অন্যান্য দেশগুলোর মতো আরবের দেশগুলোতে ভ্রমণের তেমন সুবিধা নেই | কিন্তু এই আরবের কিছু অঞ্চল আছে যা অন্য দেশগুলির তুলনায় অনেক বেশি আকর্ষণীয় বলতেই হবে | যে কোনও দেশের আবহাওয়া, প্রকৃতির নানান শোভা, দেশের মানুষের আচার, ব্যবহার , ধর্ম, দেশটির ঐতিহাসিক গুরুত্ব জানার ব্যাপারে আগ্রহ যে কোনও পর্যটকেরই সুপ্ত ইচ্ছা তা বলাই যায়| এই ধরণের আকর্ষণীয় ও চমৎকৃত দ্বীপে ছুটি কাটাতে চাইলে বেরিয়ে পড়ুন বাহেরিন ভ্রমণের উদ্দেশ্যে |
![Photo of আরব দ্বীপপুঞ্জের শ্রেষ্ঠ আকর্ষণ 'বাহেরিন'-এ হতে পারে আপনার জীবনের অন্যতম সেরা সফর... 1/4 by Deya Das](https://static2.tripoto.com/media/filter/nl/img/1310668/TripDocument/1606459717_1487160554_17513214966_0372a2c9ad_h.jpg)
বাহেরিন -এর অবস্থান:
![Photo of আরব দ্বীপপুঞ্জের শ্রেষ্ঠ আকর্ষণ 'বাহেরিন'-এ হতে পারে আপনার জীবনের অন্যতম সেরা সফর... 2/4 by Deya Das](https://static2.tripoto.com/media/filter/nl/img/1310668/TripDocument/1606459740_1487059015_screen_shot_2017_02_14_at_1_26_28_pm.png)
এই দ্বীপ বেষ্টিত দেশটি আরব সাম্রাজ্যের অন্তর্ভুক্ত | বাহেরিন দেশটি সৌদি আরব ও কাতার দেশের সীমান্ত লাগোয়া এবং পারস্য উপসাগরের পশ্চিমপ্রান্তে অবস্থিত | এই দেশটির আয়তন প্রায় ৭৮০ বর্গকিমি | সিঙ্গাপুর ও মালদ্বীপের পর বাহেরিনকে তৃতীয় ছোট দেশ দেশ হিসেবে গণ্য করা হয় | আরবের এই ছোট দেশটির মধ্যে বিশ্বজনীন বৈচিত্র লক্ষণীয় | অর্থাৎ এই দেশে আরব জনজাতির সঙ্গে সঙ্গে দক্ষিণ ও মধ্য এশিয়ার প্রবাসী জনজাতি মিলে মিশে বৈচিত্রের সমন্বয় ঘটেছে |
কেন বাহেরিনকে পর্যটন স্থান হিসেবে বেছে নেবেন:
![Photo of আরব দ্বীপপুঞ্জের শ্রেষ্ঠ আকর্ষণ 'বাহেরিন'-এ হতে পারে আপনার জীবনের অন্যতম সেরা সফর... 3/4 by Deya Das](https://static2.tripoto.com/media/filter/nl/img/1310668/TripDocument/1606459764_1487161343_425676315_76c82afbeb_o.jpg)
আরবের অন্য দেশগুলির কঠোরতা ও উগ্রতার তুলনায় বাহেরিন অনেক বেশি আধুনিক চিন্তাভাবনা ও তার বিশ্লেষণে বিশ্বাসী | মানুষের পোশাক, রুচি, ধর্ম, সমস্ত কিছুতে উদারতা ও আধুনিকতার ছাপ স্পষ্ট ধরা দেয়| অন্যান্য ইসলামিক দেশগুলোর মতো এখানে মহিলাদের বোরখা পড়ার বিধি, পর্দানশীন হওয়ার মতো পুরুষতান্ত্রিক সমাজের আধিপত্য বাহেরিন-এ নেই | শুধু তাই নয়, মহিলাদের স্বনির্ভরতার জন্য রুজিরোজগার করার মতো সমস্ত রকম সুযোগ সুবিধা প্রদান করা হয় | এছাড়াও, এই দেশটিতে নারী - পুরুষ নির্বিশেষে স্বাধীনভাবে ইচ্ছানুযায়ী জনসমক্ষে মদ্যপানের ও অনুমতি দেওয়া হয়েছে |
ভিসার বন্দোবস্ত:
বাহেরিন-এ ভ্রমণ করতে হলে পাসপোর্ট ছাড়াও কয়েকটি বিষয়ে বিশেষভাবে নজর দেওয়া উচিত | প্রথমত, এই দেশ ভ্রমণ-এর ঠিক আগের মুহূর্তে আপনাকে অনলাইন ই-ভিসার আবেদন করতে হবে , যার খরচ ২৯ বাহেরিন দিনার বা ভারতীয় মুদ্রায় যার খরচ প্রায় ৫১৬৫ টাকা | এই ভিসাটি আপনাকে ২ সপ্তাহ ভ্রমণের অনুমতি দেবে, কিন্তু আপনি আপনার ইচ্ছানুযায়ী বাহেরিন ন্যাশনালিটি পাসপোর্টস এন্ড রেসিডেন্স অ্যাফেয়ার্স (NPRA) থেকে অনুমতি নিয়ে আপনার ভ্রমণ এর সময় সম্প্রসারণ করতে চাইলেও অনুমোদনপত্র মিলতে কোনও অসুবিধা হবে না | বাহেরিন পর্যটন পরিষদের পক্ষ থেকে ভারত ও আরও ১১৪টি দেশের জন্য রইল আগাম নিমন্ত্রণ |
