এর পরের বার যখন বেড়াতে যাবেন, তখন কি একটু একলা থাকতে মন চাইছে? মন চাইছে শহর থেকে একটু দূরে থাকতে। পাহাড় আর সমুদ্র তো অনেক হল। এবার একটু ভিন্ন স্বাদের বেড়ানো হলে কেমন হয়? এমন একটা ট্রিপ যা আপনাকে প্রকৃতির মাঝখানে নিয়ে গিয়ে ফেলবে।
পগদণ্ডি সাফারিজ, যারা সম্প্রতি ইকো ট্যুরিজম গ্রিন আর্কিটেকচারের প্রচারের জন্য পুরষ্কার পেয়েছে তারা কয়েকটা দুর্দান্ত ট্যুর করে থাকে। তাদের সুন্দর লজ আর মনে রাখার মতো ওয়াইল্ড লাইফ অভিজ্ঞতার স্বাদ একবার গ্রহণ করে দেখতে পারেন।
ট্রি হাউজ হাইডওয়ে, বান্ধবগড়
পাঁচটা আলাদা গাছের উপর আলাদা ট্রি হাউজ আছে বান্ধবগড় ন্যাশনাল পার্কে। এখানে থাকলে প্রকৃতিকে আপনি খুব কাছ থেকে দেখতে আর বুঝতে পারবেন। এখানকার প্রত্যেকটা ঘর হল ইকো ফ্রেন্ডলি। আশেপাশে ঘুরে দেখতে পারেন। এই জঙ্গলে যারা থাকেন তাঁদের সঙ্গে বন্ধুত্ব করতে পারেন।
অ্যাকটিভিটি: জিপে করে বান্ধবগড় ন্যাশনাল পার্ক ঘুরে দেখা, হাতির পিঠে সাফারি এবং স্থানীয় গ্রামে ঘুরে দেখা।
কখন যাবেন: অক্টোবর থেকে জুন
যোগাযোগ করুনঃ ৮৮০০৬৩৭৭১১, www.treehousehideaway.com
দেনওয়া ব্যাকওয়াটার এসকেপ, সাতপুরা
মধ্যপ্রদেশের সাতপুরা জাতীয় উদ্যান থেকে একটা নৌকো করে পৌঁছে যাওয়া যায় দশ একরের দেনওয়া ব্যাকওয়াটার এসকেপে । এখানে আট খানা এয়ার কন্ডিশনড কটেজ আর দুটি ট্রি হাউজ আছে। ট্রি হাউজ তৈরি হয়েছে স্থানীয় উপাদান দিয়ে। কটেজের ভিতর খুব আধুনিক ভাবে সাজানো। এখানকার চামড়ার সাফারি আসবাব দেখার মতো। এখানে থাকলে সবুজ জঙ্গল ছাড়াও আছে দেনওয়া নদীর অপূর্ব মায়া।
অ্যাকটিভিটিজ : জিপ সাফারি, হাতির সাফারি, বার্ড ওয়াচিং, নৌকো সাফারি, ওভার নাইট ক্যাম্পিং, কায়াকিং, ওয়াকিং সাফারি, গ্রামে ঘুরে বেড়ানো ইত্যাদি।
কখন যাবেন: অক্টোবরের মাঝামাঝি থেকে জুন পর্যন্ত ভাল সময় যদি পার্ক উপভোগ করতে চান। মনসুনের আনন্দ উপভোগ করতে হলে জুলাইয়ের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর পর্যন্ত যাওয়া যেতে পারে।
যোগাযোগঃ ৮৮০০৬৩৭৭১১, www.denwabackwaterescape.com
পেঞ্চ ট্রি লজ
জঙ্গল বুক এর মোংলিকে মনে আছে তো? সেও কিন্তু এই পেঞ্চেই থাকত। আর এখানকার এই পেঞ্চ ট্রি লজে এলে আপনার মনে হবে আপনিও যেন মোগলির বাড়িতেই থাকতে এসেছেন। পেঞ্চ-এর সারাহিরি গ্রামে অবস্থিত এই লজে আছে ছ'টা ট্রি হাউজ। এটা কিন্তু শুধু অ্যাডভেঞ্চার নয়, একটা দারুণ রোম্যান্টিক ট্রিপপ হতে পারে। এখানে একটা সুইমিং পুল আছে যা রাত্রে হ্যারিকেনের আলোয় উদ্ভাসিত থাকে। এর হাল্কা আলোয় জঙ্গল আরও সুন্দর লাগে।
অ্যাকটিভিটিজ: জিপ সাফারি, সাইক্লিং, নেচার ওয়াক, হাইডস, গ্রামে ঘোরা
কখন যাবেন: অক্টোবরের মাঝামাঝি থেকে জুন পর্যন্ত
যোগাযোগ: ৮৮০০৬৩৭৭১১, www.pugdundeesafaris.com/penchtreelodge-pench.php
নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।
বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যাবহার করুন
(এটি একটি অনুবাদকৃত আর্টিকেল। আসল আর্টিকেল পড়তে এখানে ক্লিক করুন!)