মধুচন্দ্রিমা বা হনিমুন বিষয়টা শুধুমাত্র ছুটি কাটানোর জন্য নয়। বরং দুটো মানুষের একে অপরকে চেনার জন্য হনিমুনের প্রয়োজন। এছাড়াও রোমান্টিক মুহূর্তকে সারাজীবন স্মৃতির পাতায় বন্দি করে রাখার জন্য হনিমুনের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমাদের ভারতের প্রত্যেকটা স্থানে রয়েছে নতুনত্বের ছোঁয়া । যেমন কাশ্মীরের পাহাড়ি অঞ্চল, আন্দামানের সুদৃশ্য সমুদ্র, কিংবা রাজস্থানের মরুভূমি সব ক্ষেত্রেই আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে । ভারতের এই বৈচিত্রগুলিই ভারতের বৈশিষ্ট্য। তাই নতুন জীবন শুরু করুন ভারত দর্শনের হাত ধরে -
রাজপুত রাজাদের সাম্রাজ্য দর্শনের জন্য রাজস্থান একমাত্র ভ্রমণস্থান। এই রাজাদের দেশে হনিমুনের প্ল্যানটা আপনি কি মিস করতে চাইবেন? অসাধারণ স্থাপত্য শিল্প , সুসজ্জিত লেক, এবং মরুভূমি অঞ্চল অন্য কোথাও কি দর্শন করতে পারবেন?
কী কী করবেন?
১. পিঙ্ক সিটি জয়পুরের অম্বর ফোর্ট, জয়গড় ফোর্ট কিংবা নাহারগড় ফোর্ট দর্শন করুন।
২. উদয়পুর শহর এবং লেক পিছোলা থেকে প্রকৃতির রূপ দর্শন করুন ।
৩. জয়শলমীরের মরুভূমি অঞ্চল থেকে সূর্যাস্ত দর্শন করুন।
৪. যোধপুরের মেহারণগড় ফোর্ট দেখে আসতে পারেন।
রাজস্থান ভ্রমণের জন্য কতদিন সময় লাগবে?
এই ভ্রমণের জন্য মোটামুটি ৭- ১০দিন সময় লাগবে।
কখন যাবেন?
নভেম্বর থেকে ফেব্রুয়ারি সময়টা এই ভ্রমণের জন্য আদৰ্শ।
কীভাবে যাবেন?
বিমানে - জয়পুর, যোধপুর, এবং উদয়পুরে যাওয়ার জন্য কলকাতা থেকে অনেক বিমান উপলব্ধ আছে।
ট্রেনে - কলকাতা থেকে ট্রেনে চেপে পৌঁছে যান জয়পুর কিংবা যোধপুরে। সেখান থেকে গাড়ি ভাড়া করে আপনার পছন্দ মতো স্থানে ঘুরে আসুন।
যেকোনো মানুষের স্বপ্নের ভ্রমণস্থানগুলির মধ্যে অন্যতম হল লাক্ষাদ্বীপ। এই নির্জন দ্বীপটি কিন্তু হনিমুনের জন্য এক্কেবারে পারফেক্ট। অর্চিপেলাগোর সৌন্দর্য, কোরাল রিফ, সাদা বালিয়াড়ি তট, জলজ প্রাণীদের সঙ্গে পরিচয় করার জন্য, এবং সঙ্গীর সাথে একা সময় কাটানোর জন্য পৌঁছে যান লাক্ষাদ্বীপ।
কী কী করবেন?
১. কাভারত্তি, মিনিকয়, কাঁদামাত, ব্যাঙ্গারাম সমুদ্র বিচ পরিদর্শন করুন ।
২. স্কুবা ডাইভিং করে অনেক জলজ প্রাণীর সন্ধান পাবেন।
৩. নানা রঙের শৈবাল দেখতে ঘুরে আসুন কল্পেনি আইল্যান্ড থেকে।
৪. বোটে চেপে লাক্ষাদ্বীপের আইল্যান্ডগুলি দেখে আসতে পারেন ।
লাক্ষাদ্বীপ ভ্রমণের জন্য কতদিন সময় লাগবে?
৫ থেকে ৬ দিন লাক্ষাদ্বীপ ভ্রমণের জন্য আদৰ্শ।
কখন যাবেন?
অক্টোবর থেকে এপ্রিল মাস পর্যন্ত যে কোনও সময় লাক্ষাদ্বীপ থেকে ঘুরে আসতে পারেন।
কীভাবে যাবেন?
বিমানে - প্রথমে কলকাতা থেকে পৌঁছে যান কোচি। কোচি বিমানবন্দর থেকে বিমানে পৌঁছে যান আগাত্তি বিমানবন্দর।
সমুদ্র পথে - কোচি থেকে মোট সাতটি জাহাজ রয়েছে। তাই সমুদ্রপথেও লাক্ষাদ্বীপ পৌঁছতে পারেন। এক্ষেত্রে সময় লাগবে ১৪ থেকে ২০ ঘণ্টার মতো।
বিঃদ্রঃ - লাক্ষাদ্বীপ ভ্রমণের জন্য কোচি থেকে সরকারি অনুমতিপত্রের প্রয়োজন।
হনিমুন ডেস্টিনেশন প্রসঙ্গে আলোচনা শুরু করলে কাশ্মীরকে বাদ দেওয়া চলে না। তুষারশুভ্র হিমালয়, ডাল লেকের সৌন্দর্য সবকিছু মিলিয়ে ভুস্বর্গের সৌন্দর্য কোনো রূপকথার রাজ্যের সৌন্দর্যের তুলনায় কম নয়।
কী কী করবেন?
