উত্তরাখণ্ডের এই দশটি অফবিট জায়গা দেখুন! 

Tripoto

উত্তরাখণ্ডের পরিচিতি হিমালয়ের আঁতুড়ঘর, দেবদেবীদের ক্রীড়াভূমি হিসাবে। কী, বিশ্বাস করছেন না? তুষারে ঢাকা পর্বতচূড়া, শীতল পাহাড়ি নদীর প্রবাহ, সবুজে ঢাকা উপত্যকায় মেহনতি মানুষদের দিন কাটানো, আর স্থানীয়দের হাসি খুশি স্বভাব। সব মিলিয়ে উত্তরাখণ্ডের ডাক অবহেলা করার ক্ষমতা আমাদের নেই। যত দূরেই থাকুন না কেন, যত ব্যস্তই হোক না আপনার দিন, পাহাড়ের এই ডাক একবার মর্মে স্পর্শ করলে সেই সম্মোহনী আপ্যায়নকে অগ্রাহ্য করার কথা আমরা চিন্তাই করতে পারি না। ট্যুরিস্ট হন বা ট্র্যাভেলার, এক টুকরো উত্তরাখণ্ড কিন্তু প্রস্তুত সবাই কে আপন করে নিতে। দেখে নি, উত্তরাখণ্ডের এমন কয়েকটি অল্প পরিচিত অফবিট জায়গা, যা জীবদ্দশায় যেতেই হবে আমাদের।


নাগ টিব্বা

Photo of Nag Tibba, Jaunpur Range, Uttarakhand by Aninda De

সমুদ্রপৃষ্ঠ হতে ৩০২৫ মিটার উচ্চতায় অবস্থিত নাগ টিব্বা বা সর্পচূড়া, দিল্লি থেকে উইকেন্ডে ট্র্যাভেলের ক্ষেত্রে আদর্শ। বান্দারপুছ শৃঙ্গ আর গঙ্গোত্রী পর্বতমালার অসাধারণ দৃশ্য দেখতে হলে চলে আসুন এখানে।

খিরসু

Photo of Khirsu, Uttarakhand, India by Aninda De

উত্তরাখণ্ডের পাউরি পর্যটকদের কাছে বেশ বিখ্যাত, আর সেই পাউরি থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরেই, ওক, দেবদারু আর আপেল বাগানে ঘেরা খিরসুর অবস্থান। এই শান্ত হিল স্টেশনটি যেন এক টুকরো শান্তির আশ্রয়, যেখান থেকে পাবেন চারিদিকের পর্বতমালার অসাধারণ ভিউ।

পেওড়া

Photo of Peora, Uttarakhand, India by Aninda De

মুক্তেশ্বর থেকে প্রায় ১০ কিমি দূরে, সমুদ্রপৃষ্ঠের থেকে ৬৬০০ ফিট উচ্চতায়, পেওড়া যেন সত্যি এক স্বপ্নপুরী। রূপকথার জাদুরাজ্যের মতোই পেওড়া এখনও যেন সভ্যতার আড়ালে লুকিয়ে, পবিত্র। বনানীর মধ্যে দিয়ে একলা হেঁটে যাওয়া, পারিপার্শ্বিক শান্তির মধ্যে নিজেকে হারিয়ে ফেলে নিজের সঙ্গে কিছু সময় কাটাতে চাইলে পেওড়াই হোক আপনার আগামী গন্তব্য।

লোহাঘাট

Photo of Lohaghat, Uttarakhand, India by Aninda De

চম্পাওয়াত জেলার এক কোণে অবস্থিত লোহাঘাটের ঐতিহাসিক এবং মাইথোলজিকাল গুরুত্ব অপরিসীম। কিন্তু পাইন, ওক আর রোডোডেনড্রোন গাছে ঘেরা এই সবুজ পাহাড়ি উপত্যকার প্রাকৃতিক সৌন্দর্য কোনওভাবেই উপেক্ষণীয় নয়।

গঙ্গোলিহাট

Photo of Gangolihat, Uttarakhand, India by Aninda De

পিথোড়গড় জেলার গঙ্গোলিহাট ঠিক যেন হিমালয়ের কোলে আশ্রিত ছোট্ট পাহাড়ি গ্রাম। যদি গতে বাধা জনপ্রিয় জায়গাগুলির ঘেরাটোপ এড়িয়ে নিজের মত করে খুঁজে নিতে চান পাহাড়ি গ্রাম্য প্রকৃতির নিজস্ব রূপ, তাহলে গঙ্গোলিহাট রইল আপনার অপেক্ষায়।

দুধতাওলি

Photo of Dudhatoli, Uttarakhand by Aninda De

ঘন জঙ্গলে আচ্ছাদিত দুধতাওলি প্রায় ৩১০০ ফিট উচ্চতায় অবস্থিত একটি ছোট্ট পাহাড়ি গ্রামাঞ্চল, যা বিগত কয়েক বছরে পর্যটকদের প্রিয় হয়ে উঠছে। ওয়াইল্ডলাইফ বা বার্ডওয়াচিং করার ইচ্ছে থাকলে দুধতাওলি হয়ে উঠতে পারে উত্তরাখণ্ডে আপনার পরবর্তী ঠিকানা।

