ভারতের এই তিরিশটি জায়গা অবশ্যই কোনও না কোনও সময়ে ঘুরতে যাওয়া প্রয়োজন...

Tripoto

ভারতবর্ষ এক অর্থে বৈচিত্রপূর্ণ দেশ... বহু জাতি, বহু ধর্ম সম্প্রদায়ের মানুষের বসবাস এই ভারতবর্ষে। ধর্ম এবং সাংস্কৃতিক ঐতিহ্যের পাশাপাশি ভারতের নিজস্ব প্রাকৃতিক এবং ভৌগোলিক ঐশ্বর্যের পরিসংখ্যান সীমাহীন এবং ভ্রমণপিপাসু মানুষদের জন্য তা হতে পারে কোনও এক আশ্চর্য গুপ্তখনির সন্ধান। আমাদের তরফ থেকে রইল এমনই বাছাই করা ভারতের তিরিশটি পর্যটককেন্দ্র, যা আপনি কোনও না কোনও সময়ে ভ্রমণ করতে পারেন।

১। লাইমাওসিয়াং, মেঘালয়

পাহাড়ি উপত্যকায় মেঘেদের আনাগোনা (ছবিঃ সংগৃহীত)

Photo of Meghalaya, India by Never ending footsteps

পূর্ব খাসি পাহাড়ের খাত্রাশনং লাইটক্রোক ব্লকে অবস্থিত এই ছোট্ট গ্রামটিতে প্রকৃতির নিদারুণ সৌন্দর্যের হাতছানি ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

২। ছেট্টিনাদ প্যালেস, তামিলনাড়ু

রাজপ্রাসাদের অন্দরে (ছবি : সংগৃহীত)

Photo of Tamilnadu, Tamil Nadu by Never ending footsteps

ইতিহাস বা ঐতিহাসিক গল্পকথা শুনতে যারা ভালবাসেন, তাদের জন্য আর রাজস্থানই এক এবং একমাত্র গন্তব্য হয়ে রইল না, তামিলনাড়ুর চেট্টিনাদ প্রাসাদটিতে শিল্প, স্থাপত্য ও ঐতিহ্যের এক অনন্য সংমিশ্রণের ছাপ স্পষ্টত ধরা পড়বে।

৩। ১৩ আর্চ ব্রিজ, কেরালা

আর্চ ব্রিজের অপরূপ স্থাপত্য-শৈলী

Photo of Kerala, India by Never ending footsteps

কেরালার ১৩ টি আর্চ ব্রিজ কোল্লাম জেলার কাজথুরুথিতে অবস্থিত। এই স্থাপত্যের নমুনা এবং বানানোর কৌশল সত্যিই বিস্ময়কর। প্রধানত পাথর দিয়ে এক শতাব্দী আগেই আর্চটি তৈরি হয়েছে।

৪। তাডা ফলস্, অন্ধ্রপ্রদেশ

জলপ্রপাতের শান্ত-স্নিগ্ধ প্রতিচ্ছবি

Photo of Andhra Pradesh, India by Never ending footsteps

অন্ধ্র প্রদেশের এই বিখ্যাত জলপ্রপাতগুলো মূলত পাহাড় এবং সবুজ রঙের প্রাকৃতিক পরিবেশে সুসজ্জিত। ট্রেকার এবং চলাচলকারীদের জন্য একান্ত নিরিবিলি পরিসর হতে পারে এই জলপ্রপাতের তীরটি...

৫। আরভালেম গুহা, গোয়া

আরভালেম গুহার একটি ছবি

Photo of ভারতের এই তিরিশটি জায়গা অবশ্যই কোনও না কোনও সময়ে ঘুরতে যাওয়া প্রয়োজন... by Never ending footsteps

পুরাণ এবং মহাকাব্যভিত্তিক যোগসূত্র রয়েছে এই গুহার স্থাপত্যশৈলী নির্মাণ প্রসঙ্গে। এই গুহাগুলো (বিচোলিম টাউন থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে অবস্থিত), এখন একটি সাম্প্রতিক আবিষ্কারের কারণে জানা গিয়েছে মহাভারতে পাণ্ডবদের নির্বাসনের সময় এটি মূলত তৈরি হয়েছিল... সুতরাং, মহাকাব্যিক ঐতিহ্য মিশে রয়েছে এই গুহার পাথরে পাথরে।

