১৯৭৪ সালে ভুটানে প্রথম পর্যটক আসতে শুরু করে, তার আগে অবশ্য গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র হিসেবে সারা পৃথিবীর কাছে বিশেষ পরিচিত ছিল না। ভুটানের লোকেরা চিরকাল ভয়ে ভয়ে ছিল যে, বাইরে থেকে লোক এসে তাঁদের দেশের সংস্কৃতি আর সভ্যতা নষ্ট করে দেবে। ২০০৮ সালে নতুন রাজার আধুনিক চিন্তাধারাতে একটা বিষয় স্পষ্ট হল যে ভুটানের লোকেদের উন্নতির জন্য ট্যুরিজম কতটা জরুরি, আর স্থানীয় জনসাধারণ আধুনিক জীবন যাপনের পাশাপাশি নিজেদের সভ্যতা আর সংস্কৃতিকেও বজায় রাখতে পারবে।
আজ ভুটান অনেক পর্যটকের বাকেটলিস্টে শামিল হয়েছে। ভুটানের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হল এখানকার মঠ এবং মন্দিরগুলি, বিশেষ করে ডিজং বৌদ্ধ মঠ। কিন্তু আপনি যদি আপনি ভুটানের অক্ষত এবং অদূষিত প্রকৃতিকে অনুভব করতে চান, তাহলে এই রহস্যজনক দেশটিতে ট্রেকিং-এর একটা প্ল্যানিং করতে পারেন। সহজ সুন্দর হাইক ( যেমন ড্রুক পাথ ) থেকে শুরু করে, বিশ্বের কঠিনতম ট্রেকের মধ্যে একটি ( সনওমান ট্রেক ) এই দেশেতে পেয়ে যাবেন।
ভুটানের সেরা কিছু ট্রেকের তালিকা নিচের রইলো যেটা সোজা থেকে শুরু :
ড্রুক পাথ ট্রেক
এটি হল ভুটানের অন্যতম জনপ্রিয় ট্রেকের মধ্যে একটি। ট্রাকটি খুব সোজা থেকে মাঝারি হয়ে কঠিন আঁকা-বাঁকা পথে এগিয়েছে, এই পথ আপনাকে নিয়ে যাবে পারো থেকে থিম্পু পর্যন্ত । ট্রাকটি শুরু হয় আপেল বাগান থেকে, জিলি ডিজং ধ্বংসাবশেষ অতিক্রম করে পৌঁছে যাবেন খুব সুন্দর নীল পাইন, ফার আর রোডোডেনড্রন ঘিরে থাকা অপরূপ এক প্রকৃতির মাঝে । অনেক পাস অতিক্রম করতে হয়, উচ্চতা সমতলভূমি থেকে ২৪০০ থেকে ৪২০০ মিটার। ট্রেকের তৃতীয় দিনেই পৌঁছে যাবেন পাহাড়ি ট্রাউট ম্যাচেই ভরা একটা সুন্দর জলাশয়ে যার নাম হলো জিমিলিং লেক। বাকিদিনগুলোতে কিছু ডিজং, প্রাচীন লাখাং (মন্দির) এবং গ্রাম রাস্তায় পড়বে। একদম শেষে জুনিপার গাছের জঙ্গলের মধ্যে দিয়ে নামতে নামতে পৌঁছে যাবেন থিম্পুতে।
সময়কাল: ৬ দিন
স্তর: মাঝারি থেকে সহজ
কখন যাবেন: মার্চ থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত
রুট: পারো - জিলি জঞ্জোং - জাংচুলাখা - জিম্লাংটশো হ্রদ - জিমেলেং তশো - সিমকোট্রা তশো - ফাজোডিং - মথিতং - থিম্পু
বুমথাং আউল ট্রেক
বুমথাং ভুটানের একটি অপ্রচলিত অঞ্চল, পর্বতমালায় ঘেরা এক সবুজ গ্রামাঞ্চল , যেখানে জীবনএবং প্রকৃতি শান্ত ও সহজ। আর এই ট্রেকটি আপনাকে ঠিক এইখানে নিয়ে যাবে। ট্রেকের প্রথম দিন আপনি বুমথাং জেলার সবচেয়ে বড় গ্রাম ধুর -এ পৌঁছাবেন। এই গ্রামটিতে আপনি স্থানীয় বাসিন্দাদের জীবনশৈলী , জলপ্রবাহ দিয়ে তৈরি গম ভাঙার যন্ত্র দেখতে পাবেন। চাইলে আপনি তাদের সঙ্গেই কথোপকথন চালিয়ে তাদের সম্পর্কেই আরও অনেক কিছু জানতে পারবেন । আগামী দুই দিন এই গ্রামের উদ্ভিদ এবং প্রাণি দেখতে পারবেন, যেমন রডোডেনড্রন, ম্যাপেল এবং বার্চ গাছ, স্প্রস এবং ফার বন আর প্রাণবন্ত মনাল ফিজ্যান্টসের সমাহার। ট্রেক শেষ হয় থর্পলিং মঠে, যেখান থেকে চুমে ভ্যালি দেখা যায়।