১. ডাল লেকের শিকারা রাইড করে রোমান্টিক সময় কাটান।
২. গুলমার্গে বিশ্বের উচ্চতম গল্ফ কোর্স দর্শন করুন।
৩. সোনমার্গের ট্রেকিং রুট ধরে কাশ্মীরের প্রকৃতি দর্শন করে নিন।
৪. ঘন অরণ্য, সুসজ্জিত লেক এবং রঙিন পাহাড়ি ফুলের সন্ধান পেতে ঘুরে আসুন পহেলগাঁও থেকে।
কাশ্মীর ভ্রমণের জন্য কতদিন সময় লাগবে?
৬ থেকে ৭ দিন কাশ্মীর ভ্রমণের জন্য আদৰ্শ।
কখন যাবেন?
এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত সময়টি কাশ্মীর ভ্রমণের জন্য আদৰ্শ। তবে তুষারপাতের সাক্ষী থাকতে চাইলে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়কে বেছে নিতে পারেন।
কীভাবে যাবেন?
বিমানে - কলকাতা থেকে শ্রীনগর যাওয়ার জন্য বিমান উপলব্ধ আছে।
ট্রেনে - কলকাতা বা হাওড়া স্টেশন থেকে ট্রেনে চেপেও পৌঁছে যেতে পারেন কাশ্মীর।
ঘন ম্যানগ্রোভ অরণ্য, নীলাভ সমুদ্র, রুপোলি আভায় রঞ্জিত সমুদ্রতট এই উদাহরণগুলি একমাত্র আন্দামানের ক্ষেত্রেই প্রযোজ্য। আন্দামানে এখনও তেমন ভিড় লক্ষ করা যায় না। তাই আপনি যদি নিরিবিলি সমুদ্র সৈকত ভালোবাসেন তাহলে মধুচন্দ্রিমার স্থান হিসেবে আন্দামানকে বেছে নিতে পারেন।
কী কী করবেন?
১. আন্দামানের বিখ্যাত সমুদ্রতট কোর্বিন কোভ বিচ, নর্থ বে আইল্যান্ড, রস আইল্যান্ড দর্শন করে নিন।
২. সেলুলার জেলের লাইট এবং সাউন্ড শো-তে অংশগ্রহণ করতে পারেন।
৩. স্কুবা ডাইভিং করে নানান প্রজাতির সামুদ্রিক জীবের সঙ্গে পরিচয় করতে পারেন।
৪. রাধানগর বিচ থেকে সূর্যাস্ত দর্শন করতে পারেন।
আন্দামান ভ্রমণের জন্য কতদিন সময় লাগবে?
৬ থেকে ৭ দিন আন্দামান ভ্রমণের জন্য আদৰ্শ।
কখন যাবেন?
ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত সময়টি আন্দামান ভ্রমণের জন্য আদৰ্শ।
কীভাবে যাবেন?
বিমানে - কলকাতা থেকে আন্দামান যাওয়ার জন্য বিমান পরিষেবার ব্যাবস্থা আছে।
সমুদ্রপথে - এছাড়া কলকাতা, চেন্নাই, বিশাখাপত্তনম জাহাজে চেপে ও আন্দামান দর্শন করে আসতে পারেন।
৫. কুর্গ
ভারতের স্কটল্যান্ডে দর্শন করতে চাইলে ঘুরে আসুন কুর্গে। সবুজ পাহাড়, শান্ত প্রকৃতি, কফি বাগান ইত্যাদি বিষয়গুলি কুর্গের প্রধান আকর্ষণীয় বিষয়বস্তু।
কী কী করবেন?
১. এখনকার বিখ্যাত কফি বাগান ভ্রমণ করে নিতে পারেন।
২. কুর্গের বিখ্যাত জলপ্রপাত আব্বেই , ইরুপ্পু জলপ্রপাত দর্শন করে নিন।
৩. দুবারে এলিফান্ট ক্যাম্প এবং নাগারহল ন্যাশনাল পার্ক ঘুরে আসুন।
কুর্গ ভ্রমণের জন্য কতদিন সময় লাগবে?
৫ থেকে ৬ দিন কুর্গ ভ্রমণের জন্য আদৰ্শ।
কখন যাবেন?
ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময়ে কুর্গ ভ্রমণ সেরে নিতে পারেন ।
কীভাবে যাবেন?
বিমানে - কলকাতা থেকে পৌঁছে যান ম্যাঙ্গালোর বিমানবন্দর। সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যান কুর্গ।
ট্রেনে - কুর্গ দর্শনের জন্য কলকাতা থেকে ট্রেনে পৌঁছে যান নিকটতম রেল স্টেশন মাইশোর, ম্যাঙ্গালোর। স্টেশন থেকে গাড়ি সহযোগে ঘুরে আসুন কুর্গ থেকে।