প্রধান বন্দর ছিল পণ্ডি | এই পণ্ডি নাম অনুসারেই এই কেন্দ্র শাসিত অঞ্চলটির প্রাক্তন নাম হয় পণ্ডিচেরি; বর্তমানে যা পুদুচেরি নাম পরিচিত | তৎকালীন ঔপনিবেশিক এই শহরটি ইউরোপিয়ান শহরগুলোর ধাঁচে তৈরি | রাস্তার দুই ধারের রঙিন ইমারত থেকে কফি শপের অন্দর সজ্জা; সমস্ত শহর জুড়ে আধুনিকতা এবং বৈদেশিকতা লক্ষ্য করা যায় | পুদুচেরির সমুদ্র দর্শনের সাথে সাথে এখানকার প্রসিদ্ধ অরবিন্দ আশ্রম ও ভ্রমণ করে আসুন |
৫. হোলি
• শুক্রবার,২৬ শে মার্চ - অফিস থেকে ১ দিন ছুটি নিয়ে নিন
• শনিবার, ২৭ শে মার্চ - সপ্তাহান্তের ছুটি
• রবিবার,২৮শে মার্চ - সপ্তাহান্তের ছুটি
• সোমবার,২৯ শে মার্চ - হোলির জন্য ছুটি
কোথায় যাবেন: মথুরা বৃন্দাবন
হিন্দু শাস্ত্র অনুসারে, শ্রীকৃষ্ণর ব্রজধামে হোলি খেলার বিখ্যাত কাহিনি রয়েছে | তাছাড়া মথুরা অর্থাৎ কৃষ্ণের জন্মের পবিত্র ভূমিতেও বেশ জাঁকজমক করেই হোলি উৎসব পালন করা হয় |হোলির রঙের জোয়ারে নিজেকে ভাসাতে হলে এবং কৃষ্ণের লীলাক্ষেত্রে হোলি উৎসবের দর্শক হতে চাইলে আপনাকে হোলির সময় আসতেই হবে মথুরা বৃন্দাবন |
এপ্রিল:
৬. গুড ফ্রাইডে
• বৃহস্প্রতিবার, ১লা এপ্রিল - অফিস থেকে ১টা দিন ছুটি নিয়ে নিন
• শুক্রবার, ২ রা এপ্রিল - গুড ফ্রাইডে -এর ছুটি
• শনিবার, ৩ রা এপ্রিল - সপ্তাহান্তের ছুটি
• রবিবার, ৪ ঠা এপ্রিল - ইস্টার রবিবার
কোথায় যাবেন: কাসৌল, হিমাচল প্রদেশ
আপনার যদি পাহাড়ি অঞ্চল পছন্দের জায়গা হয়ে থাকে, তাহলে আপনি হিমাচল প্রদেশের কাসৌল গ্রামটি একবার ঘুরে আসতে পারেন |পাহাড়ি অঞ্চলের শীতল পরিবেশ এবং তার সঙ্গে অসাধারণ প্রাকৃতিক শোভা আপনার মন ভাল করার জন্য যথেষ্ট |তাছাড়াও, পার্বতী নদীর তীরে বসে পার্বতী ভ্যালির রূপ ক্যানভাসের আঁকা ছবির মতোই সুন্দর | আপনি যদি পাহাড়ের নিগূঢ় রূপের রহস্য সন্ধানী হতে চান তাহলে কাসল থেকে ট্রেক করে পৌঁছে যেতে পারেন ক্ষীরগঙ্গা, গ্রাহন কিংবা মালানা-তে| কাসৌল থেকে সকালের মলিন আলো মেখে ঘুরে আসতে পারেন পাহাড়ি গ্রাম তোশ আর কালগা-পুলগা-তুলগা |এই শীতল রাজ্যের একমাত্র গরম জলের ঝর্ণার প্রতক্ষ্যদর্শী হতে পৌঁছে যেতে পারেন মানিকরণ |
৭. উগাদি
• শনিবার, ১০ই এপ্রিল - সপ্তাহান্তের ছুটি
• রবিবার, ১১ ই এপ্রিল - সপ্তাহান্তের ছুটি
• সোমবার, ১২ ই এপ্রিল - ১ টা দিন ছুটি নিয়ে নিন
• মঙ্গলবার, ১৩ ই এপ্রিল - উগাদির জন্য ছুটি
• বুধবার, ১৪ ই এপ্রিল - আম্বেদকর জয়ন্তী
কোথায় যাবেন: কেরল
