আমরা প্রত্যেকেই আমাদের বিশেষ দিনটিকে স্মরণীয় করে তোলার উদ্দেশ্যে প্রিয় মানুষের সঙ্গে নৈশ্যভোজনের জন্য রেস্তোরাঁর সন্ধান করে থাকি | আপনার এই বিশেষ দিনকে স্মরণীয় করে তোলার জন্য বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও ঝুলন্ত-রেস্তোরাঁর মতো একটা অভাবনীয় কনসেপ্ট গড়ে উঠেছে |
একটি ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে চণ্ডীগড়ে সর্বপ্রথম মধ্য আকাশে ঝুলন্ত-রেস্টুরেন্ট-এর পরিকল্পনা করা হয়েছে, যার উচ্চতা প্রায় ১৬৫ ফিট |
ভারতের এই সু-পরিকল্পিত শহরের প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে, এই অত্যাধুনিক পরিকল্পনাটির জন্য খুব শীঘ্রই এই শহরটি ভ্রমণ পিপাসুদের জন্য অন্যতম আকর্ষণ হয়ে উঠবে | আর যদি এই পরিকল্পনাটি ফলশ্রুত হয় তাহলে এই রেটুরেন্টের অতিথিদের মূল আকর্ষণ হবে মধ্যাকাশ থেকে চণ্ডীগড় শহরটিকে ১৮০ ডিগ্রিতে চাক্ষুষ করা | আকাশ থেকে শিবালিক পর্বতমালা বেষ্টিত এই সুন্দর শহরের দৃশ্য প্রত্যক্ষ করার অভিজ্ঞতা বেশ রোমাঞ্চকর হবে, তা বলাই বাহুল্য |
সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী এই রেস্তোরাঁটিতে একসঙ্গে ২৪ জন মানুষের জন্য আদর্শ | একটি মজবুত ক্রেনের সাহায্যে ১৬৫ ফুট উচ্চতায় ঝুলন্ত অবস্থায় থাকবে এই রেস্তোরাঁটি |
এই কেন্দ্রশাসিত অঞ্চলের কর্তৃপক্ষর মতানুসারে এটা আন্দাজ করাই যায় যে এই সু-উচ্চ ও ঝুলন্ত রেস্তোরাঁটি খুব শীঘ্রই পর্যটকদের মনোরঞ্জন করতে সমর্থ হবে এবং ভবিষ্যতে চণ্ডীগড় পর্যটনের প্রাণকেন্দ্র হয়ে উঠবে | চণ্ডীগড়ের শুখনা লেক, সেক্টর ১০ অঞ্চলের লেজার ভ্যালি এবং কাইম্ব্বালা গ্রাম - এই তিনটি আলাদা স্থানে এই ঝুলন্ত-রেস্তোরাঁ গঠন-প্রকল্পের সূচনা হয়েছে | যদিও, এই শহরের বাস্তুতন্ত্রের কথা মাথায় রেখেই সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হবে |
যাঁরা চণ্ডীগড় শহরে এই ঝুলন্ত-রেস্তোরাঁর কনসেপ্টের রূপকার, তাঁদের মতানুসারে, সমস্ত রকম নিরাপত্তা ব্যবস্থা অবলম্বন করেই চণ্ডীগড়ের এই ঝুলন্ত-রেস্তোরাঁটি উদ্বোধন করা হবে | এই রেস্তোরাঁর সূচনার প্রথম দিন থেকেই এয়ারক্রাফট গ্রেড সুরক্ষা ব্যবস্থা এবং বিমানে ব্যবহৃত সেফটি-বেল্ট ব্যবহার করা হবে | এছাড়াও অতিথিরা বয়স অনুযায়ী এবং তাদের ইচ্ছানুসারে উচ্চতার পরিমাণ স্থির করতে পারবেন |
এই রেস্তোরাঁয় খাওয়া ও ভ্রমণের জনপ্রতি খরচ পড়বে ২৫০০ থেকে ৪০০০ টাকার মধ্যে | প্রত্যেক অতিথিরা ২৫ মিনিট থেকে ৪০ মিনিট পর্যন্ত মধ্য গগনের এই ঝুলন্ত রেস্তোরাঁটিতে রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী থাকতে পারবেন |
ইতিমধ্যেই বেঙ্গালুরুতে এই ধরণের রেস্তোরাঁর ধারণাটি বাস্তবায়িত হয়েছে | সেখানে ১৬০ ফুট উচ্চতায়, একত্রে ২২ জন অতিথির অভ্যর্থনা করা সম্ভব হয়েছে...