কীভাবে বাহেরিন যাবেন:
![Photo of আরব দ্বীপপুঞ্জের শ্রেষ্ঠ আকর্ষণ 'বাহেরিন'-এ হতে পারে আপনার জীবনের অন্যতম সেরা সফর... 4/4 by Deya Das](https://static2.tripoto.com/media/filter/nl/img/1310668/TripDocument/1606459794_1487160954_72056667_2dad3b570c_b.jpg)
ভারত, পূর্বমধ্য-এর দেশগুলি, আফ্রিকা, ইউরোপ, পৃথিবীর যে কোনও জায়গা থেকে বাহেরিন বিমানবন্দর পৌঁছনোর জন্য যথেষ্ট বিমান পরিষেবা উপলব্ধ রয়েছে | দিল্লি থেকে বাহেরিন আসা যাওয়ার খরচ মাত্র ২০,০০০ টাকা থেকে শুরু|
কখন যাবেন আপনি:
ইসলামিক রাজত্ব, সংস্কৃতি, সম্পর্কে জ্ঞান লাভ করতে চাইলে অথবা আকাশ আর সমুদ্রের মিলন প্রতক্ষ করতে চাইলে, অথবা সুদূর মরুভূমির মধ্যে নিজেকে হারিয়ে ফেলতে চাইলে বাহেরিন যাওয়ার উপযুক্ত সময় অক্টোবর থেকে এপ্রিল মাস পর্যন্ত | প্রসঙ্গত বলে রাখি, এপ্রিল মাসে এই দেশ ভ্রমণে এলে ফর্মুলা ১ গ্রান্ড প্রিক্স আর এখানকার ঐতিহ্যবাহী উৎসবের সাক্ষী থাকতে কিন্তু একদম ভুলবেন না |
বাহেরিন এর প্রধান আকর্ষণ:
বাহেরিন ভ্রমণে গেলে শাজারাত-আল-হায়াৎ বা ট্রি অফ লাইফ দেখার সুযোগটা কিন্তু একদম মিস করবেন না | এই শাজারাত-আল-হায়াৎ হল এমন ১টি গাছ , যা গোটা মরুভূমির মধ্যে ১জন সৈনিক এর মতো প্রায় ৪০০ বছর ধরে নিজের প্রাণ রক্ষা করে চলেছে | গাছটি পৃথিবীর একমাত্র একাকী বৃক্ষ নামেও পরিচিত | মরুভূমির রুক্ষ, শুস্ক, পরিবেশেও গাছটি মাটি থেকে প্রায় ২৫ ফুট উপরে সবুজ ডালপালা নিয়ে, জলের অভাবেও স্বমহিমায় অনন্তকাল ধরে নিজের জীবনধারণ করে বেঁচে রয়েছে | এই অলৌকিক ঘটনার প্রত্যক্ষদর্শী থাকতে মোটেই ভুলবেন না |
বাহেরিন -এর রাজধানী শহর মানামার সীমান্তবর্তী , কোয়ালায়াত-আল-বাহেরিন নামক দুর্গটি ভ্রমণ করতেই পারেন | দুর্গটি তৎকালীন পর্তুগিজ সৈন্যদের দ্বারা নির্মিত এবং অসাধারণ স্থাপত্যের একটি নিদর্শন | পরবর্তীকালে, প্রত্নতাত্বিকরা খননকাজের পর উপলব্ধি করতে পেরেছেন এই দুর্গটি ঐতিহাসিক গুরুত্ব | আর তাই আজ কোয়ালায়াত-আল-বাহেরিন দুর্গটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর তকমা পেয়েছে |
বিশ্বের সর্বোচ্চ ও বৃহত্তম মসজিদ আল-ফতেহ গ্রান্ড বাহেরিন-এ অবস্থিত | চোখ জুড়ানো স্থাপত্যশৈলী, সূক্ষ্ম শিল্পকার্য, ইসলাম ধর্মের পবিত্রতা ও মহানতার ছাপ সমগ্র মসজিদ জুড়ে পরিলক্ষিত হয় | বিখ্যাত ইতালিয়ান মার্বেল ও অস্ট্রিয়ান কাঁচের চাকচিক্য, ভারতীয় সেগুন কাঠ দ্বারা নির্মিত তোরণদ্বার, অন্যদিকে মসজিদের দেওয়ালগুলোতে খোদাই করা ইসলামিক বাণী মনের মধ্যে অদ্ভুত শান্তি এনে দেয় | মসজিদের মধ্যে একসঙ্গে ৭০০০ মানুষের দেবতার আরাধনার সুবিধা আছে | আল ফতেহ গ্রান্ড মসজিদ-এ শুধুমাত্র শুক্রবার ছাড়া যেকোনও দিন যে কোনও ধর্মের মানুষের প্রবেশের অনুমতি আছে | নিদিষ্ট পোশাক পরিধান করেই এই মসজিদ এ মহিলাদের প্রবেশের অনুমতি মেলে | ইসলাম সম্পর্কিত অজানা তথ্য জানতে মসজিদ সংলগ্ন লাইব্রেরি -তে আপনাকে একবার ঘুরে আসতেই হবে |