বৈচিত্র্যময় ভারতের অন্যতম সুন্দর রাজ্যটি হল কেরল | রাজ্যটির আবহাওয়া, নদীর ব্যাকওয়াটার-এ নৌকা বিহার, সমুদ্রের ঢেউয়ের আনাগোনা, নারিকেল গাছের সারি, আর ঐতিহ্যবাহী সংস্কৃতি সমস্ত ভ্রমণপিপাসু মানুষ কে মুগ্ধ করে | আয়ুর্বেদিক চিকিৎসার জন্য কেরল বেশ পরিচিত | সপ্তাহান্তের ছুটি নিয়ে কেরালার মুন্নার, আলেপ্পি, ওয়ানাদ - এই অঞ্চলগুলো ভ্রমণ করার প্ল্যানটা কিন্তু নেহাৎ মন্দ হবে না |
মে:
৮. ঈদ উল -ফিতর
• বৃহস্পতিবার, ১৩ ই মে - ঈদ -উল -ফিতর -এর ছুটি
• শুক্রবার, ১৪ ই মে - অফিস থেকে ১টা দিন ছুটি নিয়ে নিন
• শনিবার, ১৫ ই মে - সপ্তাহান্তের ছুটি
• রবিবার, ১৬ ই মে - সপ্তাহান্তের ছুটি
কোথায় যাবেন : দার্জিলিং এবং সিকিম
দার্জিলিং ও সিকিম ভ্রমণের জন্য ৪ টি দিন আদর্শ | চা বাগান ও সবুজে মোড়া দার্জিলিং-এর প্রধান আকর্ষণ কিন্তু কাঞ্চনজঙ্ঘা | এই শৈল শহরের অকৃত্রিম রূপ মাধুর্য্য সাথে করে পৌঁছে যান সিকিম-এ |সিকিম পৌঁছে আপনি ঘুরে নিতে পারেন ইয়ুমথাং, যা ভ্যালি অফ ফ্লাওয়ার নামে পরিচিত | সিকিমের তুষারশুভ্র হিমালয় পর্বতমালার নানান রূপ, পার্বত্য জীবনযাপন, পাহাড়ের গা ঘেঁষে বহমান ছোট ছোট ঝর্ণাধারা আর নদীর সাথে মিলন এই সমস্ত দৃশ্য কে ক্যামেরাবন্দি করতে কিন্তু একদম ভুলবেন না |
জুন:
এই মাসে তেমন ভাবে কোনো ছুটির অবকাশ নেই | তবে আপনি ছুটি নিয়ে ঘুরে আসতেই পারেন -
• পাঁচমারি, মধ্য প্রদেশ
• মাইশোর, কর্ণাটক
জুলাই:
৯. ঈদ -আল - আধা
• শনিবার, ১৭ ই জুলাই - সপ্তাহান্তের ছুটি
• রবিবার, ১৮ ই জুলাই - সপ্তাহান্তের ছুটি
• সোমবার, ১৯ শে জুলাই - ১টা দিন ছুটি নিয়ে নিন
• মঙ্গলবার, ২০ শে জুলাই - বখরি ঈদ
কোথায় যাবেন: মেঘালয়
বর্ষাকালীন শ্রেষ্ঠ ভ্রমণ স্থান বলতেই যে নামটি সর্বপ্রথম মনে পরে সেটি হল মেঘালয় | বর্ষাকালে জলপ্রপাত ও লেক বেষ্টিত এই রাজ্যের রূপ বেশ মোহময়ী | প্রাকৃতিক ভাবে নির্মিত ডবল ডেকের ব্রিজ থেকে একটা ট্রেক-এর প্ল্যান করে মেঘালয়ের প্রাকৃতিক সৌন্দর্য চোখ ভোরে উপভোগ করে আসতে পারেন | আবার স্বচ্ছ জলের নদী ডাওকীতে নৌকা বিহার করে জলজ প্রাণের জীবনযাত্রার সাক্ষীও থাকতে পারেন |মেঘালয় পৌঁছে এশিয়ার সবচেয়ে পরিছন্ন গ্রাম হিসেবে স্বীকৃত ‘মাওলিননং’-এর সঙ্গে পরিচয় করতে কিন্তু অবশ্যই ভুলবেন না |
অগস্ট :
১০. জন্মাষ্টমী
• শুক্রবার, ২৭ শে অগাস্ট - ১টা দিন ছুটি নিয়ে নিন
• শনিবার, ২৮ শে অগাস্ট - সপ্তাহান্তের ছুটি
• রবিবার, ২৯ শে অগাস্ট - সপ্তাহান্তের ছুটি
• সোমবার, ৩০ শে অগাস্ট - জন্মাষ্টমীর ছুটি
