পশ্চিমবঙ্গের মধ্যেই লুকিয়ে থাকা এই জায়গাগুলো যেন একদম মিস না হয়...

Tripoto
Photo of পশ্চিমবঙ্গের মধ্যেই লুকিয়ে থাকা এই জায়গাগুলো যেন একদম মিস না হয়... 1/6 by Deya Das
জলপ্রপাতের নৈসর্গিক সৌন্দর্য (ছবি সংগৃহীত)

পাহাড় সমুদ্র মরুভূমির কথা তো আপনাদেরকে অনেক জানালাম। আজ একটু অন্য ধরনের জায়গায় নিয়ে যায়। ধরুন, আপনি একা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ কানে এল দূর থেকে ভেসে আসা জলের কল কল শব্দ। শব্দটা অনুসরণ করতে করতে যখন উৎপত্তিস্থলে গিয়ে পৌঁছলেন; সামনে দেখতে পেলেন দুই হাত বাড়িয়ে রূপের ডালি সাজিয়ে একটি জলপ্রপাত আপনাকে কাছে ডাকছে। তখন সেই ডাক অমান্য করে কি আর পিছু ফিরে আসতে পারবে? নিশ্চয়ই পারবেন না!

আজ সে রকমই কিছু জলপ্রপাতের খোঁজ আমি আপনাদের দেব; যেগুলি পশ্চিমবঙ্গে অবস্থান করলেও হয়তো অনেকের আজও অজানা। তবে এই জায়গা ঘুরতে যাওয়ার জন্য বর্ষাকাল বাদে যে কোনও ঋতুতে যাওয়াই শ্রেয়।

১. চুন্নু জলপ্রপাত

Photo of পশ্চিমবঙ্গের মধ্যেই লুকিয়ে থাকা এই জায়গাগুলো যেন একদম মিস না হয়... 2/6 by Deya Das
এইখানের প্রাকৃতিক সৌন্দর্য চোখজুড়ানো (ছবি সংগৃহীত)

এই জলপ্রপাতটি পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় এবং দার্জিলিং-এর প্রধান আকর্ষণীয় জলপ্রপাত। এটি রক গার্ডেন নামেও পরিচিত। জলপ্রপাতের পাশে অবস্থিত বাগানটির মধ্যে আপনি শীতকালীন পিকনিকও করতে পারবেন।

অবস্থান-

দার্জিলিং-এর ম্যাল রোড থেকে ১২ কিলোমিটার দূরে অবস্থিত।

২. তুর্গা জলপ্রপাত

Photo of পশ্চিমবঙ্গের মধ্যেই লুকিয়ে থাকা এই জায়গাগুলো যেন একদম মিস না হয়... 3/6 by Deya Das
ছবি সংগৃহীত

পশ্চিমবঙ্গের একমাত্র জীববৈচিত্র্যময় জলপ্রপাত, যার জলধারার স্বচ্ছতা এত বেশি যে তলদেশ দেখা যায়। গড়শাব্রু এবং ময়ূর পর্বতের মাঝখান দিয়ে প্রবাহিত এই জলপ্রপাতের জলধারা বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদের আশ্রয় স্থল হয়ে উঠেছে।

অবস্থান-

অযোধ্যা হিলস রোড, বাড়িয়া।

৩. পাগলাঝরা জলপ্রপাত

Photo of পশ্চিমবঙ্গের মধ্যেই লুকিয়ে থাকা এই জায়গাগুলো যেন একদম মিস না হয়... 4/6 by Deya Das
ছবি সংগৃহীত

অ্যাডভেঞ্চারপ্রেমী ভ্রমণপিপাসু মানুষদের জন্য এই জলপ্রপাতটি কিন্তু বেশ চমকপ্রদ। হিমালয় পর্বতের নীচে পূর্ব কার্শিয়াং উপত্যকায় অবস্থিত প্রায় ৬১০০ ফুট উচ্চতা সম্পন্ন পাগলাঝোরা জলপ্রপাত প্রত্যেক ভ্রমণকারীকে এক রোমাঞ্চকর অভিজ্ঞতার সম্মুখীন করে তোলে। টয় ট্রেন করে দার্জিলিংয়ে প্রবেশের সময় আপনি এই জলপ্রপাতের সামান্য অংশ দেখতে পাবেন।

অবস্থান-

ছিমলি কার্শিয়াং-এর দক্ষিণ শিবখোলা চা বাগান।

৪. রেনবো জলপ্রপাত

Photo of পশ্চিমবঙ্গের মধ্যেই লুকিয়ে থাকা এই জায়গাগুলো যেন একদম মিস না হয়... 5/6 by Deya Das
রামধনুর রঙে রঙিন প্রকৃতি (ছবি সংগৃহীত)

এটি দার্জিলিংয়ের কালেজ উপত্যকার গভীর খাদের মধ্যে দিয়ে প্রবাহিত। নামকরণের কারণ হিসাবে বলা হয়, জলপ্রপাত সৃষ্টির সময় আকাশে রামধনুর দেখা মেলে এবং সেই রং জলপ্রপাতের জলের সঙ্গে মিশে যায়। রেনবো জলপ্রপাতের আশেপাশের পরিবেশও বেশ মনোরম।

অবস্থান-

দার্জিলিংয়ের কালেজ চা বাগান।

৫. চেঞ্জই জলপ্রপাত

Photo of পশ্চিমবঙ্গের মধ্যেই লুকিয়ে থাকা এই জায়গাগুলো যেন একদম মিস না হয়... 6/6 by Deya Das

ছবি সংগৃহীত

৩০০ মিটার প্রশস্ত সবুজ নীল জলরাশি দ্বারা পরিপূর্ণ এই জলপ্রপাতটি পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় জলপ্রপাত হিসেবে পরিচিত। কালিম্পং জেলার কোলাখাম অঞ্চল থেকে ৪ কিলোমিটার দূরে টিফিন ধারা ও ঘাঁটি ধারা নদীর স্রোতের মধ্যে এই জলপ্রপাতটি অবস্থিত। ট্রেকিং-এর জন্য এই জায়গাটি খুব মনোরম।

অবস্থান-

কালিম্পঙের কোলাখামের কাছে লাভাতে।

উপরের তালিকায় অন্তর্ভুক্ত জলপ্রপাতগুলির মধ্যে যদি কোনটা আপনার অদেখা থাকে; তাহলে এই বর্ষা মিটলেই জামা-কাপড় গুছিয়ে ঝটপট বেরিয়ে পরুন আর পাখির কলতান এবং স্রোতস্বিনী জলধারার শব্দের আনন্দ নিন।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

Further Reads