এই মানামা সৌক, যাকে আরব বাজার বললেও ভুল হবে না; এই বাজার পরিদর্শন করতে কিন্তু অবশ্যই ভুলবেন না | আরব দেশগুলো বিভিন্ন রকম অলংকার, রান্নায় ব্যবহৃত মশলা, আতর জাতীয় সুগন্ধী, গৃহসজ্জার যাবতীয় জিনিস যেমন কার্পেট, নকশা করা আয়না ইত্যাদির জন্য বিখ্যাত | সুতরাং, এই সৌক-এ গিয়ে আপনার পছন্দ মতো আরবের অমূল্য সম্পদটি ন্যূনতম দামে কিনে নিয়ে যেতেই পারেন | এছাড়াও, আরব এর ঐতিহ্যবাহী এই বাজারটিকে ক্যামেরাবন্ধি করার লোভ সামলাতে পারবেন না |
দিলমুন উদ্যান টি গার্ডেন অফ ইডেন নামে বাহেরিন পরিচিত | প্রায় ৭৭,০০০ বর্গ মিটার এলাকা জুড়ে অবস্থিত এই ওয়াটার পার্ক-টি ছোট-বড়ো সকলের প্রিয় | বাইরে থেকে এই পার্কটি র রূপ এক মরুদ্যান এর মতো | আবার ভিতর-এর স্থাপত্য ও শিল্পকলার জন্য এই পার্কটি যথেষ্ট প্রশংসনীয় | এই ওয়াটার পার্ক-এ কাবানাস থেকে স্পা পুল সমস্ত কিছু আপনার মনোরঞ্জনের জন্য হাজির রয়েছে |
ইসলামিক ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে জানতে পৌঁছে যান বাহেরিন ন্যাশনাল মিউজিয়াম:
আরব ও ইসলাম ধর্ম, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস সম্পর্কিত বিভিন্ন জ্ঞান লাভ করতে চাইলে, বাহেরিন পর্যটন এর পক্ষ থেকে বাহেরিন ন্যাশনাল মিউজিয়াম আসার আমন্ত্রণ রইল| মক্কা ও মদিনা র মধ্যবর্তী অঞ্চলে এই মিউজিয়ামটি অবস্থিত| এখানে সব মিলিয়ে নয়টি বিশালকার কক্ষ রয়েছে যেখানে আরব জনগোষ্ঠীর ইতিহাস ও ঐতিহ্যের নিদর্শন রয়েছে |
খরচ:
• থ্রি-ষ্টার হোটেলে থাকার জন্য ১দিনের খরচ ১৬ বাহেরিন দিনার থেকে ৪৫ বাহেরিন দিনার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩০০০ থেকে ৮০০০ টাকার মধ্যে) |
• ট্যাক্সি নিয়ে ৮ কিমি যাত্রার খরচ প্রায় ৫.৯ বাহেরিন দিনার (ভারতীয় মুদ্রায় প্রায় ১০৫০ টাকা )|
• স্থানীয় যানবাহনে যাত্রার খরচ প্রায় ০.৩০ বাহেরিন দিনার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩ টাকা )|
খাবারের বন্দোবস্ত:
• লাঞ্চ বা ডিনার এবং পানীয়-র খরচ ৪.১২ বাহেরিন দিনার (ভারতীয় মুদ্রায় প্রায় ৭০০ টাকা) |
• স্ন্যাক্স-এর খরচ- ২.১২ বাহেরিন দিনার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪৩০ টাকা) |
• মদ্যপানের খরচ - ৩. ৬ বাহেরিন দিনার (ভারতীয় মুদ্রায় প্রায় ৬৪০ টাকা) |
কোথায় থাকবেন:
বাহেরিন ভ্রমণে গেলে বেশির ভাগ পর্যটকরা মানামা অঞ্চল এর হোটেলগুলোকেই বেছে নেন | কিন্তু মানামা ছাড়াও আপনি বাহেরিন এর যে কোনও শহরে থাকতে পারেন | দেশটি আয়তনে ছোট হওয়ার কারণে যে কোনও শহর থেকে সহজেই আকর্ষণীয় জায়গাগুলোতে পৌঁছতে পারবেন | এছাড়া , AIRBNB থেকে পছন্দ মতো হোটেল ভাড়া করে, বিমান টিকেট কেটে নিয়ে, ঝঞ্ঝাটমুক্ত হয়ে সোজা পৌঁছে যান আরব দ্বীপুঞ্জের ছোট্ট দেশ বাহেরিনে |