৬। ঝাটিঙ্গগ্রি, হিমাচলপ্রদেশ

পাহাড় এবং সবুজে ঘেরা উপত্যকাভূমি

Photo of ভারতের এই তিরিশটি জায়গা অবশ্যই কোনও না কোনও সময়ে ঘুরতে যাওয়া প্রয়োজন... by Never ending footsteps

হিমাচল একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হল এটি, তবে এই ছোট্ট আবাসটি ঘাটসনি থেকে বারোট যাওয়ার পথে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত। এখানকার পার্বত্য পরিবেশ নিখুঁত এবং নিঃশব্দ, পর্যটকদের পক্ষে আদর্শ বলা যেতে পারে।

৭। দুধপাহাড়ি, কাশ্মীর

সবুজে ঘেরা পাহাড়ি উপত্যকাভূমি

Photo of ভারতের এই তিরিশটি জায়গা অবশ্যই কোনও না কোনও সময়ে ঘুরতে যাওয়া প্রয়োজন... by Never ending footsteps

দুধপাহাড়ি ভারতের অন্যতম সুন্দর ঘাট হিসেবে বিবেচিত এবং শ্রীনগর থেকে মাত্র ৪২ কিলোমিটার দূরে অবস্থিত, পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু।

৮। ইদ্দুকি, কেরালা

জলছবির মতো সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ

Photo of Kerala, India by Never ending footsteps

পর্যটকদের ভিড় থেকে বাঁচতে আপনি অনায়াসেই বেছে নিতে পারেন এই জেলাটিকে। তবে রাস্তার পাশে হাতির দিকে নজর রাখতে রাখতে, বনের মধ্য দিয়ে একেবারে ড্রাইভ করতে করতে এগিয়ে চলুন। 

অবশ্যই পড়ুন: পরিবারের সাথে ভারতে দেখার সেরা জায়গা

৯। ছালাকুদে, কেরল

প্রকৃতির নৈসর্গিক শোভা

Photo of Chalakudy, Kerala, India by Never ending footsteps

মুন্নার এবং থেক্কাডি আপাতত লিস্ট থেকে সরিয়ে ফেলুন, আপনি যদি এক্সপ্লোরার ধরণের হন তবে ছালাকুদে আপনার জন্য ঠিক জায়গা। এটি পাহাড়, বন্যপ্রাণী, জলপ্রপাত সবেরই একপ্রকার সমাবেশ লক্ষ করা যাবে।

১০। আদালজ স্টেপওয়েল, গুজরাত

নিখুঁত কারুকার্যের এক নমুনা

Photo of Adalaj, Gujarat, India by Never ending footsteps

ভারতের প্রাচীন স্থাপত্যের অন্যতম সেরা উদাহরণ হিসেবে একে পরিচিতি দেওয়া যেতে পারে। স্টেপওয়েলটি এমন একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ যা যে কোনও ভারতীয়র কাছেই বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু।

১১। মাইথন, ঝাড়খণ্ড

জলপ্রপাতের অপরূপ সৌন্দর্য

Photo of Maithon, Jharkhand, India by Never ending footsteps

ভ্রমণের সঙ্গে সঙ্গে আপনি যদি কিঞ্চিত অনুসন্ধানপ্রেমী হন, তাহলে অনায়াসেই আপনি মাইথন ভ্রমণ করতে পারবেন।

১২। চিখলধারা, মহারাষ্ট্র

পাহাড়ি উপত্যকাঘেরা মনোরম পরিবেশ

Photo of Chikhaldara, Maharashtra, India by Never ending footsteps

এই ছোট জায়গার অনেকগুলো উল্লেখযোগ্য পর্যটনকেন্দ্রের মধ্যে রয়েছে কিচকদারি এবং শাককল হ্রদ। গোয়ালিওয়র দুর্গ থেকে প্রাচীন মন্দির এবং বন্যজীবন যাদুঘর পর্যন্ত, চিখলদারা সত্যই জনপ্রিয় এক সৌন্দর্য বলতে হবে।

১৩। হাফলং, অসম

পাহাড়ি উপত্যকাভূমির সৌন্দর্য

Photo of Haflong, Assam, India by Never ending footsteps

হাফলং লেকের সৌন্দর্য এবং এর চারপাশের প্রাকৃতিক পরিবেশ আপনাকে মুগ্ধ করতে বাধ্য একথা বিনা দ্বিধায় স্বীকার করতে হবে।

