গোটা পৃথিবীর মধ্যে ভারতবর্ষের পরিবেশগত বৈচিত্র অন্যতম শ্রেষ্ঠ বলা যায়। আর এরকম বৈচিত্রের কারণেই, ভারতবর্ষে বেশ কিছু অদ্ভুত এবং আশ্চর্যজনক জায়গা আছে, যেখানে আবহাওয়া এবং জলবায়ু চরমতম। কিন্তু স্থান হিসেবে দুর্গম হলেও, এখানে ঘুরতে গেলে পাবেন চরম অ্যাডভেঞ্চার এবং উত্তেজনার স্বাদ।
আসুন দেখে নি ভারতবর্ষের কিছু দুর্গমতম জায়গা
শীতলতম
দ্রাস : পর্যটকরা পৌঁছতে পারেন, ভারতবর্ষের এরম শীতলতম স্থানটির নাম দ্রাস। কার্গিল থেকে অনতিদূরে, শ্রীনগর-লেহ্ হাইওয়ের ওপরে অবস্থিত এই জায়গাটি লাদাখের প্রবেশদ্বার নামেও পরিচিত। শীতকালে এখানে তাপমাত্রা নেমে যায় -৪৫ ডিগ্রি সেলসিয়াসেরও ন, আর গড় শীতকালীন তাপমাত্রাও থাকে শূণ্যের বা জ়িরো ডিগ্রিরও নিচে। দ্রাস সম্পর্কে আরও জানুন : দ্রাস ট্রাভেল গাইড।
উষ্ণতম
ফালোডি : রাজস্থানের পরিচিতি তার উষ্ণ আবহাওয়ার কারণেই। আর থর মরুভূমির কাছে অবস্থিত ফালোডি ভারতবর্ষের উষ্ণতম স্থান, যেখানে গরমকালে তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৫১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কিন্তু এই তীব্র গরম কে উপেক্ষা করেই এখানে গড়ে উঠেছে স্থানীয় মানুষদের জনবসতি, দেখতে পাওয়া যায় ক্রেন বা সারস পাখিদের দল। ফালোডি সম্পর্কে আরো জানুন : ফালোডি ট্রাভেল গাইড।
আর্দ্রতম
মৌসিনরম : শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর মধ্যে আর্দ্রতম জায়গা হিসেবে মৌসিনরম বিখ্যাত এবং জনপ্রিয়। মেঘালয়া রাজ্যের পূর্ব খাসি পর্বতমালায় অবস্থিত এই স্থানটি সত্যিই এক প্রাকৃতিক সম্পদ। মৌসিনরম সম্পর্কে আরো জানুন : মৌসিনরম ট্রাভেল গাইড।
শুষ্কতম
লেহ্ : সুউচ্চ হিমালয় পর্বতমালার আড়ালে অবস্থিত লেহ্ ভৌগোলিক ভাবে যেন অন্য এক ভূখণ্ড। এখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ ১০ সেন্টিমিটারের থেকেও কম, যা ভারতবর্ষের নিম্নতম। ফলে লেহ্ হয়ে উঠেছে অপরূপ সুন্দর এক শীতল মরুভূমি। বর্ষাকালে, যখন ভারতবর্ষের সমতলে বৃষ্টির প্রকোপ প্রবল হয়ে ওঠে, অসংখ্য পর্যটক তখন লেহ্ বেড়াতে আসেন। লেহ্ সম্পর্কে আরো জানুন : লেহ ট্রাভেল গাইড।
নিম্নতম
কুট্টানাড : কেরালার কুট্টানাড জায়গাটি পরিচিত ভারতবর্ষের নেদারল্যান্ড হিসেবে, কারণ জায়গাটির এক অংশ সমুদ্রপৃষ্ঠের থেকেও কম উচ্চতায় অবস্থিত। পরিসংখ্যানগতভাবে দেখলে এখানে -৩ মিটার উচ্চতায় চাষ আবাদ হয়। ভারতীয় ভূখণ্ডের নিম্নতম স্থান হল এই কুট্টানাড। কুট্টানাড সম্পর্কে আরো জানুন : কুট্টানাড ট্রাভেল গাইড।
উচ্চতম
কাঞ্চনজঙ্ঘা : পৃথিবীর তৃতীয় উচ্চতম এবং ভারতীয় ভূখণ্ডের উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা অবস্থিত ভারতবর্ষ এবং নেপালের সীমান্তে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,৫৮৬ মিটার উঁচু এই শিখরে পৌঁছনো মোটেই ছেলেখেলা নয়। কাঞ্চনজঙ্ঘা দর্শনের জন্যে সবথেকে ভালো জায়গা সম্পর্কে জানতে হলে : কাঞ্চনজঙ্ঘা ট্রাভেল গাইড।
আপনিও কি চান ভারতবর্ষের দুর্গমতম স্থানগুলিতে যেতে ? তাহলে আর বেশি দেরি না করে আজই আপনার প্ল্যানিং শুরু করে দিন...নিজের অভিজ্ঞতার কথা আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যেন!
নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।
বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যাবহার করুন
(এটি একটি অনুবাদকৃত /অনুলিখিত আর্টিকেল। আসল আর্টিকেল পড়তে এখানে ক্লিক করুন!)