এবার আকাশের ঠিক মাঝখানে ডিনার ডেট... চলে আসুন চণ্ডীগড়ের ঝুলন্ত-রেস্তোরাঁতে

Tripoto
Photo of এবার আকাশের ঠিক মাঝখানে ডিনার ডেট... চলে আসুন চণ্ডীগড়ের ঝুলন্ত-রেস্তোরাঁতে 1/3 by Deya Das
পারিপার্শ্বিক আবহ (ছবি সংগৃহীত)

আমরা প্রত্যেকেই আমাদের বিশেষ দিনটিকে স্মরণীয় করে তোলার উদ্দেশ্যে প্রিয় মানুষের সঙ্গে নৈশ্যভোজনের জন্য রেস্তোরাঁর সন্ধান করে থাকি | আপনার এই বিশেষ দিনকে স্মরণীয় করে তোলার জন্য বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও ঝুলন্ত-রেস্তোরাঁর মতো একটা অভাবনীয় কনসেপ্ট গড়ে উঠেছে |

একটি ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে চণ্ডীগড়ে সর্বপ্রথম মধ্য আকাশে ঝুলন্ত-রেস্টুরেন্ট-এর পরিকল্পনা করা হয়েছে, যার উচ্চতা প্রায় ১৬৫ ফিট |

Photo of এবার আকাশের ঠিক মাঝখানে ডিনার ডেট... চলে আসুন চণ্ডীগড়ের ঝুলন্ত-রেস্তোরাঁতে 2/3 by Deya Das
প্রায় ১৬৫ ফুট উচ্চতায় অবস্থিত ঝুলন্ত রেস্তোরাঁ (ছবি সংগৃহীত)

ভারতের এই সু-পরিকল্পিত শহরের প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে, এই অত্যাধুনিক পরিকল্পনাটির জন্য খুব শীঘ্রই এই শহরটি ভ্রমণ পিপাসুদের জন্য অন্যতম আকর্ষণ হয়ে উঠবে | আর যদি এই পরিকল্পনাটি ফলশ্রুত হয় তাহলে এই রেটুরেন্টের অতিথিদের মূল আকর্ষণ হবে মধ্যাকাশ থেকে চণ্ডীগড় শহরটিকে ১৮০ ডিগ্রিতে চাক্ষুষ করা | আকাশ থেকে শিবালিক পর্বতমালা বেষ্টিত এই সুন্দর শহরের দৃশ্য প্রত্যক্ষ করার অভিজ্ঞতা বেশ রোমাঞ্চকর হবে, তা বলাই বাহুল্য |

সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী এই রেস্তোরাঁটিতে একসঙ্গে ২৪ জন মানুষের জন্য আদর্শ | একটি মজবুত ক্রেনের সাহায্যে ১৬৫ ফুট উচ্চতায় ঝুলন্ত অবস্থায় থাকবে এই রেস্তোরাঁটি |

এই কেন্দ্রশাসিত অঞ্চলের কর্তৃপক্ষর মতানুসারে এটা আন্দাজ করাই যায় যে এই সু-উচ্চ ও ঝুলন্ত রেস্তোরাঁটি খুব শীঘ্রই পর্যটকদের মনোরঞ্জন করতে সমর্থ হবে এবং ভবিষ্যতে চণ্ডীগড় পর্যটনের প্রাণকেন্দ্র হয়ে উঠবে | চণ্ডীগড়ের শুখনা লেক, সেক্টর ১০ অঞ্চলের লেজার ভ্যালি এবং কাইম্ব্বালা গ্রাম - এই তিনটি আলাদা স্থানে এই ঝুলন্ত-রেস্তোরাঁ গঠন-প্রকল্পের সূচনা হয়েছে | যদিও, এই শহরের বাস্তুতন্ত্রের কথা মাথায় রেখেই সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হবে |

Photo of এবার আকাশের ঠিক মাঝখানে ডিনার ডেট... চলে আসুন চণ্ডীগড়ের ঝুলন্ত-রেস্তোরাঁতে 3/3 by Deya Das
(ছবি সংগৃহীত)

যাঁরা চণ্ডীগড় শহরে এই ঝুলন্ত-রেস্তোরাঁর কনসেপ্টের রূপকার, তাঁদের মতানুসারে, সমস্ত রকম নিরাপত্তা ব্যবস্থা অবলম্বন করেই চণ্ডীগড়ের এই ঝুলন্ত-রেস্তোরাঁটি উদ্বোধন করা হবে | এই রেস্তোরাঁর সূচনার প্রথম দিন থেকেই এয়ারক্রাফট গ্রেড সুরক্ষা ব্যবস্থা এবং বিমানে ব্যবহৃত সেফটি-বেল্ট ব্যবহার করা হবে | এছাড়াও অতিথিরা বয়স অনুযায়ী এবং তাদের ইচ্ছানুসারে উচ্চতার পরিমাণ স্থির করতে পারবেন |

এই রেস্তোরাঁয় খাওয়া ও ভ্রমণের জনপ্রতি খরচ পড়বে ২৫০০ থেকে ৪০০০ টাকার মধ্যে | প্রত্যেক অতিথিরা ২৫ মিনিট থেকে ৪০ মিনিট পর্যন্ত মধ্য গগনের এই ঝুলন্ত রেস্তোরাঁটিতে রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী থাকতে পারবেন |

ইতিমধ্যেই বেঙ্গালুরুতে এই ধরণের রেস্তোরাঁর ধারণাটি বাস্তবায়িত হয়েছে | সেখানে ১৬০ ফুট উচ্চতায়, একত্রে ২২ জন অতিথির অভ্যর্থনা করা সম্ভব হয়েছে...

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যাবহার করুন

Further Reads