১৪। চুচেন, সিকিম

প্রাকৃতিক পরিবেশের নিবিড় সংসর্গ

Photo of Sikkim, India by Never ending footsteps

মন্দাকিনি নদীর নীরব তীরে শুয়ে এই ছোট এই গ্রামটিকে আপনি অনায়াসেই উপভোগ করতে পারবেন।

১৫। বাদামি গুহা, কর্ণাটক

বাদামি গুহার চোখ জুড়ানো শিল্পশৈলী

Photo of Badami Caves, Badami, Karnataka, India by Never ending footsteps

উত্তর কর্ণাটকের বাগালকোট জেলায় লুকিয়ে থাকা বাদামি গুহাগুলো মহান চালুক্য স্থাপত্যের স্মৃতি মনে করিয়ে দেয়। এই প্রসঙ্গে অবশ্যই উল্লেখযোগ্য যে এই শহরটি ষষ্ঠ শতাব্দীতে চালুক্য সাম্রাজ্যের রাজধানী ছিল।

১৬। ফোর্ট ডান্সবার্গ, থারাঙ্গাবাদী

দুর্গের প্রাচীন ধ্বংসাবশেষ

Photo of Tharangambadi, Tamil Nadu, India by Never ending footsteps

থারাঙ্গমবাদীর অর্থ 'যেখানে ঢেউয়ের গান শোনা যায় ' এবং সমুদ্র সৈকতের এই শহরটির নাম সেই অনুসারেই করা হয়েছে। ১৬২০-এর দশকে ডেনিশ উপনিবেশ দ্বারা প্রতিষ্ঠিত ফোর্ট ড্যান্সবার্গ এখনও দক্ষিণ ভারতের সর্বাধিক উল্লেখযোগ্য এক স্থান বলে পরিচিতি পায়।

১৭। কাশিদ, মহারাষ্ট্র

সমুদ্রতটের বিস্তীর্ণ প্রান্তর

Photo of Kashid Beach, Maharashtra by Never ending footsteps

সৈকতের পাশে একটি ছোট্ট টিলা, সাদা সৈকত বালির দীর্ঘ প্রসারিত ভূমি এবং সবচেয়ে চমকপ্রদ হল এই অঞ্চলের সূর্যাস্ত। কাশিদ সৈকত একটি লুকানো সমুদ্র সৈকত, যা থাইল্যান্ডের ফি ফি দ্বীপের মতো দেখতে, আর এর রেশ পর্যটকদের মধ্যে থেকে যায় অনেকক্ষণ।

১৮। চটপল, কাশ্মির

প্রকৃতির শান্ত নিরালা পরিবেশ (ছবি্ সৌজন্যে : সন্দীপ চেতন)

Photo of Chatpal by Never ending footsteps

পেহেলগাহের একটা ছোট্ট সংস্করণ বলা যেতে পারে একে... আদতে যে সকল পর্যটক শান্ত-নিরিবিলি আশ্রয় খুঁজছেন তাঁদের জন্য অন্যতম আদর্শ স্থান বলতে পারি। তবে এই গ্রামে এখনও বিদ্যুৎ সংযোগ নেই।

১৯। শ্যালোর, উত্তরাখণ্ড

নদীজলের আঁকা-বাঁকা স্রোত ( ছবি সৌজন্যে : ফতেমা দিওয়ান)

Photo of ভারতের এই তিরিশটি জায়গা অবশ্যই কোনও না কোনও সময়ে ঘুরতে যাওয়া প্রয়োজন... by Never ending footsteps

গ্রামটি প্রায় শহুরে পরিবেশ থেকে নিরবচ্ছিন্নভাবে অবস্থান করছে, চুচেন লেন্টস মঠ, রহুনেহ গুহাগুলো, খন্দোস্যাংফুং গুহাগুলো, ফুর্তশাচু হট স্প্রিংস, পেমায়াংস্টে, রাবেডেন্টস ধ্বংসাবশেষ এবং আরও অনেক কিছুই আপনি এখানে দেখতে পাবেন!

