একসময় বাঙালির কেনাকাটা বলতে ছিল গড়িয়াহাট আর নিউ মার্কেট। উত্তরের বাসিন্দারা যেতেন হাতিবাগানে। একথা ঠিকই এ দোকান সে দোকান ঘুরে দরদাম করে বাজার করার মজাই আলাদা। কিন্তু প্যাচপ্যাচে গরমে মাঝে মধ্যে বড়ই কষ্ট হয়। তখন মনে হয় একটু আধটু ঠান্ডা হাওয়া চললে মন্দ হত না। এখন আর অতশত ভাবতে হয় না। কলকাতায় রয়েছে একাধিক শপিং মল। একই ছাদের নিচে হরেক দোকান। রয়েছে সিনেমা দেখা আর খাওয়া দাওয়ার ব্যবস্থাও। যদিও অনেকেই বলেন শপিং মলের জিনিসপত্র মানেই আকাশ ছোঁয়া দাম। যদিও সেটা সব সময় সত্যি হয়না। আরে বাপু কিনুন ছাই না কিনুন, হাজার হলেও উইন্ডো শপিংয়ের আলাদা একটা মাধুর্য আছে। সেটা উপভোগ করতে দোষ কোথায়? অনেকে তো কলকাতা ঘুরতে এসেও শপিং মলে যেতে চান। তো আর ধান ভানতে শিবের গীত না গেয়ে কলকাতার জনপ্রিয় কয়েকটি শপিং মলের দরকারি গাইড দিয়ে দিলাম আপনার জন্য।
১) সাউথ সিটি মল
কলকাতার অন্যতম জনপ্রিয় মল। এর লোকেশনও দুর্দান্ত। রয়েছে বিবা, চুম্বক, স্টারমার্ক এর মতো দোকান। এখানে শপিং করলে খাওয়ার জায়গাও রয়েছে ঢের। মেইনল্যান্ড চায়না, বেনজারং এর মতো রেস্তরাঁও আছে। বাচ্চাদের জন্য রয়েছে গেম জোন। যাদবপুর থানা হল সবচেয়ে বড় ল্যান্ডমার্ক। এখান থেকে এই মল মিনিট দশেক। সাউথ সিটি মল খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত। তবে এখন কোভিড জনিত কিছু নিয়ম আছে।
২) সিটি সেন্টার ওয়ান
এই মল সল্টলেকে অবস্থিত। এখানকার অন্যতম আকর্ষণ হল সিটি সেন্টার ওয়ান। এই মলে রয়েছে কুণ্ড বলে একটি প্লাজা যার মাঝখানে একটি জলাশয় আছে। এখানে ১৮৮০ সালের একটি ঘোড়ার গাড়িও আছে। এখানে গেলে ওয়েট ও ওয়াইল্ড-এ যেতে ভুলবেন না।
৩) সিটি সেন্টার ২
দ্বিতীয় এই মলটি রয়েছে নিউ টাউনে। ২৪০ টিরও বেশি দোকান আছে এই মলে। আইনক্স ও আছে। তাই কেনাকাটা করতে করতে সিনেমাও দেখে নিতে পারেন। কলকাতা মিউজিয়াম অব মডার্ন আর্ট এ একবার ঢুঁ মারতে ভুলবেন না।
৪) কোয়েস্ট মল
পার্ক সার্কাসে অবস্থিত এই মল কলকাতার মল কালচারের নবতম সংযোজন। এই মল দেখতেও ভারি সুন্দর। এখানে বিশ্বের তাবড় নামি দামী ব্র্যান্ডের দোকান আছে। আর যারা নিত্য নতুন খাবার চেখে দেখতে ভালবাসেন তাঁদের জন্য এই মল আদর্শ। এখানে নানা স্বাদের দুর্দান্ত সব রেস্তরাঁ আছে।
৫) অ্যাক্রোপলিস মল
বাইপাসের রানি হল এই মল। কসবার গীতাঞ্জলী কমপ্লেক্সের খুব কাছে অবস্থিত এই মল। এর বয়স কোয়েস্ট মলের চেয়েও কম। নানা রকমের দোকান রয়েছে এখানে। মাঝে মাঝেই মলের এক তলায় নানা কার্নিভালও হয়।
৬) মানি স্কোয়ার
ফুলবাগানে অবস্থিত এই মলও বেশ জনপ্রিয়। পিভিআর মাল্টিপ্লেক্সও আছে। রয়েছে স্কেয়ারি হাউজ। এটি বাচ্চাদের বেশ ভাল লাগবে। এই মলে রিল্যাক্স করার জন্য অনেক ভাল স্পা ও মাসাজ পার্লার আছে।
৭) অ্যাক্সিস মল
নিউ টাউনের অ্যাক্সিস মলে একবার অন্তত যাওয়া আবশ্যক। কারণ এখানে আছে কলকাতার অন্যতম বিনোদন পার্ক, স্নো পার্ক। এখানে রয়েছে স্পেন্সারস এবং লাইফস্টাইল ইত্যাদি দোকান। রয়েছে ৪৭ সাউথ ট্যাংরা রোড, বাডিজ ইয়ার্ড ক্যাফে এবং মেহাক-ই-পাঞ্জাবের মতো অসংখ্য রেস্তোরাঁ।
এই সাতটি মল ছাড়াও যেগুলোতে ঢুঁ মারা অতি আবশ্যক সেগুলো হল
৮) গড়িয়াহাট মল, একডালিয়া
৯) ফোরাম মল, ভবানীপুর
১০) লেক মল, লেকরোড
১১) অবনী রিভারসাইড মল, হাওড়া
নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।
আপনি পড়তেও পছন্দ করতে পারেন: ভারতের মল
বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যাবহার করুন।