সময়কাল: ৩ দিন
স্তর: মাঝারি থেকে সহজ
কখন যাবেন: মার্চ থেকে মে এবং সেপ্টেম্বরের শেষের দিকে নভেম্বরের মাঝামাঝি
রুট: মাঞ্চুগাং - ধুর গ্রাম - দারঞ্জেলা পাস - থারপালিং মঠ
দাঙ্গালা থাউজেন্ড লেকস ট্রেক
এইক্ষেত্রে ট্রেকিং-এর পথটি বিক্ষিপ্ত... তবে ট্রেকিং-এর যাবতীয় ক্লান্তি মুছে যেতে বাধ্য মাউন্ট এভারেস্টের মনোরম সৌন্দর্যে । ছয় দিনের এই ট্রেকে অনেক পাহাড়ি লেক আপনার রাস্তায় পড়বে , এই লেক এ চাইলে মাছ ধরতে পারেন বা লেকের পাশেই ক্যাম্প করে থাকতে পারেন । বলতে গেলে এখানে দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে যায় , এর মধ্যেই কিছুদিন খাড়া পাহাড় চড়তে হয়। আপনারা যদি জিনেখার রাস্তা ধরে আসেন তাহলে অনেক গ্রাম পড়বে রাস্তায় যেখানে নতুন বন্ধু বানাতে পারেন।
সময়কাল: ৬ দিন
স্তর: মাঝারি
কখন যাবেন: এপ্রিল থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত
রুট: জ্ঞানখা - গুড় - লাবতামা - পঙ্কা - তালাখা - চামগং
জমলহারি লায়া গাসা ট্রেক
এই ট্রেকটি আর জনপ্রিয় জমলহারি ট্রেক কিন্তু এক নয়, যদিও শুরুর ৫ দিন দুটো ট্রেকই এক রাস্তা ব্যবহার করা হয়ে থাকে । লায়া -গাসা ট্রেক একটি অনবদ্য এবং সবচেয়ে সুন্দর ট্রেক, যা আপনাকে অপরূপ এক প্রাকৃতিক সৌন্দর্যের কাছাকাছি নিয়ে যাবে। এই ট্রেকটি পাইন গাছের তৃণভূমি দিয়ে উঁচু গিরিপথ ধরে এগোতে হয়। এখানে অনেক দেশি প্রাণী দেখতে পাওয়া যায়, যেমন টাকিন্স এবং নীল ভেড়া। দুর্গম পাহাড়ি গ্রামের লায়াপ্সদের সাথে দেখা করার এবং তাদের অনন্য সংস্কৃতি আর ঐতিহ্যর কথা জানার সুযোগ এই ট্রেকটিতে পাবেন। আপনার ট্রেক গাইডকে অনুরোধ করে একটি দিন গাসা হট স্প্রিঙে আরাম করে কাটাতে পারেন। মনে রাখবেন এই ট্রেকটি কিন্তু কঠিন। এই কঠিন ট্রেকটিতে অনেক পাহাড়ি চড়াই এবং উতরাই রয়েছে।
সময়কাল: ১৪ দিন
স্তর: কঠিন
কখন যাবেন: এপ্রিল থেকে জুন এবং সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি
রুট: গুনিতসভা গ্রাম - শারনা জামপা - থাংথংখা - জঙ্গোঠং - লিংশি - চেবিসা - শমুথাং - রবলুথাং - লিমিথাং - লায়া - কোইনা - গাসা
দূর হট স্প্রিংস ট্রেক