২০। আথিরাপিল্লি জলপ্রপাত, কেরল

জলপ্রপাতের মনোরম সৌন্দর্য

Photo of ভারতের এই তিরিশটি জায়গা অবশ্যই কোনও না কোনও সময়ে ঘুরতে যাওয়া প্রয়োজন... by Never ending footsteps

শোলেয়ার ফরেস্ট রেঞ্জের অন্যতম দর্শনীয় স্থান হল আথিরপিল্লি জলপ্রপাত, প্রকৃতপক্ষে শান্ত পরিবেশের সন্ধানে ভ্রমণকারীদের জন্য এটি একটি মনোরম দর্শনীয় স্থান। প্রায় ৮০ ফুট উচ্চতাবিশিষ্ট এই জলপ্রপাতের সৌন্দর্য নিঃসন্দেহে উপভোগ্য বলতেই হবে।

২১। আরাকু ভ্যালি

আরাকু ভ্যালির নিদারুণ প্রাকৃতিক সৌন্দর্য

Photo of ভারতের এই তিরিশটি জায়গা অবশ্যই কোনও না কোনও সময়ে ঘুরতে যাওয়া প্রয়োজন... by Never ending footsteps

গলিকোণ্ডা, রক্তকোণ্ডা এবং চিতামোগোন্দির পাহাড়ের কোলে নিমজ্জিত আরাকু ভ্যালির সৌন্দর্য হ'ল অপরূপ।

২২। নাগারহোল ন্যাশনাল পার্ক

হস্তীশাবকের স্নান দৃশ্য

Photo of ভারতের এই তিরিশটি জায়গা অবশ্যই কোনও না কোনও সময়ে ঘুরতে যাওয়া প্রয়োজন... by Never ending footsteps

ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কর্তৃক একে অনুমোদন করা হয়েছে, পার্কে বন্যজীবন এবং উদ্ভিদের সংরক্ষণ রয়েছে, যা কোনও ফটোগ্রাফারের আনন্দ উপভোগের জন্য যথেষ্ট বলতে পারি।

২৩। ড. সেলিম আলি বার্ড স্যাঙ্কচুয়ারি, গোয়া

পরিযায়ী বিভিন্ন পাখিদের আনাগোনা

Photo of ভারতের এই তিরিশটি জায়গা অবশ্যই কোনও না কোনও সময়ে ঘুরতে যাওয়া প্রয়োজন... by Never ending footsteps

রিবান্দার থেকে অদূরেই মূলত ফেরি যাত্রার মধ্যে দিয়ে আপনি এই স্থানে পৌঁছতে পারবেন, পাখিদের এই অভয়ারণ্যটি চোরাও দ্বীপে অবস্থিত। সুদূর সাইবেরিয়া থেকে উড়ে আসা পরিযায়ী পাখিদের ভিড় এইস্থানে দেখতে পাওয়া যায়। পাখি বিশারদদের কাছে এর থেকে উত্তম পরিবেশ আর কিছুই বোধহয় হতে পারে না...

২৪। লুংলাক ভ্যালি, জম্মু ও কাশ্মির

লুংনাক ভ্যালির মনোরম প্রাকৃতিক সৌন্দর্য

Photo of ভারতের এই তিরিশটি জায়গা অবশ্যই কোনও না কোনও সময়ে ঘুরতে যাওয়া প্রয়োজন... by Never ending footsteps

প্রায় ৭০ বৌদ্ধ ভিক্ষুদের অবস্থান এই স্থানে দেখা গিয়েছিল, ফুগতাল গোম্পা দ্বাদশ শতাব্দীর প্রথম দিকে তৈরি হয়েছিল, গুহাটি দক্ষিণ-পূর্বদিকে জাংসকারে অবস্থিত। মাটির ইট এবং পাথরের তৈরি এই মঠটির নির্মাণ। ফুগতালকে অনন্য করে তোলে এমন আরেকটি জিনিস হ'ল আপনি কেবলমাত্র পায়ে হেঁটে এইস্থানে প্রবেশ করতে পারবেন এবং আপনি এখানে পৌঁছনোর পরে, এক অপরিমেয় শান্তি খুঁজে পাবেন এমনটা বলতে পারি।

২৫। চোপটা, উত্তরাখণ্ড

বরফঢাকা প্রাকৃতিক মনোরম পরিবেশ

Photo of Uttarakhand, India by Never ending footsteps

আপনার ট্রেকিং লক্ষ্যগুলোর একেবারে সঠিক সূচনা করতে চাইলে চোপতা আপনার জন্য অন্যতম সেরা জায়গা হতে পারে। ছোট্ট গ্রাম তুঙ্গনাথ এবং চন্দ্রশিলায় ভ্রমণের জন্য বেস ক্যাম্প হিসেবে কাজ করে। শান্ত নিরিবিলি আশ্রয় খুঁজে নিতেও ভ্রমণ করতে পারেন বেশ স্বচ্ছন্দে।

