লুনি নদী - ভারতবর্ষের রহস্যময়ী অন্তর্বর্তী নদী, যা মেশে না কোনও সাগরে বা সমুদ্রে

Tripoto
Photo of লুনি নদী - ভারতবর্ষের রহস্যময়ী অন্তর্বর্তী নদী, যা মেশে না কোনও সাগরে বা সমুদ্রে by Aninda De

নদী মানেই যেন স্বচ্ছ পরিষ্কার জল, নদীপথের বাঁকে বাঁকে গড়ে ওঠা জনবসতি আর সবশেষে সমুদ্রে বা সাগরে মিশে যাওয়ার আগে নদীপথে তৈরি হয় মোহনা। ভারতবর্ষের বেশিরভাগ নদী তাদের যাত্রা শেষে উপনদী হিসেবে আরও কোনও বড় নদীর সাথে যুক্ত হয় এবং শেষপর্যন্ত গিয়ে মেশে বঙ্গোপসাগর বা আরব মহাসাগরে। কিন্তু এই ভারতবর্ষেই আছে এমন এক নদী, যার গতিপথের শেষে নেই অন্য কোনও জলাশয়। এই অসাধারণ নদীটিকে আমরা লুনি নদী নামেই চিনি।

ভূপৃষ্ঠ থেকে ৭৭২ মিটার উচ্চতায়, রাজস্থানের আজমের জেলার আরাবল্লী পর্বতমালার নাগা পর্বত এই নদীর উৎস। এখানে সাগরমতী নামে পরিচিত লুনি নদী, রাজস্থানের নাগপুর, পলী, যোধপুর, বারমের ও জালোর জেলার মধ্যে দিয়ে প্রায় ৪৯৫ কিমি দক্ষিণ-পশ্চিম দিকে বয়ে যায় গুজরাতের দিকে। অবশেষে গুজরাতের কচ্ছের রণের কাছে বারীন নামক জায়গায় লুনি নদীর গতিপথ তার অন্তিম পরিণতি পায়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল যে অন্তর্বর্তী নদীগুলি অগভীর নদীখাতের ভিতর দিয়ে বইতে বইতে শুকিয়ে যায়, ফলে অন্য কোনও জলাশয়ে মেশার আগেই তারা হারিয়ে যায়।

লুনি নদীর জলরাশি (ছবি : সংগৃহীত)

Photo of Ajmer, Rajasthan, India by Aninda De

রাজস্থানের মধ্যে দিয়ে বয়ে চলাকালীন, উষ্ণ আবহাওয়া ও অপর্যাপ্ত বৃষ্টিপাতের ফলে লুনির জলরাশি কমে আসে। একইসঙ্গে এই অঞ্চলের মাটিতে বালির পরিমান বেশি হওয়ায় নদীখাত গভীর হতে পারে না, নদীর দুই কূল ছাপিয়ে জলরাশি ছড়িয়ে পরে আরও চওড়া কিন্তু অগভীর নদীখাত সৃষ্টি করে। নদীমুখের কাছে জলরাশি এতটাই হ্রাস পায় যে এখানে গরমে অবশিষ্ট জল বাষ্পে পরিণত হয়। নদীপথের প্রায় প্রথম দুশো কিলোমিটার পথে লুনি নদীর জল মিষ্টি। কিন্তু বারমের জেলার বালতোরার কাছে, মাটিতে নুনের পরিমান অত্যন্ত বেশি হওয়ায়, লুনি নদীর জল লবনাক্ত হয়ে ওঠে। এই কারণেই রাজস্থানি ভাষায় এই নদীর নাম লুনি, অর্থাৎ নোনতা। লবনাক্ত হলেও, রাজস্থানের শুষ্ক মাটিতে চাষ আবাদ ও সেচকর্মের জন্যে লুনি নদীর জল ব্যবহৃত হয়। যার ফলে স্থানীয়দের মনে লুনি নদী একটি আধ্যাত্মিক জায়গাও করে নিয়েছে।

Photo of লুনি নদী - ভারতবর্ষের রহস্যময়ী অন্তর্বর্তী নদী, যা মেশে না কোনও সাগরে বা সমুদ্রে by Aninda De

লুনি নদীর অপরূপ রূপ দেখার সর্বশ্রেষ্ট জায়গা:

লুনি নদীর অপরূপ সৌন্দর্য দেখার জন্যে, বর্ষাকালে রাজস্থানের বারমের জেলার বালতো হল শ্রেষ্ঠ ঘুরতে যাওয়ার অঞ্চল। এই বর্ষাকালেই নদীটি বৃষ্টিজলে পুষ্ট হয়। প্রতি বছর মে মাসে আয়োজিত থর উৎসব চলাকালীনও আপনি বারমের ঘুরে আসতে পারেন।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যাবহার করুন

(এটি একটি অনুবাদকৃত/অনুলিখিত আর্টিকেল। আসল আর্টিকেল পড়তে এখানে ক্লিক করুন!)

Further Reads