গভীর অরণ্যের রোমাঞ্চকর অভিজ্ঞতার প্রত্যক্ষদর্শী হতে চলে আসুন - পাতলিদুন সাফারি লজে

Tripoto

লজের বাইরের পরিবেশ (ছবি সংগৃহীত)

Photo of Paatlidun Safari Lodge, Mohan, Uttarakhand, India by Deya Das

জঙ্গলের পরিবেশ ও বন্যপ্রাণ যদি আপনার একমাত্র ভালবাসা হয়ে থাকে, তাহলে জিম করবেট অভয়ারণ্যের সীমানায় অবস্থিত পাতলিদুন সাফারি লজ হতেই পারে আপনার একমাত্র গন্তব্য | পাখিদের কাকলি মুখরিত, ঘুঘুর পোকার সমন্বয় ধ্বনি, এই সবকিছু মিলিয়ে এই সবুজ পাহাড়ে মোড়া জায়গাটি বেশ মোহময়ী | ‘পাতলিদুন'-এর অর্থ হল সংকীর্ণ উপত্যকা | এই সাফারি লজটিতে কুমায়নী প্রথা ও শহুরে ঐশ্বর্যের সূক্ষ্ম মেলবন্ধন লক্ষ করা যায় |

কাদের জন্য উপযুক্ত:

পাতলিদুন লজের ভিতরের সুন্দর এবং মনোরম পরিবেশ (ছবি সংগৃহীত)

Photo of গভীর অরণ্যের রোমাঞ্চকর অভিজ্ঞতার প্রত্যক্ষদর্শী হতে চলে আসুন - পাতলিদুন সাফারি লজে by Deya Das

যে সমস্ত পর্যটকদের অফবিট স্থান পছন্দ তাদের জন্য পাতলিদুন সাফারি লজটি আদর্শ | প্রকৃতি প্রেমী মানুষ এই জায়গাটিকে হনিমুন স্পট হিসেবে বেছে নিতে পারেন | ২০১৬ সালে আউটলুক ট্রাভেলসের বুটিক হোটেল অ্যাওয়ার্ডস-এ এই লজটি শ্রেষ্ঠ হনিমুন হোটেলের শিরোপা পেয়েছে |

পাতলিদুন সাফারি লজে আপনি অন্যান্য লাক্সারি হোটেলের মতো বিলাসিতায় রাত্রিবাস করতে পারেন, আবার লজ থেকে করবেট জঙ্গলের রোমাঞ্চকর জীবন, গোপনীয় ট্রেইল অন্বেষণ করার অভিজ্ঞতাও উপলব্ধি করতে পারেন |

পাতলিদুন সাফারি লজ সমন্ধে কয়েকটি বিশেষ কিছু তথ্য:

থাকার সুব্যবস্থা (ছবি সংগৃহীত)

Photo of গভীর অরণ্যের রোমাঞ্চকর অভিজ্ঞতার প্রত্যক্ষদর্শী হতে চলে আসুন - পাতলিদুন সাফারি লজে by Deya Das
Photo of গভীর অরণ্যের রোমাঞ্চকর অভিজ্ঞতার প্রত্যক্ষদর্শী হতে চলে আসুন - পাতলিদুন সাফারি লজে by Deya Das
Photo of গভীর অরণ্যের রোমাঞ্চকর অভিজ্ঞতার প্রত্যক্ষদর্শী হতে চলে আসুন - পাতলিদুন সাফারি লজে by Deya Das
Photo of গভীর অরণ্যের রোমাঞ্চকর অভিজ্ঞতার প্রত্যক্ষদর্শী হতে চলে আসুন - পাতলিদুন সাফারি লজে by Deya Das
Photo of গভীর অরণ্যের রোমাঞ্চকর অভিজ্ঞতার প্রত্যক্ষদর্শী হতে চলে আসুন - পাতলিদুন সাফারি লজে by Deya Das

হিমালয়ের শিবলিক রেঞ্জের পাদদেশে এবং উত্তরাখণ্ডের ভাকরাকোট গ্রামের নিকটবর্তীস্থানে পাতলীদুন সাফারি লজের অবস্থান | এই অঞ্চলটির চারিদিকে বিভিন্ন ধরণের গাছের সমাবেশ, এর মধ্যে কয়েকটি বিলুপ্ত প্রায় গাছও পরিলক্ষিত হতে পারে | এখানকার বিস্তীর্ণ তৃণভূমি আর নিকটবর্তী কোশি নদীর এলোমেলো গতিপথ আপনাকে মুগ্ধ করবেই | পাতলিদুন সাফারি লজ প্রায় ১৩ একর জমির উপর বিস্তৃত ১২ টি কটেজ -এর সমন্বয়ে গঠিত |

