এই দশটি কারণেই কলকাতার বৃষ্টি সকলের প্রিয়...

Tripoto
Photo of এই দশটি কারণেই কলকাতার বৃষ্টি সকলের প্রিয়... 1/7 by Surjatapa Adak

"যাও পাখি বলো আলোছলো ছলো আবছায়া জানলার কাঁচ " কোনো এক বৃষ্টিভেজা বিকেলে একাকী বসে থাকলে আবেগী মনে এই গানের কলিগুলি প্রায়ই ভেসে ওঠে । একঘেয়ে গ্রীষ্মের তীব্র দেবদাহের পর বর্ষার শীতলতা এক ধরণের প্রশান্তি এনে দেয় ।তবে কলকাতা শহরে থেকে বৃষ্টি উপভোগ করা অনুভূতিটা একটু অন্যরকম হতে পারে । কেন?তাহলে কলকাতার বৃষ্টি উপভোগ করার প্রধান ১০টি কারণ সম্পর্কে জেনে নিই।

১. ফুটবল

Photo of এই দশটি কারণেই কলকাতার বৃষ্টি সকলের প্রিয়... 2/7 by Surjatapa Adak

বাঙালিদের ফুটবল খেলার সাথে একটা আত্মিক যোগ রয়েছে । এই ফুটবলপ্রেমী মানুষরা যেমন রাত জেগে কোপা আমেরিকা বা ইউরো কাপ দেখতে ভালোবাসে, ঠিক তেমনি খোলা মাঠে বৃষ্টিতে ভিজে ফুটবল খেলায় সামিল হতে ভালোবাসে ।

২. কাগজের নৌকা

স্কুলজীবনে বৃষ্টির দিনে জলমগ্ন দুপুরে কাগজের নৌকা ভাসাননি এমন মানুষ খুঁজে পাওয়া মনে হয় অসম্ভব । ছেলেবেলার শিশুসুলভ মনের মধ্যে এই কাগজের নৌকা ভেসে যাওয়া দেখে যে নিদারুন সুখানুভূতি হতো, তা ভাষায় ব্যক্ত করা সত্যিই অসম্ভব ।

৩. চপ-মুড়ি

কলকাতায় ভরা বর্ষার সন্ধ্যেটা চপ -মুড়ি ছাড়া উপভোগ করা প্রায় অসম্ভব বললেই চলে । গরম গরম তেলেভাজার সাথে মুড়ির স্বাদটার মাহাত্ম্যটা একমাত্র বাঙালিরাই বোঝেন ।

৪. প্রিন্সেপ ঘাট

Photo of এই দশটি কারণেই কলকাতার বৃষ্টি সকলের প্রিয়... 3/7 by Surjatapa Adak

বর্ষায় দিনে রোমান্টিক সময় কাটানোর প্রধানস্থান হলো প্রিন্সেপ ঘাট । গঙ্গার বুকে বৃষ্টি জলের মিলন থেকে অন্যপাড়ের আবছা দৃশ্য প্রত্যক্ষ করা কিংবা দূরের ব্যস্ততায় পরিপূর্ণ ব্রিজ দর্শন এই সব কিছু মিলিয়ে প্রকৃতির বিরল রূপদর্শনের সাক্ষী থাকতে পারেন ।

৫. ইলিশ মাছ

কলকাতায় বর্ষার খাদ্য তালিকায় বাঙালিরা ইলিশ মাছকে পাতে রাখতে ভোলেন না । এই মাছের প্রতি বাঙালিদের প্রেম চিরকালীন । তাই যতই দাম হোক না কেন, বৃষ্টির দুপুরে ইলিশের তেল, ইলিশের ডিম, ইলিশ ভাপা, ইলিশ ঝাল ইত্যাদি আরও নানান পদের সাহায্যে ভুঁড়িভোজ করতেই হবে ।

৬. ভূতের গল্প

Photo of এই দশটি কারণেই কলকাতার বৃষ্টি সকলের প্রিয়... 4/7 by Surjatapa Adak

ঝমঝম বৃষ্টির রাতে একটু রোমাঞ্চ না হলে কী ভালো লাগে? ছোটবেলায় এমনি বৃষ্টির দিনে ভূতের গল্প শোনার জন্য আমরা সকলেই দাদু - ঠাকুমার শরণাপন্ন হয়েছি । ছেলেবেলা কেন ভূতের গল্পের রোমাঞ্চকতা বড়ো বয়সে ও শিহরণ জাগিয়ে তোলে । বিশ্বাস হচ্ছে না? তাহলে এক দারুন বৃষ্টির রাতে ভূতের গল্পের পডকাস্ট শুনে দেখুন ।

৭. খিচুড়ি

বর্ষার দিনে দুপুরে হোক কিংবা রাতে বাঙালির পাতে খিচুড়ি থাকবেই । গরম গরম খিচুড়ি সাথে বেগুন ভাজা কিংবা ডিমভাজা খাওয়ার মজাটাই আলাদা । তবে এই খাদ্যটির পুষ্টিগুণ ও যথেষ্ট ।

৮. রবীন্দ্র সরোবর

Photo of এই দশটি কারণেই কলকাতার বৃষ্টি সকলের প্রিয়... 5/7 by Surjatapa Adak

বৃষ্টির দুপুরে এই সরোবরের রূপের মধ্যে একটা মাদকতা রয়েছে । এই বিশাল সরোবরটি একটি দ্বীপের আকারে রয়েছে । এখানে সরোবরটি নানান পাখীদের প্রধান আস্তানা ।তাই হঠাৎ বৃষ্টির আগমনে রঙিন পাখীদের ঘরে ফেরার দৃশ্যর সাক্ষী থাকতে পারেন ।

৯. ক্ল্যাসিক গান -

Photo of এই দশটি কারণেই কলকাতার বৃষ্টি সকলের প্রিয়... 6/7 by Surjatapa Adak

'আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে ' কোন কাজে মন সংযোগ করতে না পারলে, গান শুনুন ।প্রসঙ্গত জানিয়ে রাখি গান এমন একটা মাধ্যম যা মনোসংযোগ বাড়ায়, মনকে শান্ত করে । আর ভরা বর্ষার দিনে বাংলা বা হিন্দি ক্ল্যাসিকাল গান আপনার একমাত্র সঙ্গী হতে পারে ।

১০. সাহিত্য পাঠ

Photo of এই দশটি কারণেই কলকাতার বৃষ্টি সকলের প্রিয়... 7/7 by Surjatapa Adak

বৃষ্টির ভেজা দিনে একা লাগছে? আপনি যদি বই প্রেমী মানুষ হন তাহলে তাহলে বাংলা বা ইংরেজি সাহিত্যমূলক বই আপনার সঙ্গী হতে পারে । মন কেমনের সময়কে ভাগ করে নিন সাহিত্য পাঠের মধ্য দিয়ে ।

তাহলে বর্ষা কিংবা বৃষ্টিকে উপভোগ করার জন্য কলকাতা ছাড়া অন্য কোন স্থান কী শ্রেষ্ঠত্বের জায়গা দখল করতে পারে?

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

Further Reads