চামোলি

Photo of Chamoli, Uttarakhand, India by Aninda De

হিন্দু পূরাণের সঙ্গে আদ্যোপান্তভাবে জড়িয়ে রয়েছে চামোলি, আর থাকে ঘিরে রয়েছে চোপটা, আউলি আর হেমকুণ্ড সাহিব। চামোলি পরিচিত ঈশ্বরের বাসস্থান রূপে। আবার এই চামোলি থেকেই পথ চলা শুরু হয়েছিল চিপকো আন্দোলনের। গারওয়াল সংস্কৃতির অতিথ্যের স্বাদ নিতে চাইলে আসতেই হবে চামোলি।

চাম্বা

Photo of Chamba, Himachal Pradesh, India by Aninda De

না হিমাচল প্রদেশের নয়, এ হল উত্তরাখণ্ডের নিজস্ব চাম্বা। তেহরি জেলার এই চাম্বার উদ্দ্যেশে ছুটে আসেন সেইসব পর্যটক, যাদের লক্ষ্য হিমালয়ের কোলে নিভৃতে একাকী ভ্রমণ।

কানাতাল

Photo of Kanatal, Kaudia Range, Uttarakhand, India by Aninda De

চারিদিকে আপেল বাগান, আর পাইন গাছের আড়ালে ৮৫০০ ফিট উচ্চতায় লুকিয়ে থাকা কানাতাল যেন এক বিস্মৃত সব পেয়েছির দেশ। ট্যুরিস্টদের ভিড়ভাট্টার থেকে আড়ালে, অনির্বচনীয় প্রাকৃতিক সৌন্দর্যের ঠিকানা নিঃশব্দের কানাতাল

দিদিহাট

পিথোড়গড়ের আরেক অফবিট জায়গা হল দিদিহাট। দিদিহাট নামের মনে হল ছোট্ট পাহাড়ি টিলা। পাহাড়ি গাছপালা আর জীবজন্তু পরিবেষ্টিত এই দিদিহাট অল্পসময়েই হয়ে উঠেছে পর্যটকদের প্রিয়। প্রকৃতির সান্নিধ্যে নিবিড়ভাবে যদি পাহাড়ী সৌন্দর্যের ইশারায় পা বাড়াতে চান, তাহলে দিদিহাট হয়ে উঠুক আপনার আগামী ডেস্টিনেশন।

ব্যাস, তাহলে আর অপেক্ষা কীসের? পর্যটকদের ভিড় বেড়ে যাওয়ার আগেই ব্যাকপ্যাক কাঁধে বেড়িয়ে পরুন উত্তরাখণ্ডের উদ্দ্যেশে!

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

(এটি একটি অনুবাদকৃত আর্টিকেল। আসল আর্টিকেল পড়তে এখানে ক্লিক করুন!)

Further Reads

Related to this article
Places to Stay in Jaunpur range,Things to Do in Jaunpur range,Jaunpur range Travel Guide,Weekend Getaways from Jaunpur range,Weekend Getaways from Tehri garhwal,Places to Stay in Tehri garhwal,Places to Visit in Tehri garhwal,Things to Do in Tehri garhwal,Tehri garhwal Travel Guide,Places to Visit in Uttarakhand,Places to Stay in Uttarakhand,Things to Do in Uttarakhand,Uttarakhand Travel Guide,Things to Do in India,Places to Stay in India,Places to Visit in India,India Travel Guide,Weekend Getaways from Khirsu,Places to Visit in Khirsu,Things to Do in Khirsu,Places to Stay in Khirsu,Khirsu Travel Guide,Weekend Getaways from Pauri garhwal,Places to Visit in Pauri garhwal,Places to Stay in Pauri garhwal,Things to Do in Pauri garhwal,Pauri garhwal Travel Guide,Weekend Getaways from Peora,Things to Do in Peora,Places to Stay in Peora,Peora Travel Guide,Weekend Getaways from Almora,Places to Visit in Almora,Places to Stay in Almora,Things to Do in Almora,Almora Travel Guide,Weekend Getaways from Lohaghat,Places to Stay in Lohaghat,Places to Visit in Lohaghat,Things to Do in Lohaghat,Lohaghat Travel Guide,Weekend Getaways from Champawat,Places to Stay in Champawat,Places to Visit in Champawat,Things to Do in Champawat,Champawat Travel Guide,Gangolihat Travel Guide,Weekend Getaways from Gangolihat,Places to Stay in Gangolihat,Places to Visit in Gangolihat,Things to Do in Gangolihat,Weekend Getaways from Chamoli,Places to Visit in Chamoli,Places to Stay in Chamoli,Things to Do in Chamoli,Chamoli Travel Guide,Weekend Getaways from Chamba,Places to Visit in Chamba,Places to Stay in Chamba,Things to Do in Chamba,Chamba Travel Guide,Places to Visit in Himachal pradesh,Places to Stay in Himachal pradesh,Things to Do in Himachal pradesh,Himachal pradesh Travel Guide,Didihat Travel Guide,Things to Do in Didihat,Weekend Getaways from Didihat,Places to Stay in Didihat,Weekend Getaways from Pithoragarh,Places to Visit in Pithoragarh,Places to Stay in Pithoragarh,Things to Do in Pithoragarh,Pithoragarh Travel Guide,