লজের পারিপার্শ্বিক রূপটির মধ্যে কুমায়নি ঐতিহ্যের একটা সুস্পষ্ট আভাস লক্ষ করা যায় | কাঠ দ্বারা নির্মিত বিশাল তোরণদ্বার, পাথরের কারুকার্য-এর সমাবেশ, লজের বারান্দায় থাকা তুলসী মঞ্চ - আপনার ভ্রমণের আমেজটা আরও আকর্ষণীয় করে তুলতেই পারে | উত্তরাখণ্ডের ছোট ছোট নদী ও হিন্দু ক্যালেন্ডারের মাসের নাম অনুসারে এই কটেজগুলোর নামকরণ হয়েছে|

কটেজের প্রত্যেকটি কক্ষের সাথে প্রাচীন আসবাব, সাঁতার এর উপযুক্ত জলাশয়, সুবিশাল এবং প্রশস্ত বারান্দা রয়েছে | এই রাজকীয় কটেজগুলোর মূল আকর্ষণ হল কটেজের জানালা | পাশ্চাত্য দেশগুলোর ধাঁচে তৈরি এই বিশাল জানালা থেকে প্রকৃতির রূপটি দেখলে মনে হয় কেউ যেন তুলির সাহায্যে পরিপূর্ণ ভাবে সাজিয়ে তুলেছে | কটেজে একান্তে মনোরম পরিবেশে আপনার মনের মানুষের সঙ্গে সময় কাটানোর জন্য ‘বাটলার উইন্ডো'-এর ব্যাবস্থা করা হয়েছে, যার সাহায্যে বিনা ব্যাঘাতে খাদ্যদ্রব্য আপনার কক্ষে সরবরাহ করা হবে | এছাড়াও, প্রত্যেকটি কটেজে সমস্ত রকম সুযোগ সুবিধা উপলব্ধ রয়েছে |

আহার:

পাতলিদুন লজের লাগোয়া জায়গাটিকে কৃষিকার্যের জমি হিসেবে বেছে নেওয়া হয়েছে | লজের কর্মীরা এই জমি থেকে উৎপাদিত সবজি আর ফল দিয়েই অতিথি আপ্যায়ন করে থাকেন | কটেজ থেকে বাইরের দিকে বেরোলে দেখতে পাবেন স্থানীয় মানুষজন তাদের কৃষি কাজ নিয়ে ব্যস্ত | প্রত্যেকদিন তাঁরা অতি যত্ন সহকারে সবজি উৎপাদন করছেন | এছাড়া, তাদের নিজেদের বাগানেও সারি বেঁধে রয়েছে পেপে গাছ, আম গাছ, ছোট ছোট টমেটো গাছ, ইত্যাদি |

Photo of গভীর অরণ্যের রোমাঞ্চকর অভিজ্ঞতার প্রত্যক্ষদর্শী হতে চলে আসুন - পাতলিদুন সাফারি লজে by Deya Das
Photo of গভীর অরণ্যের রোমাঞ্চকর অভিজ্ঞতার প্রত্যক্ষদর্শী হতে চলে আসুন - পাতলিদুন সাফারি লজে by Deya Das
Photo of গভীর অরণ্যের রোমাঞ্চকর অভিজ্ঞতার প্রত্যক্ষদর্শী হতে চলে আসুন - পাতলিদুন সাফারি লজে by Deya Das

লজের রাঁধুনিরা প্রত্যেকেই যথেষ্ট অভিজ্ঞ এবং সুচারু রন্ধনশিল্পী হিসেবে প্রখ্যাত | লজের রন্ধনশিল্পীরা আপনার পছন্দ অনুযায়ী খাবার খুব কম সময়েই আপনার সামনে হাজির করতে সক্ষম | এখানে এসে কুমায়নি খাবারের স্বাদ নিতে কিন্তু অবশ্যই ভুলবেন না |

খরচ:

• লাক্সারি কটেজ – রাত্রিবাসের খরচ ১৪,০০০ টাকা থেকে শুরু |

• প্রিমিয়াম লাক্সারি কটেজ – রাত্রিবাসের খরচ ১৫,০০০ টাকা থেকে শুরু |

(এই খরচটির মধ্যে প্রত্যেকদিনের প্রাতঃরাশ -এর খরচ অন্তর্ভুক্ত |)

ভ্রমণের শ্রেষ্ঠ সময়:

অক্টোবর থেকে জানুয়ারী মাস পর্যন্ত সময় টিকে জিম করবেট ভ্রমণের উপযুক্ত সময় হিসেবে গণ্য করা হয় | বর্ষায় বৃষ্টিস্নাত দিনের পর, রোদঝলমলে দিনে শীতের হালকা প্রলেপ গায়ে মেখে জঙ্গল ভ্রমণ করার আনন্দটা এক্কেবারে অন্যরকম স্বাদ এনে দেয়| আপনি যদি ডিসেম্বর-জানুয়ারি মাসে এখানে ভ্রমণে আসেন এবং ভাগ্য সহায় থাকলে তুষারপাতরেও সাক্ষী হতে পারেন | তবে প্রকৃতির বিভিন্ন রূপ পরিদর্শন করতে পাতলিদুনে বছরের যে কোনও সময় আসার জন্য আপনার আগাম নিমন্ত্রণ রইল |