হিমালয়ের সবচেয়ে সুন্দর ভূতাত্ত্বিক হট স্প্রিংগুলোর মধ্যে একটি হল দূর হট স্প্রিং। এই ট্রেকটি কিন্তু মুশকিল ট্রেক কারণ পৃথিবীর অন্যতম কঠিন ট্রেকিং-এর ( সনওমান ট্রেক ) রাস্তায় পড়ে এই ট্রেকটি। এই ট্রেকে খাড়া-চড়াই আর উতরাই রয়েছে, সমতলভূমি থেকে উচ্চতা ৪৭০০ মিটার পর্যন্ত বলা যায়। এই ট্রেকের রাস্তাটি ম্যাপেল আর স্প্রুস জঙ্গল দিয়ে ঘেরা , কপালে থাকলে হিমালয়ের কালো ভাল্লুক , নীল ভেড়া বা কস্তুর্রীমৃগ দেখতে পাবেন। যেদিন হট স্প্রিংএ পৌঁছাবেন সেদিন অবশ্যই জলে পা ডুবিয়ে আরাম করে কাটাবেন।
সময়কাল: ৯দিন
স্তর: কঠিন
কখন যাবেন: মার্চ থেকে এপ্রিল এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত
রুট: ডুয়ার - গোরসাম - লুঙ্গসাম - সোসচেঞ্চন - ডুয়ার তাসাচু - সোসচেনচেন - লুঙ্গসাম - গোরসুম - ডিউয়ার ভিলেজ
স্নওমান ট্রেক
যদি আপনার ক্ষমতা থাকে এবং আপনি যদি ট্রেকটি শেষ করতে পারেন, তাহলে নিশ্চিত স্নওমান ট্রেক আপনাকে পুরস্কৃত করবে উত্তম প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে। আর একটা বিষয় যদি ট্রেকটি শেষ করতে পারেন তাহলে সারা জীবন বন্ধু বান্ধবের কাছে হিরো হয়ে যাবেন। এই ট্রেকটি পৃথিবীর কঠিনতম ট্রেকের মধ্যে একটি, যেখানে আপনাকে ভুটানের দুর্গম অঞ্চল পাড়ি দিতে হবে। এই ট্রেকটি অত্যন্ত উঁচুতে অবস্থিত কঠিন এক ভূখণ্ড বলা যায়, এগারোটি পাস অন্তত রয়েছে, যার উচ্চতা ১৫০০০ ফুট উঁচু, দীর্ঘ এই পথ পেরোতে হবে অত্যন্ত দক্ষতার সঙ্গে। ট্রেকটি শুরু করার মধ্যে দিয়ে, ভুটান-তিব্বত বর্ডার দিয়ে সর্বোচ্চ সীমা সেফু গ্রামে আপনি পৌঁছতে পারবেন. যা মধ্য ভুটানে অবস্থিত। প্রত্যেক দিন ১৭ কিলোমিটার হাঁটতে হবে, আন্দাজমতো ৬ থেকে ৮ ঘন্টা। ট্রেক শুরুর আগেই দুই দিন উঁচুতে থাকার জন্য শরীরকে মানিয়ে নিতে লাগবে।
সময়কাল: ২৫ দিন
স্তর: কঠিন। সুপার চ্যালেঞ্জিং।
কখন যাবেন: মধ্য-জুন থেকে অক্টোবরের মাঝামাঝি
রুট: গুনিতসভা গ্রাম - শারনা জামপা - থাংথংখা - জঙ্গোথং - লিংশি - চেবিসা - শমুথাং - রবলুথাং - লায়া - রোদুফু - নরথাং - তারিনা - ওয়াচে - লেহেদী - থানজা - দানজি - তুষোচেনা - জিচু দ্রোমো - চম্পোরপো - মামোটোটং
আপনি কি ভুটানের এই কোনও ট্রেকে গিয়েছেন? আপনার অনুভূতি ট্রিপটোতে শেয়ার করুন আর আমাদের বিশ্ব ভ্রমণ সম্প্রদায়ের একটি অংশ হয়ে উঠুন। ট্রিপোটোর শীর্ষস্থানীয় মাসিক অবদানকারীরা বিশ্বের বেশ কয়েকটি স্থানে বিনামূল্যে ট্রিপ জিততে পারেন। এখানে ক্লিক করুন আরও জানতে।
এখন Covid -19এর জন্য আমরা আপনাদের ঘুরতে যেতে বলছিনা, এখন আপনারা ভবিষ্যতের ঘোরার পরিকল্পনা করতে পারেন। এখন বেড়াতে যাওয়া ঠিক হবে না। সাবধানে থাকবেন।
নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।
বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যাবহার করুন।
(এটি একটি অনুবাদকৃত/অনুলিখিত আর্টিকেল। আসল আর্টিকেল পড়তে এখানে ক্লিক করুন!)