২৬। থাউফিমা, নাগাল্যান্ড

ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনা

Photo of ভারতের এই তিরিশটি জায়গা অবশ্যই কোনও না কোনও সময়ে ঘুরতে যাওয়া প্রয়োজন... by Never ending footsteps

ঐতিহ্যবাহী আঙ্গামি নাগা-স্টাইলযুক্ত ঝুপড়ি, খাঁটি উপজাতির জীবনযাত্রা এবং সুস্বাদু রাইস বিয়ার সবই পাবেন এই গ্রামে। এই উপজাতি গ্রামটি নাগাল্যান্ডের কেন্দ্রে একটি দুর্দান্ত জায়গা, কেবলমাত্র তাদের জন্য যারা পাহাড়ের স্থানীয় সভ্যতার সঠিক মূল্যায়ন করতে জানেন।

২৭। লোকটাক লেক, মণিপুর

লোকটাক লেকের নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্য

Photo of ভারতের এই তিরিশটি জায়গা অবশ্যই কোনও না কোনও সময়ে ঘুরতে যাওয়া প্রয়োজন... by Never ending footsteps

কেইবুল লানজাও জাতীয় উদ্যানটি বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান। লোকটক লেকের প্রকৃতি যেন এক অলৌকিক সৌন্দর্যের প্রকৃষ্ট উদাহরণ.... এখানে জলের উপরেই বিভিন্ন প্রজাতির ফ্লোরা এবং ফনার সন্ধান পাওয়া যায়।

২৮। মুরুদ, মহারাষ্ট্র

পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু

Photo of ভারতের এই তিরিশটি জায়গা অবশ্যই কোনও না কোনও সময়ে ঘুরতে যাওয়া প্রয়োজন... by Never ending footsteps

জানজিরা, ভারতের সবচেয়ে শক্তিশালী মেরিন ফোর্টৃগুলোর মধ্যে অন্যতম এক দর্শনীয় স্থান। এটি কেবল সমুদ্রের মাঝখানে দৈত্যস্বরূপ কাঠামো নিয়ে উপস্থাপিত, মনোমুগ্ধকর বলে মনে না হলেও, এটি একটি লবণের জলাশয়ের সঙ্গে সংযুক্ত, যার কারণে এটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে।

২৯। চম্পারেন পাভাগা, গুজরাত

মসজিদের একটি ছবি

Photo of ভারতের এই তিরিশটি জায়গা অবশ্যই কোনও না কোনও সময়ে ঘুরতে যাওয়া প্রয়োজন... by Never ending footsteps

এই সুন্দর প্রাচীন শহরের অনেক পছন্দ করে আপনার মধ্যে ইতিহাসবিদকে ছড়িয়ে দিন। ব্রাজিল যুগের প্রাচীন চকোলোইথিক সাইট থেকে শুরু করে প্রাচীন হিন্দু পাহাড়ি দুর্গ, ১৬শ শতাব্দীর ঐতিহাসিক রাজধানীর অবশেষ মসজিদ, মন্দির, সমাধি, স্টেপওয়েল এবং ট্যাঙ্ক পর্যন্ত রয়েছে।

৩০। এদাক্কাল, কেরল

প্রাচীন গুহার নমুনাচিত্র

Photo of ভারতের এই তিরিশটি জায়গা অবশ্যই কোনও না কোনও সময়ে ঘুরতে যাওয়া প্রয়োজন... by Never ending footsteps

খ্রিস্টপূর্ব প্রায় ৬০০০ বছরেরও আগে রক পেইন্টিংয়ের সঙ্গে ভারতের প্রাচীন সংযুক্তির কথা স্মরণ করিয়ে দেয় এই গুহাগুলো। ইতিহাসপ্রেমী মানুষদের জন্য এ এক আদর্শ স্থান বলা যেতে পারে।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যাবহার করুন।

(এটি একটি অনুবাদকৃত/অনুলিখিত আর্টিকেল। আসল আর্টিকেল পড়তে এখানে ক্লিক করুন!)