পাতলিদুনে আকর্ষণীয় স্থান:

আশেপাশের জায়গাগুলোকেও ঘুরে দেখতে পারেন (ছবি সংগৃহীত)

Photo of গভীর অরণ্যের রোমাঞ্চকর অভিজ্ঞতার প্রত্যক্ষদর্শী হতে চলে আসুন - পাতলিদুন সাফারি লজে by Deya Das

জঙ্গল সাফারি:

পাতলীদুন যেহেতু করবেটের সীমান্তে অবস্থিত, তাই খুব সহজেই এই লজ থেকে জিম করবেট অভয়ারণ্য ঘুরে আসতে পারেন | একটা ছয় সিটের জীপ্ ভাড়া করে পৌঁছে যান করবেট |অভয়ারণ্য প্রবেশের খরচ ও সমস্ত রকম ট্যাক্স সহযোগে যার খরচ পড়বে প্রায় ৩০০০ টাকার মতো | এই সাফারি পরিদর্শনের সময়সীমা হল সকাল ৬টা থেকে ১০ টা এবং দুপুর ২টো থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত |

চেনা ও অচেনা পাখিদের সাথে সাক্ষাৎ ও পরিচয়:

এই পার্কটিতে বিভিন্ন প্রজাতির পাখির আস্তানা বলা যেতে পারে | এখানে আপনি প্রায় ৫৮০ টি -বিভিন্ন প্রজাতির পাখির সন্ধান পেতে পারেন | লজ থেকে হেঁটে একটু দূর গেলে দেখতে পাবেন শাল গাছের কোলে পাখিগুলো তাদের বাসস্থান গড়ে তুলেছে | ধূসর বর্ণের সারস, টিয়া, রাজহংসীর সাথে আলাপ করতে আপনাকে আসতেই হবে পাতলিদুন |

প্রাকৃতিক সৌন্দর্য আহরণ:

প্রকৃতির অকৃত্রিম সৌন্দর্যকে উপলব্ধি করতে চাইলে লজ থেকে হেঁটে ঘণ্টা তিনেক দূরত্বে মধ্যে জঙ্গলের রাস্তা ধরে ঘুরে আসতে পারেন | এই পথে আপনার সঙ্গী হবে ছোট্ট পাহাড়ি নদী, একটি জলপ্রপাত আর শিবালিক পর্বতমালা |

স্মৃতিচিহ্ন স্বরূপ স্থানীয় জিনিস ক্রয়:

এই সাফারি লজের নিজস্ব একটি চা-এর ব্যবস্থা রয়েছে | স্থানীয় মানুষ পরিচালিত এই দোকানটিতে কুমায়নি স্ন্যাক্স সহযোগে চা বিক্রি করা হয় | পাতলিদুন, এই এলাকার স্থানীয় কুটির শিল্পে সক্রিয় সহযোগিতা করে থাকে, তাই লজের ভিতরেই দোকানটিতে রন্ধনের প্রয়োজনীয় অর্গানিক মশলা, মধু ইত্যাদি বিক্রি হয় | ইচ্ছা করলে এই প্রয়োজনীয় সামগ্রীগুলো আপনি স্মৃতিচিহ্ন হিসেবে ক্রয় করতে পারেন |

পথনির্দেশ:

পাতলিদুন সাফারি লজ নৈনিতাল জেলার ভাকরাকোট গ্রামে অবস্থিত |

বিমানে: পাতলিদুন সাফারি লজ-এর নিকটতম বিমানবন্দরটি হল পান্থনগর| বিমানবন্দর থেকে ট্যাক্সি ভাড়া করে ৫০ কিমি দূরত্বে পৌঁছে যান সাফারি লজে |

ট্রেনে: পাতলিদুন পৌঁছনোর জন্য নিকটতম রেল স্টেশনটি হল রামনগর | ভারতের যে কোনও বড়ো শহর - কলকাতা, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, কোচিন স্টেশন থেকে সহজেই পৌঁছে যেতে পারেন রামনগর | স্টেশন থেকে ট্যাক্সি ভাড়া করে অথবা জীপ্ ভাড়া করে মাত্র ৪০ মিনিটের দূরত্বে পৌঁছে যান গন্তব্যে |

ছবি সংগৃহীত

Photo of গভীর অরণ্যের রোমাঞ্চকর অভিজ্ঞতার প্রত্যক্ষদর্শী হতে চলে আসুন - পাতলিদুন সাফারি লজে by Deya Das

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যাবহার করুন

(এটি একটি অনুবাদকৃত আর্টিকেল। আসল আর্টিকেল পড়তে এখানে ক্লিক করুন!)

Further Reads