কোথায় যাবেন - পাহেলগাম, কাশ্মীর
সমস্ত ভ্রমণপিপাসু মানুষের কাছে কাশ্মীর হল এককথায় স্বর্গ | গরমের রুক্ষ শুস্ক পরিবেশ থেকে শান্তি পেতে চাইলে আর ভূস্বর্গের অতুলনীয় রূপটিকে মনের ফ্রেমে বন্দি করে রাখতে চাইলে আপনাকে আসতে হবে কাশ্মীর | কাশ্মীর থেকে আপনি ঘুরে আসতে পারেন চঞ্চলা লিড্ডার নদীর উৎপত্তিস্থল পাহেলগাওঁ-এ | চারিদিকে সবুজে মোড়া সুবিশাল পাহাড়ের সমাবেশ, কেশর গাছ, শীতল আবহাওয়া, দূরে পাইন গাছের ডাল থেকে উঁকি মারা সূর্যালোক, বেতাব ভ্যালি-র ছবির মতো দৃশ্যপট – প্রকৃতির এই দৃশ্যগুলো বার বার আপনাকে বাধ্য করবে প্রকৃতির প্রেমে হারিয়ে যেতে |
সেপ্টেম্বর:
১১. গনেশ চতুর্থী -
• শুক্রবার, ১০ই সেপ্টেম্বর - গনেশ চতুর্থীর ছুটি |
• শনিবার, ১১ ই সেপ্টেম্বর - সপ্তাহান্তের ছুটি
• রবিবার, ১২ ই সেপ্টেম্বর - সপ্তাহান্তের ছুটি
• সোমবার, ১৩ ই সেপ্টেম্বর - ১টা দিন ছুটি নিয়ে নিন |
কোথায় যাবেন - বীর-বিলিং-এ প্যারাগ্লাইডিং করে আকাশ ছোঁয়া
আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ হয়ে থাকেন তাহলে ‘বীর-বিলিং’ জায়গাটি আপনার জন্য এক্কেবারে সঠিক ভ্রমণ স্থান | বর্তমানে এই অঞ্চলটি ভারতে প্যারাগ্লাইডিং-এর কেন্দ্রস্থল হয়ে উঠেছে | এখান থেকে আপনি ঘুরে আসতে পারেন তিব্বতীয় মনেস্ট্রি অথবা একদিনের ট্রেক করে পৌঁছে যেতে পারেন বীর মার্কেটে | আবার বীর থেকে ছোট গাড়ি ভাড়া করে ২ ঘণ্টা দূরত্বে পৌঁছে যেতে পারেন ধর্মশালা | ধর্মশালায় রয়েছে একটি উচ্চতম ক্রিকেট স্টেডিয়াম, আর এই স্টেডিয়ামের চারদিকের দৃশ্যপটটা জাস্ট অসাধারণ |
অক্টোবর:
১২. দশেরা
• শুক্রবার, ১৫ ই অক্টোবর - দশেরা র ছুটি
• শনিবার, ১৬ ই অক্টোবর - সপ্তাহান্তের ছুটি
• রবিবার, ১৭ ই অক্টোবর - সপ্তাহান্তের ছুটি
• সোমবার, ১৮ ই অক্টোবর - ১টা দিন ছুটি নিয়ে নিন
কোথায় যাবেন: পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গের একমাত্র ঐতিহ্যবাহী ও সবচেয়ে বড়ো উৎসব হল দূর্গাপূজা | সপ্তাহের শেষে একদিন ছুটি নিয়ে পৌঁছে যেতেই পারেন | এই উৎসবের আনন্দ জোয়ারে নিজেকে ভাসিয়ে দেওয়ার অভিজ্ঞতাটা কিন্তু মন্দ হবে না |
অথবা
শরতের স্পিতি ভ্যালির রূপদর্শন –
প্রথমেই পৌঁছে যান মানালি | এই শীতের দেশে, শরতের রূপটা বেশ মধুর | সম্প্রতি নির্মিত অটল টানেল অনুসরণ করে মানালি থেকে পৌঁছে যান সরাসরি স্পিতি | ইচ্ছা করলে শীতের রোদ গায়ে মেখে পৌঁছে যেতেই পারেন শিশু কিংবা কেয়লং-এ | শীতের প্রারম্ভে স্পিতি ভ্যালি যাওয়ার জন্য রোডট্রিপ প্ল্যান করলে পার্বত্য প্রকৃতির অজানা রূপ-এর সন্ধান পেতে পারেন |