Further Reads

Related to this article
Places to Visit in Meghalaya,Places to Stay in Meghalaya,Things to Do in Meghalaya,Meghalaya Travel Guide,Things to Do in India,Places to Stay in India,Places to Visit in India,India Travel Guide,Weekend Getaways from Tiruchirappalli,Places to Visit in Tiruchirappalli,Places to Stay in Tiruchirappalli,Things to Do in Tiruchirappalli,Tiruchirappalli Travel Guide,Places to Visit in Tamil nadu,Places to Stay in Tamil nadu,Things to Do in Tamil nadu,Tamil nadu Travel Guide,Places to Visit in Kerala,Places to Stay in Kerala,Things to Do in Kerala,Kerala Travel Guide,Places to Visit in Andhra pradesh,Places to Stay in Andhra pradesh,Things to Do in Andhra pradesh,Andhra pradesh Travel Guide,Places to Visit in Himachal pradesh,Places to Stay in Himachal pradesh,Things to Do in Himachal pradesh,Himachal pradesh Travel Guide,Weekend Getaways from Hamirpur,Places to Visit in Hamirpur,Places to Stay in Hamirpur,Things to Do in Hamirpur,Hamirpur Travel Guide,Weekend Getaways from Chalakudy,Places to Visit in Chalakudy,Places to Stay in Chalakudy,Things to Do in Chalakudy,Chalakudy Travel Guide,Weekend Getaways from Thrissur,Places to Visit in Thrissur,Places to Stay in Thrissur,Things to Do in Thrissur,Thrissur Travel Guide,Weekend Getaways from Adalaj,Places to Visit in Adalaj,Places to Stay in Adalaj,Things to Do in Adalaj,Adalaj Travel Guide,Weekend Getaways from Gandhinagar,Places to Visit in Gandhinagar,Places to Stay in Gandhinagar,Things to Do in Gandhinagar,Gandhinagar Travel Guide,Places to Visit in Gujarat,Places to Stay in Gujarat,Things to Do in Gujarat,Gujarat Travel Guide,Weekend Getaways from Maithon,Maithon Travel Guide,Places to Visit in Maithon,Places to Stay in Maithon,Things to Do in Maithon,Weekend Getaways from Dhanbad,Places to Visit in Dhanbad,Places to Stay in Dhanbad,Things to Do in Dhanbad,Dhanbad Travel Guide,Places to Visit in Jharkhand,Places to Stay in Jharkhand,Things to Do in Jharkhand,Jharkhand Travel Guide,Weekend Getaways from Chikhaldara,Places to Stay in Chikhaldara,Places to Visit in Chikhaldara,Things to Do in Chikhaldara,Chikhaldara Travel Guide,Weekend Getaways from Amravati,Places to Visit in Amravati,Things to Do in Amravati,Amravati Travel Guide,Places to Visit in Maharashtra,Places to Stay in Maharashtra,Things to Do in Maharashtra,Maharashtra Travel Guide,Weekend Getaways from Haflong,Places to Stay in Haflong,Places to Visit in Haflong,Things to Do in Haflong,Haflong Travel Guide,Places to Visit in Assam,Places to Stay in Assam,Things to Do in Assam,Assam Travel Guide,Places to Visit in Sikkim,Things to Do in Sikkim,Places to Stay in Sikkim,Sikkim Travel Guide,Weekend Getaways from Badami,Places to Visit in Badami,Places to Stay in Badami,Things to Do in Badami,Badami Travel Guide,Weekend Getaways from Bagalkot,Places to Visit in Bagalkot,Places to Stay in Bagalkot,Things to Do in Bagalkot,Bagalkot Travel Guide,Places to Visit in Karnataka,Places to Stay in Karnataka,Things to Do in Karnataka,Karnataka Travel Guide,Weekend Getaways from Tharangambadi,Places to Visit in Tharangambadi,Places to Stay in Tharangambadi,Things to Do in Tharangambadi,Tharangambadi Travel Guide,Weekend Getaways from Nagapattinam,Places to Visit in Nagapattinam,Places to Stay in Nagapattinam,Things to Do in Nagapattinam,Nagapattinam Travel Guide,Weekend Getaways from Rudraprayag,Places to Visit in Rudraprayag,Places to Stay in Rudraprayag,Things to Do in Rudraprayag,Rudraprayag Travel Guide,Places to Visit in Uttarakhand,Places to Stay in Uttarakhand,Things to Do in Uttarakhand,Uttarakhand Travel Guide,Weekend Getaways from Vishakhapatnam,Places to Visit in Vishakhapatnam,Places to Stay in Vishakhapatnam,Things to Do in Vishakhapatnam,Vishakhapatnam Travel Guide,