বিয়ে হয়ে গেলে অনেক ক্ষেত্রেই যে মেয়েদের স্বাধীনতা কমে যায়, সেটা নেহাত ভুল কথা নয়। তাছাড়া স্বাধীনতা থাকলেও একা বেড়ানোর আনন্দ আর থাকে না। আপনি ড্যাংড্যাং করে একা একা বেড়াতে চলে গেলেন আর আপনার স্বামী/স্ত্রী মুখ চুন করে বাড়িতে বসে রইলেন সেটা কি হতে পারে? তাই সাত পাকে বাঁধা পড়ার আগেই একা বেড়িয়ে পড়ার সুযোগটা ভালভাবে ব্যবহার করুন। আর বেরিয়ে পড়ুন অজানার উদ্দেশ্যে।
একা একা মনের আনন্দে ঘুরে বেড়াতে পারেন, রইল সেরকম কয়েকটি ট্রিপের সুলুক সন্ধান।
১) হিমালয়ে ট্রেকিং/ বাইকিং/ পাহাড় চড়া
হিমালয় এত বড় আর বিশাল যে আপনার সেখানে হারিয়ে যাওয়ার একশ শতাংশ সুযোগ আছে। দু-একদিনের জন্য হারিয়ে যান না, ক্ষতি কীসের! লেহ চলে যান, স্পিতি উপত্যকাকে নতুন করে আবিষ্কার করুন বা উত্তরাখণ্ডে গিয়ে পাহাড় দেখে মুগ্ধ হয়ে যান। রোড ট্রিপ, ট্রেক যা ইচ্ছে করা যায় এখানে। খানিকক্ষণ শান্ত হয়ে বসে থাকলেও সারা জীবনের আনন্দ পাবেন।
২) ক্যানাবিস কাপ, আমস্টারডাম
আনন্দ করতে চান আর একবার ইউরোপ যাবেন না তা কী করে হয়? ডাচরা যেমন এক জায়গায় জড়ো হয়ে প্রতিযোগিতা করে এটা জানার জন্য যে তাঁদের শহরেই সবচেয়ে ভাল মারিহুয়ানা হয়! কীভাবে বিজয়ী ঘোষণা করা হয় সেটা জানতে গেলে ওখানে স্ব-শরীরে হাজির হয়ে যান বরং... নিজেই চোখে দেখে আসবেন সবকিছু।
৩) ব্যাঙ্কক- পাটায়া
সমুদ্র, খাওয়া দাওয়া, থাই মাসাজ ছাড়াও আরও অজস্র কারণ আছে এখানে যাওয়ার। কেন? সে আপনি আমার চেয়ে ঢের ভাল জানেন! ব্যাচেলর পার্টির জন্য এর চেয়ে আদর্শ জায়গা আর হতেই পারে না।
৪) গাড়ি করে হাম্পি থেকে গোয়া
শুনে মনে হচ্ছে বাবা একটা কোথায় আরেকটা কোথায়? হাম্পির স্থাপত্য যে কী অসম্ভব সুন্দর সেটা বলে বোঝানো যাবে না। এর আশেপাশের প্রকৃতিও বেশ মায়াময় বলতেই হবে। আর সেখান থেকে গোয়া মাত্র ৭ ঘণ্টার জার্নি। আর এই রাস্তাটাও কিন্তু বেশ আকর্ষণীয়।
৫) লাস ভেগাস
এখানে কেন যাব, এই প্রশ্ন করলে আপনার সঙ্গে আমার আড়ি হয়ে যাবে!
৬) লাদাখের ম্যারাথনে দৌড়ন
এর পর তো জীবনের রেসে অনেক দৌড়বেন। কিন্তু ১১,৪০০ ফিট উচ্চতায় দৌড়ে দেখেছেন কোনওদিন? হারা জেতা বড় কথা নয়। এই দৌড়ের আনন্দ আলাদা। অবশ্য সত্যি সত্যি নাম দিতে গেলে দু'এক বছর আগে থেকে একটু কসরত করে নেবেন।
৭) যে কোনও জনপ্রিয় জায়গায় একা যান
মানালি, সিমলা বা গোয়ার মতো অতি জনপ্রিয় কোনও জায়গা, যেখানে প্রায় সারা বছরই পর্যটকদের মেলা বসে সেখানে একা একা চলে গিয়ে একবার দেখুন তো। ভিড়ের মধ্যে মিশে গিয়েও একা হওয়ার কিন্তু আলাদা একটা মাধুর্য আছে।
8) একবার অন্তত অপছন্দের জায়গাও ঘুরে আসুন
দেখুন বিয়ে থা হয়ে গেলে কিন্তু আপনার কোনটা পছন্দ আর কোনটা নয় তার কোনও বাঁধাধরা নিয়ম থাকবে না। তাই যদি আপনার পাহাড় ভাল লাগে তাহলে একবার জোর করে সমুদ্রে ঘুরে আসুন না। ভাল লাগলে আপনার লাভ আর না লাগলে এটা দেখে নেওয়া যাবে যে অপছন্দের পরিস্থিতি আপনি কীভাবে মানিয়ে নেন।
নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।
বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যাবহার করুন
(এটি একটি অনুবাদকৃত আর্টিকেল। আসল আর্টিকেল পড়তে এখানে ক্লিক করুন!)