নভেম্বর:
১৩. দিওয়ালি
• বুধবার , ৩রা নভেম্বর - ধনতেরাস
• বৃহস্পতিবার ,৪ ঠা নভেম্বর - দিওয়ালি
• শুক্রবার , ৫ই নভেম্বর - ১টা দিন ছুটি নিয়ে নিন
• শনিবার ,৬ ই নভেম্বর - সপ্তাহান্তের ছুটি
• রবিবার , ৭ ই নভেম্বর - সপ্তাহান্তের ছুটি
কোথায় যাবেন: জয়সালমীর ও উদয়পুর
দিওয়ালির আলোর উৎসবে নিজেকে আলোকিত করতে হলে আপনাকে আসতে হবে রাজস্থান | উদয়পুর-এর ঝাঁ চকচকে প্রাসাদ, তার সাথে লেক-এর সমারোহ, দূরে ছবির মতো পাহাড়ের অবস্থান – এই সম্পূর্ণ দৃশ্যপটটা কিন্তু বেশ রোম্যান্টিক |
আবার, বালির পাহাড়ে হারিয়ে যেতে চাইলে পৌঁছে যান জয়সালমীর | মরুভূমির দেশের রুক্ষ্ম জীবনযাত্রা, বিশাল বিশাল কেল্লার সমারোহ, স্থানীয় ও ঐতিহ্যবাহী শিল্পকলার হদিশ পাবেন এই শহরে | আলোর উৎসবে এই সোনার শহরটিকে আতশ বাজি ও ফুলে সাজিয়ে তোলা হয় |
ডিসেম্বর:
ক্রিসমাস থেকে নিউ ইয়ার এই দুটি সপ্তাহান্তের ছুটি হিসেবে গণ্য হলেও, কর্মব্যাস্ত মানুষের পুরো সপ্তাহ জুড়ে ছুটির সুযোগ হয়না | কিন্তু ভ্রমণপিপাসু মানুষ তবুও চেষ্টায় থাকেন একটা গোটা সপ্তাহ ছুটি নিয়ে প্রকৃতির অজানা বৈচিত্র্যের সন্ধানে বেড়িয়ে পড়তে |
১৪. ক্রিসমাস - নতুন বছর
• শনিবার, ২৫ শে ডিসেম্বর - খ্রীষ্টমাস -এর ছুটি
• রবিবার, ২৬ শে ডিসেম্বর - সপ্তাহান্তের ছুটি
• সোম, মঙ্গল, বুধ আর বৃহস্পতিবার - ৪ দিনের ছুটি নিয়ে নিন
• শুক্রবার , ৩১শে ডিসেম্বর - বছর -এর শেষ দিনের ছুটি
• শনিবার , ১লা জানুয়ারী - নতুন বছর -এর ছুটি
• রবিবার , ২রা জানুয়ারী - সপ্তাহান্তের ছুটি
এই লম্বা ছুটি নিয়ে পৌঁছে যান প্রতিবেশী দেশ ভুটান-এ | এই ছোট্ট দেশটি ভ্রমণের মধ্য দিয়ে আপনার বিদেশ যাওয়ার সাধটাও পূরণ হয়ে যাবে | তাছাড়া, এই দেশ ভ্রমণের জন্য ভিসা বা মুদ্রা বিনিময়েরও প্রয়োজন পরবে না | পাহাড় বেষ্টিত এই ছোট্ট দেশটি সবচেয়ে সুখী দেশ হিসেবে পরিচিত | ভুটানের মনেস্ট্রি, রাজপ্রাসাদ ও স্থানীয় পর্যটনস্থানগুলো ভ্রমণ আপনার নতুন বছরের সূচনাকে আরও মধুময় করে তুলবে | ভুটানে গিয়ে স্থানীয় খাদ্যের স্বাদ চেখে দেখতে কিন্তু একদম ভুলবেন না |
গোটা সপ্তাহ যদি ছুটি না পান , তাহলে আপনি বেড়িয়ে আসতে পারেন -
কুর্গ, যোধপুর, মাদুরাই অথবা গ্যাংটক |
তাহলে চটপট আপনার পছন্দের ভ্রমণ স্থানটি বেছে নিন, আর তৈরি হয়ে যান এক নতুন অভিজ্ঞতার সাক্ষ্মী হওয়ার জন্য |